![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ওবামা বলছে, দারিদ্রতা ও শিক্ষার অভাব মুসলমানদের চরমপন্হি করছে। বিভিন্ন দেশে ও আরবে মুসলমানেরা অর্থনৈতিক সম-সুযোগ পাচ্ছে না; বিশেষ করে মিশর, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তানের নাম উল্লেখ করেন।
এখানে ওবামা একশত ভাগ সঠিক। ওবামা ইসলামকে দায়ী না করায় কিছু রাজনীতিবিদ ও সাউথের ধর্মীয় গ্রুপ ওবামাকে দায়ী করছে; তারা বলছে, ইসলামই সন্ত্রাস ও চরমপন্হার লালন করছে।
ওবামা বলেছেন, মুসলিম দেশে যুগোপপযোগী শিক্ষার সুযোগ নেই, দেশের অধিবাসীরা উচ্চ-শিক্ষা থেকে বন্চিত। প্রায় সব মুসলিম দেশে সরকার গঠন প্রক্রিয়া অস্বচ্ছ; চাকুরী সৃস্টির ব্যাপারে সরকারগুলো কোন প্ল্যান নেই; শিক্ষার সাথে মানব সম্পদ উন্নয়নের ও চাকুরী সৃস্টির সমন্ময় নেই।
বর্তমান বিশ্বে ওবামা খুবই চিন্তাশীল প্রেসিডেন্ট, এতে সন্দেহ নেই; ওবামা সব সময় যুদ্ধ বন্ধ করার চেস্টা করে গেছেন। কিন্ত আরব ও মুসলিমদের অন্তর্কলহের ফলে যুদ্ধ প্রসারিত হচ্ছে।
ওবামা বলেছেন, সিরিয়া ও ইরাকের অন্তর্কলহ আগামী ১ বছরের থামানো না গেলে, এই যুদ্ধ ভয়ানক আকার ধারণ করবে। মনে হয়, তিনি ভাবছেন, রিপাবলিকানরা ক্ষমতায় আসতে পারে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৮
চাঁদগাজী বলেছেন:
আগামীতে রিপাবলিকান জয়ী হলে, মুসলিম দেশগুলো র অবস্হা ইয়েমেনের মত হবে।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৩
নতুন বলেছেন:
ওবামা আর বুস .... একই মুদ্রার দুই পিঠ মাত্র....
আমেরিকা যুদ্ধ না করলে... তেলের নিয়ন্ত্রন...অস্রবিক্রি..যুদ্ধবিধস্ত দেশের পূন`গঠনমুলক কাজের জন্য অথ` কিভাবে আসবে..??
আমেরিকার রাজনিতি বিশ্বকে নিয়ন্ত্রনে রাখার জন্য....
আইএস এর পেছনেও আমেরিকারই হাত আছে...
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৫
চাঁদগাজী বলেছেন:
আপনারা অচল মুদ্রা রাখেন।
বুশদের রাজনীতি ও ওবমার রাজনীতিকে আলাদা করতে না পারলে, আপনারা দিন ও রাত্রির মাঝে পার্থক্য বুঝার কথা নয়।
বাংলাদেশে রাজনীতি লোপ পেয়েছে, তাই মানুষ ষড়যন্ত্রকে রাজনীতি হিসেবে নয়।
তৃতীয় বুশ আসার সম্ভাবনা বাড়ছে; আরবেরা সবাই ইয়েমেনী হবে।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৯
সচেতনহ্যাপী বলেছেন: আপনিতো অনেক সিনিয়র,তাই আপনাকে বলাই বাহুল্য যে, তথাকথিত আল-কায়েদা,বোকো হারাম,লিবিয়ার বিদ্রোহী তথা আজকের বহুল আলোচিত ISIL বা IS এর পিছনে কে বা কারা?? কেই বা ইয়েমেনের হুতিদের মদদ দিচ্ছে?? সুতরাং আপনার লেখার উত্তরে যদি বাহুল্য মনে করি, তাহলে কি অন্যায় হবে??
আপনার কিছু কথা কিন্তু সত্যি এবং বাস্তব।। তবে (অন্যায় বা ভুল হলে ক্ষমা করবেন) মনে হয় আপনি খুব দ্রুতই জনপ্রিয়তা অর্জন করতে চান যা অপরকে দিতে অবজ্ঞা করেন।। (উত্তর দেবার আগে নিজেকে বিচার করে দেখবেন)।।ধন্যবাদ।।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৯
চাঁদগাজী বলেছেন:
আরব দেশগুলোতে স্বৈরতন্ত্র মানুষের স্বাভাবিক উন্নয়নকে ব্যাহত করে আসছে গত ৬০ বছর।
আমেরিকা, পশ্চিম ও ইসরায়েলের দুস্ট ব্যবসায়ীরা সরকারী প্রশাসন ও বেসরকারী এনজিওকে ব্যব হার করে দেশগুলোতে কেওস সৃস্টি করে, ওদের সম্পদ ডাকাতী করতে। এখন পুরো জাতিগুলো ধ্বংসের সন্মুখীন হয়েছে।
সর্বশেষ সমস্যা হচ্ছে, ইসলামী সেক্টগুলোর শত বছরের ক্ষোভকে কাজে লাগায়ে দেশগুলোকে মাটির সাথে মিশায়ে দিচ্ছে; আরবেরা বুঝার মতো অবস্হানে নেই।
ইয়েমেনে, ৬০ ভাগ মানুষ "খট" পাতা খেয়ে বিকেলে মাতাল থাকে; পুরো জাতির ৬০ ভাগ মানুষের মানসিক সমস্যা আছে। হুতিরা কোনদিন কিছুই পায়নি, তাই সবকিছু পেতে চাচ্ছে।
ওবামার সরকার চেয়েছে আরবদের সাহায্য করতে, তারা নিজেদের জন্য কিছু করছে না।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৮
নতুন বলেছেন: বুশদের রাজনীতি ও ওবমার রাজনীতিকে আলাদা করতে না পারলে, আপনারা দিন ও রাত্রির মাঝে পার্থক্য বুঝার কথা নয়।
হুম আমরা বুঝতে পারিনা...
আপনার লেখা থেকে আস্তে আস্তে বুঝতে পারবো আশা করি..
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১২
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব জানে ওবামা সবার থেকে আলাদা; সেজন্য ওবামাকে অনেক চাপে থাকতে হয়; সেখানে আপনারা 'মুদ্রা' পুদ্রার উদাহরণ দিচ্ছেন।
আমার পোস্ট আমার নিজস্ব পর্যবেক্ষণ মাত্র।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৩
রামন বলেছেন:
যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন হতে পারে কিন্তু তাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কোন পরিবর্তন হয় না৷ তাদের পররাষ্ট্র নীতির কতকগুলো হল তৃতীয় বিশ্বের দুর্বল রাষ্ট্রকে পদানত করে রাখা, 'ডিভাইড এন্ড রুলস' পদ্ধতি প্রয়োগ করে রাষ্ট্রের সম্পদ লুন্ঠন করা, দুটি রাষ্ট্রের বা জাতির মধ্যে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে কিংবা যুদ্ধের ডামাডোল সৃষ্টি করে অস্ত্র বানিজ্য করা৷
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের দুস্টদের কে থামাবে?
বাংলাদেশ থেকে কি নেবে?
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:১৩
রামন বলেছেন:
লেখক বলেছেন: বাংলাদেশ থেকে কি নেবে?
বাংলাদেশ থেকে যথ সামান্য কিছু না পেলেও আদেশ করবে পিঠটা চুলকিয়ে দিতে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশকে বেশী দরকার হয়েছিল ৭০ দশকে; এখনো চায়, সেটা হলো, বাংলাদেশে ক্যাপিটেলিজম গড়ে উঠুক।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৭
মেহেদী_বিএনসিসি বলেছেন: যেসব সাচ্চা মুসলিমর আম্রিকা আর ইস্রাইলরে সারাদিন গালিদিয়া নিজেরা নাকে তেল দিয়া ঘুমাতে যায় ......তাদের ঘুম থেকে জাগানের ক্ষমতা আমার নাই...... সম্ভব হলে ঘন্টায় একবার আয়নায় মুখটা দ্যাখেন আর নিজেদের জিগান.....মুসলিম বা মানুষ হিসেবে আমরা ওদের তুলনায় কতোটা করেছি...?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
চাঁদগাজী বলেছেন:
মুসলিম এলাকাগুলো শিক্ষা, সুসম সম্পদ বন্টন, টেকনোলোজী ও সুশাসন বন্চিত।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৪
নবাব চৌধুরী বলেছেন: সব বলে এরা নিজেদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য,কিন্তু কাজের বেলায় ঠিকই আগ্রাসী মনের অধিকারী।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
আমেরিকানরা ব্যবসা করে।
মুসলিম এলাকাগুলোতে সুশাসনের অভাবে ব্যবসা বাণিজ্য, শিক্ষা কোনটাই উন্নতির মুখ দেখেনি।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৬
সুজন চন্দ্র পাল বলেছেন: আমি আমার ঘরটাকে গুছিয়ে রাখতে পারিনা, তাই কারো ঘরের দিকে তাঁকানোর সাহস পাই না । আমি একটু লাজুকতো তাই ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৬
চাঁদগাজী বলেছেন:
ওবামার ঘরটা বড়।
তাকে অনেকের ঘরও দেখতে হয়।
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৫
সুজন চন্দ্র পাল বলেছেন: ঘরটা যে বড় শুধুকি তাই, ঘরটা white ও বটে ।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৩
নীল জানালা বলেছেন: ভাইজান কি আম্রিকা থাকেন? মনে হয় থাকেন। আর এই জন্যই ভাইজান ইট্টু মুর্খ আছেন।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: ওবামাকে যে যাই বলুক আমার ভাল লাগে