নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ফরহাদ মাজহারের ঘটনাবলী ও মাতৃভুমির সার্বিক স্বাস্হ্য

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:৫১



আপনাদের মতো, আমিও ফরহাদ মাজহারের ঘটনাবলী অনুসরণ করছি, এবং বিশালভাবে হতাশ হচ্ছি ভেবে যে, সাধারণ মানুষ কিভাবে এই দেশে বসবাস করবে? একমাত্র আফ্রিকার কিছু দেশ, কলম্বিয়া ও মেক্সিকোতে এই ধরণের ঘটনা ঘটতে পারে; ৩০ লাখ মানুষের প্রানের বিনিময়ে অর্জিত এই দেশে এইসব ধরণের ঘটনা সত্যি কল্পনার বাহিরে; এত বড় মুক্তিযুদ্ধের পর, এসব বিষাক্ত মানুষেরা কি করে বাংলাদেশে আধিপত্য বিস্তার করলো?

প্রথমেই বলতে হয়, ফারহাদ মাজহার সাহেব সম্পর্কে আমার মনোভাব খুবই খারাপ; উনি নিজকে "কম্যুনিস্ট মনোভাবের" লোক হিসেবে পরিচয় দিয়ে থাকেন; বামপন্হী নয়, প্রগ্রেসিভ নন, সোস্যালিস্ট নন, সোজাসুজি "কম্যুনিস্ট মনোভাবের" লোক! ব্যাপারটা হলো, পড়ালেখার শুরু পিএইচডি থেকে শুরু করার মতো; তাই, আমি কোনদিন উনার কোন লেখা পড়ে দেখার দরকার মনে করিনি; আসলে, টিভি'তে উনার কথাবার্তা শুনার পর, আমার ধারণা উনি শফিকুর রেহমান ইত্যাদির মতো ফ্রড, এনজিও ফেনজিও নিয়ে ফ্রডের মাঝে ডুবে থাকে। উনি নাকি ভোর রাতে উঠে লিখেন; কি নিয়ে লেখেন উনি? কোন ব্লগার কি কোনদিন পড়েছেন, পড়ে থাকলে আমাদেরকে কিছু আইডিয়া দিতে পারবেন?

আমার জানা মতে উনি বেগম জিয়াকে '৯১ দিনের তান্ডবের' সময় বুদ্ধি মুদ্ধি দিয়েছিলেন; উনার বুদ্ধি যদি ফলটল দিয়ে থাকে, তাহা হলো, বেগম জিয়ার ১ দফা এখনো চলছে অনিদ্দিস্ট কালের জন্য। তার আগে, উনি মনে হয়, শাহবাগের গণজাগরণ মন্চের বিপক্ষে কিসব কথা মথা বলেছিলেন; এবং হেফাজতে অনেক সভায় বক্তব্য রেখেছেন।

যাক, উনি যাই বলেন, যা করেন, এগুলোই ঢাকার এলিটদের জীবন; উনার মতো লোকজনেরাই আমাদের দেশের জন্য এলিট। এই এলিট মাজহার সাহেবকে গতকাল কারা যেন প্রায় গুম করে ফেলেছিল; পুলিশের একাংশ কোন প্রকার তদন্ত ফদন্ত ছাড়াই বলে দিয়েছে যে, এটা "নাটক"। সারা দেশের লোক টিভিতে দেখেছে পুলিশ বলেছে এটা "নাটক"; এখন, এটাকে নাটক ধরে নিয়েই তদন্ত চলতে থাকবে; ফলাফল, তদন্তের আগেই ফলাফল নির্ধারিত।

এই ধরণের ভয়ংকর ঘটনাকে সাধারণ মানুষ অনেকভাবে নিতে পারে, বিতর্কিত করতে পারে; কিন্তু পুলিশ বা সরকার বিনা তদন্তে কি তা করতে পারে? দেশে এসব এলিটদের এই অবস্হা, এখন ভাবুন বাকীদের কি অবস্হা!

মন্তব্য ৭২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি এখনও কিচ্ছু বুঝিনি। দেশে কী হয় না হয় তা আমি আসলেই বুঝি না।
আক্ষেপ করতে হয়, আমার মাথার ভিতর কিচ্ছু নেই :(

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনার মাথায় কিছু না থাকলে, আপনি রাজনৈতিক দলগুলোর জন্য হয়তো বড় ধরণের সম্পদ।

২| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার ধারণা এখানে যা বলেছেন তা একটু ব্যতিক্রম মনে হচ্ছে আমার কাছে। আপনি যাকে (ফরহাদ মাজহার) এলিট বলছেন তার মতো এলিট যদি সবাই হতো, তাহলে আপনার জীবন হাতে নিয়ে যুদ্ধ করে যে স্বাধীনতা এনেছিলেন তা কবেই বিফল হয়ে যেতো এতে কোন ভুল নেই।

আপনার ধারণা এখানে যা বলেছেন তা একটু ব্যতিক্রম মনে হচ্ছে আমার কাছে। আপনি যাকে (ফরহাদ মাজহার) এলিট বলছেন তার মতো এলিট যদি সবাই হতো, তাহলে আপনার জীবন হাতে নিয়ে যুদ্ধ করে যে স্বাধীনতা এনেছিলেন তা কবেই বিফল হয়ে যেতো এতে কোন ভুল নেই।

এই হল এই ভণ্ড লোকটির মনোভাব!! আচ্ছা, ফরহাদ মাজহাবের মত লোকেরা বাংলাদেশে থাকে কেন ?

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতার স্বপ্ন অনেক আগেই হারিয়ে গেছে, বিফল হয়ে গেছে; যার ফলাফল এসব ঘটনাপ্রবাহ

৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মাজহার কে কেউ গায়েব করতে চায় নি ভাই, উনার নিজের স্বীকারোক্তি।

আপনি মাজহার সম্পর্কিত খবর গুলো পড়ে দেখেন, বুঝতে পারবেন। তিনি নিজেকে আড়াল করে আন্দোলন চাঙা করতে চেয়েছিলেন, তা আর হলো না!!! ধরা পড়ে গেল সব!!

গায়েব করতে চাওয়া কাউকে আলিসান হোটেলে বসিয়ে খাওয়ায় না!

সাধারণ মানুষ অনেক ভালো সময় পার করছে বর্তমান সময়ে। ভালো নেই কেবল ক্ষমতা লোভি'রা।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


২ দলেই ফরহাদ মাজহারদের মতো অনেক লোকজন। মাজ হাররা এই ধরণের পরিবেশে পরগাছার মত লকলক করে বেড়ে উঠে!

নন্দলাল ফরহাদ মাজহার এই বয়সে এই ধরণের কাজ করে, আওয়ামী লীগের বিপক্ষে কিছু করতে পারবে বলে ভাবতে পারার কথা? আমি মিলাতে পারছি না, উনি আওয়ামী লীগ, পুলিশ ও র‌্যাবকে বুঝার মত বুদ্ধিমান কমপক্ষে, আমার মনে হয়।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ক্লিয়ারলি বলছি ভাই, আপনি যদি মনে করেন ফরহাদ মাজহারকে গুম করতে চাওয়া হয়েছিল সরকার দলীয় চিন্তাকুল থেকে, তাহলে সাংঘাতিক ভুল হচ্ছে আপনার।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



এ ব্যাপারে আমি উপসংহার টানিনি; ফরহাদ মাজহার বা পুলিশকে বিশ্বাস করা আমার পক্ষে সহজ নয়; কিন্তু এই ধরণের ঘটনাগুলো আমাদের জন্মভুমিতে ঘটছে।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:২৮

আহা রুবন বলেছেন: তার বেশ কিছু লেখাই পড়েছি। প্রথম দিকে তার ধান্দাবাজি ধরতে পারতাম না। লোকটি কৃষি নিয়ে লেখে বলে আকৃষ্ট হয়েছিলাম। আমাদের জঙ্গি নেতারা যেমন কম জানা-শোনা ছেলেদের মগজ ধোলাই করে, ফরহাদ মজহার লোকটাও তেমনি। আসল ঘটনাকে এমনভাবে বিকৃত করবে সেটা ধরা খুব সাধারণদের পক্ষে কষ্টকর। এক সময় তার চিন্তা পত্রিকা পড়তাম। প্রচণ্ড স্ব-বিরোধিতা পূর্ণ এক লোক। সে নাকি ওষুধ আনতে গিয়ে অপহৃত হয়েছে! তো ফোন চার্জার নিয়েছিল কেন? আস্ত ভণ্ড একটা!

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


মাজহার ও পুলিশ, দুটোই শয়তানের কারখানা; কি হয়েছে কেহ বুঝতে পারবে না।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:২৯

কানিজ রিনা বলেছেন: উনি কমনিষ্ট হোক আর নাস্তিক হোক তাইবলে
উনাকে গুম করা হবে এটা কেমন কথা।
একটা স্বাধীম দেশে মানুষের লেখার অধিকার
কথা বলার অধিকার না থাকলে সে দেশ
স্বাধীন কিকরে। কিছুদিন চাপাতীবাজী যেভাবে
শুরু হয়েছিল তাতে হুমায়ুন আজাদের মত
একজন এলিট চাপাতীর তলে যাওয়ার মত
ঘটনাও ঘটেছে।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


হুমায়ুন আহমদেরা যখন চাপাতীর নীচে গেছে ফরহার মাজহারেরা মিস্টি বিতরণ করেছে; এখন মনে হয়, উনার ক্রমিক নাম্বার এসেছে।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৩৪

কানিজ রিনা বলেছেন: তদন্ত করলেই বেড়িয়ে আসবে। ধন্যবাদ।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


যারা তদন্ত করলে কিছু বেরিয়ে আসে, সেই ধরণের মানুষ পুলিশে নেই।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:০০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: তাকে নিয়ে হঠাৎ হইচই শুরু হলো।কয়েকদিন একটু ব্যাস্ত,ব্যাপারটা লক্ষ্য করেছি,কিন্তু কি হয়েছে সঠিক কিছুই বুঝতে পারলাম নাহ।দয়া করে বিস্তারিত জানাবেন কি,তিনি কে তাকে নিয়ে এত মাতামাতিই বা কেন?

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


ঢাকায় এ ধরণের প্রচুর লোক, এনজিও'র টাকায় চলে; এরা প্রবাসে থাকার সময় এগুলোর ব্যবস্হা করে; সরকারে এদের জানাশোনা লোকজন থাকে; দেশের দরিদ্রদের নামে এরা টাকা নিয়ে আসে, সেই টাকায় নিজেরা ভালো থাকে; পার্টি ও মিডিয়ার লোকজনের সাথে এদের সম্পর্ক আছে; কথার পেছনে কথা বলে এরা তর্ক করে, এরা "বুদ্ধিজীবি" বনে যায়; কেহ কেহ থিংট্যাংক বলেন এদের, আমি বলি সেইফটি-ট্যাংক; এরা দুস্ট লোক; তবে, দেশের নাগরিক।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:০৫

নদীর মোহনা বলেছেন: কঠিন নাস্তিক লোকটা আজ আস্তিকের খুটি ধরে বসে আছে। বণ্ড কাকে বলে এই পিসকে না দেখলে বুঝা যায় না। শুনেছি সে নাকি হেফাজতের তের দফার রুপকার।

অনেক দিন ধরে বেচারাকে মিডিয়া ডাকেনি ত তাই এই লনকা কাণ্ড।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


আমি তো মনে করেছি হেফাজতের ১৩ দফা লিখেছে কোন মক্তবের আরবী শিক্ষক; মাজহার সাহেব যদি ওগুলো লিখে থাকে, তা'হলে তো উনার মগজ সম্পর্কে খুবই নীচু ধারণা পোষণ করতে হবে।


১০| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:২১

কলিমুদ্দি দফাদার বলেছেন: ওনার ব্যপারে তেমম কিছু জানি নাহ!!!
ওনি গুম হয়ে যাওয়ার পর রহুল কবির রিজবী সংবাদ করে বলে এইটা সরকার দলের কাজ।
আর ওনাকে পাওয়ার পর পুলিশ বলে এইটা নাটক।
এখন দেখছি এইটা উনি বি এম পির প্রিয় পাএ।

একটা দোটানার মধ্য আছি??


০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


রিজভী সাহেব, মাজহার সাহেব, পুলিশ, এগুলো শয়তানের কারখানা

১১| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: ‘এবাদতনামা’র লেখক ফরহাদ মজহার, ‘জগদীশ’-এর লেখক ফরহাদ মজহার।
মননে বিভ্রান্ত হলেও ফরহাদ মজহার বাংলাদেশেরই নাগরিক।
লোকটা খুব সুবিধের নয়।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, উনার লেখালেখি সম্পর্কে কিছুটা তথ্য পেলাম।

আপনি পোস্ট করার সময় খুবই খেয়াল রেখে করেবন।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৩৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার অবজার্ভেশন ঠিক নয়। ও একটা আপাদমস্তক ভন্ড। আমার্তো মনে হয় ও নিজে অথবা সমস্বার্থের কেউই ওকে খরচের খাতায় নিতে চাচ্চিলো, কারন ওর্কাছথেকে সার্ভিস যা পাবার তা হয়ে গেছে, ঘটনা ঘটে গেলে যা পাওয়া যেতো তাই হতো তাদের্জন্য বোনাস............। রাজীব নুর ১১ নং কমেন্টে দুলাইনে পার্ফেক্ট বলেছেন ................

০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:১৪

চাঁদগাজী বলেছেন:


লোকটা ভন্ড; ফলে, কি হচ্ছে বুঝা মুশকিল; আবার পুলিশ কি করছে সেটাও পরিস্কার নয়; মাঝখানে বিএনপি ও অন্য খারাপ লোকেরাও যুক্ত থাকতে পারে।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৪২

জগতারন বলেছেন:
ফরহাদ মজহারের উদ্ধারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন তার স্ত্রী ফরিদা আখতার। তিনি বলেন, ‘আমরা হ্যাপি। কিন্তু বাসায় না ফেরা পর্যন্ত উৎকণ্ঠা থাকবে।’

মন্তব্যঃ বিএনপি আনহ্যাপি! শুরু করার আগেই নাটক শেষ ! বার্ধক্যজনিত কারণেই নাটকের নায়ক র্যাবের হাতে ধরা খেয়ে গেল। এবার কেঁচো খুড়তে গিয়ে বিএনপির কোন সাপ বের হয়ে যায়, তা নিয়ে মাদাম আতংকিত!

০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের ভীতু বয়স্ক লোক কি ভলনটিয়ার হয়েছে?
দেশের যে অবস্হা, সরকার ও দলগুলো যে ধরণের শয়তানের সমন্ময়, কেহ কিছু সহজে বুঝতে পারবেন না; সময়ের সাথে পরিস্কার হবে।

১৪| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৭

হয়ত তোমারই জন্য বলেছেন: ফরহাদ মাজহারের মেয়ে এ্যামেরিকায় বসে ৮জন সিনেটর দীয়ে সরকার কে ঘায়েল করে ফেলছে ৷সরকার বাপ বাপ বলে ফরহাদ মাজহারকে ফিরীয়ে দিয়েছেন ৷ :-/
গাজী ভাই আন্তরিক ধন্যবাদ ৷লেখাটা অনেক ভললাগছে ৷

০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:


ঘটনা কি বুঝা মুশকিল হবে; কারণ, যারা যুক্ত এসব ব্যাপারে, এগুলো বাংগালী ইত্যাদি নয়, সবগুলো খাঁটী শয়তান।

১৫| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৮

স্বতু সাঁই বলেছেন: ফরহাদ মাযহার একটি নাম, সে নাকি এলিট। তাহলে এলিটের অর্থ দাঁড়ালো কি?!

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


এরা বাংলাদেশের জন্য এলিট; বাংলাদেশের শিক্ষক অন্য দেশের শিক্ষকের চেয়ে কম জানে; বাংলাদেশের প্রেসিডেন্ট অনেক দেশের প্রেসিডেন্ট থেকে কম জানে!

১৬| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:০১

নাইম রাজ বলেছেন: ভালো বলেছেন ভাই ।

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


ভেবেচিন্তে বলছেন তো?

১৭| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৫

জগতারন বলেছেন:
এই ধরণের ভীতু বয়স্ক লোক কি ভলনটিয়ার হয়েছে?

সে ও হয়তো জানে না যে তাকে দিয়ে একটি নাটক করানো হচ্ছে। কিন্ত যারা করায়েছে তারা ঠিকই জানে তাকে দিয়ে এ নাটক করালে তারা জনগনের সাপোর্ট পাবে।

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



এদের জন্য জনগণের কোন দরদ, কোন সাপোর্ট নেই, এরা পরগাছা

১৮| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩২

স্বতু সাঁই বলেছেন: অন্য দেশের প্রসিডেণ্ট বেশী জানে বলেই অন্য জাতিকে তারা শোষন করতে পারে। বাঙালী প্রসিডেন্ট কা করে না। ঐ দেশের জনগণ শোষন করাকে সভ্যতা বলে। কিন্তু বাঙালী এর প্রতিবাদ করে।

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকার দেশকে তাদের নিজস্ব সম্পদ হিসেবেই ধরে নিয়ে থাকেন।

১৯| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০১

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: ভাই আজকের লেখাটা একটু কম বোধগম্য হচ্ছে।

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:


স্যরি, আরেকটু পরিস্কার করার চেস্টা করি: প্রথমত: ফরহাদ মাজহার ইত্যাদিরা ভালো মানুষ নন, এটা একদিক; আবার কি ঘটেছে, মানুষ আসল ব্যাপার জানবে না, কেননা পুলিশেরা প্রফেশানেল নয়।

২০| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিরোধীদের একটা খেল্ মনে হচ্ছে সরকারকে বেকায়দায় ফেলতে; যাহোক, সে-ই ভালো যে আইনশৃঙ্খলা বাহিনী ত্বরিত গতিতে উনাকে উদ্ধার করতে পেরেছে!

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


বিরোধী বলতে যা বুঝায়, সেটা হলো জনতা; ফারহাদ মাজহারকে ও তার পেছনের লোকজনের কোন ইমেজ নেই মানুষের কাছে; এদের জন্য মানুষ হা হুতাশ আর করবে না।

২১| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৭

কানিজ ফাতেমা বলেছেন: নাটকটি ফালতু প্রমানিত হলো ।

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


কিছু একটা ঘটেছে, সরকারের উপর তলার লোকজন ও র‌্যাব, পুলিশ জানবে; মানুষকে সঠিক ব্যাপার জানালেও মানুষ সরকারী ভার্সনটা হয়তো বিশ্বাস করবে না।

২২| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৭

হয়ত তোমারই জন্য বলেছেন: ফরহাদ মাজাহাররা আমাদের খুন করতে চেয়েছেন। আমরা ফরহাদ মাজাহারদের দীর্ঘায়ু কামনা করি।

আমরা মানুষ। আমরা নষ্ট কবি নই।

০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


ফরহাদ মাজহার যদি কবি হয়ে থাকেন, ব্লগে লিখুক; গড়ে ২০ জন পাঠক পাবেন।

২৩| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৯

শ্রাবণধারা বলেছেন: ঢাকা শহরে আসাদগেটের কাছে ফরহাদ মাজহারদের একটা দেশি খাবারের অত্যন্ত অভিজাত রেস্টুরেন্ট ছিল । সেই রেস্টুরেন্টে কোন চেয়ার টেবিল নেই, একধরনের বালিশ তোষকওয়ালা শীতলপাটিতে বসে খাওয়ার ব্যবস্থা ছিল। বেশ বড় সাইজ ইলিশ মাছ, নানা ভর্ত্তা ভাজি - সবই অতি উচ্চ মূল্য । সেই সংস্কৃতি জানা অভিজাতদের আনাগোনাময় রেস্তোরার দেয়ালে ছিল সুন্দর নকশিকাথা, দেশীয় সংস্কৃতিময় পেইন্টিং, টেবিলে শো-পিস ।

আমি তখন অতি দরিদ্র ছাত্র জীবন আর প্রথম দিকের ছাপোষা চাকরি জীবন পার করে সবে একটা মাল্টি-ন্যাশনাল কোম্পানীর চাকর হয়েছি । তো শিল্প-সাহিত্যের জানশোনা-ওয়ালা এক বান্ধবীর কথায় সেই এলিট রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম । খাবারগুলো যতদুর মনে পড়ে ভালই ছিল, তবে সেই রেস্টুরেন্টের পরিবেশ আমার ভাল লাগেনি । ফরহাদ মাজহার সাহেব এলিট-বুদ্ধিজীবী সন্দেহ নেই, সেই অর্থে চাঁদগাজী ভাই আপনিও কিন্তু এলিট । তবে তার দেশজ সংস্কৃতি, বাউল পোশাক, দেশী খাবারের রেস্তোরা একধরনের রোমান্টিকতা বলতে পারেন - এলিট-রোমান্টিকতা ।

ফরহাদ মাজহারের লেখা খুব একটা পড়িনি বললেই চলে । একটা বেশ ভাল মানের পুরনো লিটল ম্যাগে দার্শনিক নীৎসের উপর তার একটা লেখা পড়েছিলাম, লেখাটা বেশ ভালই ছিল । টকশোতে তার কথা-বার্তা বেশ বুদ্ধিদীপ্ত মনে হয়েছে । বাংগালী মোসলমানদের যেহেতু যুক্তি-বুদ্ধি-বোধ নিচু, তাই তারা জিন-ভুতের মত আম্লিগীয় টাইরানি বা জামাতীয় পিছলামী আন্দোলনে বিশ্বাস রাখে - আর এই জাতীয় ইস্যুতে দুইভাগে ভাগ হয়ে শুয়োরের মত কাদা ঘাটতে থাকে ।

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


" বাংগালী মোসলমানদের যেহেতু যুক্তি-বুদ্ধি-বোধ নিচু, তাই তারা জিন-ভুতের মত আম্লিগীয় টাইরানি বা জামাতীয় পিছলামী আন্দোলনে বিশ্বাস রাখে - আর এই জাতীয় ইস্যুতে দুইভাগে ভাগ হয়ে শুয়োরের মত কাদা ঘাটতে থাকে । "


আমি উনার সম্পর্কে এতটুকুও জানতাম না; আপনাকে ধন্যবাদ, আমাকে কিছুটা ধারণা দিয়েছেন; এরা উপরের লোকদের সাথে হাত রেখে চলে, নিজেরা ভলো থাকে; সাধারণ মানুষের ইস্যুতে শুকরের ভুমিকা পালন করে।

২৪| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৮

নিরাপদ দেশ চাই বলেছেন: ব্যক্তি ফরহাদ মাজহারকে যে কেউ অপছন্দ করতেই পা্রে। । কিন্তু তার চরিত্র বিশ্লেষনের সময় নিশ্চই এটা নয়।ফরহাদ মাজহারের ঘটনা অনুসরন করলে, আসল ঘটনা না বোঝার কথা নয় আপনার।' ''ফ্রিডম অফ স্পিচ '' কেড়ে নেবার এক ভয়ঙ্কর প্রক্রিয়ার পক্ষে সাফাই গাইবার মত মনে হল আপনার লেখা। আপনার কাছ থেকে এ ধরনের লেখা কাম্য নয়।

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনি ও আমি ব্লগিং করছি, সরকার আইন করেছে ব্লগারদেরও চুপ করিয়ে দিতে; আমরা তবুও লিখে যাচ্ছি; ফলে, আমি ও আপনি ''ফ্রিডম অফ স্পিচ ''এর পক্ষে।

বর্তমান বাংলাদেশে একটা শ্রেণী এনজিও ও পার্টির নামে চাঁদা ও ব্যবসার টাকায় চলে; এরা জাতির জন্য ভয়ংকর, এদের লেখা, এদের আচরণ সাধারণ মানুষের পক্ষে নয়; এরা কি করছে আপনিও জানেন না, আমিও জানি না।

ফরহাদ মাজহার নিজকে কম্যুনিস্ট মনোভাবের লোক হিসেবে দাবী করেছিলেন সব সময়, কিছু ২০১৫ সালের "৯১ দিনের তান্ডব" চালিয়ে যাবার পক্ষে ছিল উনি; বেগম জিয়ার সেই প্রচেস্টা মানুষের পক্ষে ছিলো না।

২৫| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০২

সাইলেন্স বলেছেন: ফরহাদ মাজহার নাটক করেছে, তর্কের খাতিরে না হয় মেনে নিলাম।
গত কয়েক বছরে অনেক মানুষ গুম হয়ে গেছে, লাশটা পর্যন্ত পাওয়া যায়নি সেগুলাও নাটক?
ফরহাদ সাহেব যদি নাটক করে থাকেন তাহলে পুলিশ কেন এখনও প্রমান করতে পারছেনা যে এটা নাটক ছিলো।
আসাদুজ্জান সাহেব কেন বলছেন ফরহাদ সাহেবের কোন দোষ এখনও পাওয়া যায়নি।

I don't know... |-)

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:


ঘটনা কি হয়েছে, সরকার সব সময় জানে; তাদের লোকজন সেটা বের করে ফেলে সাথে সাথে।

সমস্যা হলো, সরকার আসল ঘটানা বললেও, মানুষ মোটামুটি সরকারকে বিশ্বাস করবে না; এটাও সমস্যা।
পুলিশের ট্রেনিং ও এথিকস খুবই নীচু।

২৬| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫

বিজন রয় বলেছেন: আপনি তো মার্কিন মুলুকে।

সব কিছু বুঝতে পারছেন?

০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


কি হচ্ছে, সেটা বুঝতে পারিনি।

তবে, এদের কারণে মানুষকে অমানবিক কস্ট করতে হচ্ছে।

২৭| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আগেরদিনই উনি নাকি একটি সেমিনারে ভারতে গোরক্ষার নামে মুসলিম নিধন নিয়ে কথা বলেছিলেন।

পরেরদিনই উনি কেন এমন একটি কাজ করতে গেলেন, বুঝতে পারলাম না!

উনার একটি বক্তব্য পাওয়া প্রয়োজন।

০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


ভয়ংকর কিছু ঘটেছে; আমরা আসলটুকু জানতে পারবো না; উনি ও পুলিশ, ২ পক্ষই মিথ্যুক।

২৮| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৫

ওমেরা বলেছেন: একদল বলে নাটক আরেক দল বলে গুম কারটা বিস্বাস করি !!!

০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


২ পক্ষই মিথ্যুক হিসেবে পরিচিত।

২৯| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Didn't understand this post.

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


এ ধরণের ঘটনাগুলো জাতিকে অনিশ্চয়তা ও অবিশ্বাসের মাঝে ঠেলে দিচ্ছে।

৩০| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফরহাদ মজহারের বর্তমান অবস্থান কোথায়, সেটা কি জানা আছে চাঁদ্গাজী ভাই? ২৫ নম্বরে সাইলেন্সের কমেন্ট এবং আপনার উত্তর - দুটোই ভালো লাগলো।

আমার মনে হয় না, প্রকৃত ঘটনা আমজনতা কোনোদিন জানতে পারবেন। সরকার সত্য ঘটনা প্রকাশ করলে ভিন্ন মতাবলম্বীরা তা বিশ্বাস করবেন না; প্রকৃত ঘটনা যদি সরকারের বিপক্ষে যায়, তাহলে সরকার গল্প তৈরি করে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে, এবং যথারীতি সেটাও ভিন্ন মতাবলম্বীরা বিশ্বাস করবেন না।

নাটক বা গুম, যা-ই হোক না কেন, ফরহাদ মজহারকে জীবিত পাওয়া গেছে, স্বস্তি এটাই। আমার ঘোর শত্রুকেও যেন গুম বা অপহৃত হতে না হয়, আমাদের সবার মনোভাব এমন হওয়া উচিত।

শুভেচ্ছা চাঁদ্গাজী ভাই।

অঃ টঃ

অন্য একটা পোস্ট পড়ে জানতে পারলাম, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনার প্রতি বিরাট একটা সেলিয়্যুট রইল।

অঃটঃ-২

ভারত থেকে বাংলাদেশে গরু পাচার বা কোরবানী ইদে গরু আমদানি, ইত্যাদির উপর আপনার একতা পোস্ট ছিল এবং আমার একটা কমেন্টও ছিল। সেটা কি গুম হয়েছে, নাকি ড্রাফটেড? :)

আবারো শুভেচ্ছা।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনায় এনালাইটিকস আছে; সরকারের ভুল ও অক্ষমতার জন্য মানুষকে মুল্য দিটে হচ্ছে, প্রতিটি নাগরিক সংশয়বাদীতে পরিণত হচ্ছে!

সরকার দেশ চালাতে পারছে না সঠিকভাবে, ভয়ে ছাড়তে পারবে না।

৩১| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

নাটক বা গুম, যা-ই হোক না কেন, ফরহাদ মজহারকে জীবিত পাওয়া গেছে, স্বস্তি এটাই। আমার ঘোর শত্রুকেও যেন গুম বা অপহৃত হতে না হয়, আমাদের সবার মনোভাব এমন হওয়া উচিত।
সহমত ।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


প্রত্যেক নাগরিকের জীবনের নিশ্চয়তা দেয়াই সরকারের ১ম দায়িত্ব।

৩২| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৭

তোমার জন্য মিনতি বলেছেন: মাজহাব একটা পাকিস্তানি কুত্তার নাম, যার বাঙালি কৃষ্টিতে এলার্জি!!

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের রাজনীতি এদের পালন করে আসছে।

৩৩| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:১১

ডঃ এম এ আলী বলেছেন: ধর্মের কল বাতাসে নড়ে । সহজে বুঝার সাধ্য নাই এ ঘটনার ফায়দাটা কে লুটবে !!

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপাতত শেখ হাসিনা কল বসায়েছে; পরে কি হবে কে জানে!

৩৪| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩২

তপোবণ বলেছেন: একজন মানুষ গুম হবার পর সেই সংসার থেকেও কত শত স্বপ্নেরা গুম হয়ে যায়। পরিজনেরা আশায় বুক বেঁধে থাকেন একদিন হয়তো ফিরে আসবে তার বাবা, বোন দুরাশায় থেকেও বুক বেধে থাকে ভাইিটি ফিরে আসবে বলে। একটা মায়ের নারি ছেড়া ধন যখন গুম হয় সেই মায়ের অন্তরে প্রতিদিন কি তান্ডব চলে! প্রতিদিন মরে গিয়েও মা ভাবে যদি খোকা ফিরে আসে। খোকা ফিরবে। প্রতিদিনই চোখ ভিঁজে, বুকে তোলপাড়, চোখের নিচে কালি জমে। বাবার বুকের পাথর সরেনা, ভারি হয়। পুত্র শোকে কত বাবাদের অন্তর একদিন থেমে যায়। এখানে ফরহাদ মাজহারের চরিত্র ব্যবচ্ছেদ করেছেন অনেকে। দরকার ছিলনা। সালাহউদ্দিন ফিরে এসেছে ফরহাদ মাজহার ফিরেছেন এরা ভাগ্যবানই বটে। আর যারা ফেরেনি তারাও ফিরে আসুক। বন্ধ হোক এই গুমের রাজনীতি। অত্যাচারে অত্যাচারে প্রতিদিনই আকাশ বাতাস ভারি হচ্ছে। বন্ধ হোক এই অত্যাচার।

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


গুম করা, হত্যাকরা ইত্যাদি আমাদের রাজনীতির অংশ হওয়ার কথা ছিলো না; এমন কি বাংলাদেশ হওয়ার আগে, পাকীরা মানুষকে রাজনৈ্তিক কারণে গুম করতো না।

গুম করাটা একমাত্র মাফিয়া কার্যক্রম; বাংলাদেশে রাজনীতিতে মাফিয়ারা ঢুকে গেছে।

৩৫| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১

হয়ত তোমারই জন্য বলেছেন:
গাজী ভাই হাসে ডিম পাড়ছে :P
http://www.ittefaq.com.bd/capital/2017/07/07/119535

০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



দেশের যে অবস্হা, ক্রিমিনেলে দেশ ভরে গেছে, সরকার থেকে নাগরিক, সবাই নিজের ক্রিমিনাল মনকে ব্যবহার করছে।

৩৬| ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

রানার ব্লগ বলেছেন: ফারহাদ মাজাহার গিরগিটি ছারা আর কিছুই না ।

০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


তবে, জাতিকে পেছনে টেনে রাখতে সাহায্য করার মতো উপকরণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.