নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা কি করতে চাচ্ছে, তা জাতিকে বুঝিয়ে বলার দরকার

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:২১

শেখ সাহেব কি করতে চাচ্ছিলেন, তা জাতিকে বুঝায়ে বলেননি; জাতি অন্যদের মুখে শুনেছিল যে, শেখ সাহেব 'বাকশাল' করতে যাচ্ছেন; 'বাকশাল' কি, তা বুঝার মতো অবস্হায় জাতি ছিলো না; উনি হয়তো ধরে নিয়েছিলেন যে, জাতির সাথে তিনি এমনভাবে জড়িত যে, জাতি না জানলেও অসুবিধা নেই, সব কিছু জাতির জন্যই করছেন। এখানে একটি শুন্যতার সৃস্টি হয়েছিল, এখানেই ভুল বুঝাবুঝির সৃস্টি হয়েছিল, এ সুযোগই নিয়েছিল হায়েনারা।



শেখ সাহেবকে যারা হত্যা করেছিল, তারা পরে ক্ষমতা থেকে মিডিয়া সবকিছু দখল করে, প্রচার চালায়েছিল যে, শেখ সাহেব আজীবনের জন্য ক্ষমতা দখলের চেস্টায় ছিল; পড়ালেখা ও রাজনীতি না জানা জনগণ ড: এমাজুদ্দিন, গোালাম আজম ও মিলিটারীর কাছ থেকে যা শুনেছে, আজও সেটাই মনে রেখেছে।



শেখ হাসিনা কি করার চেস্টা করছে, তা মানুষকে বুঝিয়ে বলার দরকার আছে; এটা ঠিক যে উনি ক্ষমতাকে নিজের হাতে নেয়ার চেস্টা করছেন; কিন্তু কেন? মানুষের ভালোর জন্য, জাতির ভালো জন্য? সেটা ব্যাখ্যার দরকার আছে।



আজ এমাজুদ্দিনরা হাজার গুণে, লাখ গুণে বেড়েছে, গোলাম আজমদের আগাছায় দেশ ভরে গেছে; শেখ হাসিনাকে বুঝতে হবে। মানুষকে বলতে হবে, জানাতে হবে উদ্দেশ্য, আদর্শ, যদি সেই রকম কিছু একটা থেকে থাকে।

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৩

ক্থার্ক্থা বলেছেন: গাছ তোর নাম কি ফলে পরিচয় :)
তো ম্যাডামকে দেখলেই বোঝা যায় তার বাপেও ভালই ছিল :)

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


লজিক ঠিক আছে; তবে, বট ফল দেখে সহজে কেহ বট গাছের আকার ভাবতে পারবেনা; তরমুজ দেখলে অনেকে জানবে না যে, উহা এক লতার ফল।

২| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১০

ক্ষতিগ্রস্থ বলেছেন: হাসিনার বলার দরকার কী? আপনাদের লেখায়ইতো সব জেনে যাচ্ছি!

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:

হাসিনার বলার আছে; আমাদের লেখা অনুমান মাত্র।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: হুম। শেখ সাহেব কি এভাবে নির্বাচন করেছিলেন?

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব এভাবে নির্বাচন করেননি; তবে, উনি ঘাসের মাঝে সাপও দেখতে পাননি।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৩

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: শেখ সাহেব যা করতে চেয়েছিলেন তা হয়তো ভালো কিছুই করতে চেয়েছিলেন।কে জানে তিনি যদি নিজের উদ্দ্যেশ্যে সফল হতেন তাহলে বাংলাদেশ আজ হয়তো সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার অবস্থানে থাকতো।

৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ ভালো থাকতো যদি যদি সাহেব কৃতকার্য হতো: সালমান রহমান, সাইদ ইসকান্দর, ফালু, আব্বাস, মেজর মান্নান, কর্ণেল ফারুকেরা ডাকাতি চালাতে পারতো না; তারেক, তারেথ, মাহী সবাই চাকুরী করতো, সবাই ভালো থাকতো।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫২

নরাধম বলেছেন: কেন, হাসিনা তো বলেছেন তিনি সুস্ঠু নির্বাচন করেছেন। আর কি বলবেন? আমরা সবাই উনার কথা বিশ্বাস করেছি, আপনি করেন নি?

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


নির্বাচন সুস্ঠু হয়নি; তবে, আব্বাস ও তারিথকে হারানোর দরকার ছিল; খালেদা জিয়ার ডাকাতরা উনার সরকারের সময় ডাকাতি করবে কেন?

৬| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৬

শতদ্রু একটি নদী... বলেছেন:

নিজে ফেরেশতা হইয়া আসেপাশে শয়তান নিয়া ঘুরলে তো কাজ হবেনা আঙ্কেল!

আর পুরা জাতিরে বুঝাবে নাকি জাতির যেই অংশ নিজের সাথে আছে সেই অংশরে বুঝাবে আগে সেইটা ঠিক করুক নাইলে সেই অংশেরও কিছু অংশ বিগড়াইতে পারে।

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


সেটা আমারও প্রশ্ন; শেখ হাসিনা বালির উপর ইমারত উঠানোর চেস্টা করছে; কেহ কর্ণেল ফারুক, নাছির, আনিস, খোকনের মত লোককে সাথে রেখে কিছু করতে পারবে? উনার আশে পাশে সব ডাকাত, একটা ভালো মানুষও নেই।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৩

শ্রাবণধারা বলেছেন: এইসব বাকশাল - টাকশাল কোনকালেই কৃতকার্য হবার নয় । এইসব শয়তানী চিন্তাভাবনা করে নিজের কবর খোড়ার কোন মানে নেই, এই একবিংশ শতকে ।

একবিংশ শতকে বৃহত্তর মানুষের জন্য কিছু করতে চাইলে, তা করতে হবে জনগনকে সাথে নিয়েই ।

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের আমলে, জন গণকে সাথে নিয়ার জন্য উনি ভেবেছিলেন 'বাকশাল'ই হবে প্লাট-ফরম।

আজকে জন গণকে সাথে নেয়ার কি কি তত্ব আছে? আপনি এ ব্যাপারে লিখুন।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৫

জেন রসি বলেছেন: গোলাম আজমদের আগাছারা শেখ হাসিনার আশেপাশেই আছে।এইটা উনি হয় বুঝেন, না হয় বুঝেও না বুঝার ভান করেন।

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


যারা বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করে পরাজিত হয়েছে, তারা সবার জন্য ভয়ংকর বিপদ; শেখ হাসিনা তা সঠিকভাবে বুঝলে সবার জন্য ভালো।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫০

ইস্কান্দার মীর্যা বলেছেন: নির্বাচন নিয়ে আপনাদের গাল গল্পগুলো সত্তিই পীড়াদায়ক ! হারামীগুলো নির্বাচন করছে এটাই তো বেশী হয়ে যাচ্ছে । হারামীগুলোর নির্বাচন করার কি কোন অধিকার থাকা উচিত ? আপনি কি মনে করেন ?

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:

আসলে এবার খালেদা জিয়া ও শেখ হাসিনা শুধু ডাকাতদের নমিনেশন দিয়েছে।

খালেদা জিয়ার কারণে ৯১ দিন তান্ডব হয়েছে; ওকে প্রথমে জেলে আটকায়ে বিচার করা দরকার; সে নির্বাচন শব্দটা ুচ্ছারণ করার অধিকার রাখে না।

১০| ০১ লা মে, ২০১৫ রাত ১২:৪৩

মোহামমদ অাবুল বাশার বলেছেন:
দেশে এ পাকিদের বংশধর অনেক বেড়ে গেছে এ গুলো কে পাকিস্তান এ পাঠানোর জন্য হাসিনার ভিশন ২০৪১ ঘোষনা করা উচিত

০১ লা মে, ২০১৫ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:



প্রতমত: ২০৪১ সাল অবধি হাসিনা দেশ চালাতে পারবে না; দেশে কিছু করতে হলে তো ভালো মানুষদের সাথে নিটে হবে।

উনি কি করছেন দেখছি, কি করতে চাচ্ছেন, সেটা পরিস্কার নয়।

১১| ০১ লা মে, ২০১৫ রাত ২:৩৬

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: সীমার ও এক টা লিমিট থাকে। যা শুরু করেছে কয়লেতো আম্রা খারাপ।

০১ লা মে, ২০১৫ ভোর ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


বলতে হলে ১৯৭৫ সালসহ বলেন, শুনে দেখি

১২| ০১ লা মে, ২০১৫ ভোর ৪:৩৭

নরাধম বলেছেন:
নির্বাচন সুষ্ঠু হয়নি মানে? এসব কি কন। হাসিনা কয়েছে নির্বাচন সুষ্ঠু হইছে, আপনি কন হইনি। তাহলে কি হাসিনা মিথ্যা কইল? প্রধাণমন্ত্রী মিথ্যা কইবে সেটা বিশ্বাস হয় না, তার মানে আপনিই মিথ্যা কয়েছেন। মিথ্যা বলেন কেন মিয়া?

০১ লা মে, ২০১৫ ভোর ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


হাসিনা একদিন সংগ্রাম করেছে টিকে থাকার জন্য, যারা তার টিকে থাকাকে কঠিন করেছিল, আজ সে ওদের হাতের মুঠোয় পেয়েছে; ফলে, তার ভুবন ও আমার ভুবন আলাদা।

তবে, সব কিছু ঘটছে দেহস নিয়ে; হাসিনাকে সেটা বুঝতে হবে; সবই সম্ভব, মানুষের সাথে মিল রেখে করতে হবে।

১৩| ০১ লা মে, ২০১৫ সকাল ৯:২২

অযুক্তিবাদী বলেছেন: পথ ভুল নাই। যে পথে এগোচ্ছেন ঠিকই আছে। কি করতে চান সেটা জানানো এবং আমাদের জানা শুধু সময়ের ব্যাপার মাত্র।

০১ লা মে, ২০১৫ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



এখন কিছু মানুষ বুঝতেছে, হয়তো; কিন্তু কিছু মানুষ ৪০ বছরেও বুঝেনি কি ঘটেছে, কি ঘটছে, কি ঘটার দরকার।

১৪| ০১ লা মে, ২০১৫ বিকাল ৫:৪৬

এম. রহমান বলেছেন: শেখ হাসিনা তাঁর পিতাকে অনুসরণ করতে পারে নি বা করে নি। হাসিনার রাজনীতি 'আরো পেরেক, মারো হাতুড়ি' ধরনের। তাই একটার পর একটা সমস্যা তাঁকে মোকাবেলা করতে হচ্ছে।

০১ লা মে, ২০১৫ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বাবার বিপরিত ধারার রাজনীতি করছে।

সে এক সমস্যা সমাধান করার সময় নতুন ২টি সমস্যার সৃস্টি করে; ফলে, তার রাজনীতি থেকে মানুষ সঠিকভাবে উপকৃত হয়নি; শেখ সাহেবের হত্যার বিচার ও রাজাকারদের দোষ প্রমাণিত করেছেন, এইটুকুই মানুষ পেয়েছে।

১৫| ০১ লা মে, ২০১৫ রাত ৯:৩৯

মাসূদ রানা বলেছেন: শেখ হাসিনা কি করার চেস্টা করছে, তা মানুষকে বুঝিয়ে বলার দরকার আছে; এটা ঠিক যে উনি ক্ষমতাকে নিজের হাতে নেয়ার চেস্টা করছেন; কিন্তু কেন? মানুষের ভালোর জন্য, জাতির ভালো জন্য? সেটা ব্যাখ্যার দরকার আছে।

হাহাহাহা ......... হাসু বুর মোটিভ পানির রং এর মত স্বচ্ছ সাদা পরিষ্কার .........
হাসু বুজিও জানেন আম জনতাকে আগরম বাগরম বুঝিয়ে লাভ নেই ..... দরকারও নেই, পুলিশ বাহিনি ঠিক থাকলেই ওনার গদি ঠিক ..... সো আম জনতার চেয়ে বাংলাদেশ পুলিশের চাহিদার দিকে নজর দিলেই ওনার বাদ বাকী আয়ুটুকু নিশ্চিন্তে উতরে যাওয়া সম্ভব ....... বোঝা গেছে চাঁদগাজী ভায়া ?

অ:ট: আমুতে আপনের ব্লগার-৭১ নিকখানার কি অবস্থা ? আছে এখনো নাকি খেয়ে ফেলেছে ?

০১ লা মে, ২০১৫ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


আমু'তে মোটেই লিখতে দেয় না আজকাল; ওখানে অবশ্য লিখার দরকার আছে বলে মনে হয় না আর।

শেখ হাসিনা কি গদিতে বসেই আনন্দিত, নাকি বাংলাদেশ কেন হয়েছিল, এগুলো নিয়ে ভাবছে?

আমি বুঝার চেস্টা করছি।

১৬| ০২ রা মে, ২০১৫ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন: ৪০ বছর পর, বাংলাদেশ-বিরোধীরা সামান্য কোণঠাঁসা




পাকী মিলিটারী ও পরাজিত জামাত ব্যতিত, দেশে বিদেশে শেখ সাহেবের ব্যক্তিগত শত্রু ছিল না; জাসদ ক্রমেই ব্যক্তি শেখ মুজিবের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠছিলো; কিন্তু শেখ সাহেবের উপর আঘাত হানার মতো ক্ষমতা তাদের ছিল না। কিন্তু ১৯৭৫ সালে, ছোট একটা শব্দ, "বাকশাল" হঠাৎ করে শেখ সাহেবের প্রাণের জন্য হুমকি হয়ে দাঁড়ালো; শব্দটা পশ্চিমের পছন্দ হয়নি; পশ্চিম সব সময় তৃতীয় বিশ্বে কিছু করতে হলে স্হানীয়দের ভাড়া নেয়; আমাদের মিলিটারী থেকে কিছু লোক বিক্রয় হয়ে গেলো।

১৫ই আগস্টে পশ্চিমের ভাড়াটিয়ারা শেখ সাহেবকে হত্যা করলো; যারা হতয়া করলো, এদের সবাই কোন না কোনভাবে শেখ সাহেব দ্বারা উপকৃত হয়েছিল, উনার পরিবারের যাওয়া আসা ছিল এসব ঘেসো-সাপদের।

শেখ সাহেবকে হত্যা করার পর, পশ্চিমের কেনা মিডিয়া ও মলিটারী রটনা করলো যে, শেখ সাহেব রাজার মতো আজীবনের জন্য ক্ষমতা দখল করেছিলেন। মানুষ এই ঘটনার আগে শেখ সাহেবের তুঘলকি কর্মকান্ডে কিছুটা আস্হা হারায়েছিল উনার উপর। শেখ সাহেব কিছু বাংগালী থেকে বুদ্ধিমান হলেও আধুনিক বিশ্বের জন্য একজন সাধারণ বাংগালী ছিলেন মাত্র; কিন্তু সব বাংগালীরা চেয়েছিল যে, উনি যেন সুপারম্যান হয়ে সবকিছুর সমাধান ১ দিনে দিয়ে দেন।

শেখ সাহেবের মৃত্যুর পর, মিলিটারী নিজেই 'বহুদলীয় গণতন্ত্র' আবিস্কার করেন, বাংলার জন্য আলাউদ্দিনের প্রদ্বীপ; এর আগে আমাদের মিলিটারীর পুরাতন আব্বাজান আইয়ুব খান 'মৌলিক গণতন্ত্র' আবিস্কার করেছিলেন; আইয়ুব খান উনার মৌলিক ফৌলিক নিয়ে শান্তিতে থাকতে পারেননি; তখন মওলানা ভাসানী পুরোপুরি বুড়ো হননি।

যাক, ব হুদলীয় গণতন্ত্র ২০০৬ সাল অবধি ভালো ফল দিয়েছে; েমন কি পাকী পক্ষের যুদ্ধাপরাধীরাও আমাদের মন্ত্রী সভায় স্হান পেয়েছিলেন; এর থেকে বড় গণতন্ত্র বিশ্বে আর কোথায় আছে?

এখন মনে হচ্ছে, শেখ হাসিনা ১৯৭৫ সালের গণতন্ত্রের আবিস্কারকদের পেটেন্ট আর ব্যবহার করতে দিচ্ছেন না; অন্ততপক্ষে সাময়িকভাবে হলেও।

ব হুদলীয় গণতন্ত্রের আবিস্কারকদের থামাতে প্রায় ৪০ বছর সময় লেগেছে; এবং থামাতে গিয়ে তিনি অনেক নিয়ম ইতয়াদি নিজেও ভাংছেন; আশাকরি, এটা সাময়িক হবে; কারণ, জাতী কাজ করতে চায়, নিজকে গড়টে চায়, এবং সেটার জন্য সঠিক রাজনৈতিক পরিবেশ ফিরায়ে আনতে হবে।


১৭| ০২ রা মে, ২০১৫ রাত ২:১৯

মোহামমদ অাবুল বাশার বলেছেন: আসুন সরকারি দলের বিজয় মিছিলে দলে দলে যোগদান করে পিঠ বাছাই

০২ রা মে, ২০১৫ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ডাকাতদের নমিনেশন দিয়েছিল, ডাকাতেরা জয়ী হয়েছে; কিন্তু এটা শেখ হাসিনার জন্য বিপদ ডেকে আনবে। উনি ১ সমস্যা সমাধান করতে ২ সমস্যার সৃস্টি করে চলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.