নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

থেমিস মেমিস, হেফাজত মেফাজত

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৮



হ্যাঁ, পরিস্হিতি অনুসারে সম্পুর্ণরূপে ঠিক; উনার জন্য, দলের জন্য ঠিক; জাতির জন্য ঠিক নয়; জাতির জন্য এগুলো একেকটা সমস্যা, এবং এগুলো যোগ হচ্ছে মাত্র! এগুলো ফিরে ফিরে আসবে, সমধান না হওয়া অবধি বিবিধরূপে ফিরে আসবে।

বিগত বছরগুলোতে, দেশকে বিএনপি-জামাত, ব্যুরোক্রেটরা, মিলিটারী, ব্যবসায়ী, রাজনীতিবিদ নামের জোঁকেরা ও সুবিধবাদী শিক্ষিত শ্রেণী এমন যায়গায় নিয়ে গেছে, দেশের কন্ট্রোল শেখ হাসিনা নিজের হাতে নিতে পেরেছেন পুরোপুরি; বিশেষ করে শিক্ষিত শ্রেণী উনার উপর "পরগাছার" মতো ঝুলে আছে, এবং শিক্ষিত হিসেবে নিজের "মুল্যটা" সমাজ থেকে কয়েকগুণে আদায় করছে, অনেকটা কাজ না করেই; সেটার ফলাফল, শেখ হাসিনা নিজের বুদ্ধিমতো সব চালাচ্ছেন; মুহিত, কুহিত সবই গড়ে শেখ হাসিনার আদেশ পালনকারী মাত্র, এদের দক্ষতা নেই!

মেনন, ইনু, মতিয়া, নাহিদ, মুহিত ভোটে দাঁড়াক, ১টা করে ভোট পাবেন! সেটা শেখ হাসিনা বুঝেন; শেখ হাসিনা জানেন যে, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটর প্রধানেরা ভুয়া, এদের শিক্ষাগত যোগ্যতা নেই; তাই এদের সৃস্টির ক্ষমতা নেই; এদের থেকে কিছু আশা করা যায় না, এগুলো উনার উপর পরগাছা; উনার পতন হলে, এগুলো নেই; উনার বাবার পতনের সময়, ও পরে এরা ছিলো না।

তবে, উনি কি দেশকে সঠিক দিকে নিয়ে গেছেন? অবশ্যই না! সমস্যা হলো, উনি এটুকুই জানেন; উনি কখনো মানুষকে পাশে নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখেননি; উনি শুধু নিজের পার্টির লোকের উপর নির্ভর করেছেন, তাদেরকে সবকিছুতে অগ্রাধিকার দিয়েছেন; তিনি সেটা শিখেছেন বিএনপি থেকে; তিনি বিএনপি'র সিস্টেমে, বিএনপি থেকে ভালোভাবে জোড়াতালি দিয়ে দেশ চালাচ্ছেন। তিনি বাবার ৬ দফা, বাকশালের মননকে, অর্থনৈতিক মডেলকে অনুসরণ করেননি; তিনি পরোক্ষভাবে জেনারেল জিয়ার সিস্টেম চালু রেখেছেন; সেই সিস্টেম জামাত, হেফাজত, সৌদী, আফগানী-বাংগালী জন্ম দিয়েছে, বা লালন করছে।

উনি জানেন, উনার বাবাকে হত্যা করার পর, মিস্টি বিতরণ করা হয়েছিলো, উনাকে সরাতে গিয়ে "জর্জ মিয়া"র জেল হয়েছিল; উনাকে সরাতে পারলে মেজবান হতো।

উনার ভাবনার মাঝে এগুলো ফ্যাক্টর; উনি জানেন, হেফাজত, জামাত উনার জন্য সমস্যা, উনাকে নিজেই এগুলোর সমাধান করে টিকতে হবে।

তবে, উনি এখনো মানুষকে প্রাধান্য দিয়ে, মানুষকে ভালোবেসে যদি সবাইকে সুষম সুযোগ করে দেন, সবার মৌলিক অধিকার উন্নয়নে কাজ করেন, হেফাজত মেফাজত নিয়ে আলাদাভাবে ভাবতে হবে না, সব সাধারণ মানুষ এক কাতারে আসবে, সবাই দেশের নাগরিক ও সমান হিসেবে গণ্য হবে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৫

জেন রসি বলেছেন: পলিটিক্যাল নাটক।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হচ্ছে, সমাপ্তিহীন

২| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৫

মুফরাদ শেখ বলেছেন: সহমত

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


ভালো, আমি মতামতই চাচ্ছিলাম।

৩| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভুখ লাগলে ভাত ভর্তা চাই।

সবাই পাচ্ছে না।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বাবাকে অনুসরণ না করে, জেনারেল জিয়ার প্রশাসন চালু রেখেছেন, গলাকাটা ক্যাপিটেলিজম; বনসুন্ধরার মালিক নিউইয়র্কের পাঁছতারা হোটেলে বসবাস করে, দুবাইতে ১ রুমে ১২ জন বাংগালী ঘুমায়।

৪| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৩

আখেনাটেন বলেছেন: সঠিক রাজনীতিবিদ চাটুকারীতার উপর নিজের রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করে না। যারা করে তারা আদতে কতটা দেশের কিংবা জাতির ভালো চায় তা আমার কাছে প্রশ্নসাপেক্ষ।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করে, সবাইকে পেছেন ফেলে, রিমোট হাতে নিয়েছেন; তবে, উনি সঠিক পথে যাচ্ছেন না, বাংগালী রাজনীতিই করছেন, উনি মানুষের স্বপ্নকে ধারণ করার চেস্টা করেননি।

৫| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লন্ডনের কথা বলবেন না? এখানে এখন এখনও গোলাম খাটায়! আধুনিক দাসত্ব।

আমরা স্বাধিনভাবে চিন্তা করতে পারি না।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


লন্ডন সম্পর্কে আমার ধারণা কম; তবে, অনুমান করতে পারছি; তারপরও মানুষ সামান্য শান্তির আশায় লন্ডন যাবে।

৬| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এখনও এখানে মানবতা আছে। কথা না বললে গাধার মত খাটাতে চায়। আমাকে ৩০ পাউন্ড বেতন দেয় ১০ ঘণ্টা কাজ করিয়ে। চিন্তা করুন কত সাহস! আমি এখনও একশন নেইনি। রোজা পর ঝামেলা শুরু করব।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনি কাজে থাকাকালীন মানুষের সাথে মিশে সমবায় পদ্ধতিতে ব্যবসায় যাবার চেস্টা করেন।

৭| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৮

কাছের-মানুষ বলেছেন: সর্বাঙ্গে ব্যাথা ঔষুধ দিব কোথা ! দেশে সমস্যার অভাব নেই, একেতো রাজনিতিতে অস্থিতিশীলতা তার উপর দেশের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা খুবই করুণ। ঠিকমত বিদ্যুৎ পায় না কারখানা এবং বাসাবাড়িতে, গ্যাস সমস্যা, রাস্তা ঘাট ভঙ্গুর অবস্থা তার উপর সুশাসনের অভাব!
আমাদের দেশে যেই সরকারে আসুক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সবাইকে!
আপনার বিশ্লেষন ভাল হয়েছে।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষ কোন সমস্যা সৃস্টি করেনি এদেশে; সমস্যাগুলো সরকার ও রাজনৈতিক দলগুলো সৃস্টি করেছে; তারা অসমভাবে সম্পদ বিতরণ ও বেআইনীভাবে সম্পদ দখল করে, উন্নয়নে বিঘ্ন ঘটায়েছে, ওরা নিজের সমস্যা নিজেরা সমাধানও করতে পারবে না।

৮| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৩

সত্যের ছায়া বলেছেন: আমার মনে হয়, প্রধান মন্ত্রী সামু ব্লগ নিয়মিত পড়েন এবং হেফাযত, রাম-বাম সম্পর্কে ব্লগার শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) র' পোষ্ট এবং কমেন্ট নিয়মিত পড়েন। হয়ত তার সেদিনের পোষ্ট চোখে পড়েছিল।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনি যখন ভাবছেন, উনি পড়েন, নিশ্চয় পড়েন।

৯| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

গেম চেঞ্জার বলেছেন: চোরে না শুনে ধর্মের কাহিনী! এটা বদলিয়ে বলা উচিত- চোরে না শুনে নীতির কথা আর বাণী!

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


দেশের সমস্যাকে সমাধান না করে, উহাকে সাময়িকভাবে সমাধান করে, নতুন নতুন সমস্যার সৃস্টি করা হয়েছে।

১০| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

ধ্রুবক আলো বলেছেন: আপনার কথা ঠিক আছে, ভালো বলছেন।

কিন্তু উনি কি ইহা করতে পারবেন?!

০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:

উনি যেই ধরণের কমপ্লেক্স সমস্যার মাঝখানে, উনি হয়তো নতুন কিছু করার কথা ভাবছেন না; নতুন কিছু করলে, এই সমস্যাগুলো হয়তো নিজের থেকেই কমে আসতো।

১১| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৩

নোয়াখাইল্ল্যা বলেছেন: ভোটে জিতে গেলে সব ঠিক হয়ে যাবে।ওনার পরিকল্পনাকে তখন প্রগতিশীল ব্যক্তিরাই বাহবা দিবে।

০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হচ্ছে, প্রগতিশীল ব্যক্তি নেই বললেই চলে; আমরা গাধাকে ঘোড়া বলে চালিয়ে দিচ্ছি

১২| ০৬ ই জুন, ২০১৭ রাত ৯:০৯

কানিজ রিনা বলেছেন: রাজনীতিবিদরা দুর্নীতি থেকে বেড়িয়ে না আসলে কখনই একজন প্রধান মন্ত্রী একার
পক্ষে সম্ভব নয় দেশের মানুষের ভাল রাখার।
সম্প্রতি গ্রীগদেবী থেমীস নিয়ে প্রধান মন্ত্রীর
সিদ্ধান্ত নিয়ে তালে গোল পাকিয়ে প্রধান মন্ত্রী
কে হেয় প্রতিপন্ন করা শুরু হয়েছে। তাতে
মনে হচ্ছে কিছু উগ্র শিক্ষীত পাপী আর
কিছু ইসলামী উগ্র লোকের কথায় এদেশ
চলবে। এখন এই দুই দল উগ্রদের রক্তপাত
দেশের সচেতন মানুষ চেয়ে চেয়ে দেখবে।

০৬ ই জুন, ২০১৭ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


প্রধানমন্ত্রী নিজের দলে, রাজনীতি তৈরির যে মেশীন বসায়েছেন উহা থেকে "অপরাজনীতিবিদ" তৈরি হচ্ছে! উনার বাবাও খারাপ মেশিন বসায়ে সেই মেশিনের কারণে উপরে উঠেছিলেন, পরে পড়ে গেছেন।

উনার উচিত, আজকেই "ছাত্র রাজনীতি" বন্ধ করা; উনার হাতে এখন যেই পরিমাণ ক্ষমতা আছে, সেটা করা সম্ভব; সেটা করলে বিএনপি'তে থাকবে ১০০ জন রাজনীতিবিদ, জামাতে ১০ জন।

১৩| ০৬ ই জুন, ২০১৭ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: হেফাজত হলো কুসংস্কারে ভরা। তারা দেশকে পিছিয়ে দিবে।
অন্য সরকারের চেয়ে হাসিনা সরকার ভালো। আমাদের হাতে তো আর অপশন নাই।

০৬ ই জুন, ২০১৭ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:



উনি বাকীদের তুলনায় ভালো, কানা মামা; যুগের ও মানুষের কস্টের দিক থেকে অপরাধী।

১৪| ০৬ ই জুন, ২০১৭ রাত ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: ভাল বিশ্লেষণ। শেষের অনুচ্ছেদটার জন্য প্লাস + + দিয়ে গেলাম।

০৭ ই জুন, ২০১৭ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব মানুষের তরফ থেকে "এবসোলিউট পাওয়ার" পেয়েছিলেন, উনি ব্যবহার করতে জানেননি; শেখ হাসিনা নিজে কৌশলে "এবসোলিউট পাওয়ার" এর মালিক হয়েছেন, আপাতত উহার ব্যবহার হয়নি।

আপনাকে আজকাল ব্লগে কম দেখছি; সবকিছু ভালো তো?

১৫| ০৭ ই জুন, ২০১৭ রাত ১২:৪৩

জাহিদ অনিক বলেছেন: পোস্টের শিরোনামের দ্বিরুক্ত শব্দগুলোর মাঝেই প্রশ্নের উত্তর লুকায়িত

০৭ ই জুন, ২০১৭ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:


কোন রাজনৈতিক, ধর্মীয় সমস্যার সঠিক সমাধান হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষকে সরকারের সাথে যুক্ত করা হবে না, মানুষের অধিকার প্রতিস্ঠা হবে না।

১৬| ০৭ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৯

খরতাপ বলেছেন: উনার বাবার মৃত্যুতে মিষ্টি বিতরণ করা হয়েছিল, মেনন, ইনু, মতিয়া, নাহিদ, মুহিত ভোটে দাঁড়াক, ১টা করে ভোট পাবেন!

এসব আজগুবি তথ্য আপনি পান কই? সামু ব্লগের আগাচৌ মনে হচ্ছে আপনাকে।

০৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



আমি তথ্য পাইনা, আমি তথ্য সৃস্টি করি।

১৭| ০৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার রাজনীতি বিশ্লেষণ।

১৮| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৮

শূন্যনীড় বলেছেন:





১৯| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৫

বিজন রয় বলেছেন: তিনি বাবার ৬ দফা, বাকশালের মননকে, অর্থনৈতিক মডেলকে অনুসরণ করেননি; তিনি পরোক্ষভাবে জেনারেল জিয়ার সিস্টেম চালু রেখেছেন; সেই সিস্টেম জামাত, হেফাজত, সৌদী, আফগানী-বাংগালী জন্ম দিয়েছে, বা লালন করছে।

সঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.