নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

NRR এনালাইসিস অনুসারে ভারতের বিপক্ষে বাংলাদেশের বিজয় সম্ভব

১৮ ই মার্চ, ২০১৫ ভোর ৫:২০

NRR ---> Net Run Rate

A-গ্রুপে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড, ১২ পয়েন্ট; তাদের NRR হচ্ছে, ২.৫৬৪; B-গ্রুপে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছে ভারত , ১২ পয়েন্ট; তাদের NRR হচ্ছে, ১.৮২৭;পয়েন্টে সমান, কিন্তু নিউজিল্যান্ডের তুলনায় ভারতের NRR বেশ নীচে। নিউজিল্যান্ডের NRR আরো উপরে উঠে যেতে পারতো, বাংলাদেশ তাকে টেনে নীচের দিকে নামিয়ে এনেছে।



A-গ্রুপে ২য় স্হানে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট হচ্ছে ৯; কিন্তু NRR হচ্ছে, ২.২৫৭; যা ভারত থেকে অনেক ভালো; দু:খের বিষয়, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ খেলা না হওয়ায়, অস্ট্রেলিয়ার NRR'এর উপর বাংলাদেশের প্রভাব নেই।



A-গ্রুপে ২য় স্হানের অধিকারী অস্ট্রেলিয়ার NRR ভারত থেকে ভালো; এবং B-গ্রুপে, ৪ দেশের NRR নেগেটিভ, অর্থাৎ ভারতের জন্য জয়গুলো সহজ হয়েছে; এবং ভারত A-গ্রুপে খেললে, তাদের NRR অনেক নীচে নেমে আসতো ড্রামাটিক্যালী।



অপরদিকে, A-গ্রুপে মাত্র ৩ দেশের NRR নেগেটিভ; অর্থাৎ বাংলাদেশ অপেক্ষাকৃতভাবে শক্ত দেশগুলির গ্রুপে খেলেছে।



বাংলাদেশের NRR হচ্ছে, ০.১৩৬ এবং ৭ পয়েন্টের বিপরিতে। বাংলাদেশ বরাবরই ৫০ ওভার খেলাতে NRR বেশ কম, কিন্তু পজিটিভ। কম ওভারে জয়ী হলে NRR দ্রুত উপরে উঠে, যা ঘটেছে ভারতের বেলায়।



B-গ্রুপে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে ভারতর NRR'এর যে অবস্হান, এবং A-গ্রুপে ৪ নং স্হানে থেকে, মাত্র ৭ পয়েন্টে বাংলাদেশের NRR'এর যে অবস্হান, এটা নির্দেশ করছে যে, ভারতের জন্য কোন সহজ খেলা অপেক্ষা করছে না; যার অর্থ, বিজয় বাংলাদেশেরও হতে পারে।



ভারত বাংলাদেশের ১৯ তারিখের খেলায়, কে জিতবে পরিস্কার নয়; ভারত যেমনি জিততে পারে, বাংলাদেশের জিতার সম্ভাবনাও সমপরিমাণ।



বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সাফল্য কামনা করছি।















মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ ভোর ৬:১৮

এম এ কাশেম বলেছেন: সুন্দর ব্যাখ্যা,
বাংলাদেশের জয় হোক।

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:০০

চাঁদগাজী বলেছেন:


বুঝার চেস্টা করলাম; জয়ের সম্ভাবনা আছে।

আমরা জয়ী হতে চাই; আশা করছি, সম্ভাবনাও আছে।

২| ১৮ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৩৮

জাফরুল মবীন বলেছেন: বাংলাদেশ জিতুক এ শুভকামনা করি।

ধন্যবাদ আপনাকে বিশ্লেষণী পোস্টটির জন্য।

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:০২

চাঁদগাজী বলেছেন:


সম্ভাবনার দিক দেখলাম, ভারতের যেমন সম্ভাবনা, তেমনি আমাদের সম্ভাবনা জয়ের।

আমাদের মনোবল বেশী।

৩| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩৬

নিষ্‌কর্মা বলেছেন: সিরিয়ালে ৯ নাম্বার একটা দলকে নিয়ে বেশি খোয়াব দেখাটা ঠিক হবে না। এর চেয়ে আসুন এখন থেকে প্রস্তুত হই যেন হারের কষ্টটা বেশি অসহনীয় না লাগে!

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


জয়ী না হলে, কস্ট লাগবে কেন? যাদের জিতার সম্ভাবনা আছে, তারা হারতেও পারে।

জিতার সম্ভাবনা আছে মাত্র; NRR বলছে যে, স্ট্যাটেটিসটেক্যালী সম্ভাবনা আছে।

৪| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বাংলাদেশ জিতুক এ শুভকামনা করি।

ধন্যবাদ আপনাকে বিশ্লেষণী পোস্টটির জন্য।

১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



তেমন বিশ্লষণের কিছু নয়, সামান্য তুলনা।

আশা করার মত স্ট্যাটেটিসটেক্যাল কারণ আছে।

৫| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৪

মাসুদ রানা হৃদয় বলেছেন: ভাই জয় বাংলােদেশরই হবে। শুধু আগামী দিনের খেলা দেখার অপেক্ষা।

১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



সম্ভাবনা আছে, আমরা জয়ী হবো।

৬| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

কাবিল বলেছেন: জয়ের ধারা অব্যাহত থাকুক বাংলাদেশ।

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



স্ট্যাটেটিসটেক্যাল কারণ আছে জয়ী হওয়ার মতো।

৭| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: আমরা ১০০ নাম্বার ম্যাচে হারিনাই, ২০০ নাম্বারটাও না। ৩০০ নাম্বার ম্যাচটাও ইনশাল্লাহ হারবোনা। হারতে পারিনা, কারন হারার চিন্তাই কেউ করতেছেনা। আর হাইরা গেলেও হারবোনা, হারানোর তো কিছু নাই।

কেবল দেখানোর আছে অনেক কিছু। এইবার দুনিয়া দেখছে, আবার দেখবে, "বাঘ আইছে" !!!!

১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


আত্মবিশ্বাস জয়ের মুল।
সাথে কারণও আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.