নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনাকে বাকশালে যেতে হবে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪২

অনেক শিক্ষিত বাংগালী গণতন্ত্রের সামন্য সংজ্ঞা জানে না, বা মনে রাখতে পারে না; জ্যামিতির সম্পাদ্য, বীজ গণিতের অংক মুখস্হ করে পরীক্ষার হলে যায় আমাদের ছাত্ররা; নিউটনেরর ২য় সু্ত্রের প্রমাণ লিখতে গিয়ে নকল করে; অর্থনীতিতে মাস্টার্স করার পর, কোনটা স্টক, কোনটা বন্ড বুঝে না; তারা কি করে সোস্যালিজমের অর্থনীতি বুঝবে? যারা দাড়ি, কমা'র ব্যবহার না জেনে ২ লাইন পদ্য লিখে কবিতা বলে চালিয়ে দেয়, তারাই 'বাকশাল'এর বিপক্ষে কথা বলে হয়রাণ হয়ে যায়।



বাকশাল বাংগালী মগজের জন্য বড়বেশী শক্ত ভাবনা ছিল; বাকশাল বাহির থেকে একটি পলিটিক্যাল কোয়ালিশন ছিল, আর তার মুলতত্ব ছিল সোস্যালিজম; সবার জন্য সমান সুযোগ।



আমাদের ধর্ম সামন্তবাদের সময় এসেছিল, এখনো সামন্তবাদে থাকতে চায়; আমাদের ধর্মের মোল্লারা চায় মানুষ খয়রাত খাক, খয়রাত দেক; এসব লোকেরা আবার সোস্যালিজম বিরোধী কথা বলে; বাকশাল বিরোধী কথা বলে।



পশ্চিম চেয়েছিল বাংলাদেশে ক্যাপিটেলিজম গড়ে উঠুক: এক শ্রেণী মুলধন সংগ্রহ করে কলকারখানা, ব্যবসা বাণিজ্যের মালিক হোক, বাকীরা শ্রমিক হোক; সেটাই ঘটেছে, তারা জেনারেল জিয়াকে দিয়ে শেখ সাহেব ও উনার স্বপ্নকে কবর দিয়ে দিয়েছে; সাথে সাথে আমাদের মুক্তিযুদ্ধের অর্জনকে কবর দিয়ে দিয়েছে; আমরা হয়েছি দর্জি ও উটের রাখাল; জিয়ার লোকেরা হয়েছে বিলিওনিয়ার, মিলিওনিয়ার।

শেখ হাসিনা ভুলে গেছেন যে, উনার বাবাকে হত্যা করা হয়েছিল বাকশাল রুখতে; বাকশালই সব বাংগালীকে সমান সুযোগ দেবে; উনার উচিত উনার বাবার শেষ স্বপ্নটাকে কার্যকরী করে, সকল মানুষের জন্য সমান সুযোগের সৃস্টি করা।







অশিক্ষিত বাংগালীরা গণতন্ত্রের সামন্য সংজ্ঞা জানে না, বা মনে রাখতে পারে না; জ্যামিতির সম্পাদ্য, বীজ গণিতের অংক মুখস্হ করে পরীক্ষার হলে যায় আমাদের ছাত্ররা; নিউটনেরর ২য় সু্ত্রের প্রমাণ লিখতে গিয়ে নকল করে; অর্থনীতিতে মাস্টার্স করার পর, কোনটা স্টক, কোনটা বন্ড বুঝে না; তারা কি করে সোস্যালিজমের অর্থনীতি বুঝবে? যারা দাঁড়ি, কমা'র ব্যবহার না জেনে ২ লাইন পদ্য লিখে কবিতা বলে চালিয়ে দেয়, তারাই 'বাকশাল'এর বিপক্ষে কথা বলে হয়রাণ হয়ে যায়।



বাকশাল বাংগালী মগজের জন্য বড়বেশী শক্ত ভাবনা ছিল; বাকশাল বাহির থেকে একটি পলিটিক্যাল কোয়ালিশন ছিল, আর তার মুলতত্ব ছিল সোস্যালিজম; সবার জন্য সমান সুযোগ।



আমাদের ধর্ম সামন্তবাদের সময় এসেছিল, এখনো সামন্তবাদে থাকতে চায়; আমাদের ধর্মের মোল্লারা চায় মানুষ খয়রাত খাক, খয়রাত দেক; এসব লোকেরা আবার সোস্যালিজম বিরোধী কথা বলে; বাকশাল বিরোধী কথা বলে।



পশ্চিম চেয়েছিল বাংলাদেশে ক্যাপিটেলিজম গড়ে উঠুক: এক শ্রেণী মুলধন সংগ্রহ করে কলকারখানা, ব্যবসা বাণিজ্যের মালিক হোক, বাকীরা শ্রমিক হোক; সেটাই ঘটেছে, তারা জেনারেল জিয়াকে দিয়ে শেখ সাহেব ও উনার স্বপ্নকে কবর দিয়ে দিয়েছে; সাথে সাথে আমাদের মুক্তিযুদ্ধের অর্জনকে কবর দিয়ে দিয়েছে; আমরা হয়েছি দর্জি ও উটের রাখাল; জিয়ার লোকেরা হয়েছে বিলিওনিয়ার, মিলিওনিয়ার।

শেখ হাসিনা ভুলে গেছেন যে, উনার বাবাকে হত্যা করা হয়েছিল বাকশাল রুখতে; বাকশালই সব বাংগালীকে সমান সুযোগ দেবে; উনার উচিত উনার বাবার শেষ স্বপ্নটাকে কার্যকরী করে, সকল মানুষের জন্য সমান সুযোগের সৃস্টি করা।







মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৪

তিক্তভাষী বলেছেন: ফা্রমার ব্রো, দু'দিন যাবৎ বৌ অফিসের জন্য খাবার দিচ্ছে না। বলে- মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোননি? তিনি বলেছেন "অফিসে খাবার যাবে কেন? অফিস শেষে বাড়ি যাবে, বাড়িতে বসে খাবার-দাবার খাবে"

ব্রো, বাকশালের আর বাকী থাকলো কী? কে কোথায় বসে কী খাবে না খাবে তা্ও মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করে দিচ্ছেন। বাহবা!

:|

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


বাকশাল আর করা যাবে না; সেই মানুষ নেই, সেই কোয়ালিশন আর হবে না।
তবে, বাংগালীকে সৌদী ও মায়লয়েশিয়ায় বিক্রয় করে ঢাকায় মিলিওনিয়ার হওয়া ঠিক হবে না; সব মানুষের ভালো জীবন যাপনের অধিকার আছে; মানুষের জন্য চেস্টা করবো আমরা।

হাসিনা জীবনেও বুঝবে না যে, শেখ সাহেব কি করতে চেয়েছিল; সে উনার ছবিতে ফুল দিতে থাকবে, আর জমিদারী চালাতে থাকবে।

আমি ব্লগে লিখি, যারা 'বাকশাল'কে বুঝেনি, তাদের শুধু স্মরণ করায়ে দিতে যে, হীরক চেনে শুধু স্পেশালিস্ট।

কেমন আছেন, লিখুন।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪০

নব ভাস্কর বলেছেন: আমি আপনার সঙ্গে একমত। লেখার জন্য ধন্যবাদ।

যে যাই বলুক না কেন বাংলাদেশকে বাঁচিয়ে তুলে সুস্থ-সবল রাখতে বাকশালের কোন বিকল্প নাই। আমরা যারা বাকশালকে একদলীয় শাসন ব্যবস্থা বলে চালিয়ে দিতে চাই তারা হয় নির্বোধ, আর না হয় জ্ঞানপাপী। বাকশাল যে একদলীয় নয়, বহুদল ও মতের অংশগ্রহণমূলক একটি কার্যকর শাসন ব্যবস্থা সেটা আমরা এখনো উপলদ্ধি করতে পারিনি।
শেখ মুজিবুরের দেখানো পথ ছাড়া অন্য যত পথেই আমরা রাজনৈতিক সংকটের সমাধান খুঁজিনা কেন তা হবে সাময়িক এবং সেটা নতুন রাজনৈতিক সংকট তৈরি করবে। পিছিয়ে পড়বে আমরা, আরও পিছিয়ে পড়বে বাংলাদেশ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


পশ্চিম আমাদের কয়েক বেকুবকে খুঁদ কুটার লোভ দেখায়ে ভুল দিকে নিয়ে গেছে; ২০/২১ জন বিলিওনিয়ার ও ৪০০/৫০০ মিলিওনিয়ার বানায়ে দিয়েছে; বাকীরা দর্জি, রাবার বাগানের মালি ও উটের রাখাল।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৬

রামন বলেছেন:
আমার কাছে বাকশাল কথাটির অর্থ হচ্ছে 'কাজীর গরু'.৷কিতাবে আছে, গোয়ালে নাই৷ যে ফুলটি অংকুরেই ভূলুণ্ঠিত হয়েছে , যার সুগন্ধ বা সুবাস আমাদের জানা হল না অথচ সেই ফুলের ভ্রুণ নিয়ে কত সমালোচনা। তবে অন্য কেউর লাভ হোক বা না হোক বাকশাল শব্দটি সামন্তবাদী, ধর্মাশ্রায়ী ধর্ম ব্যবসায়ীদের জন্য মুসা নবীর জাদুর লাঠির ন্যায় সাপেবর হয়েছিল । ভাঙ্গা সুটকেস আর ছেড়া গেঞ্জি সাথে বাকশালকে তুলনা করে জিয়াউর রহমানকে উর্ধে তুলে ধরে সুযোগের সদব্যবহার করেছিল তস্কররা। কিন্তু যুগ পাল্টালেও পাল্টায়নি ভন্ডরা । এখনও অন্ধের যোষ্ঠির ন্যায় সেই পুরানো কাসুন্দি ঘেটে অস্তিত্ব রক্ষার চেষ্টা চালাচ্ছে অর্বাচীনেরা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:

জেনারেল জিয়ার ক্যাপিটেলিস্ট মনকে ব্যবহার করে পশ্চিম আমাদর অশিক্ষইত মানষগুলো অর্জনকে কেড়ে নিয়েছে।

আমরা এক সাগর রক্ত দেয়ার পরও কয়েকজনের ক্রীতদাস হলাম; আমাদের মেয়ােরা হলো সেলাই কলের দর্জি যারা জীবনে একটা থাকার যায়গা পাবে না, চিকিৎসা পাবে না, পেনশন পাবে না।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬

ভীমরুলের হুল বলেছেন: আঙ্কেল,আপনার চরিত্রের আসল রূপ বুঝার জন্য উত্তরগুলো দরকার ।

আপনার নিকট আমার প্রশ্ন, সঠিক উত্তর দিবেন ।

১। আঙ্কেল, আপনি কি যৌন ক্ষুধা মেটানোর জন্য বেশ্যার কাছে যান ?
২। আপনি কি এখনো হস্ত মৈথুন করেন ?
৩। আপনার অলস সময় কাটে কিভাবে? ব্লগিং করাকালীন আপনি কি মাল খান ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.