নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ দেশ ও সরকার রক্ষায় সারাক্ষণ ভয়ংকরভাবে ব্যস্ত

১৪ ই মে, ২০১৬ ভোর ৬:৫৩



আওয়ামী লীগ কিছুতে নিশ্বাসও নিতে পারছে না, একদিক থেকে ইসরায়েলের মোসাদ সরকারের পতন ঘটায়ে দিচ্ছে; অন্য দিক থেকে পাকিস্তান বসে আছে লেজের উপর। আবার নতুন সমস্যা হলো তুরস্ক, সেটা নিয়ে বড় বড় মাথা খাটাতে হচ্ছে; এই তুর্কীদের বিশ্বাস করতে নেই, এই তো সেদিন রাশিয়ানদের যুদ্ধ বিমান ফেলে দিলো; এরা সবাই আওয়ামী লীগের পেছেন লেগে বসে আছে; ওদের সবার নেত্রী আবার আফোসহীন!

জাতি সংঘে কি একটা লোক আছে, মাংকি না, বাংকি মুন, রাত নাই দিন নাই, সুযোগ পেলে টেলিফোন করে ভয় দেখায়; ঐ লোকের ভয়ে আন্তর্জাতিক ফ্লাইট হয়তো বন্ধ করতে হবে, শেষে কাকে আবার ঢাকা পাঠায়ে দেয়; সমস্যা ওখানে শেষ হলে চলতো, ওবামার কি সেক্রেটারী একটা আছে, জন কেরী না জন ফেরী উহা নাকি সকাল বিকাল টেলিফোন করতে চায়, আওয়ামীরা উহার জ্বালায় সেক্রেটারিয়েটে ফোন লাইন অফ করে দিবে, মনে হয়।

কিন্ত আওয়ামীদের বড় ভরসা হলো নেত্রী, নেত্রী কাউকে পাত্তাই দেয় না; কেরী ফেরীর ফোন হাতে নেয়নি; উহা ম্যাসেজ রেখেই কেটে পরেছে। এক ব্লগার, নেত্রীর ফ্যান হবে বোধ হয়, সেইদিন এক পোস্ট দিয়েছিলেন, পোস্টের অর্থ হলো নেত্রী আমেরিকা, ইউরোপকে গণনাও করে না, আবার তুর্কী ফুর্কি উববুকেরা কিসব প্যান প্যান করে।

এমনিতে সাধরণ বাংগালীদের সাহস বেশী, বাংগালীদের ভয়ে সুন্দর বনের রয়েলে বেংগলরা ভারতে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছে; সেই বাংগালীদের নেত্রী তো আর সাধারণ বাংগালী নয়, ভয় পাবে কাকে?

আসলে, কিন্ত ভয় পাবার কিছু নেই, ভয়ের গল্পগুলো আওয়ামীরা চালু রেখেছে, তাতে অনেক কাজ হয়, দেশ-প্রেমের কাহিনী বড় হয়, ব্যস্ততা বাড়ে, আর জলও ঘোলা হয়। বাংকি মুন, কেরী, ইইউ কাউকে ভয় দেখায় না, ওরা বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে সাপোর্টার সব সময়। আওয়ামীরা রশিকে সাপ বানায়ে পিটায়ে বীর হয় সব সময়; এতে কাজ দেয়, মানুষ ব্যস্ত থাকে।

আপনি কোন বন্ধু থেকে টাকা ধার নেন; টাকা ফেরত দেয়ার ইচ্ছা না থাকলে, ওকে সকাল বিকাল ফোন করে, নতুন নতুন বিপদের কল্প কাহিনী বলতে থাকেন; এতে কাজ হবে; আওয়ামীরা দিনরাত খালি বিপদের কথাই বলে যাচ্ছে, মানুষ বিপদের কথা শুনে শুনে নিজের কথাই ভুলে গেছে।







মন্তব্য ৩৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৬ সকাল ৭:৪৩

ফারগুসন বলেছেন: ভয়ের গল্পগুলো আওয়ামীরা চালু রেখেছে, তাতে অনেক কাজ হয়, দেশ প্রেমের কাহিনী বড় হয়, ব্যস্ততা বাড়ে, আর জলও ঘোলা হয়। বাংকি মুন, কেরী, ইইউ কাউকে ভয় দেখায় না, ওরা বাংলাদেশের ক্ষমতাসীনদের সাপোর্টার সব সময়। আওয়ামীরা রশিকে সাপ বানায়ে পিটায়ে বীর হয় সব সময়; এতে কাজ দেয়, মানুষ ব্যস্ত থাকে।

সম্পূর্ণ সত্য কথা----কিন্তু বাঙালী বুদ্ধিমান প্রজাতি-----কিছুই বুঝতে চাইনা।

১৪ ই মে, ২০১৬ সকাল ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা ভালুকের মতো, ঘুমায়ে থাকে লম্বা সময়, জেগে উঠলে খবর হবে।

২| ১৪ ই মে, ২০১৬ সকাল ৯:১৩

আহলান বলেছেন: রশিকে সাপ বানায়ে পিটায়ে বীর হয়............. খ্যাকজ..... ;) ওনারা উরোপ এমরিকাকে পাত্তা দেয়না,

উনাদের সাহসের উৎস কি সেটা কি কিছু জানতে পেরেছেন? ;)

১৪ ই মে, ২০১৬ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:



ইউরোপ, আমেরিকা সব সময় বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে সাপোর্ট করে, সেটা হোক আওয়ামী, হোক বিএনপি কোয়ালিশন; সেটা উনারা জানে, সবাই জানে; ফলে, সবাই সাহসী হতে পারে, কিছুর দরকার নেই।

৩| ১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৪১

নতুন গেম বলেছেন: ভালো বলেছেন ।ভালো লাগল ।

১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



আওয়ামীরা দুনিয়ার গল্প জুড়ে দেয়, কাজে ফেলে কাহিনী নিয়ে ব্যস্ত; মোসাদ নাকি বাংলাদেশের সরকার নিয়ে লেগেছে!

৪| ১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৪৪

হুকুম আলী বলেছেন: ভয়ের গল্পগুলো আওয়ামীরা চালু রেখেছে, তাতে অনেক কাজ হয়, দেশ প্রেমের কাহিনী বড় হয়, ব্যস্ততা বাড়ে, আর জলও ঘোলা হয়। বাংকি মুন, কেরী, ইইউ কাউকে ভয় দেখায় না, ওরা বাংলাদেশের ক্ষমতাসীনদের সাপোর্টার সব সময়। আওয়ামীরা রশিকে সাপ বানায়ে পিটায়ে বীর হয় সব সময়; এতে কাজ দেয়, মানুষ ব্যস্ত থাকে।

চাঁদগাজী ভাই, আপনি থাকেন কই ভাই? আপনি এত সুন্দর সুন্দর কথা কই পান? আমরা বাংলাদেশে থেকেও তো এত কিছু জানি না।

১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমি আওয়ামীদের আশেপাশে থাকি। আমি দেশে বিদেশে মিলায়ে থাকি; গত মাসে চট্রগ্রামে ছিলাম।

৫| ১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: কাজ না হলে কোন আওয়ামী নেতাকে ২/৪ দিন অনুসরণ করেন, পথ পেয়ে যাবেন। - :)
বাংগালীরা ভালুকের মতো, ঘুমায়ে থাকে লম্বা সময়, জেগে উঠলে খবর হবে - কথাটা ভালো বলেছেন।

১৪ ই মে, ২০১৬ সকাল ১০:১১

চাঁদগাজী বলেছেন:




আসলে বাংগালীরা ভালুকের মত, হাইবারনেসনে দীর্ঘ সময় কাটায়, পরে উঠে সবকিছুর খবর নেয়।

৬| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:০৫

হুকুম আলী বলেছেন: ধন্যবাদ গাজী ভাই, আপনার উপদেশ মত কাজ হয়েছে। এখন ভিডিও দেখা যায়। নতুন করে পোষ্ট দিয়েছি।

১৪ ই মে, ২০১৬ সকাল ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



ওকে

৭| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:২০

সোজোন বাদিয়া বলেছেন: "বাংকি মুন, কেরী, ইইউ কাউকে ভয় দেখায় না, ওরা বাংলাদেশের ক্ষমতাসীনদের সাপোর্টার সব সময়। আওয়ামীরা রশিকে সাপ বানায়ে পিটায়ে বীর হয় সব সময়; এতে কাজ দেয়, মানুষ ব্যস্ত থাকে। " - ভাল বলেছেন। ভাল থাকেন।

১৪ ই মে, ২০১৬ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



আওয়ামীদের বুঝার চেস্টা করছি, ড: হাছান, ইনুদের দক্ষতা মাপতেছি

৮| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৬

চিক্কুর বলেছেন: এমনিতে সাধরণ বাংগালীদের সাহস বেশী, বাংগালীদের ভয়ে সুন্দর বনের রয়েলেরা ভারতে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছে; সেই বাংগালীদের নেত্রী তো আর সাধারণ বাংগালী নয়, ভয় পাবে কাকে?


মনে হচ্ছে,ইদানিং সাহিত্য চর্চাও করছেন।লেখা আর কমেন্টই ফুটে উঠেছে। তবে সত্য বলার মধ্যে তৃপ্তি আছে।

১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:



আমি সাহিত্য পছন্দ করি।

আমার কমেন্টের জন্য গত সপ্তাহে কয়েকজন মিলে আমাকে গালাগালী করলো, আমার পোস্ট হয়ে ফ্লাডিং করলো, ওরা চায় যে, আমি কমেন্ট করি ওদের মন মতো

৯| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৯

বিদ্রোহী সিপাহী বলেছেন: জেগে উঠলে খবর হবে তো? নাকি মরণ ঘুম ধরেছে ভাই?

১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:




যারা কিছু করার কথা ওরা আরবদেশে, মালয়েশিয়ায় কাজ করতে গেছে; তরুণরা প্রেমের কবিতা লিখছে, সময় লাগবে

১০| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: গাজী ভাই আপনি এত খবর পান কেমনে?

১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমার সব খবরের উৎস হলো ব্লগ; আপনার ছড়া পড়ি তো, খবর সবাই জানে, অনেকে ঘোলাপানি পছন্দ করেন, তাই কিছু বলেন না।

১১| ১৪ ই মে, ২০১৬ রাত ৮:৫৩

শেয়াল বলেছেন: সরকারকে গালমন্দ করেন ক্যান?

১৪ ই মে, ২০১৬ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:



সরকার গল্প কাহিনী বলে মানুষকে ব্যস্ত রেখেছে কৌশলে

১২| ১৪ ই মে, ২০১৬ রাত ১১:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নেত্রী থাকতে আওয়ামী লীগের আর হারাবার কিছু নেই। বাংলাদেশের ইতিহাসে পরপর ২ বার ক্ষমতায় আসাটাও একটা রেকর্ড। সেখানে ৩/৪ বার পর্যন্ত হয়ে যেতে পারে(হায়াৎ থাকা সাপেক্ষে)। নেত্রীর সাহস এখন থেকে না। ১৯৯৬-২০০১ টার্মে কামাল হোসেন কাদের সিদ্দীকীকে বলেছিলেন, দুই কাক কা কা করছে। এবার তো আরো খুল্লাম খুল্লা। ইউনুস, হিলারি, কেরি, আলেম, নাস্তিক কাউরে গুনতেছে না। তবে স্বৈরাচার রা দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকে সেটাও বাস্তব সত্য....

১৫ ই মে, ২০১৬ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে সাহায্য করেছে ক্ষমতায় থাকতে; ওরা 'নাগরিক' নামে শব্দটাও ভুলে গেছে; পার্টি দুটো ভালো অপরাধ করেছে।

১৩| ১৫ ই মে, ২০১৬ রাত ২:৫১

রায়হানুল এফ রাজ বলেছেন: ভালোই বলেছেন।

১৫ ই মে, ২০১৬ রাত ৩:২৭

চাঁদগাজী বলেছেন:



এরা মানুষকে মিথ্যা চাপের কথা বলে, নিজেদের যোগ্যতা প্রাণ করে।

১৪| ১৫ ই মে, ২০১৬ সকাল ৯:০৩

সাইলেন্স বলেছেন: মজা পাইলাম

১৫ ই মে, ২০১৬ সকাল ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমি একটু ফানী হওয়ার চেস্টা করছি।

১৫| ১৬ ই মে, ২০১৬ রাত ৯:৫৫

কালনী নদী বলেছেন: একমত।

১৭ ই মে, ২০১৬ ভোর ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



আওয়ামীরা মানুসের জন্য সময় কম দিয়ে দুনিয়ার ছায়ার সাথে যুদ্ধ করে সময় নস্ট করে।

১৬| ১৯ শে মে, ২০১৬ সকাল ৯:০৪

কামরুল ফারুকি বলেছেন: যথার্থ বলেছেন।

২০ শে মে, ২০১৬ ভোর ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



চেস্টা করছি

১৭| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৯

গরল বলেছেন: জুজুর ভয় কথাটা ওনেক পুরাতন, জ্ঞানী লোকেরা বানিেছিলেন। ব্যাবহারটা ভালই জানে আওয়ামিলীগ।

২০ শে মে, ২০১৬ ভোর ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ যারা বানিয়েছিলেন, তাঁরা বাংগালীর জন্য বানিয়েছিলেন, আওয়ামী লীগ যারা চালাচ্ছে, তারা আমেরিকান হওয়ার চেস্টা করছে।

১৮| ২৮ শে মে, ২০১৬ রাত ২:৪০

ওসেল মাহমুদ বলেছেন: সত্য বড় তেতো !

১৯| ২৮ শে মে, ২০১৬ রাত ৯:৪৬

দ্য ইনভেডার বলেছেন: ২৮ শে মে, ২০১৬ রাত ৮:৪৬ ০
অনিয়ন ফেইট বলেছেন: চুদির ভাই, শালা রটেন পর্ক, ন্যাস্টি ব্লাডি ডাঙ্কি এস, শিট অফ কাউয়া, ওয়ান পিস মেড কারিগর ডেড বলদ, তুমি এইটাই বুঝোনা কে তোমারে পচাইতেছে আর কে তোমার পুটকি মারতেছে, আর তুমি আসছো ব্লগাইতে?

অন্যরে শিক্ষা দাও, শিক্ষা নিয়া প্রশ্ন কর, বানান ভুল নিয়া ধর্ষন কর, কোনো ব্যাপারে না জানার জন্য সাধারন ব্লগারের বাপ মার যোগ্যতা নিয়া টান দাও, আর তুমি যে পোস্টে হাজার বানান ভুল করো, তুমি কি আফগান থিকা আসছো? তোমার কি জন্ম পরিচয় নাই তাইলে?

তোমার কমেন্টে বলদ, গাধা, গরু এইসবের আধিক্য দেখা যায়। তুমি এই এইসব প্রজাতির অংশ?

পায়খানা, মগজবিহীন, গোবর এইসবও তোমার প্রিয় শব্দ। তোমার মগজ গোবরে ভর্তি নাকি পায়খানায়, তা কি একটূ বলবা?

তুমি বলেছিলে ভালোবাসাও গরুছাগলের মত কাজ। তুমি কি বিয়া করছো নাকি করনাই? যদি কইরা থাকো, তাইলে গরু ছাগল গাধা এইসব যেহেতু তোমার প্রিয় প্রানী, তুমি কি তাদেরই কাউকে বাছিয়া নিয়াছিলে? তুমি ওদের উপরে উঠতে নাকি ওরা তোমার উপর? ওরা তোমার পাছা বেশি পছন্দ করে নাকি মুখ?

তোমার ফিডারে কি তোমার মায় দুধের বদলে গোমুত্র ঢালিয়া খাওয়াইতো নাকি? তোমার কথায় মলমুত এত আসে কেন? এত প্রিয় কেন তোমার?

আফগানিস্তান, গুহা, আরব এগো কথা এতো কও, তুমি কি গুহাবাসী ছিলা নাকি আফগান আরবদের গুয়ামারা খাইছো দীর্ঘদিন যে রেশ রইয়া গেছে?

দিনরাত দেখি ব্লগে পায়খানা মুছতেই থাক। আর এইখানে সেইখানে পায়খানা করতেই থাকো। তোমার কি টয়লেটে যাওয়ারও দরকার পরেনা? তোমার কাম জাগেনা নাকি কামের ইচ্ছা মইরা গেছে গুয়ামারা খাইতে খাইতে? আচ্ছা, তুমি কি একটা যৌন অবদমিত বুড়া বলদে পরিনত হইয়াছো?

২০| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৯

কলম চোর বলেছেন: ভাল বলেছেন। পড়ে মজা পাইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.