নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

২ ঘন্টা পর, এফবিআই\'এর প্রাক্তন ডিরেক্টেরের জবাবদিহি, ট্রাম্প সর্ষে দেখছে?

০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭



**** শুনানী হয়ে গেছে ****

বাংলাদেশে, সরকারী উচ্চ পদের লোকদের কোন অন্যায়, দুর্নীতি, ভুল, বা ভালো কাজের জন্য পার্লামেন্ট, বা পার্লামেন্ট কমিটির সামনে "টেস্টিফাই" মেস্টিফাই (জবাবদিহি ) করতে হয় না; তাই বাংগালীরা গণতন্ত্রের এসব দিক দেখার সুযোগ পান না; এবং সেজন্যই সরকারী উচ্চ পদের লোকেরা অন্যায়, দুর্নীতি চালিয়ে যাচ্ছেন ৪৬ বছর; সেইজন্যই পদ্মাসেতুর ব্যাপারে মন্ত্রী আবুলকে পার্লামেন্টের সামনে আসতে হয়নি।

আপনারা জানেন, আমেরিকান ইনটেলিজেন্স সংস্হা এফবিআই'এর ডিরেক্টর কোমিকে সেই দেশের প্রেসিডেন্ট ট্রাম্প ফায়ার করে দিয়েছে, যখন কোমি গত আমেরিকান ভোটে "রাশিয়ান কানেকশন" তদন্ত করছিলো; আমেরিকা এই ফায়ার পছন্দ করেনি; সিনেট ও কংগ্রেস জানতে চেয়েছে, কোমিকে কি কারণে ফায়ার করা হলো, এবং এটি করতে গিয়ে প্রেসিডেন্ট অন্যায় করেছেন কিনা, এবং পেছনে কি কি কারণ আছে! এবং কারণ গুলো ক্রিমিন্যাল পর্যায়ে পড়ে কিনা!

কোমির ফায়ারের পর, এখন প্রতিস্ঠিত হয়েছে যে, ট্রাম্প কোমির সাথে একাকী রুমে রাশিয়ান কানেকশন নিয়ে কথা বলেছে; কি কথা বলেছে, সেটা আজকে জবাবদিহিতে প্রতিস্ঠিত হবে। ট্রাাপ বলেছে, ট্রাম্প কোমিকে প্রশ্ন করেছিল যে, কোমি কি রাশিয়ান তদন্তে ট্রাম্পের নামও যুক্ত করেছে? কোমি নাকি বলেছে, না, ট্রাম্পের নাম নেই।

অন্যদিকে, কোমি চাকুরী থেকে চলে যাবার আগে, নিজের কাজের যায়গায় মেমো রেখে গেছে যে, ট্রাম্প কোমিকে বলেছে যে, ট্রাম্পের সিকিউরিটি এডভাইজার জেনারেল ফ্লিনের নাম তদন্ত থেকে বাদ দিতে। এই ধরণের অনুরোধ, বা আদেশ ক্রিমিনাল কাজ হিসেবে গণ্য হয় আমেরিকায়; এটা যদি প্রমাণিত হয়, ট্রাম্প চাকুরী হারাবে।

ইতিমধ্যে, ফ্লিনের চাকুরী চলে গেছে, এটর্নি জেনারেল সেশনের চাকুরী যাবার পথে; ও ট্রাম্পের জামাতা জেরেড কুশনারের অবস্হা টালমাটাল। আজকের এই জবাবদিহিতা ট্রাম্পের চাকুরী থাকা, না থাকার ব্যাপারে কিছুটা ধারণা দেবে; সবকিছু দেখে মনে হচ্ছে, আমেরিকান ২ দল, মিডিয়া ও শতকরা ৫০ ভাগের বেশী মানুষ ট্রাম্পকে চাচ্ছে না; সবাই ট্রাম্পকে বিদায় করার পথ খুঁজছে।

ট্রাম্পের জন্য সামান্য সুখবর হচ্ছে যে, কোমি ভোটের ৬ দিন আগে, হিলারীর ইমেইল সংকটে, যেই পরিমাণ ইমেইলের কথা বলেছিল, সেই পরিমাণ ইমেইল হিলারীর কম্প্যুটারে ছিলো না; এবং দেখা যাচ্ছে যে, রাশিয়ান হ্যাকারেরা হিলারীর ইমেইলের সংখ্যা বাড়িয়ে দিয়েছে, যা কোমি বুঝতে পারেনি; এটা ভয়ংকর অদক্ষতা।

কংগ্রেসের হিয়ারিং রুমে ৯০ জন সাধারণ নাগরিককে বসতে দেয়া হবে; এখনই লাইনে ১২০০ মানুষ অপেক্ষা করছে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: আপনার কি মনে হয়- বাংলাদেশের দুর্নীতি কখনও বন্ধ হবে?

০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


হবে, সময় লাগবে; দুর্নীতিবাজদের বাংলাদেশে থেকে বের করে দিতে হবে, সাধারণ মানুষকেই তা করতে হবে।

২| ০৮ ই জুন, ২০১৭ রাত ৮:০৮

কেএসরথি বলেছেন: দেখা যাক কি হয়, আমার মনে হয় কোমি চুপ মেরে যাবে।

০৮ ই জুন, ২০১৭ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


কোমির কিছু অদক্ষতা ধরা পড়েছে সম্প্রতি

৩| ০৮ ই জুন, ২০১৭ রাত ৮:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমেরিকার শতেক দোষ ত্রুটি থাকার পরেও তাদের এই জবাবদিহিতার কালচার আমি পছন্দ করি।

০৮ ই জুন, ২০১৭ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


তাদের নিজেদের গণতান্ত্রিক ব্যাপারে তারা আইন মেনে চলে।

৪| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:০৫

সোহানী বলেছেন: দেখা যাক কই যায় ট্রাম্প আংকেল... কোথাকার পানি কোথায় গড়ায়!!!!!!!!!

০৯ ই জুন, ২০১৭ রাত ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, জাল বসায়েছে রাজনীতিবিদরা

৫| ০৮ ই জুন, ২০১৭ রাত ১০:৪৯

জোবায়ের আল মুহাইমিন বলেছেন: পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কি ওয়ার্ল্ড ব্যাংকের তদন্ত সঠিক ছিলো?আর তার সাথে সরকারি দলের ড। ইউনুসকেইবা সম্পৃক্ত করার কারন কি ?

০৯ ই জুন, ২০১৭ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব ব্যাংকের তদন্ত ঠিক ছিলো; ড: ইউনুস পাগল নন, উনার মান সন্মান আছে।

৬| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পরে কি হয়েছিল ভাই !!

১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


কংগ্রেসানেল কমিটি তাদের রিপোর্ট এখনো দেয়নি, রিপোর্ট দেয়ার পর, পদক্ষেপ নেয়ার জন্য সুপারিশ করলে, পদক্ষেপ নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.