নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

তুতুন

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫৯



তুতুনের পাখি
তুতুনের ঘরের পাশে একটা মস্ত বড় গাছ আছে। প্রত্যেকদিন একটা কাঠঠোকরা পাখি গাছটায় বসে ঠকঠক করে। তুতুন বসে বসে দেখে। হয়তো হাই হ্যালোও বলে। সেটা তো আমরা এখন বুঝবো না!

তুতুনের বোতল
তুতুনের একটা গোলাপি রঙের ওয়াটার বোতল আছে। পানি খাওয়া ছাড়াও রকেট, বাবু (!) এবং লাঠি হিসেবে এর ব্যবহার হয়।

তুতুনের বই
তুতুন বই পড়ে। উল্টো করে সোজা করে এইভাবে ঔভাবে। ওর ভাষায় বই হলো "বুই"। যেকোনো কাগজই একেকটা "বুই"।

তুতুনের লিফট
একটা লাল রঙের টুল হলো তুতুনের "লিফট"৷ এটা দিয়েই তুতুন, নীচ তলা থেকে উপর (টেবিল!!) তলায় যায়।


তুতুনের চশমা
তুতুনের মা বলেন, বেশি বেশি টিভি দেখে তুতুনের চোখটা পচে গেছে। ডাক্তার মামা তুতুনকে চশমা দেন। ইয়া বড় বড় দুইটা চোখ নিয়ে তুতুন ঘুরে বেড়ায়।

তুতুনের কাকুও চশমা পরেন। তাই তুতুন বলে, কাকুর চোখ পঁচা! কাকুর চোখ পঁচা!




আঁকাবাঁকা



ছবিঃইন্টারনেট


মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:০৫

বিজন রয় বলেছেন: তুতুন নামটি অনেক আদর মাখানো।

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: একদম ঠিক!!!

২| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:০৬

বিজন রয় বলেছেন: এই নামটি কি আপনার আবিস্কার? আমি অন্য কোথাও পড়েছি কি না মনে পড়ছে না। তবে খুব পরিচিত মনে হচ্ছে।

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার আবিষ্কার নয়! এই নামের বাচ্চাকাচ্চা আছে আরো। তুতুনকে নিয়ে লাস্ট লিখেছি আমার পোস্টঃ বাচ্চাকাচ্চাদের প্রোগ্রামিং এ।

ছোট্ট বাবু রিলেটেড লেখায় তুতুন ব্যবহার করি।

৩| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:০৬

এম ডি মুসা বলেছেন: দারুণ তুতুন☺☺

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যাঁ ☺

৪| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:১০

আনমোনা বলেছেন: আর্কিওপটেরিক্সের চোখ পঁচা!

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি চশমা পরি না। তাই চোখ পঁচা হওয়ার সম্ভাবনা নেই!

আমার লেখায় অনেকদিন পরে তোমার মন্তব্য পেলাম।

৫| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: তুতুন ভালো থাকুক। সুস্থ থাকুক।

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই!

৬| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা কি আপনার সন্তান?

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ!

বাচ্চাকাচ্চা আমায় বড্ড ভালোবাসে। ওদের মধ্যেই একজনকে নিয়ে এই লেখা ।

আর ছবিটা ইন্টারনেট থেকে কালেক্টেড।

৭| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনি পোষ্ট লেখা শিখছেন?

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যের জন্যই এই পোস্টটা স্পেশালি লেখা। আপনার প্রশ্নের উত্তরঃ হ্যাঁ!

৮| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৪৮

বিজন রয় বলেছেন: প্রোপিক চেঞ্জ করলেন যে বড্ড!

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: কভার ফটোটা চেঞ্জ করেছি। ওটা কি ভালো হয় নি?

৯| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: অনেক মজার। তুতুন কি তোমার বেবির নাম??

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ!

উপরের কমেন্টে দেখো ব্লগার সাজ্জাদ হোসেনও একই প্রশ্ন করেছেন।

বাচ্চাকাচ্চা আমায় বড্ড ভালোবাসে। ওদের মধ্যেই একজনকে নিয়ে এই লেখা ।

১০| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৫৫

বিজন রয় বলেছেন: হ্যাঁ ভালো হয়েছে, রহস্যময়, আপনার কাজের স্বভাবের মতোই।

শায়মা বিভিন্ন সময়ে আপনার সম্পর্কে জানতে চায়। তা একটি পোস্ট দিয়ে আপনার সম্পর্কে জানিয়ে দিলেই তো তার উসখুস মিটে যায়।

কি বলেন?

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ☺

আমি নিজেই এক রহস্য। তাই রহস্য রহস্যই থাক!

কি বলেন ;)

১১| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: ঐ বিজন ভাইয়া তোমার এত উসখুশ কেনো? হিংসা লাগে ??? সেফুভাইয়া??? :D

০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

রহস্য রহস্যই থাক, কি বলো শায়ামাপু ;)

১২| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: আর্কিমিডিসভাইয়া বিজনভাইয়া মনে হয় তুমি পোস্ট দিলেই দৌড়ে আসে আমি কি জানতে চাইলাম দেখতে!! এরপর থেকে বিজনভাইয়া ঘুমালে পাড়া জুড়ালে আমি তোমার পোস্টে আসবো ওকে??? :`>

০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: হা হা হা.... ওক্কে :)

তুমি তাহলে এখনই এলার্ম সেট করো। যখন বিজনভাইয়া ঘুমাবে পাড়া জুড়াবে তখন চুপিচুপি এসে কমেন্ট করে যেও :) :)


আমার সম্পর্কে কৌতুহল কিছুটা স্বাভাবিক বটে!

১৩| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:০৬

শায়মা বলেছেন: হ্যাঁ ভাইয়া না ঘুমালে আর আসছিনা তোমার পোস্টে ভাইয়ুমনি!!!

০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: অপ্সরা হয়ে বরুণা হয়ে কঙ্কাবতী রাজকন্যা হয়ে এসো তাহলে ;)

০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: :P

১৪| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:২১

শায়মা বলেছেন: কোনোন অভ সামোস বা এরাতোস্থেনেস অফ সিরেন হয়ে আসলে আরও ভালো তাইনা???

০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: হা হা হা !!! তারা এলে তো... B:-) আমি হতভম্ব হয়ে থাকবো :D

তুমি শায়মা হয়েই আসো।

১৫| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:৩৬

শায়মা বলেছেন: না না শায়মা হয়ে আসলে চলবেনা। কোনোন অভ সামোস বা এরাতোস্থেনেস অফ সিরেন হয়ে ঘুমের মাঝে বিজনভাইয়ার ঘাড় মটকাবো!:)

০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ঘাড় আবার মটকাতে যেও না :P

প্রাগৈতিহাসিক প্রাণী। হাড়গোড় আর আস্ত থাকবে না :( :(

B-))

১৬| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:৪২

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ।

১৭| ০৪ ঠা জুলাই, ২০২০ ভোর ৬:৩৭

ইসিয়াক বলেছেন: তুতুন নামটা খুব সুন্দর।

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যাঁ :)

১৮| ০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের পঁচা পঁচা সব বড়দের ভেতরে যদি তুতুনের মন আর চোখে তুতুনের চোখ লাগিয়ে দেয়া যেত...

আহ! সংসারটা হতো সোনার সংসার ;)

তুতুন কথন
দারুন দারুন :)

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আমাদের পঁচা পঁচা সব বড়দের ভেতরে যদি তুতুনের মন আর চোখে তুতুনের চোখ লাগিয়ে দেয়া যেত... - তাহলে পৃথিবীটা ঐ রঙধনুর মতোই রঙীন হতো। অবশ্য এখনো কম রঙিন না ;)


পড়ার জন্য কৃতজ্ঞতা :)

১৯| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৫

করুণাধারা বলেছেন: করোনা কালে এমন হালকা লেখা পড়তে বেশ ভালো লাগে।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১২:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা অনেকেই বোঝে না।

পড়ার জন্য কৃতজ্ঞতা রইলো ...

২০| ১২ ই জুলাই, ২০২০ রাত ২:৩২

মিরোরডডল বলেছেন:



রিক্স, তুতুন নামটা যেমন কিউট, ছবির বাবুটাও সেরকম একটা কাপকেক :)
দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে !

১৪ ই জুলাই, ২০২০ রাত ২:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: হা হা... আপু, দারুণ বলেছেন ☺

তুতুন নামটা অনেক আদরের। আর ছবির বাবুটা তো একটা কিউটের ডিব্বা!

আমি বাচ্চাদের খুব ভালোবাসি। দেশে শিশুদের একটা মাত্র কার্টুন চ্যানেল দেখে কষ্ট পাই। বাচ্চাদের জন্য টিভি অনুষ্ঠানও কম। কমিকসের কথা আর নাই বা বলি! গুটিকয়েক কমিকস ছাপা হয়। আর... খেলার মাঠের কথা বাদই দিলাম :(


রিক্স ডাকটা অনেক দিন পরে শুনলাম (সেই ঘাপটি মেরে থাকা পোস্টের পরে আবার :) :) ) । সময় পেলে, আমার "কিউটের ডিব্বা" গল্পটা পড়তে পারেন :)


একটু বিজি থাকায় উত্তর দিতে দেরী হলো। এই করোনার দিনে ভালো থাকুন, সুস্থ থাকুন :)

২১| ১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৪

পান্হপাদপ বলেছেন: দারুণ

১৪ ই জুলাই, ২০২০ রাত ২:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :) :)

২২| ১৪ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৯

মিরোরডডল বলেছেন:



রিক্স কতো সুন্দর বাচ্চাদেরকে নিয়ে ভাবে । অনেক কেয়ারি । রিক্স অবশ্যই একটা ভালো প্যারেন্ট হবে ।
হুম, সময় করে নিশ্চয়ই পড়বো, নাম শুনেইতো ভালো লাগছে কিউটের ডিব্বা :)

অনেক অনেক ভালো থাকা হয় যেন ।

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: হা হা...

কমেন্টের অপেক্ষায় থাকলাম আপু :)


শুভকামনা ...

২৩| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৬

মনিরা সুলতানা বলেছেন: তুতুন কেমন আছে ?

১৯ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: খুউব ভালো আছে :)

আপনার কি খবর? নতুন কোনো কবিতা পাচ্ছি না কেন?

নতুন কোন বই পড়ছেন নাকি??

শুভকামনা সতত...

২৪| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স ,




তুতুনের আধো আধো বোল আর আধো আধো হাসির মতোই আঁকাবাঁকা মিষ্টি লেখা।

১৯ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: খুব সুন্দর করে বলেছেন। খুশি হলাম :)



শুভকামনা সতত...

২৫| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: খুব ভাল লাগলো তুতুনের মতই এ ছোট্ট পোস্ট টা। আর তুতুন নাম টা কি যে সুন্দর, বড়ই আদর মাখা! তুতুনের মত আমার একটা নাতি আছে। মুখে কেবল আধো আধো বোল ফুটছে। হাঁটি হাঁটি পা পা করে এগোয়। ওর মুখেও শীগগীরই "বুই" ইত্যাদি শুনতে পাবো বলে আশা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.