নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

তথাকথিত ইসলামিক ধ্যান ধারনর সংস্কার করা উচিৎ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৫

(*** ব্লগার 'ভোরের সুর্য'এর' সৌজন্যে শিরোনাম বদলানো হয়েছে )



ইসলাম মুলত এশিয়া ও আফ্রিকার সবচেয়ে বড় ধর্ম, এবং আরব কেন্দ্রিক। আরবেরা ইসলামের বিরাট সংস্কার করেছ: ইসলাম ধর্মীদের তারা নানা সেক্টে ভাগ করেছে: সুন্নী, শিয়া, ওয়াহাবী, কাদিয়ানী, আহমেদিয়া ইত্যাদি, যা এখন ভয়াবহ রূপ নিয়ে 'ইসলামিক সিভিল-ওয়ারের' সৃস্টি করেছে। যুদ্ধের ইতিহাস না জেনেই অনেকে যুদ্ধ শুরু করে; হিটলার ও নেপোলিয়নকে জীবনে আবার সুযোগ দিলে, তারা দু'জন অবশ্যই যুদ্ধ-বিরোধী হওয়ার সম্ভাবনা ছিল।



ধর্মকে হিসেবের বাহিরে রাখলেও, এশিয়া ও আফ্রিকার মুসলিম এলাকার লোকদের 'এইচডিআই' বরাবর নীচে থাকার কথা; তার সাথে যোগ হয়েছে ইসলামিক সেক্ট।



ধর্ম থাকলে অবশ্যই সেক্ট থাকবে; সব ধর্মেই আছে; কিন্তু সমস্যা হলো, আরবদের সেক্টে বিভক্ত হওয়া; আরবেরা মোটামুটি চরমপন্হি মানুষ; তাদের ইতিহাস সব সময়ই ঐ রকম ছিলো: সামান্য খেজুরের জন্য, বা কুপের থেকে এক আঁজলা পানি খাওয়ার জন্য মাথা হারাতে হয়েছে দরিদ্র আরবদের।

আজকে খেজুর ও পানির কুপের সমস্যার সমাধান হয়েছে; নতুন সমস্যা হচ্ছে তেলের কুপ; তেলের খনিগুলোর মালিকানা সেক্টগুলো নিজেদের মাঝে রাখতে চায়। ধর্মীয় সেক্টের বিলোপ ঘটাতে পারলে আরবেরা নিজদের এক আরব ভাবতে পারতো। তাদের গোত্র সমস্যাও আছে, সেটাও মোটামুটি ভালো সমস্যা; তবে, উহা ইসলাম ধর্মের অনেক আগের।



ইসলামের সেক্ট বের হয়েছে মোটামুটি ইসলামের নবীর পরলোক গমনের পর; এবং আরবরাই তা করেছে; এটা ছিল ইসলামের জন্য বিরাট সংস্কার; এখন দরকার, সেই সংস্কারের রিভার্স সংস্কার; তা না'হলে ইসলামিক সিভিল-ওয়ার থামবে না; এবং তার প্রভাব চলতে থাকবে: পাকিস্তান, ইয়েমেন, সিরিয়া লেবানন, লিবিয়ায় মসজিদে বোমা ও গুলি চলতে থাকবে; কারো ঘরবাড়ী থাকবে না; গরীবেরা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার রিফিউজী হবে।



মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আস্তাগফিরুল্লা, নাউজুবিল্লা, তোবা-তোবা। এই পোস্টের শিরোনাম পইড়াই আমার ইমান চইলা গেছে লাগে, বাকিটা পড়লে নিশ্চিত সিজ্জিন বাস। আল্লা আপনারে হাদায়াত নসীব করুন, আর শয়তান বান্দর আর তারছিঁড়াদের কাছ থেকে হেপাজত করুন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


এই সরস্কারটা খুব দরকারী সংস্কার; এশিয়া ও আফ্রিকার মুসলিম এলাকার শান্তি ও উন্নয়ন ব্যাহত হচ্ছে, মানুষ মরছে মসজিদে; এটা চলতে পারে না।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: ভাই একটু সাবধান থাকেন| ব্লোগেতে মৌলবাদির অভাব নেই| শেষে না আপনার থাবা বাবার অবস্থা হয়!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


এইটা তো মানবিক সমস্যা; ইসলামে যা ছিল না, সেটাকে চালু করে সমস্যার সৃস্টি করেছে; এখানে ধর্মের কিছু বদলাচ্ছে না। সুতরাং, কারো মন খারাপ করার দরকার নেই; কেহ চাহে না যে, আরব শিয়া, সুন্নি ও কুর্দ, ওহাবীদের যুদ্ধে মাটিতে মিশে যাক।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১

নিষ্‌কর্মা বলেছেন: নাউজুবিল্লাহ, এইডা কিতা কৈলেন হুজুর? ইসলামের সংস্কার কিডা করবে? সব হুজুর তো তালেবান হৈয়া গেছে, তা না হলে হেপাযত! কেম্নে কি =p~ B:-/ :-B :#) :P

কয়েকদিন পরে বলবেন, কুর'আনের আয়াত ছাগলে খাইয়া ফালাইছে, আর না হলে বলবেন ব্যক্তিগত শত্রুতার বশে অনেক আয়াত ওমর আর ওসমান (নবীর শ্বশুর আর জামাতা) কুর'আনের ভিত্রে নিতে পারে নাই।

ইসলামের সংস্কার কেন দরকার? কুর'আন না আল্লাহ পাক নিজে সংরক্ষন করবেন। ১৪০০ বছর আগেকার এই কিতাবের কোন পরিবর্তন কেউ মেনে নিবে না। তাহলে ব্যবসায় সমস্যা হতে পারে।

বুঝেনই তো!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


ইসলামে সেক্ট ছিল না; ইহাকে যুক্ত করা হয়েছে পরে; এখন রিভার্স করতেই হবে; সিরিয়া, ইরাক ধুলায় মিশে গেছে, এখ ইয়েমেন যাবে; এক সময় পাকিস্তান মাটিতে মিশবে।

এটা গ্রহনযোগ্য ও দরকারী সংস্কার।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

ভোরের সূর্য বলেছেন: চাঁদগাজী ভাই। আপনার লেখার শিরোনামটা বদলানো উচিৎ।

লক্ষ্য করুন আপনি নিজেই বলেছেন

এইটা তো মানবিক সমস্যা; ইসলামে যা ছিল না, সেটাকে চালু করে সমস্যার সৃস্টি করেছে; এখানে ধর্মের কিছু বদলাচ্ছে না। সুতরাং, কারো মন খারাপ করার দরকার নেই; কেহ চাহে না যে, আরব শিয়া, সুন্নি ও কুর্দ, ওহাবীদের যুদ্ধে মাটিতে মিশে যাক।

তার মানে হচ্ছে ইসলামে নাই অর্থাৎ ইসলাম ধর্ম ঠিক আছে সেটাকে সংস্কারের দরকার নাই কিন্তু আমরা মানুষরা অনেক কিছু যোগ বিয়োগ করেছি তাই আমাদের মানুষের,আমাদের ইসলামিক ধ্যান ধারনা বদলিয়ে মূল ইসলাম ধর্ম মানা উচিৎ। তাই আমাদের সংস্কার দরকার।ইসলামের নয়। আমি আপনার কথার অর্থ ধরতে পেরেছি কিন্তু তার সাথে আপনার শিরোনামের কোন মিল নাই। আপনি বলতে পারেন তথাকথিত ইসলামিক ধ্যান ধারনা সংস্কার করা উচিৎ কিন্তু আপনি কখনও বলতে পারেন না যে ইসলাম ধর্ম সংস্কার করা উচিৎ। ইসলাম ধর্ম পবিত্র কোরান এবং সহীহ হাদিসের আলোকে চলে এবং আবার বলছি কোরান এবং সহীহ হদিস। সহীহ বলছি এজন্য যে আমরা মানুষরা পরবর্তীতে নিজেরদের সুবিধামত নিজের স্বার্থে মূল হাদিস থেকে সরে গিয়ে নিজেদের মনমত হদিস তৈরি করেছি আর কোরান তো অবিকল যা আছে তাই সেটাত ভুল ব্যাখ্যা দেয়ার কিছু নাই। আর যেহেতু ইসলাম ধর্ম কুরান এবং হাদিসের আলোকে পরিচালিত হয় তাই আপনার ইসলাম ধর্মের সংস্কারের কথা বলা মানে প্রথমে কুরান এবং হাদিস সংস্কার করতে হবে কিন্তু যা সম্বভ নয় এবং দরকারো নাই বরং আপনার এই শিরোনাম এ মানুষের কাছে ভুল মেসেজ যাবে এবং এটা নিয়ে অহেতুক সমস্যা তৈরি হবে। তাই দয়া করে শিরোনাম টা বদলিয়ে ফেলুন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:

ভোরের সূর্য বলেছেন,
" আপনি বলতে পারেন তথাকথিত ইসলামিক ধ্যান ধারনা সংস্কার করা উচিৎ কিন্তু আপনি কখনও বলতে পারেন না যে ইসলাম ধর্ম সংস্কার করা উচিৎ। "

-"ইসলামিক ধ্যান ধারনা" তো ইসলামের অংশ; একা কুরান ইসলাম নয়, কুরানের সাথে " ধ্যান ধারনা " যুক্ত হয়ে ইসলাম হয়েছে।

-আমার মনে হয়, সেক্ট বিরাট জিনিষ; এটা সংস্কার করলে ইসলামের সংস্কার হবে।

যাক, শিরোনাম বদলায়ে দিচ্ছি।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৭

বেদুইন জাহিদ বলেছেন: নিজেই বদলিয়ে দেন। সমস্যা শেষ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


এটা ভয়ংকর সমস্যা, আরব থেকে পাকিস্তান অবধি সবকিছু মাটির সাথে মিশয়ে দেবে এ সমস্যা।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আমিবলবো ইসলামী ধ্যান ধারণা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা উচিৎ । অনেকে উর্টাপাল্টা বলে বিভ্রান্ত হন ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:১২

চাঁদগাজী বলেছেন:


ইরাক, সিরিয়া ও পাকিস্তানে সুন্নী ও শিয়াদের ভেতর যুদ্ধ চলছে; কারণ, সেক্ট আছে বলেই; সেক্টের মাঝে যুদ্ধ চলছে বুঝার জন্য সঠিক ধারণা মানুষের আছে।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩

রামন বলেছেন:
পিছিয়ে পড়া মুসলিম দেশগুলোতে ও সেখানকার গোত্র,গোষ্ঠির মাঝে যতদিন না আধুনিক ও সৃজনশীল শিক্ষার আলো পৌছাবে ততদিন এরা সংকট থেকে উত্তরণ হতে পারবে না৷ এদের ভিতর ধর্মীয় গোড়ামি ও মৌলবাদী চরিত্র সৃষ্টির জন্য দায়ী মুর্খতা এবং পড়াশুনার নামে কুশিক্ষা। আমার মতে ধর্মীয় নয়, সামাজিক সংস্কারের মধ্যে দিয়ে জাতিগত সকল সমস্যা সমাধান সম্ভব। আর এ জন্য প্রয়োজন উন্নত ও বিজ্ঞান সম্মত সামাজিক শিক্ষা ব্যবস্থা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:১৪

চাঁদগাজী বলেছেন:

ইরাক, সিরিয়া, ইয়েমেন, পাকিস্তানে সেক্টদের যুদ্ধ চলছে; এখানে জাতি বা সমাজ নয়, সেক্টই যুদ্ধের কারণ।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮

হানিফঢাকা বলেছেন: There is a way. Have some idea on most of the major sects of Islam and the root of the problem. In very short, its the

1. first political deviation (The so called Shia vs Sunni was problem was a purely political but later turned to religious as well

2. Among the Sunni- the collection of Hadith after 200 or 250 years later of prophet (PUBH) demise makes all the sects among Sunni.
3. The Sufism- that looks like Islam, but nothing to do with the religion of Islam (Before argue with this point i would request please read and understand Quran) gave birth so many sects in the name of Islamic mysticism.

Why can't people overcome these sects? the answer is simple...

1. People don't want to lose their long belief that he inherited from generations

2. Pride

3. Monetary benefit

4. Lust for power

5. Less knowledge on own religion

6. mental satisfaction


To find out the solution, one have to find out the root of the problem, and the reasoning and come to a common term. But, this discussion is beyond the scope here. But, as long people are not open mind to accept reasoning and follow what he is commanded to follow, the solution is as good as theory.

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


ব্যখ্যা ভালো।
যেই যুদ্ধ শুরু হয়েছে শিয়া, সুন্নি ও কাদিয়ানীদের ভেতরে, ইহার শেষ কোথায়?

সেক্টগুলো পরস্পরের সাথে ভয়ংকর যুদ্ধ করছে, সংস্কার দরকার।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৩

রামন বলেছেন:
লেখক বলেছেন: ইরাক, সিরিয়া, ইয়েমেন, পাকিস্তানে সেক্টদের যুদ্ধ চলছে; এখানে জাতি বা সমাজ নয়, সেক্টই যুদ্ধের কারণ।



আপনার কথা অনুযায়ী দেশগুলোতে বিভিন্ন গোত্র , গোষ্ঠী , উপজাতি, সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ চলছে ঠিক যেমনটি হয়েছিল '৭১ এ পাকিস্তানিদের সাথে।
এখানে ইসলাম ধর্ম কোন ফ্যাক্টর নয়৷
যদি তাই হয় আপনাকে মানতে হবে - আপনার এই পোস্টের শিরোনামের সাথে বক্তব্যের কোন মিল নেই৷ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



ঠিক আছে।
যিনি যেভাবে বুঝেছেন, সেটাই আসল।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

দস্যুরাজা বলেছেন: লেখার আগে শিখুন .
কাদিয়ানি, জামাত ব্রিটিশ দের আবিস্কার। আরবদের নয়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


ইসলামও ব্রিটিশদের আবিস্কার হয়তো?

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

দস্যুরাজা বলেছেন: 'ইসলামও ব্রিটিশদের আবিস্কার হয়তো?"
অশিক্ষিত অনেক কিছুই ভাবতে পারে, সেইজন্যই কোরআনের প্রথম নাযিল করা শব্দ "ইকরা"।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.