নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রিলিফ দিতে বাধা দিচ্ছে আওয়ামী লীগ, আফ্রিকাকে অনুসরণ?

১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮



সোমালিয়া, কংগো, সুদানে দাংগার সময় দাংগাকরীরা রেডক্রসকেও রিলিফ বিতরণ করতে দেয় না কখনো; স্হানীয় রিলিফের কথা ভুলে যান। সিরিয়ায় বাশারের লোকেরা রেডক্রসকে নিজেদের দখলকৃত এলাকায় ঢুকতে দেয় না। ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন পুর্ব পাকিস্তানে লাখ লাখ বাড়ী পোড়ায়ে দেয়ার সময় পাকিস্তান সরকার কোন বিদেশী সংস্হাকে রিলিফ দিতে অনুমতি দেয়নি।

এখন বাংলাদেশে রাংগামাটিতে আপনি যদি রিলিফ দিতে যান, আওয়ামী ক্যাডারেরা আপনাকে রিলিফ দিতে দিবে না; যত রিলিফ যাবে, সেটা স্হানীয় এমপি হয়ে যেতে হবে, আওয়ামী লীগ হয়ে যেতে হবে; ব্যক্তিগত রিলিফ সেখানে গেলে, এমপি ও স্হানীয় আওয়ামী লীগের বাহিরে, কোন ব্যক্তির সুনাম হতে পারে, এটা সহ্য করার অবস্হানে নেই আওয়ামী লীগ; বিশেষ করে সামনে ভোট আসছে। এতে দুর্যোগ গ্রস্তরা অবশ্য সাহায্য বন্চিত হবে; তা হোক, জীবনে মরণে এখন আওয়ামী লীগ।

বিএনপি রিলিফ দিচ্ছে? এটা কিন্তু ঐতিহাসিক ঘটনা। ওরা আমেরিকান বা ইউরোপিয়ান রিলিফ বিতরণ করছে না, নিজের পকেটের পয়সা দিতে চাচ্ছে! বিএনপি ক্ষমতায় থাকার সময় "দারিদ্রতা বিমোচনের" হাজার হাজার কোটী কোথায় গেছে? বন্যা ও সাইক্লোনের রিলিফ কোথায় গেছে? হাজার হাজার কোটী টাকায় ঢাকায় হাজার ইলিয়াস আলীর বাড়ী উঠেছে, বিএনপি পল্লী হয়েছে; ফালু, কোকো, তারেক ব্যবসায়ী হয়েছে; এখন লাভের টাকার থেকে ২পয়সার রিলিফ দিতে গেছে?

আওয়ামী লীগ বিএনপি থেকে অনেক বেশী পরিমাণ রিলিফ দেবে সেখানে; ওরা সরকারী টাকা থেকে রিলিফ দিচ্ছে ও দিবে; এবং ক্যাডারেরা সেখান থেকে "দুর্যোগে ক্ষতিগ্রস্ত" হিসেবে নিজেরাও রিলিফ পাবে; ফেনীর আওয়ামী লীগ ক্যাডারের বাড়ীর ঠিকানা হয়ে যাবে রাংগামাটিতে ও কক্সবাজারের পাহাড়ী এলাকায়।

বিএনপি চেস্টা করে যাচ্ছে ফুটা ফাটা দিয়ে যায়গা করে নেয়ার জন্য; রিলিফ দেয়া তাদের আসল উদ্দেশ্য নয়, একটু জনসমক্ষে আসার প্রচেস্টা; যাক রিলিফ না দিয়েও জনসমক্ষে এসেছে, ছোটখাট মার খেয়ে। বিএনপি কি জানতো না যে, ওরা রিলিফ দিতে ওখানে গেলে তাদেরকে বাধা দেবে? অবশ্যই জানতো, জেনেশুনেই ওখানে গেছে সামান্য বিনিয়োগ করতে। ভালো যে, হাছান মাহমুদের লোকেরা লাঠি সোটা নিয়ে বের হয়ে এসে পিটায়েছে; তা না'হলে ট্রাকের কাঁচ ভাংগার জন্য আবার লোক ভাড়া করা লাগতো হয়তো বিএনপি'র নেতাদের!

মন্তব্য ৮৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুখ পাঠ্য নিবন্ধ!

১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


সবকিছুই সুখপাঠ্য হলে কেমনে হবে? আমি যা ভাবছি উহা সঠিক কিনা, বুঝতে হবে তো আমাকে!

২| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি ভুল কিছু বলেছেন বলে মনে হয়মি। এখন এর থেকে যাদের শেখার দরকার তারাশিখলেই জাতির জন্য মঙ্গল।

১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা ৪৬ বছরে সবই বুঝার কথা, অনেক সময় বয়ে গেছে।

৩| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ক্ষতিগ্রস্তদের রিলিফ বা সাহায্য দান করার অধিকার এ দেশের সবারই আছে- ব্যক্তি বা দল, যে কারোরই।

১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনি তো দেখি এখনো বইয়ের কথা বলছেন! বইয়ের কথা দিয়ে বিএনপি ও আওয়ামী লীগ দেশ চালায় না; ওরা ছাত্র থেকেই রাজনীতিবিদ, ওদের নিজের বইপত্র আছে

৪| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হা হা হা।

১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব, জিয়া, মওদুদীরা কুমীরের ফার্ম করে গেছে বাংলায়

৫| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হেডলাইন এক টোনের, ফিনিশিং ভিন্ন টোনের। লোকজন কি কমেন্ট করবে বুঝবার পারবে না ;) তবে কথামালা একটুও মিথ্যা না, জ্বলন্ত সত্যি।

১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ ও বিএনপি'র ভালো কাজগুলো ব্রিটিশ কলোনীর মত ভালো !

৬| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

দিকভ্রান্ত এক পথিক বলেছেন: নৌকা আর ধানের শীষ
দুই দলেই একই বিষ!

১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


ভালো খবর, এখন দল একটা হয়ে যাচ্ছে, গন্তব্যহীন নৌকা

৭| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

দিকভ্রান্ত এক পথিক বলেছেন: ভরসা রাখুন নৌকায়

১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


সাঁতার শিখে নেন, উহার তলায় ফুটা আছে; কিসিন্জার নৌকা নিয়ে মুখ খোলেনি।

৮| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ সভ্য দেশ থেকে বিতাড়িত/হারিয়ে গেলে পাহাড়ে আশ্রয় নেয়। ফখরুল সাহেব গেছেন পাহাড়ে
রিলিফ দিতে! ফলাফল: জঙ্গীদের আক্রমণ।

১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


দারিদ্র বিমোচনের হাজার কোটী টাকা ডাকাতী করে, লাখ টাকার রিলিফ দিতে গেলে মার খাওয়াই উচিত।

৯| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

জে আর সিকদার বলেছেন: সোনার বাংলার, সেনার ছেলেদের, সোনালী রাজনীতি।

১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে সব ছাত্ররা রাজনীতির নামে মানুষ মেরেছে; ইসলামী ছাত্র সংঘ কয়েক লাখ মানুষকে হত্যা করেছে।

১০| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মধ্যখান থেকে ক্ষতিগ্রস্ত পরিবার বঞ্চিত হচ্ছে সাহায্য পাওয়া থেকে!!
আপনার পোষ্টে এত সুন্দর কথা সেট করেছেন, মুগ্ধতা না জানিয়ে ফেরার কায়দা নেই।


পোষ্টটি আমি প্রিয়তে রাখমু যে যাই ভাবুক!!

১৮ ই জুন, ২০১৭ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা এভাবে কখনো অবরুদ্ধ ও অসহায় হয়নি

১১| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ওস্তাদ, আমার আর এই দেশে থাকতে মন চায় না।

১৮ ই জুন, ২০১৭ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


সুযোগ পেলে বাংলাদেশ থেকে কমপক্ষে ১২ কোটী চলে যেতে চাইবে; জাপান, রাশিয়া ও জার্মানীতে মানুষের দরকার হবে ১০ বছর পরে।

১২| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি শুনলাম ফখরুল সাহেব নিজের দলের লোকদের কাছে তিরস্কৃত হয়েছেন, আর আপানি অবরুদ্ধ বলছেন!!

কেমন যেন একটু প্যাচ লেগে গেল

১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


জাতি অবরুদ্ধ; জাতি বলতে সাধারণ মানুষকে বুঝতে চাচ্ছি; রাজনৈতিক নেতারা আমাদের জাতির অংশ বলে মনে হয় না; আমার কাছে ওদের কাজকর্ম মারাঠাদের মতো মনে হয়।

১৩| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: রাজনীতিবিদ দেশে আছে নাকি!! যদিও কয়েকজন আছে তাঁরা পেটনীতিবিদদের কাছে কোণঠাসা।।

১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


এমপিদের কাজ হলো কর্পোরেশন ও সরকারী ব্যবসাগুলো থেকে টাকা নেয়া।

১৪| ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই মাইর টাইরে বি এন পি আন্দোলন জমাতে পারবে না। আন্দোলন জমাতে হলে তারেক জিয়াকে আসতে হবে আর কয়েকটা বি এন পি নেতাকে শহীদ হতে হবে। এছাড়া আবারও শেখ হাসিনা...

১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


তারেক আপাতত আর আসবে না; জয় রাজনীতিতে গেলে, তখন হয়তো চেস্টা করবে।

১৫| ১৯ শে জুন, ২০১৭ রাত ৩:০৮

জগতারন বলেছেন: নিউজ পড়ে আমি শতভাগ নিশ্চিত যে জামায়তি ষড়যন্ত্রে পাবলিক সেন্টিমেন্ট বিএনপির পক্ষে নেয়ার জন্য ঘটনাটা জামায়তিরা ঘটিয়েছে।
আওয়ামী লীগাররা জামায়তিদের ন্যায় এতোটা এক্সপার্ট নয় যে দ্রুত ঘটনা ঘটিয়ে নিরাপদে পালিয়ে যাবে।
কাচা আওয়ামী লীগারগণ কোন অঘটন ঘটানোর সঙ্গে সঙ্গেই ঘটনা সংশ্লিষ্ঠ মোবাইলের ছবি ফেসবুকে ভাইরাল হয়।
এই ঘটনার কোন ছবি নাই কেন?
জামায়তিরা কোন অঘটন ঘটানোর আগে নিজেরা ধরা ছোয়ার বাইরে থাকা বিষয়ে কনফার্ম হয়ে মাঠে নামে।
ঘটনা বাস্তবায়ন কারীদের প্লান মোতাবেক পুলিশ পাহারারত নির্ধারিত রাস্তা ব্যবহার না করে গাড়ী বহর অন্য রাস্তা বেছে নেয়।

১৯ শে জুন, ২০১৭ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



জামাতীরা এখন মাঠে নামার কথা নয়, জামাত লো -প্রোফাইলে আছে।

১৬| ১৯ শে জুন, ২০১৭ রাত ৩:২১

কামালপা বলেছেন: ক্ষমতায় যেতে হলে বিএনপির কি করা উচিৎ বলে আপনার মনে হয়?

১৯ শে জুন, ২০১৭ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



বিএনপিকে বলতে হবে যে তারা জামাতকে সাথে নিয়া ভুল ছিল; ও তারা জাতির জন্য রাজনীতি করবে, ব্যবসা বাণিজ্য দখল করবে না; জিয়া পরিারকে রাজনীতি থেকে অবসরে পাঠাবে।

১৭| ১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:২৫

রক বেনন বলেছেন: প্যাকেজ নাটক!! পুরাই বিনোদন!!

১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


বানরেরা নতুন ট্রিকস শিখতে পারছে না কিছুতেই

১৮| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: ঘটনাটা আওয়ামীলীগার রাই ঘটাইছে এইটা সত্য। আবার বিএনপির আচানক গনমুখি কাজ কর্মও অবাক করার মতো।

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ করে থাকলে, ভালো কাজ করেছে; সরকারের টাকার অভাব নেই; সরকার বিএনপি'র রিলিফের জন্য বসে নেই, বিএনপি'র চোরেরা মানুষের টাকা চুরি করেছে বিলিয়ন বিলিয়ন; আওয়ামী লীগ জানে বিএনপি কিভাবে টাকার মালিক হয়েছে; আবার বিএনপিও জানে যে, আওয়ামী লীগের টাকার অভাব নেই।

১৯| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৪

এডওয়ার্ড মায়া বলেছেন: পয়েন্ট ঠিক আছে
কিন্তু রাংগামাটির অবস্থা বেশি ভালা না।
আলুর কেজি ৮০ টাকা,ডিমের পিস ১৮ টাকা
সরকার স্বাভাবিক নেয়ার চেষ্টা করছে
আম্লিগ এমনে সব দখল করলে জাতি ক্ষেইপ্পা যাইব তখন কিন্তু বিপদ
আবার সেইম ঘটনা তাদের বেলায় ঘটবে না তা কিন্তু বলা যাবে না।
প্রকৃতি প্রতিশোধপরায়ন তার চেয়ে ভয়ানক রাজনৈতিক প্রতিশোধপরায়ন ।

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের মৃত্যুর পর, মানুষ তেমন হা-হুতাশ করেনি; এ ব্যাপারটা আওয়ামী লীগকে পীড়া দেয়নি, ভাবিয়ে তোলেনি; তারা কারণ খোজেনি; মাথা নীচু করে খাবারের সন্ধানে নেমে গিয়েছিল; এখন বিএনপি'র মতোই মারাঠাগিরি করছে। তবে, এক মারাঠা অন্য মারাঠাদের ঠেকাচ্ছে, এবং এটাই আওয়ামী বিএনপি'র তথাকথিত রাজনীতি।

২০| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৭

বিজন রয় বলেছেন: সুখ পাঠ্য???

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


পড়তে জানতে হয়!

২১| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

ডঃ এম এ আলী বলেছেন: বিএনপি রিলিফ নিয়ে গিয়ে খুব একটা বুদ্ধিমানের কাজ করে নাই, মানুষ তাহলে এটা নিয়ে কৌতুক করার সুযোগ পেতোনা ।
তাদের জন্য ভাল হতো তারা যদি ত্রানের জন্য অর্থ বরাদ্ধ বৃদ্ধির লক্ষ্যে গ্রহনযোগ্য পলিসি গাইড লাইন দিত কিংবা জোরালো কোন আন্দোলন করত । ত্রানের জন্য অর্থের অভাব নেই , অভাব রয়েছে সুষ্ঠু বিতরণ ব্যবস্থায় ।

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


সরকার ও আওয়ামী লীগের কাছে বিএনপি থেকে টাকা বেশী আছে; সামনে ভোট, আওয়ামী লীগ এখন পকেট খুলছে।

বিএনপি'তে ভাবুক ললোক নেই; তারা প্রেসিডেন্ট ফান্ডে রিলিফের টাকা দিয়ে, পাহাড়ী এলাকায় আবাসন সমস্যা সমাধানের জন্য রাজনীতি করতে পারতো; কিন্তু ওরা ভেবেছে যে, ছোটখাট মার খেলে ইমেজ বাড়বে।

২২| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

বিজন রয় বলেছেন: মূর্খ আবার কেমনে পড়ে?

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


সেটার উত্তর তো জানা নেই!

কেমেন্টে লেখার ধরণকে "সুখপাঠ্য" বলেননি হয়তো, বক্তব্যকে বলে থাকতে পারেন।

২৩| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

বিজন রয় বলেছেন: কিছু না বুঝেই উত্তর করলেন কেন?

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



আমি তো মনে করেছিলাম ফান করেছি, আপনি কি উত্তর হিসেবে নিয়েছেন? তা'হলে তো বলতে হয়, উ্ত্তর বুঝতে হয়!

২৪| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: তারেক জিয়ার বিদ্যুতের খাম্বা, প্রয়াত কোকো ভাই এর লঞ্চ কোকো ১-২-৩-৪- - - -১২ !! ছাগল কি চিনে কাঠাল পাতা ? বি এন পি হচ্ছে ছাগলের দল । আওয়ামীলিগ বাংলাদেশ ব্যাংক রিজার্ভ, শেয়ার মার্কেট, মহাকাশে স্যাটেলাইট, সাবমেরিন, বিমান, রেলওয়ে আরও কতো কি হাবিজাবি । ভাই দুই দলই এক দল আওয়ামীলিগ যদি প্যারাসেটামল হয় তাহলে বি এন পি হচ্ছে প্যারাপাইরল, একই জিনিস ভিন্ন নামে ভিন্ন প্যাকেটে । এরশাদ কাহা কালকে ক্ষমতায় বসে যাক দেখবেন আওয়ামীলিগ আর বি এন পি এক দল হয়ে যাবে আর ফাকে চামে চামে জামাত, হেফাজত, বাম, ডান সব ঢুকে যাবে দুই দলের পকেটে - চাঁদগাজী ভাই চলেন ওয়াক থুঃ দেই তাদের মুখে আর কি করার আছে ।।

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষের জন্য একটা রাজনৈতিক দল দরকার।

২৫| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: সাধারণ মানুষের জন্য একটা রাজনৈতিক দল - আর্মি সরকার, সমস্যা হচ্ছে সেখানেও কিছুদিন পর বাম ডান হেফাজত আওয়া বি এন সব ঢুকে যায় ।

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের আর্মির মানুষেরা বেশী পেয়ে, বেশী খেয়ে অভ্যস্ত হয়ে গেছে; মানুষের জন্য কাজ করার মনোভাব ওদের আছে বলে আমার মনে হয় না।

২৬| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আমাদের জনদরদী হঠাৎ বৃষ্টি মতো হঠাৎ করে জনদরদী ফখরুল ভাই মার খাওয়ার প্র্যাকটিস চালু রাখুক হতেও পারে বিরোধি দলের মাইর খেয়ে খেয়ে নো-বেল পেয়ে যেতে পারেন ।

১৯ শে জুন, ২০১৭ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি না করে, পার্টির শক্তি কাজে লাগায়ে ৪৬ বছর দেশ চালায়ে সম্পদ ও বয়বসা দখল করেছে রাজনীতির লোকেরা ও প্রশাসনের লোকেরা।

২৭| ২০ শে জুন, ২০১৭ সকাল ১০:২৮

স্বতু সাঁই বলেছেন: লেখক বলেছেন:
সুযোগ পেলে বাংলাদেশ থেকে কমপক্ষে ১২ কোটী চলে যেতে চাইবে; জাপান, রাশিয়া ও জার্মানীতে মানুষের দরকার হবে ১০ বছর পরে।


নরকের গোলামীর চাইতে স্বর্গের গোলামী অনেক ভালো, তাই না?! তবে একটা কথা গোলাম গোলামই, তা স্বর্গের হোক আর নরকের হোক!!

২০ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ হিসেবে মানুষ জন্ম নেন পৃথিবীতে; কিন্তু তারা বর্তমান পৃথিবীর নিয়ম অনুসারে, কোন দেশে জন্ম নেন। মানুষ ভালো জীবনের তাগিদে এলাকা ছাড়তে বাধ্য হন।

২৮| ২০ শে জুন, ২০১৭ রাত ৮:১৯

স্বতু সাঁই বলেছেন: মানুষ আকারে এক প্রকার প্রাণী জন্ম নেয় পৃথিবীতে। এদের মধ্যে কেউ কেউ ভেতরের হিংস্র পশুত্বকে দূর করে মানুষরূপে গড়ে উঠে, তারাই প্রকৃত মানব। বাকি অধিকাংশরাই হিংস্র পশুত্ব নিয়েই পৃথিবী ছেড়ে যায় আবার পৃথিবীতে জন্মাবার তরে। আকারে মানুষ হলেই প্রতিটি মানুষ মানব নয়।

২১ শে জুন, ২০১৭ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:


ক্যাপিটেলিজম চালু করেছে সরকারগুলো; এগুলো তার প্রভাব।

২৯| ২১ শে জুন, ২০১৭ সকাল ৯:৪৯

স্বতু সাঁই বলেছেন: সভ্যতার গোড়পত্তনের সময় থেকেই পুঁজিবাদের জয় জয়কার। কারণ সভ্যতার ধারণাতেই লালিত আছে দাস ও প্রভূত্বের বন্ধন। একটি শ্রেণী থাকবে দাস এবং আর একটি শ্রেণী থাকবে প্রভূ সেজে। আর দাসকে নিয়ন্ত্রণ করবার জন্য আর একটা উহ্য শ্রেণী থাকবে, তারা হলো প্রভূর দালাল। এরা দেখতে ও স্বভাবে কুঠিরে লালিত সারমেয়ের মতো। এরা দুইভাগে বিভক্ত। একটি অংশ লাঠিয়াল এবং অপর অংশ আধ্যাত্মিক পাপী। এই হলো সভ্যতার বংশবিন্যাস।

২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


সঠিক।
এই সম্পর্ক মানুষের অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে; এই পুরানো সম্পর্ককে নতুন নিয়মে আনার সংগ্রাম চলছে

৩০| ২২ শে জুন, ২০১৭ সকাল ৯:০৫

স্বতু সাঁই বলেছেন: তবে প্রবাদ আছে একটা, "যে যায় লংকায়, সেই হয় রাবণ!"

২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:




৪৬ বছরের বাংলাদেশ সরকারে, সবাই প্রবাদের মানুষে পরিণত হয়েছে, কেহই আসল মানুষ হিসেবে নিজকে প্রতিস্ঠিত করতে পারেনি।

৩১| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৫

স্বতু সাঁই বলেছেন: কেউ যে সিদ্ধ-পুরুষ নয়!!

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


সঠিক, সময় ও জাতির প্রয়োজন বুঝার মতো করে কেহই নিজকে প্রস্তত করতে পারেনি।

৩২| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:২০

স্বতু সাঁই বলেছেন: আমাদের নেতারাও কপিপেষ্ট মার্কা আলেমদের মতো কপিপেষ্ট নেতা। নেত্রী যা বলে, নেতারাও তার বক্তব্যটা কপিপেষ্টের মতো করে জনগণের সামনে পেষ্টিং করতে থাকে বার বার। তাদের নিজস্ব কোন স্বকীয়তা নাই। ফলে ভাবনার বিকাশ ঘটছে না।

বিষয়টা হলো কেউ তো জনগণের সেবক না। সকলে নির্বাচনে পুঁজি বিনিয়োগ করে নেতা হয়েছে। ক্ষমতায় গিয়ে এখন লভ্যাংশ গুণছে নেতারা পুঁজিপতির মতো। চলছে রাজনৈতিক পুঁজিবাদ। তাদের কাছ থেকে এর চাইতে কি আশা করা যায়।

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের কোন জাতীয় নেতা নেই।

শেখ হাসিনা, মির্জা ফখরুল, এরশাদ দলীয় নেতা; এরা দলের কারণে নেতা, তাদের দল আছে, এটুকুই

৩৩| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৫

স্বতু সাঁই বলেছেন: আমাদের শিক্ষার মান খুবই নিম্নমানের তাই নেতা নাই।

২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:



অনেকগুলো ফ্যাক্টর অনেক কিছুর সাথে যুক্ত

৩৪| ২৩ শে জুন, ২০১৭ রাত ১১:২৬

স্বতু সাঁই বলেছেন: আসলে আমরা জীবনমুখী শিক্ষা লাভ করি না। আমরা জীবিকামুখী শিক্ষা লাভ করি। ফলে জীবিকার জন্য সারাটা জীবন অতিবাহিত করেই শেষ করে দেই। জীবনকে দেখার আর সুযোগ থাকে না।

২৪ শে জুন, ২০১৭ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


অর্ধেক মানুষ কোনমুখী শিক্ষাই পাননি এই স্বাধীন বাংলাদেশে!

৩৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ২:৫৬

স্বতু সাঁই বলেছেন: তাই তো সরকার কওমী মাদ্রাসার সনদকে সমমান করে উচ্চতর শিক্ষার শতকরা হার বৃদ্ধি করে দেখানোর চেষ্টা চলছে।

২৪ শে জুন, ২০১৭ ভোর ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


মাদ্রাসা শিক্ষাকে সাধারণ ডিগ্রি দেয়ার আগে ২ বছরের ব্রীজ প্রোগ্রাম শেষ করানো দরকার, সেখানে সমাজ বিদ্যা, রাজনীতি, অর্থনীতি পড়ানোর দরকার।

৩৬| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১:১৭

স্বতু সাঁই বলেছেন: তারমানে তাদেরকে রাজনীতিতে প্রবেশের যোগ্যতার পাঠদান দিতে হবে? তাদের এসবের প্রয়োজন নেই। কারণ তারা সৌদির এজেণ্ডায় রাজনীতিতে ইতি মধ্যেই প্রবেশ করেছে অনেক আগেই? শুধু অনুমোদন প্রয়োজন ছিলো তা সরকার প্রদান সৌদী সফরে গিয়ে সেটাও স্বাক্ষর করে এসেছে। যার ফলশ্রুতিতে ভস্কর্য সারানো।

২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের মালিকানা এখন শেখ হাসিনার হাতে; আওয়ামী লীগের লোকেরা সেভাবেই চলে; শেখ হাসিনার জন্য দেশ চালনা থেকে বিএনপি-জামাত ঠেকানো একটি এজেন্ডা, এবং সেটি নিয়ে উনার নিজস্ব স্ট্রেটেজী আছে। উনি নিজ বুদ্ধিতে যা উনার দলের জন্য ভালো সেটাই করেন; উনি শিক্ষিতদের সাপোর্ট করেন, তবে তাদেরকে উনি গণনা করেন না।

৩৭| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৫

স্বতু সাঁই বলেছেন: এটাও সত্য হাসিনার বিকল্প বাংলাদেশে নেই। কথায় আছে নাই মামার চেয়ে কানা মামাই ভালো।

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



উনি এমন ব্যবস্হা নিয়েছেন যে, উনিই একমাত্র মামা

৩৮| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

স্বতু সাঁই বলেছেন: সুশীলরা হিজড়া। তো কি আর করার, এক সময় এলো যখন তাকে মামা সাজাতেই হয়েছেিলো। তাই এখনও তিনি মামা সেজে আছেন।

২৬ শে জুন, ২০১৭ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:


আমাদের শিক্ষিতরা বাকী জনসংখ্যাকে বাজার হিসেবে ব্যবহার করতে গিয়ে সমস্যার সৃস্টি করেছে

৩৯| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৩

স্বতু সাঁই বলেছেন: আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে দক্ষ দাস সৃষ্টির জন্য। তাই শিক্ষিতরা পুঁজিবাদীর দালাল-দাস।

২৬ শে জুন, ২০১৭ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


বর্তমান শিক্ষকদের মাঝে বড় অংশ গত যুগের ক্যাডার; এদের পড়ালেখা নেই; ছাত্ররাও পড়ে না।

৪০| ২৬ শে জুন, ২০১৭ রাত ১০:১৮

স্বতু সাঁই বলেছেন: শিক্ষা যখন বাণিজ্য হয় তখন শিক্ষক ও শিক্ষার মান এরূপই হয়।

২৭ শে জুন, ২০১৭ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:


শিক্ষার উপর লাভ করতে গিয়ে স্বয়ং আমেরিকা এখন শিক্ষায় অনেক দেশের পেছনে চলে গেছে।

৪১| ২৭ শে জুন, ২০১৭ রাত ১:৪০

স্বতু সাঁই বলেছেন: কিন্তু বিজ্ঞানের উৎকর্ষকে শিক্ষিকত দাসদের কাজে লাগানোর জন্য পুঁজিবাদীরা অনেক লাভবান হচ্ছে। তবে শিক্ষিত দাসদেরকে অনেক বেতন ভাতা দিতে হয় ফলে ওভারহেড কষ্টিং অনেক বেড়ে যায়। কিন্তু এটাকে আমি সমস্যা মনে করছি না কারণ শিক্ষা ব্যবস্থা যদি সস্তা করে দেওয়া যায় তাহলে শিক্ষিতের হার আপনা থেকে বেড়ে যাবে। সেক্ষেত্রে অল্প বেতন ভাতায় শিক্ষিত দাস পাওয়া সম্ভব হবে। এটা তো অর্থনীতির প্রচলিত ডিমাণ্ড এণ্ড সাপ্লাই সংজ্ঞায় পাই। সেক্ষেত্রে উন্নত বিশ্বে সমস্যা আছে। কারণ তারা ইচ্ছা করলেই মাথাপিছু আয় কমাতে পারবে না। তাই হয়তো শিক্ষার বাজারদর বাড়িয়ে শিক্ষিত দাস বানানোর লাগামটা সাময়িকভাবে টেনে ধরেছে মনে হয়।

২৭ শে জুন, ২০১৭ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লে জীবনযাত্রার সুচক উপরে যাবে; ক্যাপিটেলিজমের "লুটতরাজ" মুখী ভুমিকা কমে আসবে; সমাজ আরো সুখী হওয়ার চেস্টা করবে; ফলে, মানুষ অধিক শান্তির খোঁজ করবেন সকল ধরণের পদক্ষেপের মাজে।

৪২| ২৭ শে জুন, ২০১৭ রাত ২:০৭

স্বতু সাঁই বলেছেন: কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মানুষ শিক্ষা লাভ করে বেশি বেশি গাধা হচ্ছে বলে মনে হয়। কারণ নির্বাচন ছাড়াই সরকার হয়ে গেলো ১৫তে। কিন্তু নব্বইয়ে আগে হলে কি সেটা হতে পারতো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.