নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রাসী পাকী ও আরবেরা ইউরোপের শান্তি হরণ করছে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৬

মুসলিম দেশসমুহের অপশাসন ও দারিদ্রতা এড়াতে মুসলমানেরা খৃস্টান-প্রধান দেশ সমুহে চলে যাচ্ছে গত ৫০ বছর; এখন যদি ইউরোপ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়া দরজা খুলে দেয়, মুসলিম দেশের জন সংখ্যার ৮০ ভাগ ঐসব দেশে চলে যাবে।



ইউরোপ ছোট, যায়গা কম, তবুও মানবতার খাতিরে এখনো মুসলিমদের সীমিত সংখ্যায় সেখানে যেতে দিচ্ছে; এখন ইউরোপের অর্থনীতি এমন অবস্হানে, সস্তা শ্রমের জন্য মানুষ তাদের দরকার নেই; কারণ পুর্ব ইউরোপ প্রচুর শ্রমিক দিচ্ছে; এবং কালচারের দিক থেকে তারা মোটামুটি একই।



ইউরোপের নিজস্ব কিছু সমস্যা আছে, এখন তাদের বাড়তি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে মুসলিম মৌলবাদীদের সন্ত্রাস।



ইমিগ্র‌্যান্টদের প্রথম জেনারেশনের সামন্য অংশ স্হানীয়দের মতো বা তাদের থেকেও ভালো করে; কিন্তু বড় অংশ টিকে থাকে; তাদের আশা দ্বিতীয় জেনারেশন। আরব ও পাকীদের দ্বিতীয়, তৃতীয় জেনারশন ভালো করছে না; ভালো করছে চীনা, ভারতীয় ও কিছু বাংগালীদের নতুন জেনারেশন।



আরব ও পাকীদের নতুন জেনারেশন পড়ালেখায় ভালো করে না; ভালো করলেও তারা কালচার মেনে নিতে চাহে না; ফলে, চাকুরী, ব্যবসায় পেছনে পড়ে যায়; ক্ষোভ বাড়তে থাকে; তাদের মাঝে রেডিক্যাল মনোভাব আসে। ইউরোপীয়ানরা গত ২০ বছর অর্থনীতি নিয়ে চাপে আছে; ফলে, নতুন ইমিগ্র‌্যান্টদের জন্য সীমিত শক্তিতে যা সম্ভব করছে।



পাকী ও আরবেরা পেছনে পড়লেই তারা স্হানীয়ভাবে সমাধান না খুঁজে লোকেলদের দোষারোপ করতে থাকে; সাহায্য চাইলে ইউরোপে সাহায্য পাওয়া যায়। তারা সাহায্যের বদলে রেডিকালিজমের পথকে সহজে সমাধান হিসেবে নিচ্ছে।



ইউরোপীয়ানরা সহনশীল; কিন্তু সবকিছুর সীমা আছে; পাকী ও আরবরা বুঝতে পারছে না যে, তারা অন্য জাতির সহানুভুতিতে সেখানে স্হান পাচ্ছে; ওটা তাদের অধিকার নয়।













মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


শান্তিপুর্ণ ইউরোপ সবার দরকার।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭

কলাবাগান১ বলেছেন: অনেক মৌলবাদী মনোভাবের বাংগালীদের চিনি যারা আমেরিকার সোশাল বেনিফিট নিবে, খাবে সব সুযোগ সুবিধা নিবে কিন্তু সুযোগ পেলেই আমেরিকার পিঠে ছুরি মারতে একবার ও দ্বিধা করবে না....

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা ইতিমধ্যে বৃটেনে অপরাধ করছে; অনেকে আইএসআইস'কে সাহায্য করছে; স্বয়ং লন্ডনে তারা ইংরেজদের কালচারকে অকারণ সমালোচনা করছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা ও লন্ডন থেকে বাংলাদেশের মৌলবাদকে সাহায্য করছে অনেক বাংগালী।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
পাকী ও আরবেরা পিছিয়ে পড়ে তারা স্হানীয়ভাবে সমাধান না খুঁজে লোকালদের দোষারোপ করতে থাকে। ঠিক আছে।
কিছু বাংলাদেশী শিক্ষিত ইমিগ্র্যান্টদেরও দেখেছি আমেরিকাতে এসেই লেবাস ধারন করে, বেশীসময় মসজিদকেন্দ্রিক গ্রুপের সাথে বেশীসময় কাটায়, পরিবারের মহিলাদের হেজাবে বাধ্য করে। স্থানীয় সাদাদের বাঁকা দৃষ্টিতে দেখতে থাকে ...
এই সব লেবাসধারিরা যেখানে তাদের রুটি-রুজি রিজিক! মনে মনে তাদেরই ধ্বংশ কামনা করে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:



অনেক বাংগালী শিক্ষিতরা সহজে আমেরিকান কালচার বুঝার মত পজিশনে নেই।
তারাও পাকীদের মত, তারা ধরে নেয় যে, তারা ভাগ্যের কারণে আমেরিকা এসেছে; চিন্তায় আসে না যে, একটা জাতি তাদেরকে সুযোগ দিচ্ছে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

রামন বলেছেন:
আবর পাকিরা যেমন ইউরোপিয়ানদের শান্তি হরণ করেছে তমনি ইউরোপ মার্কিনিরা আরব পাকিদের ঘুম হারাম করেছে। আরব পাকিরা ইউরোপ এসে লম্বা দাড়ি রেখে এবং হিজাব পরে ইউরোপীয় কালচারকে বুড়ো আঙ্গুল দেখায় তেমনি আরবের রীতি নীতি ভঙ্গ করে হিজাব বোরখা ছাড়াই ওবামার বউ পুরুষদের সাথে জানাজায় দাড়ায়। অর্থাত এদের কেউ ধোয়া তুলসীপাতা নয়৷

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:



আরবদের কালচার মানে মুসলামানদের কালচার নয়; হিজাব কারো কালচার নয়; উহা ছিল বেদুইনদের কালচার বালি থেকে রক্ষার জন্য।

জানাজা সবাই পড়তে পারে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


পাকী ও আরব সমস্যা হচ্ছে ইমিগ্র‌্যান্টদের নিয়ে, গেস্ট বা টুরিস্ট সমস্যা নয়।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৮

রামন বলেছেন:
লেখক বলেছেন: জানাজা সবাই পড়তে পারে।

ভাই আপনি যদি গায়ে জোরে বলেন, তালগাছটি আমার, তাহলে তো সেখানে যুক্তিতর্ক চলে না৷ জানাজা সবাই পড়তে পারে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা। জানাজা পড়তে হলে অল্প হলেও দোয়া দরুদ ও নিয়ত নিয়ম জানতে হয়, যা একজন বিধর্মী বা অবিশ্বাসীর জানার কথা নয়৷ধন্যবাদ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


জানাজা সবাই পড়তে পারে; আপনি জেনে নিয়েন।

সব সময় জানাজা পড়ার আগে নিয়ত বলে দেয়া হয়, আপনি যেকোন ভাষায় পড়তে পারবেন।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


ইউরোপ পৃথিবীর সবার জন্য ভালো কিছু করছে। সেখানে অশান্তি ঘটলে সমস্যা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.