নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মিডিয়া ও ২ দলের রাজনীতিবিদরা ট্রাম্পকে মানসিক চাপে ফেলেছে আজকে

৩১ শে মে, ২০১৭ ভোর ৬:৩৬



আজ, মে মাসের ৩০ তারিখ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এক ভয়ানক দিন; আগামীকাল ট্রাম্পের জামাতা, জেরেড কুশনার আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও এফবিআই'এর সমন্নয়ে গঠিত কমিটির সামনে রাশিয়া কানেকশান সম্পর্কিত তদন্তের প্রশ্নের জবাব দেয়ার কথা; কুশনারের কোন রাজনৈতিক ও কুটনৈতিক ব্যাক-গ্রাউন্ড নেই; ফলে, কিসের থেকে কি হবে, কেহ বলতে পারার কথা নয়।

এদিকে আজকে হোয়াইট হাউস কম্যুনিকেশন ডিরেক্টর পদত্যাগ করেছে; মনে হচ্ছে, হোয়াইট হাউস যে ধরণের পরিস্হিতির মাঝে দিয়ে যাচ্ছে, ডিরেক্টর উহার অংশ হতে চাচ্ছে না। আজকে ট্রাম্প সম্ভাব্য এফবিআই ডিরেক্টরের ইন্টারভিউ নেয়ার কথা ছিলো; ট্রাম্প সেটি বাদ দিয়েছে।

আজকে জার্মনীর মার্কেল স্পস্ট করে বলেছে যে, আমেরিকা এখন আর ইউরোপের চোখে লীডার নয়; এই অবস্হায় ১ জন রিপাবলিকানও মুখ খুলেনি, ট্রাম্পের হয়ে কমপক্ষে মার্কেলের কথার জবাব দেয়নি বা, থামানোর চেস্টা করেনি; তারা চাচ্ছে, ট্রাম্প পারলে হ্যান্ডল করুক, না হয় অপবাদ নিয়ে ক্লান্ত হয়ে যাক।

আজকে মিডিয়া ট্রাম্পের সাম্প্রতিক ইন্টাারভি্উ দেখায়েছে, যেখানে ট্রাম্প বলছে, "রাশিয়ার সাথে আমার কোন ব্যবসা নেই, কোন ডিল নেই, কোন সম্পর্ক নেই, কোন কালে ছিলো না; সাথে সাথে ২০১৩ সালের একটা ইন্টারভিউ দেখাচ্ছে, যেখানে ট্রাম্প বলছে, "আমি রাশিয়ার সাথে বিবিধ সেক্টরে বড় বড় ব্যবসা করছি, অনেকগুলো ব্যবসার সাথে জড়িত, ও বেশ কয়েকটি ব্যবসা পাইপ লাইনে আছে।"

মনে হচ্ছে, রাজনৈতিক দল ২টি ট্রাম্পের উপর ভয়ানক চাপের সৃস্টি করতে চাচ্ছে; যাতে সে নিজের থেকে বিরক্ত হয়ে যায়; ট্রাম্পের যে ধরণের ব্যক্তিত্ব, তাতে অনেক কিছু অনুমান করা বেশ কঠিন। সে বিশালভাবে বিরক্ত হয়ে গেলে সব ফেলে চলেও যেতে পারে; ইতিমধ্যে সে একদিন বলেছে যে, এত বেশী কাজ করতে হবে, সেই কথা সে জানতো না।

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৭ সকাল ৮:১৭

তৌফিক বলেছেন: প্রেসিডেন্টকে আরও অনেক বেশী কাজ করতে হবে, সেই কথা তিনি আর কয়েকদিন গেলেই জানতে পারবেন। তখন তিনি জামাইকে নিয়ে প্রেসিডেন্সি পদে স্থির থাকলেই বোঝা যাবে - হ্যা, তিনি আসলেই পেরেছেন! এ যেন ক্ষমতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন - এমন অবস্থা।

৩১ শে মে, ২০১৭ সকাল ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


জামাতার হোয়াইট হাউস ক্লিয়ারেন্স হয়তো থাকবে না; ফরম পুরণের সময়, বিদেশী কুটনৈতিকদের সাথে পরিচয়ের কথা অস্বীকার করেছে; এখন, দেখা যাচ্চে যে, কমপক্ষে ৩ বার রাশিয়ান দুতের সাথে মিটিং করেছে

২| ৩১ শে মে, ২০১৭ সকাল ৯:৩৯

রক বেনন বলেছেন: ট্রাম্প চলে গেলে সমস্যাগুলো কি কমবে? আমার মনে হয় আরও বাড়বে!!

৩১ শে মে, ২০১৭ সকাল ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদরা পরাজয়ের প্রতিশোধ চায়, মিডিয়াও প্রতিশোধ চায়।

৩| ৩১ শে মে, ২০১৭ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: সত্যের ছায়া যে মেইল এড্রেস টা দিয়েছিলেন- সেটাতে মেইল যাচ্ছে না।
এদিকে, যেখানে সহযোগিতা লেখা সেখান থেকেও কোনো সহযোগিতা পাচ্ছি না।
সামুর কি কোনো অফিস আছে ঢাকা শহরে? থাকলে ঠিকানা দেন- সরাসরি সেখানে চলে যাই। আমার সমস্যার কথা তাদের জানাই।

৩১ শে মে, ২০১৭ সকাল ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগার 'জানা'র ইমেইলটা কি কারো কাছে আছে? তিনি তা' ব্লগে দিয়েছিলেন! শায়মা দিতে পারেন কিনা, চেয়ে দেখেন।

৪| ৩১ শে মে, ২০১৭ সকাল ১০:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

ট্রাম্প হল একটি যুগের সূচনা।মিথ্যেবাদিতা আর পুঁজিবাদের ভিত্তির উম্মুক্ত সত্য! ট্রাম্প নামের ভয়াবহ সত্য আমেরিকা বিশ্বের সাথে ১৭তে পরিচয় করিয়ে দিলেও ট্রাম্পেরা যুগে যুগে শুষেছে বিশ্ব। তাদের প্রতিটি কথায় মিথ্যের ফুলঝুরি (তৃতীয় বিশ্বে প্রতি)। বিশ্ব এদের ক্ষমা করবে না।

৩১ শে মে, ২০১৭ সকাল ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


যাহা বলেছেন, তা সত্য।

তবে, ক্যাপিটেলিজমে, ট্রাম্প ও শেখ হাসিনার গন্তব্য একই।

৫| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৫

তোমার জন্য মিনতি বলেছেন: কোন চাপটাপ কুলোবে না ট্রাম্পের কাছে ভাই! এভাবেই যাবে তাঁর মেয়াদকাল।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


তাকে বাদ দেয়া একেবারে সহজ হবে না; তবে, সে বিরক্ত হয়ে, একদিন নিজের টেলিফোনটা পেকেটে নিয়ে নিউইয়র্ক চলেও যেতে পারে।

৬| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৮

শূন্যনীড় বলেছেন: দেখি কি হয় শেষ পর্যন্ত !!

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পকে খোঁড়া হাসে পরিণত করেছে এখনি; পরের অবস্হা কোনদিকে যাবে বলা মুশকিল।

৭| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার মনে হয় না সে সব ফেলে চলে যাবে।
এভাবেই চলবে, ট্রাম্প ট্রাম্পই থাকবে।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


গতকাল মিডিয়া প্রচন্ডভাবে চাপে ফেলেছে ট্রাম্পকে; আজকে আরো কঠিন দিন, জেরেড কুশনারকে কাবাব বানাবে।

৮| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:০৭

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Sir you absolutely right

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ভেবেছিল যে, সে বিশ্ব জয় করে ফিরেছে, কেহ খবরও নেয়নি; সংবাদ সন্মেলনও হয়নি; বিদেশ থেকে শেখ হাসিনা ফিরে এলে বিশ্ব উল্টে যায়, ট্রাম্প ফিরে আসার পর, কেহ কইছু জানতেও চাহেনি।

৯| ৩১ শে মে, ২০১৭ রাত ১০:৪৫

তাতিয়ানা পোর্ট বলেছেন: Cofveve.

৩১ শে মে, ২০১৭ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


এই টুইট নিয়ে অনেক কথা হয়েছে নাকি; আমি বুঝিনি কি হয়েছে

১০| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


@রাজীব নুর,

আমি আপনার পোস্টে কমেন্ট করেছি

১১| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:২৮

তাতিয়ানা পোর্ট বলেছেন: Trump spelled "coverage" as "cofveve" :D

৩১ শে মে, ২০১৭ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


গতকাল ছিল ট্রাম্পের জীবনের সবচেয়ে কঠিন দিন; আমি অনুভব করেছিলেম।

১২| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:৪৫

তাতিয়ানা পোর্ট বলেছেন: Everyday e Trump er jiboner shobcheye difficult day, apni oidin o bolechilen.

০১ লা জুন, ২০১৭ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


গতকাল এফবিআই'এর মনোনয়নের ইন্টারভিউ বাদ দেয়ায়, তাকে আমার কাছে ১ম বার এত বেশী হতাশ মনে হয়েছে; সেজন্য, গতকালের তারিখটা উল্লেখ করেছিলেম।

১৩| ০১ লা জুন, ২০১৭ রাত ১২:১৫

তাতিয়ানা পোর্ট বলেছেন:

০১ লা জুন, ২০১৭ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:


গতকাল ট্রাম্প হতাশ হয়ে পড়েছিলো।

১৪| ০১ লা জুন, ২০১৭ সকাল ৮:৩২

তাতিয়ানা পোর্ট বলেছেন: Apnar favorite person!

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:


আমি ওকে সাপোর্ট করেছি হিলারী ও রাজনীতিবিদদের বিপক্ষে; হিলারী লিবিয়াকে ধ্বংস করেছে, সিরিয়াকে মুছে দিয়েছে ও ইয়েনের দরিদ্র মানুষগুলোকে বোমার আঘাতে কয়লায় পরিণত করার রাজনীতি করেছে।

১৫| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:২৩

শাহারিয়ার ইমন বলেছেন: ট্রাম্প !!!

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প আমেরিকার রআজননীতিবিদদের পরাজিত করেছিল, এটার দরকার ছিলো

১৬| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:৫৫

ধ্রুবক আলো বলেছেন: ট্রাম্প সাহেব প্রেসিডেন্ট হয়ে বিপদে পড়েছেন।
ট্রাম্পের যে ধরণের ব্যক্তিত্ব, তাতে অনেক কিছু অনুমান করা বেশ কঠিন। এটা ভালো একটা কথা বলেছেন।

০১ লা জুন, ২০১৭ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


ভাবছি, সবকিছু ফেলে নিজেই বাড়ী চলে যায় কিনা!

১৭| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:৪২

তাতিয়ানা পোর্ট বলেছেন: What's up?

১৮| ০২ রা জুন, ২০১৭ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো আছি; আপনি কি করছেন?

১৯| ০২ রা জুন, ২০১৭ ভোর ৪:১৬

তাতিয়ানা পোর্ট বলেছেন: Studying.

০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


ভালো, প্ল্যান ঠিক মতো রাখার চেস্টা করেন।

২০| ০২ রা জুন, ২০১৭ ভোর ৪:১৭

তাতিয়ানা পোর্ট বলেছেন: Living on coffee, eyes hurt.

০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


খাওয়া, ঘুম, ব্যায়াম, তারপর সঠিক সময়ে পড়ার চেস্টা করেন; অনিয়ম হলে, যোগ বিয়োগ করে সমান হয়ে যাবে। ২ কাফের বেশী কফি সময়ের সাথে সমস্যা হবে।

২১| ০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:১৬

তাতিয়ানা পোর্ট বলেছেন: I used to drink Starbucks coffee; now my mom bought me Nestle :D

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


কফি পরিমাণ মতো খান; স্টারবাক কফিতে অনেক কিছু মিশায়, উহা পরিত্যাগ করুন পুরোপুরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.