নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্যারিস "জলবায়ু পরিবর্তন গ্রুপ" থেকে আমেরিকা বেরিয়ে গেছে

০২ রা জুন, ২০১৭ রাত ২:৪৬


ভারতীয় শহর

সারা পৃথিবীর মানুষের জন্য আজকে একটি দু:খজনক-দিন; প্যারিসে গঠিত "জলবায়ু পরিবর্তন গ্রুপ" ( গ্লবেল ওয়ার্মিং) থেকে আমেরিকা আজ বের হয়ে গেলো; আমেরিকা আজ সিরিয়া ও নিকারাগুয়ার দলে চলে গেলো; এতে চীন, ভারত, রাশিয়ার মত "পলুটিং দেশ"গুলো বিনা বাধায় আমাদের গ্রহের বায়ুমন্ডল, পানি ও মাটিকে বিষাক্ত করার লাইসেন্স পেয়ে গেলো। ট্রাম্প ভয়ানক সমস্যার মাঝ দিয়ে যাচ্ছে নিজেই; সাথে সাথে আমাদের গ্রহকেও ভয়ানক সমস্যার মাঝে ঠেলে দিলো; এতে বিশ্বের ৩ নব্য ক্যাপিটেলিস্ট দেশ কোনরূপ জবাবদিহিতা ব্যতিত তাদের ইন্ডাস্ট্রিয়েল বজ্যকে আকাশে, পানিতে ও ভুমিতে ছেড়ে দেবে।

ট্রাম্প বাচ্চা ছেলের মতো যুক্তি দিচ্ছে যে, ভারত, চীন, রাশিয়া যদি কয়লা ব্যবহার করে, আমেরিকা কেন করবে না? এতদিন উত্তর ছিলো, আমেরিকা সায়েন্স ও টেকনোলোজীতে ওদের চেয়ে উন্নত, ও আমেরিকা বিশ্বের জন্য মডেল; এখন সেটা আর বলার দরকার নেই, তারা ভারত ও চীনাদের লেভেলে নেমে আসলো।

ট্রাম্প বলেছে যে, গ্লোবেল-ওয়ার্মিং হচ্ছে সায়েন্টিস্টদের ভয়, ইহা আপাতত অমুলক; এতে বিশ্বাস করে আমেরিকান উৎপাদনে অনেক বেশী খরচ হচ্ছে, আমেরিকা কিছুতেই চীনা উৎপাদনের সাথে প্রতিযোগীতায় টিকছে না।

এদিকে রাশিয়ার নব্য ক্যাপিটেলিস্টরা বিশ্বের কোন নিয়ম কানুন না মেনে আমেরিকা ও সোভিয়েতের পুরানো উৎপাদনশীল টেকনোলোজী ব্যবহার করে বাজার ধরার জন্য কমদামে পণ্য উৎপাদন করছে! ভারতের বেলায়, ভারত উৎপাদনের কোন নিয়মই মানে না।

আফ্রিকা ও দক্ষিণ আমােরিকার লোকজন কোন কিছু তেমন উৎপাদন না করেও দুষিত বাতাসে নিশ্বাস নেবে, সমুদ্রের বিষাক্ত মাছ খাবে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ ভোর ৫:৩৬

ফেরদৌসা রুহী বলেছেন: ট্রাম্প যা করেছে তা পুরা বিশ্বের জন্য একটা হুমকি।

০২ রা জুন, ২০১৭ ভোর ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


পুরো মানব জাতির সমস্যা হচ্ছে গ্লোবেল ওয়ার্মিং; সব জাতিকে তৈরি হতে হবে এজন্য; দেখা যাক, ট্রাম্প কি করার চেস্টা করছে।

২| ০২ রা জুন, ২০১৭ ভোর ৫:৫১

তাতিয়ানা পোর্ট বলেছেন: Keep supporting Trump.

০২ রা জুন, ২০১৭ ভোর ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



সমস্যা হলো, হিলারী যুদ্ধকে প্রসারিত করেছে; কোন একজনকে এইসব যুদ্ধের অবসান ঘটাতে হবে

৩| ০২ রা জুন, ২০১৭ সকাল ৮:১১

ডঃ এম এ আলী বলেছেন: এখন অপেক্ষার পালা কখন সে জাতি সংঘ হতে বেড় হয়ে যায়, ন্যাটুকে ভেঙ্গে চুরমার করে দেয়,G8 হতে বেড় হয়ে যায় !!! তার পক্ষে সবকিছুই মনে হয় সম্ভব ।

০২ রা জুন, ২০১৭ সকাল ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প মনে করছে যে, আমেরিকা সবার চেয়ে বেশী করচ করছে এসব সংস্হাগুলোর জন্য

৪| ০২ রা জুন, ২০১৭ সকাল ৮:৫০

উম্মে সায়মা বলেছেন: ব্যবসায়ী দেশ শাসনের ভার নিলে এমনই হয়। ট্রাম্পকে দোষ দিয়েও কী লাভ! জনগনই তো তাকে ভোট দিয়েছে B:-/

০২ রা জুন, ২০১৭ সকাল ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


৩৮% মানুষ চাচ্ছে যে, ট্রাম্প এগুলো করুক; আরো সমস্যা আছে, এই ৩৮% সবাই জানে না যে, এর ফলাফল হবে ভয়ংকর: চীন, ভারত ও রাশিয়া এই ধরণের বেকুবীর জন্য অপেক্ষা করছে।

৫| ০২ রা জুন, ২০১৭ সকাল ৯:৩৫

তাতিয়ানা পোর্ট বলেছেন: You are one of those 38%.

০২ রা জুন, ২০১৭ সকাল ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমি তো ওদের কেহ নই; আমি ১০০% এর কেহ নই, ৩৮% এরও কেহ নই; আমি চেয়েছিলাম যে, যুদ্ধবাজ হিলারী যেন হেরে যায়; সে বুশের মতই যুদ্ধের আগুন ছড়ায়েছে, কিন্তু বুশের মত ঘোষণা দেয়নি।

৬| ০২ রা জুন, ২০১৭ সকাল ৯:৪০

তাতিয়ানা পোর্ট বলেছেন: Hmm apni to Trump supporter na, just anti-Hillary.

০২ রা জুন, ২০১৭ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, সেটিই অধিক সঠিক; তবে, আমি অরাজনীতিবিদরা একবার হলেও রাজনীতিবিদদের পরাজিত করুক, সেটাও চেয়েছিলাম!

৭| ০২ রা জুন, ২০১৭ সকাল ৯:৪৫

তাতিয়ানা পোর্ট বলেছেন: So, you are successful! That's what is happening! Isn't it?

০২ রা জুন, ২০১৭ সকাল ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প দেখা যাচ্ছে "পেনি-ওয়াইজ"; বিলিওনিয়ার ব্যবসায়ী যে, জলবায়ু ফান্ডে ও জাতি সংঘের ফান্ডে আমেরিকার অংশটুকু দিতে ভয় পারে, সেটা বুঝা কঠিন ছিল।

৮| ০২ রা জুন, ২০১৭ সকাল ৯:৫০

তাতিয়ানা পোর্ট বলেছেন: Shobkichu bujhai to kothin chilo!

Good night.

০২ রা জুন, ২০১৭ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:



সঠিক।
কথা হবে, ভালো থাকুন।

৯| ০২ রা জুন, ২০১৭ সকাল ৯:৫৭

তাতিয়ানা পোর্ট বলেছেন: Sarcasm for you :P :P :P

Amar jonno kichu bujha kothin chilo na.

০২ রা জুন, ২০১৭ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


ভালো, কয়েক বিলিয়ন মানুষ তাক চাহেনি; আপনি তাদের মাঝে ১ জন। কিন্তু হিলারী থাকলে ইরান এটম বোমা বানাতো, উত্তর কোরিয়া জাপান ও দ: কোরিয়াকে ভয় লাগাতো প্রতিদিন।

১০| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আফ্রিকা ও দক্ষিণ আমােরিকার লোকজন কোন কিছু তেমন উৎপাদন না করেও দুষিত বাতাসে নিশ্বাস নেবে, সমুদ্রের বিষাক্ত মাছ খাবে। আর আমরা ?????

০২ রা জুন, ২০১৭ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


আমরা বোধ হয়, নিজেরা সবকিছু বিষাক্ত করে ফেলেছি; সামান্য ফেরিওয়ালা বাসে বিষাক্ত কাটা শসা বিক্রয় করছে; গরুর মালিক বিষাক্ত দুধ বিক্রয় করছে, ডব বিষাক্ত করে ফেলেছে বাংগালী ব্যবসায়ীরা।

১১| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:৫০

কলিমুদ্দি দফাদার বলেছেন: এর আগের সম্মেলন গুলো ও সফলতার মুখ দেখে নাই।
চায়নার বিষাক্ত কালো ধোয়া আশে পাশের দেশ গুলোতে ব্যপকভাবে ক্ষতি করছে। সিউল সহরে দিন দুপুরে আকাশ কালো মেঘের মত ডেকে যায় বিষাক্ত বাতাসে। আমি নিজে ও দেখে ও অবাক হয়েছি। তাদের জনগন এই সব ব্যাপারে বিক্ষোভ করছে যাতে চায়নার সকল কোম্পানি কোরিয়াতে বন্ধ করে দেওয়া হয়।

০২ রা জুন, ২০১৭ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


চায়না, ভারত ও রাশিয়া এই গ্রহের নিশ্বাস বন্ধ করে দেয়ার উপক্রম করেছে; আমেরিকা বের হয়ে যাওয়ার পর, চীনই এই সংস্হার নেতা হয়ে যাচ্ছে, কারণ তাদের উৎপাদন বেশী, তারাই কথা বলবে বেশী।

১২| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০০

তাতিয়ানা পোর্ট বলেছেন: Privileged der mukh theke edhoroner kothai ber hoy.

০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমি ও আমার মতো কয়েক বিলিয়ন আছে, যারা কোনভাবে, কোনদিন কোন কিছুতে প্রির্ভিলিজড নন।

১৩| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১১

নতুন বলেছেন: আমেরিকান সম্রাজ্য ভেঙ্গে পড়বে এবং চীনের সম্রাজ্য চালু হবে.... এটা মনে হতো... অনেক সময়ের ব্যপার...

কিন্ত আমেরিকার সম্রাজ্য আরো দ্রুতই ভাঙ্গবে ট্রাম্পের সিদ্ধান্তে..

০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:

চীনের হাতে অনেক কিছুর নিয়নত্রণ চলে যাচ্ছে; চীনে বাস করেন, হোমো চীনিজ

১৪| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব খারাপ খবর।

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পের মগজ কাজ করছে না, তাকে রাজনীতিবিদরা ঘুমাতেও দিচ্ছে না।

১৫| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই বিষয়টি পরিষ্কার জানিনা কিছুই। আপনার পোষ্ট পড়ে কিছু ধারণাগত হইলাম জলবায়ু সম্পর্কে।
আপনার পোষ্ট পড়ে তো খারাপ খবরই মনে হলো।
চিন্তার বিষয়!!

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


গ্লোবেল ওয়ার্মিং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ।

১৬| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:৫৫

ধ্রুবক আলো বলেছেন: গ্রীন হাউজ এফেক্ট এর জন্য কিন্তু আমেরিকা প্রধানত দায়ী।
মূল প্রসঙ্গে কথা, ভারত, চীন কয়লা ব্যবহার করে অথচ এরাই সবচেয়ে বেশি পরিবেশের বাঁচানোর কথা বলে, এখন ভারতের চোখ রামপালের দিকে।

ভারতের বেলায়, ভারত উৎপাদনের কোন নিয়মই মানে না। আসলে উনারা ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াচ্ছে।

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


চীন মানব জাতির জন্য হুমকি; আমেরিকা ক্ষতিকর; ভারত ঝামেলা।

১৭| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
গ্রীন হাউজ এফেক্ট এর জন্য কিন্তু আমেরিকা ও ইউরোপ প্রধানত দায়ী।
আমেরিকা ও ইউরোপিয়ান, ভারত, চীন, কোরিয়া, জাপান পৃথিবীর ৯০% কয়লা দেদারসে পোড়াচ্ছে।

আর আমরা একটা মাত্র কয়লাবিদ্যুত প্ল্যান্ট করা সুরু করার আগেই বলছে -
ছি ছি ..কয়লা দুষিত! .. তোরা এত খারাপ, কয়লা পোড়াচ্ছিস ..

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প লজিকবিহীন কাজ করছে, কিন্ত আমেরিকানরা ট্রাম্পের কথায় চলবে না।

১৮| ০৩ রা জুন, ২০১৭ রাত ১২:০৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক বড় একটা ভুল স্টেপ নিলো আমেরিকা, মানবজাতি যার ফল ভোগ করবে...........

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৪২

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ৫০ শহরের মেয়র ঘোষণা দিয়েছে যে, তারা প্যারিস জলবায়ু গ্রুপের সাথে কাজ করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.