নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নৌকাকে মেরামত করতে হবে

২৪ শে জুন, ২০১৭ ভোর ৬:২৪



মতিয়া চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ড: হাছান মাহমুদ কি একটা পোস্টে আছে, হানিফও বড় পোস্টে আছে, শেখ সেলিম কোন পোস্টে আছে ঠিক জানি না, বেগম সাজেদা চৌধূরী অবস্হান কোথায় কে জানে; তবে, এরা সবাই বড় বড় টিম-মেম্বার, আওয়ামী লীগ একটি পরিবার, একটি বড় টিম; এদের সভাপতি হলেন ৩৬ বছরের চলমান সভাপতি শেখ হাসিনা; ইহা অবশ্যই ১৯৪৯ এর ২৩ শে জুনের আওয়ামী লীগের বাচ্চা নয়; এমন কি ইহা ৬ দফার আওয়ামী লীগেরও কেহ হওয়ার কথা নয়; আর বাকশালের সাথে ইহার চেহারার মিল নেই; মনে হয়, ইহার জন্ম হয়তো ১৯৮১ সালে?

১৯৪০ সাল থেকে মানুষ দিন গণনা শুরু করেছিলেন, যেদিন ইংরেজ চলে যাবে, মানুষ ২০০ বছর পর, সুখ শান্তি খুঁজে পাবে; একদিন ভোরে দেশ তাদের হয়ে যাবে: শিক্ষার সুযোগ পাবে, চাকুরীর সুযোগ পাবে, জমির মালিক হবে, ব্যবসা বাণিজ্য করবে, কোন সম্পদ ইংল্যান্ডে যাবে না আর, কোহিনুর ফেরত আসবে, জাতি সুখী হবে। স্বাধীন হলো ৪৭ সালে, কেহ তাদের ডেকে বলেনি যে, এখন তোমরা সবকিছুর মালিক, আস পড়ালেখা কর, আস ইংরেজদের ফেলে যাওয়া যায়গায় চাকুরী কর, ইংরেজদের ফেলে যাওয়া ব্যবসা বাণিজ্যে এখন তোমাদের ব্যবসা বাণিজ্য।

মওলানা ভাসানী বুঝেছিলেন যে, ১৯৪৭ সালের স্বাধীনতা থেকে সবাই লাভবান হতে পারেনি; কিন্ত কিছু লোক বেশী বেশী লাভবান হয়েছে; ইংরেজ চলে গেছে, কিছু লোক ইংরেজের স্হান দখল করেছে, ইংরেজদের সিসটেম রয়ে গেছে; এটা সঠিক সিস্টেম নয়, অন্য সিস্টেমে ভাবতে হবে; সেই ভাবনা থেকে ১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্ম হয়েছিলো!

একই পুরাতন ভাসানী দেখেছেন যে, ১৯৭১ সালের স্বাধীনতাও বাংলার মানুষের জন্য কিছু করতে পারেনি; শুধু ভাসানী নন, আওয়ামী লীগের সভাপতিও বুঝেছিলেন যে, আওয়ামী লীগ ভালো করছে না; তাই তিনি উহার নামও বদলায়ে দিয়েছিলেন ১৯৭৫ সালে। যাক, আওয়ামী লীগ শেখ সাহেবের দেয়া নাম মুছে ফেলতে সক্ষম হয়েছে; ফিরে গেছে আসল নামে; কিন্তু উহার ব্যবসা বাণিজ্য ১৯৪৯ সালের আওয়ামী লীগ, বা ১৯৭৫ সালের আওয়ামী লীগের সাথে মিল নেই; এই লীগের ভালো মিল হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সাথে, ইহা একটি প্রাইভেট কর্পোরেশন।

মন্তব্য ৫৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ সকাল ৮:২৩

জগতারন বলেছেন:
একই পুরাতন ভাসানী দেখেছেন যে,
১৯৭১ সালের স্বাধীনতাও বাংলার মানুষের জন্য কিছু করতে পারেনি;
শুধু ভাসানী নন, আওয়ামী লীগের সভাপতিও বুঝেছিলেন যে, আওয়ামী লীগ ভালো করছে না;
তাই তিনি উহার নামও বদলায়ে দিয়েছিলেন ১৯৭৫ সালে।


আজকের পোষ্টের প্রানিধান উপরের হাইলাইটেট বাক্যটি। পড়লাম ও বুঝার চেষ্টা করলাম।
ধন্যবাদ চাঁদগাজী সাহেব।

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


২৩ শে জুন গেলো, ভাবছিলাম আওয়ামী লীগের জন্মদিনে " হ্যাপী বার্থ-ডে " মার্থ-ডে বলবো; কিন্তু এই আওয়ামী লীগ কি সেই আওয়ামী লীগ? ইহা আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নতুন ভার্সন!

২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগে লিখুন

২| ২৪ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৮

ঢাকাবাসী বলেছেন: লেখাটি একটু গুছানো দরকার মনে হয়। কারণ বিষয়টি সিরিয়াস। নাৎসীর বড় আব্বা!

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



২৩ শে জুন আওয়ামী লীগকে খুঁজতে গিয়ে, রেগে মেগে ১০ লাইন লিখলাম

৩| ২৪ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৪

তপোবণ বলেছেন: "ইহা অবশ্যই ১৯৪৯ এর ২৩ শে জুনের আওয়ামী লীগের বাচ্চা নয়; এমন কি ইহা ৬ দফার আওয়ামী লীগেরও কেহ হওয়ার কথা নয়; আর বাকশালের সাথে ইহার চেহারার মিল নেই; মনে হয়, ইহার জন্ম হয়তো ১৯৮১ সালের মে মাসে?"

সত্যম সিবম সুন্দরম।
আজকের সকালের প্রথম সত্যটি শোনানোর জন্য ধন্যবাদ চাঁদগাজী ভাই। সুস্থ্য থাকুন।

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


ইহা এজ আজব আওয়ামী লীগ, আপনি চান না চান, ইহা খালি উন্নয়ন করছে, আর রেমিটেন্সৃ জন্য মানুষকে বিদেেশে বিক্রয় করে দেয়; মানুষের জন্য চাকুরীর খোঁজে বিদেশে, আর মানুষ ঘরভিটা বিক্রয় করে বিদেশ চলে যায়।

৪| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:২৭

বিজন রয় বলেছেন: আওয়ামীলীগ এখন ধর্মের কাছে পদানত।

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



এখন যেই আওয়ামী লীগ আছে, ইহার অধীনে ইহুদীদের শেষ নবী পৃথিবীতে আসবে।

৫| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: ধাঁধাটির উত্তর বলুন দেখি......
সকালে জন্ম তার, সন্ধ্যায় মরণ, তাকে ছাড়া চলে না কারোই জীবন।

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


উত্তর বের করতে পারিনি

৬| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:০০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কিছুটা আন্দাজ করতে পেরেছি।তবে,অজ্ঞতার কারণে পুরো বুঝতে পারি নি।
একটু গুছিয়ে বলবেন কি???

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


তেমন কিছু না, ২৩ শে জুন আওয়ামী লীগের জন্মদিন ছিলো; তবে, কেহ মন থেকে আওয়ামী লীগকে "শুভ জন্মদিন" হয়তো বলেনি।

৭| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৬

জাহিদ হাসান বলেছেন: ইসলাম শান্তির ধর্ম।

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



ঈসলাম শান্তি আনুক।

৮| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৬

বর্ষন হোমস বলেছেন:
আমার মনে হয় দেশ পরিচালনা করার মত পারফেক্ট কোন দলই নেই।যেগুলো রয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগ ই ভাল।

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


সঠিক কোন রাজনৈতিক দল বাংলাদেশে গঠিত হয়নি, হতে পারেনি আজ অবধি; আওয়ামী লীগ দেশ চালাচ্ছে মানে কলোনিয়েল সময়ের মতো, দেশ চালানো একটা ব্যবসা।

৯| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৬

সায়ন্তন রফিক বলেছেন: 'হাইব্রীড' কী অর্থে ব্যবহার করেছেন? মীরজাফর, ঘসেটি বেগম,রাজাকার প্রভৃতি শব্দের মতো এ শব্দটিরও কোনো ঘৃণাব্যঞ্জক পরিবর্তিত অর্থ আছে কী? নিতান্তই জানার ইচ্ছে থেকে জিজ্ঞাসা।

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


বিভিন্ন স্পেসিসের মিলন ঘটায়ে নতুন ফিচারের কিছু উদ্ভব করা হলো 'হাইব্রীড';

১০| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক অনেক আগে পাললিক মন বলে একজন ব্লগার সামুতে লিখতেন। উনিও সম-ধারণা পোষণ করেছিলেন।

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


সব বড় লোক একই রকম ভাবেন। ( সিরিয়াসলী নেবেন না)

১১| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: এই লীগের ভালো মিল হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সাথে, ইহা একটি প্রাইভেট কর্পোরেশন।

গনতন্ত্র হত্যা করে দেশে স্বৈতন্ত্র চালু করেছে এরা ।

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


১৯৪৯ সালে বিরাট আশা নিয়ে এর জন্ম ছিলো, ১৯৬৬ সালে মুলা ঝুলায়ে সব বাংগালীকে আশা দিয়েছিল, ১৯৭০ সালে বাংগালীরা ভোট দিয়েছিল; ১৯৭১ সালে এই দলের অধীনে বাংগালীরা যুদ্ধ করেছিলেন; আওয়ামী লীগ মানুষের মান সন্মানটুকুও রাখেনি

১২| ২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

সোহানী বলেছেন: এই লীগের ভালো মিল হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সাথে, ইহা একটি প্রাইভেট কর্পোরেশন.................. হাহাহাহা এরচেয়ে সঠিক মূল্যায়ন মনে হয় আর কেউই দিতে পারে নাই :P

২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



আমি চেস্টা করছি বর্তমান আও্য়ামী লীগকে বুঝতে

১৩| ২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

কলাবাগান১ বলেছেন: "নাৎসীর বড় আব্বা!"
"গনতন্ত্র হত্যা করে দেশে স্বৈতন্ত্র চালু করেছে এরা ।"

জামাতি-রাজাকার রা এসে সেই গনতন্ত্র উদ্ধার করবে সেই আশায় বসে আছেন এই ব্লগার রা

২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


জামাতীরা এগুলো বলছে মনের ক্ষোভে, তারা নিজেদের হত্যাকান্ডগুলোকে দেখে না।

কিন্তু জামাতী বিএনপিদের মতামত বাদ দিলেও, বর্তমান আওয়ামী লীগের কারণে জাতি ভয়ংকরভাবে পেছনে পড়ে যাচ্ছে! জামাত বিএনপি'কে থামানোকেই রাজনীতি হিসেবে চালিয়ে যাচ্ছে আওয়ালী লীগ ।

১৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:০০

সেলিম আনোয়ার বলেছেন: জামাতকে থামানোর কি আছে ? বিএনপিকে থামানোর জন্য ওইভাবে বলাহয় । আদতে এরা জামাতীদের চেয়ে কোন অংশেই ভাল নয় । এই দল এত খারাপ ছিলনা । দেশের সমস্ত টাকা পয়সা লুট করা তাদের একমাত্র কাজ ।

২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনারা অনেকে অনুভব করতে পারেননি, জামাত কি ভয়ংকর হত্যাকান্ড চালায়েছে ১৯৭১ সালে; এবং তারপর এই দেশ চালনায় মন্ত্রীত্ব পেয়েছিল বেগম জিয়ার ইডিওটিক সিদ্ধান্তে। জামাতকে থামানোর দরকার ছিল; তবে, জামাতকে থামাতে গিয়ে ৩০ বছর লাগায়ে দিয়েছে; ৩০ বছরে রাজনীতিও ভুলে গেছে; বিএনপি'র মতো মারাঠা হয়ে গেছে।

১৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ৭১ এ যুদ্ধের সময়ে করেছে। তারা ছিল স্বাধীনতা বিরুধী । এসব জানি ।জন্মের অনেক আগের ঘটনা ।

আওয়ামীলীগ গুম করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে গনতন্ত্র হত্যা করেছে। কে বেশি খারাপ হলো । কোর্টকে বেশ্যার মত ব্যবহার করেছে । আর কি জানতে চান?

২৪ শে জুন, ২০১৭ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


মানুষের আশা ভরসা ছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ ভয়ংকরভাবে মানুষকে হতাশ করেছে, এটা সত্য; তারা কোনদিন সঠিক পথে চেস্টা করেনি।

১৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০০

নাদিম আহসান তুহিন বলেছেন: সেই আওয়ামী মুসলিম লীগের সাথে বিন্দুমাত্রও মিল খুঁজে পেলে সেটা অবশ্যই কাকতালীয়।

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা হয়তো কোথায়ও বলেছেন, "আমার পার্টির "নিক" যদি কোন পার্টির নামের সাথে মিলে যায়, সেটা হবে কাকতালীয় ব্যাপার স্যাপার"।

১৭| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৫৪

মুশি-১৯৯৪ বলেছেন:
ভারতের কংগ্রেস আর আমাদের আওমীলীগের মনে হচ্ছে একই অবস্থা হবে ।
ইংরেজ শাসনের পাপ এখন আওমীলীগের তাপে চাপা পড়েছে।

২৫ শে জুন, ২০১৭ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


কংগ্রেস ভারতের মানুষের সাথে তাল মিলাতে পারছে না, পেছনে পড়ে যাচ্ছে; বাংলার মানুষ আওয়ামী লীগের চাপে মাথা তুলতে পারছে না।

১৮| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:১৮

ইমরান আশফাক বলেছেন: আওয়ামী লীগ বা বিএনপি নয়, আমরা নিজেরাই হাইব্রিড জাতী।

২৫ শে জুন, ২০১৭ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


জাতিকে প্রথমে বানায়েছে ভিক্ষুক, মানুষের নামে রিলিফ চেয়ে বেড়াতো সরকার; তারপর করেছে ঋণগ্রস্ত, জাতির নামে ঋণ নিয়ে ঢাকায় বাড়ী করেছে সরকারের লোকেরা; এখন করেছে ক্রীতদাস, ওদের ভিটা বিক্রয়ের টাকায় বিদেশে বিক্রয় করছে; ইহা কি জাতি কে জানে?

১৯| ২৫ শে জুন, ২০১৭ রাত ২:৫৪

শূন্য-০ বলেছেন: হুম, ঠিকি কইছেন ভাই

২৫ শে জুন, ২০১৭ সকাল ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


এটি একটি নতুন আওয়ামী লীগ, ইহা দরিদ্র বাংলায় অন্যায়ের ক্যাপিটেলিজম চালু করেছে বিএনপি'কে অনুসরণ করে।

২০| ২৫ শে জুন, ২০১৭ রাত ৩:০৬

তোমার জন্য মিনতি বলেছেন: ভালোই বলেছেন।

২৫ শে জুন, ২০১৭ সকাল ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


এটা কলোনিয়েল আওয়ামী লীগ

২১| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১০:১৩

তাতিয়ানা পোর্ট বলেছেন: Eid Mubarak.

২৫ শে জুন, ২০১৭ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনার জন্যও ঈদের শুভেচ্ছা রলো।

২২| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৩

আশরাফুল করিম খান বলেছেন: "
জাতিকে প্রথমে বানায়েছে ভিক্ষুক, মানুষের নামে রিলিফ চেয়ে বেড়াতো সরকার; তারপর করেছে ঋণগ্রস্ত, জাতির নামে ঋণ নিয়ে ঢাকায় বাড়ী করেছে সরকারের লোকেরা; এখন করেছে ক্রীতদাস, ওদের ভিটা বিক্রয়ের টাকায় বিদেশে বিক্রয় করছে; ইহা কি জাতি কে জানে? "

অসাধারণ

২৩| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "কংগ্রেস ভারতের মানুষের সাথে তাল মিলাতে পারছে না, পেছনে পড়ে যাচ্ছে; বাংলার মানুষ আওয়ামী লীগের চাপে মাথা তুলতে পারছে না। "

কথা ভুল বলেন্নি

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


গণতন্ত্রের বিবিধ প্রয়োগ মাত্র।

২৪| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:১২

স্বতু সাঁই বলেছেন: শিরোনাম "ক্ষোভ" হলে ভালো হতো।

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগকে অভিনন্দন জানানোর দরকার ছিলো।

২৫| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাদ দেন ভাই হাইব্রীড ট্রাইব্রীট। আগামীকাল ঈদ।

বাদ দেন ভাই হাইব্রীড ট্রাইব্রীট। আগামীকাল ঈদ।




ঈদ আনন্দে ভরে উঠুক আগামী দিনগুলো। শুভ প্রত্যাশায়
ঈদ মোবারক। ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা রইল।

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা

২৬| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৯:৪৫

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Sir Eid Mubarak fantastic criticism. Want to live in peace . we want to die in peace. Are you politician/ political critic/ FBI/RAW/CIA?

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


আমি একজন সাধারণ ব্লগার।

২৭| ২৮ শে জুন, ২০১৭ সকাল ১০:৪৬

ফারগুসন বলেছেন: পুরাতন গাড়ীর মেরামত কোরেও কিছু হবেনা। এ জাতীকে নতুন গাড়ী কিনতে হবে।

২৮ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


নতুন ভাবনায় যেতে হবে, সঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.