নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

২৫৬/২৫৮ রান কি জয়ের জন্য যথেষ্ট?

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৩



ক্রিকেট খেলা খুব একটা দেখা হয় না আমার; তাই, রান সম্পর্কে তেমন ধরণা নেই; বাংলাদেশ ২৫৬/২৫৮ রান করলে কি জয় ধরে রাখতে পারবে?

******* খেলা শুরু হওয়ার সাথে সাথে চলমান মতামতের জন্য দেয়া হয়েছিল পোস্টটি। বাংলাদেশ ভালো খেলেছে, ২৬৪ রান করলেন আমাদের খেলোয়াড়রা; আমি অনুমান করেছিলমা ২৫৬ থেকে ২৫৮।

মন্তব্য ৫৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

গেম চেঞ্জার বলেছেন: না!

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


তাই? ভারতীয়রা এর বেশী করতে পারবে?

২| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

বিজন রয় বলেছেন: না অথবা হ্যাঁ।

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


ভারতীয়রা গড়ে, বাংলাদেশের বিপক্ষে কত রাণ করতো আগে?

৩| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

বিজন রয় বলেছেন: আপনি ক্রিকেট দেখেন না?

সারাদিন তো ব্লগেই পগে থাকেন।

এত অবসর আপনার??

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


না, ক্রিকেট দেখা হয় না; আমি ফুটবলের লোক।

ব্লগ খোলা থাকে, আমি আমার নিজের কাজ করি।

৪| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন:


তাই? ভারতীয়রা এর বেশী করতে পারবে?


অবশ্যই!!

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


ভারতীয়রা গড়ে, বাংলাদেশের বিপক্ষে কত রাণ করতো আগে?

৫| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

আমি চির-দুরন্ত বলেছেন: ৩০০ রান করে জেতাও কঠিন।

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


তা'হলে তো মুশকিল! আমাদের বোলারেরা কিছু যদি করতে পারেন!

৬| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

গেম চেঞ্জার বলেছেন: আগের সময়ের হিসাব করে লাভ নাই। ওরা বাংলাদেশের সাথে লাস্ট ম্যাচেও 300+ রান করেছিল।

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


দেখা যাক, আজ কি অবস্হা হয়!

৭| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ ২৬৩ বা তার উপরে যাচ্ছে!

৮| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


মুর্তজা ভালোই খেললেন।

৯| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

কুঁড়ের_বাদশা বলেছেন: চাঁদগাজী ভাই, বাংলাদেশ জিতলে কিন্তু আপনাকে সকল ব্লগারদের মিষ্টি খাওয়াতে হবে। এতোকিছু বুঝি না।

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


জিতলে তো হবে; না জিতলেও খাওয়াবো; একটু দুরে আছি, সময় মতো ব্লগারদের হাসিমুখে দেখতে চাই


১০| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: গেম চেন্জ্ঞার, খেলায় কোন শেষ কথা নেই। যে কেউই জিততে পারে।

বাংলাদেশের জন্য শুভ কামনা। এই জয়টা তাদের আত্মবিশ্বাসকে মজবুত করবে। সাথে সাথে ক্রিকেটও সার্বিকভাবে প্রতিযোগিতামূলক হবে।

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


উনি হয়তো আগের খেলাগুলোর ফলাফল থেকে প্রেডিক্ট করছেন; দেখা যাক, আমাদের বোলারেরা কি করতে পারেন।

১১| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

কুঁড়ের_বাদশা বলেছেন: আপনি একজন স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা, স্যলুট আপনাকে ! দেশ কাকে বলে; মনে হয় এটার নামই দেশ প্রেম ।

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


জাতির বেলায় আমরা সবাই এক, সব সময়; আমাদের সময় লাগছে, কিন্তু মানুষ পথ বের করবেন।

১২| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেমিফাইনাল ম্যাচে ২৬৫ টার্গেট একেবারে ফেলে দেওয়ার মতো না।
আমাদের এখন বলিং ফিল্ডিং ভালো করা দরকার। তাহলে জেতা সম্ভব আমার মতে।

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


বোলারদের উপর আশা করছি; ২৬৪ স্কোর ভালোই

১৩| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

ওমেরা বলেছেন: অভিজ্ঞতা নেই তবে মনে হচ্ছে এই রানে জেতা সম্ভব তবে দোওয়া করেন ভাগ্য যেন বাংলাদেশের সহায় হয় ।

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


দেখা যাক, সবার শুভ-কামনা রয়েছে।

১৪| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

নাঈমুর রহমান আকাশ বলেছেন: ভারতের বিপক্ষে ব্যাটিং পিচে ৩০০ রান করলেও জেতার আশা যথেষ্ট কম। কারণ ভারতের ব্যাটিং লাইন বিশ্বে বিখ্যাত। রান চেস করে জিততে তাদের তুলনা চলে না। পাকিস্তান হলে বলতাম জেতা সম্ভব কারণ তাদের বোলিং লাইন ভালো, ব্যাটিং দুর্বল।
তবে বাংলাদেশ জিততে পারে কারণ ওই পিচে এভারেজ স্কোর ২৭৭। আপাতত বাকিটা আল্লাহর হাতে। আসুন দোয়া করি আর খেলা দেখি।

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


দেখা যাক, খেলোয়াড়দের জন্য শুভ-কামনা, তারা চেস্টা চালিয়ে যাক।

১৫| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ক্রিকেট দশ বলের খেলা।

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


ক্রিকেট আমার জন্য কিছুটা নতুন

১৬| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

মোঃ আদিব ইব্‌নে ইউসুফ বলেছেন: এজবাস্টনের এই মাঠে এভারেজ স্কোর হল ২৭৭! রান চেইজ করে জেতার অনেক উদাহরণ যেমন আছে তেমনি আগে ব্যাটিং করে জেতারও রেকর্ড আছে। এখন আমাদের বোলাররা যদি ১৫০ এর আগে তাদের ৪ উইকেট তুলে নিতে সক্ষম হয় তাহলে কিছুটা পসিবিলিটি আছে বলে মনে করি।

আমার ধারণা ভারতের জয়ের সম্ভাবনা ৫৫%

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


আদর্শ হিসেবে আমরা খুবই সামান্য পেছনে; কিন্ত পসিবিলিটি আছে আমাদেরও

১৭| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:

ভারতীয়রা ব্যাটে ২ ধরনের খেলোয়াড় দিয়েছে, একজন ধীরস্হির, অন্যজন পেটাচ্ছে, এটা আমাদে বিরুদ্ধে একটা অবস্হানে যাবার প্রচেস্টা; আমাদের ১ম জুটি কি এই রকম ছিলো?

১৮| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:১২

কানিজ রিনা বলেছেন: ব্যাট ধরে থাকা বুড়াটা মনে হচ্ছে চাঁদগাজী
আশা আছে বাংলাদেশ ভাল করবে।
যাই খেলায় মন দেই। ধন্যবাদ।

১৫ ই জুন, ২০১৭ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


ভুলে নিজের ছবি দিয়ে দিয়েছি, এখন সারায়ে লাভ নেই। এখনো আশা আছে।

১৯| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


সেন্চুরী করার জন্য শর্মা আরও ধীরস্হির হয়ে গেছে

২০| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:২৯

মুশি-১৯৯৪ বলেছেন:
আমাদের মিডিয়া তাদের অসৎ প্রচারনা দ্বারা পাঁঠার বাচ্চাকে কুকুর শাবক বানাতে পারেন, আবার কুকুর শাবককে পাঁঠার বাচ্চায় পরিনত করতে পারেন।

১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


মিডিয়া হলো জাতির এনালাইটিক্যাল বুদ্ধির প্রয়োগ এলাকা; আমাদের মিডিয়া আজগুবি; মিডিয়া প্রফেশানেলদের মৌলিক বুদ্ধিমত্তা থাকতে হয়; আমাদের সেই রকম লোকের সংখ্যা কম।

২১| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৩১

ধ্রুবক আলো বলেছেন: এই মাঠে আগে ব্যাটিং করা মানে খেলা শেষ। বাংলাদেশ টসে জিতছে না, এটাই একটা বিশাল সমস্যা।

১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, খেলোয়াড়রা সর্বাধিক চেস্টা করছেন; আপাতত: আমাদের উচ্চতা ভালোই, সামনে সুদিন আসবে আরো।

২২| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, এবার আমাদের বোলারেরা প্রয়োজনীয় পরিমাণ মানসিক চাপ সৃস্টি করতে পারেননি; ওকে, সামনে সুদিন আসবে।

২৩| ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:০৪

অর্ক বলেছেন: দিন শেষে এটা একটা একটা খেলাই। খেলাকে খেলোয়াড়সুলভ মন নিয়েই উপভোগ করা উচিৎ। শ্রদ্ধেয় চাঁদগাজী ভাইয়ের শেষ মন্তব্য থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। পরাজয়কেও স্বাগত জানাতে হয়।

১৫ ই জুন, ২০১৭ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


আমাদের গৌরবের বিষয়, আমাদের খেলোয়াড়রা আমাদেরকে অনেক সামনে এনেছেন; আর মাত্র ২টি কঠিন, অনেক কঠিন ধাপ সামনে।

২৪| ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: ওস্তাদ বাংলাদেশ হেরে গেলে, রাতে আমি খাই না। না খেয়ে ঘুমাই। ছোটবেলা থেকেই আমার এই অভ্যাস।
খুব আশা নিয়ে খেলা দেখতে বসে ছিলাম।

১৫ ই জুন, ২০১৭ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


জাতীয় খেলা নিয়ে আপনার আপনার অনেক ইমোশান; যাক, সামনে সুদিন আসবে।

২৫| ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


ওকে, ভারতকে অভিনন্দন; আমাদের খেলোয়াড়দের জন্য অনেক অনেক শুভেচ্ছা; সবাই ভালো থাকেন; আমাদের সুযোগ আসবে।

২৬| ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:৩৩

নাঈমুর রহমান আকাশ বলেছেন: কিছুই করার নেই। সবই আমাদেল ভাগ্য। :(

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:



একশত ২৫ কোটী মানুষকে নিরাশ না করাই ভালো; আমি জয়ী হবো, সময় আসবে।

২৭| ১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৪২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: যা হওয়ার হয়ে গেছে।আসলে ভারত মূলত ব্যাটিং নির্ভর।তাদের বিরুদ্ধে ৩০০+করলেও জেতার আশা কম।
আপনার ব্লগিং য়ে অভাবনীয় পরিবর্তন।খুব ভালো একটি ব্যাপার আমার জন্য।আগামীতে ক্রিকেট দেখবেন আশা করি।

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি ফুটবল খেলতাম স্কুলে; ফলে, ক্রিকেটের প্রতি আগ্রহ ছিলো না; এখন পুরো জাতি ক্রিকেট নিয়ে মেতে, আমি বাদ পড়তে চাই না।

আমাদের ছেলেরা ভালো করেছে; সামনে আমাদের সময় আসবে

২৮| ১৬ ই জুন, ২০১৭ রাত ১:০৭

প্রামানিক বলেছেন: ব্যাটিং বলিংয়ে আশাহত হলাম

১৬ ই জুন, ২০১৭ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


শক্ত দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ; ফলাফল খারাপ হয়নি, সামনে আরো ভালো করবে।

২৯| ১৬ ই জুন, ২০১৭ রাত ২:০৭

সচেতনহ্যাপী বলেছেন: ভারতের বর্তমান ব্যাটিং লাইনআপে ৩০০ প্লাসও সময়ে ওদের জন্য কম।। টপ অর্ডারের যেকোন একজনই পুরো ম্যাচটাকে বদলে দিতে পারে।।

১৬ ই জুন, ২০১৭ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:


সেটাই দেখলাম।

আমাদের দেশের সার্বিক অবস্হার পরিপ্রেক্ষিতে ক্রিকেটে খেলোয়াড়রা ভালো করেছে।

৩০| ১৬ ই জুন, ২০১৭ সকাল ৮:১৩

তাতিয়ানা পোর্ট বলেছেন: Bangladesh played well.

১৬ ই জুন, ২০১৭ দুপুর ২:০৪

চাঁদগাজী বলেছেন:


বিশৃংখল বাংলাদেশের খেলোয়াড় হিসেবে, খেলোয়াড়ো অনেক চেস্টা করেছে

৩১| ১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

শূন্য-০ বলেছেন: সত্যিই কি আপনি সেটা !!!

১৬ ই জুন, ২০১৭ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


কোনটা?

৩২| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:০২

পুকু বলেছেন: হতাশার কোনো কারণ নাই।ভারতীয় টিমও একদিন এইরকম ছিল।শ্রীলংকার অবস্থা তো আরো খারাপ ছিল।সুদিনের জন্য অপেক্ষা করুন।Best of luck.

১৬ ই জুন, ২০১৭ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


অপেক্ষা করতে হচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.