নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের পুরো দেশের ইয়াবা-সিম্বল কে, শেখ হাসিনা জানেন না?

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৩১



ইয়াবা শব্দটা শুনলে আপনার মনে কোন লোকটির চেহারা ভেসে উঠে, বা কোন নামটি আসে? যদি ১৭ কোটী মানুষের মনে একই লোকের চেহারা আসে, একই নাম আসে, তাকে ধরতে, ক্রস ফায়ারে দিতে কি বার্মা বা ভারতের সাক্ষীরও দরকার?

তাকে যদি ক্রস-ফায়ারে দিতে সরকারের অসুবিধা থাকে, সেই সরকারের ইয়াবা বন্ধের পদক্ষেপকে মানুষ কিভাবে বিশ্বাস করবে? যে কয়জন মারা গেছে, সেই ভয়ে হয়তো কিছুদিন ইয়াবা ব্যবসা কমে আসবে; কিন্তু মানুষ কি মানসিকভাবে ইয়াবা শেষ ধরে নেবে? মোটেই না, জাতির ইয়াবা সিম্বলের অবসান হতে হবে; না হয়, জাতি মানসিকভাবে ইয়াবার সমাপ্তি কল্পনা করতে পারবে না। অভিযান যখন শুরু হয়েছে, উহার সমাপ্তি হওয়া দরকার।

জাতির ইয়াবা-সিম্বল এক সময় জাতির পার্লােমন্টেও ছিল; এখনো কি পার্লামেন্ট খুঁজলে আরো ২/১ জন পাওয়া যাবে? না পাওয়া গেলে ভালো! জাতীয় পুলিশ বাহিনী, ড্রাগ কন্ট্রোল বাহিনীতে কারো নাম পাওয়া যাবে?

জাতির ইয়াবা-সিম্বলের কাছে এই দেশের সব রুই কাতলার লিষ্ট আছে, তার সব ডিলারের লিষ্ট আছে, তার কম্পিটিশনের লিষ্ট আছে। সরকার সঠিক লিষ্ট তার কাছে থাকে নেয়া উচিত হবে।

এমনিতে ক্রস ফায়ার করে, মেরে কুল পাওয়া যাবে না; তার থেকে একজনকে ক্রস ফায়ারে দিলে সারা দেশের ডিলারেরা দেশ দেড়ে পালাবে।

সরকার অন্যের দোষ কি কারণে বহন করে বেড়াচ্ছে? এই দোষ বহন করার কোন দরকার আছে? আমার মনে হয়, শেখ হাসিনা সঠিক পদক্ষেপ নেবেন; কয়েকদিনের মাঝে এই সিম্বল ধরাশায়ী হবে; শেখ হাসিনা জাতির এই ইয়াবা-সিম্বল রক্ষা করার দায়িত্ব নিশ্চয় নেবেন না।

মন্তব্য ৮০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনার বক্ত‌ব্যের সা‌থে ১০০% এক মত।

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা কেন অন্যের পাপের বোঝা টানবেন? উনাকে সিদ্ধান্ত নিটে হবে; এ জাতীর কি একজন ইয়াবা-সিম্বলের দরকার আছে? কতজন সাক্ষীর দরকার? ১৭ কোটী কি যথেষ্ট নয়! এই সিম্বলের বিলুপ্তির দরকার এই সপ্তাহেই।

২| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আশা পূর্ন হলে পুরা জাতি খূশি হবে।

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


এই জাতির কে জানে না, কে সেই লোক?

৩| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৩৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ইয়াবা আর বদি সমার্থক হয়ে গেছে অলরেডী

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


কেন শেখ হাসিনা এই বোঝা টানবেন?

৪| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: এই দায়িত্ব সেনাবাহিনীকে দেয়া উচিত ছিলো। র‌্যাব পুলিশের চেয়ে সেনাবাহিনীর উপর মানুষের আস্থা বেশি।
আমি আপনার সাথে একমত।

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:



কোন বাহিনীকে দেয়া লাগবে না, জাতিকে বললে, এই জাতি থেকে একজন ইয়াবা-সিম্বলকে সরাও; নাম বলারও দরকার নেই, জাতি সরায়ে দেবে।

৫| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫০

একদম_ঠোঁটকাটা বলেছেন: শেখ হাসিনা কিংবা জয় কি সামু ব্লগ পড়ে?
সরকার টিকিয়ে রাখার জন্য তাদের কি বদির দরকার আছে?
বদি কি দলের উপরমহলে লাভের ভাগ দেয়?

২৪ শে মে, ২০১৮ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


সামু উনারা পড়ে না; আমার ধারণা শেখ হাসিনা নিশ্চয় অন্যের পাপের বোঝা টানবেন না; আমাদের ইয়াবা-সিম্বল বিনষ্ট হবে।

৬| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৩

আবু তালেব শেখ বলেছেন: ইয়াবা বদি কি দলের রুই কাতলা???

২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


সে নিশ্চয় মাদক সাম্রজ্যের সম্রাট

৭| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৪

কাওসার চৌধুরী বলেছেন:


"এমনিতে মেরে, ক্রস ফায়ার করে কুল পাওয়া যাবে না; তার থেকে একজনকে ক্রসফায়ারে দিলে সারা দেশের ডিলাররা দেশ ছেড়ে পালাবে।"..........

এটাই করতে হবে। মশা মেরে হাত লাল করে কোন লাভ হবে না।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


শেষ অবধি বড় গাছ কাটতেই হবে, না হয় ঘরে আলো আসবে না।

৮| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৭

পবন সরকার বলেছেন: শুনেছি কোন এমপি নাকি ইয়াবা ব্যবসায় জড়িত।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


এটা একটা বড় ব্যবসা, বড় লোকেরা নিশ্চয় যুক্ত আছে।

৯| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমারো একই প্রশ্ন, শেখ হাসিনা কেন এই বোঝা টানছেন ? কেনই বা টানবেন ?

ধরে নিলাম সে দোষী না, তারপরও যেকোনভাবেই হোক তার নাম উঠামাত্রই মানুষ ইয়াবার কথা মনে করে, তাই সরকার এখন ভাবুক এটাকে নিয়ে কি করা উচিত ?

২৪ শে মে, ২০১৮ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকে সিদ্ধান্ত নিতে হবে; মনে হয়, নেবেন।

১০| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: লম্পট বইদা চোরা সে বইদা চুরি করে করে এখন রাষ্ট্রিয় খেতাব প্রাপ্ত ইয়াবা চোর হয়েছে।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


রাষ্ট্র তার বোঝা কেন টানবে?

১১| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৩

তারেক_মাহমুদ বলেছেন: আগের টার্মে জয়নাল হাজারীরা হাসিনাকে ডুবিয়েছিল এবার সুষ্ঠু ইলেকশন হলে বদিরা ডুবাবে যদিও সুষ্ঠ ইলেকশনের সম্ভাবনা কম।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:



যেহেতু মাদক অভিযানে নেমেছে সরকার, তাকে এই অভিযান শেষ করতেই হবে।

১২| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: অসাধারন একটি পোষ্ট দিয়েছেন। চমৎকার লিখেছেন।
সমস্ত ব্লগার আপনার সাথে একমত।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


১৭ কোটী মানুষ একজনের বিপক্ষে সাক্ষী দেবে, সেই রকম একজন আছে এই দেশে

১৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৭

আবু তালেব শেখ বলেছেন: এমপিসহ ৪৫০মত জনপ্রতিনিধি মাদক ব্যবসায় যুক্ত। আজকের নিউজে দেখলাম

২৪ শে মে, ২০১৮ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


কয়েক হাজার কোটী টাকার ব্যবসা হয়ে গেছে ইতিমধ্যে; নিশ্চয় এতে বড় বড় ব্যবসায়ী আছে।

১৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গত নয় দিনে(১৫-২৩মে) ৪৮জন লোক মারা গেল! X(
স্বরাষ্ট্রমন্ত্রীর নূন্যতম বুদ্ধি থাকলেও এমন কাজ করতো না!

সরকার নিজেদের হাসির পাত্র বানাচ্ছে!!!

২৪ শে মে, ২০১৮ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


ডালপালা কেটে এই মানুষ-খেকো গাছ থেকে রক্ষা নেই, গাছ কাটতে হবে সরকারকে।

১৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৩৫

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


সরকার দেখছি ডালপালা কাটছে; গাছের কি হবে?

১৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪০

হবা পাগলা বলেছেন: সহমত

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:



আশাকরি, শেখ হাসিনা এসব লোকের পাপের বোঝা বইবেন না।

১৭| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:০০

আসিফ ইকবাল তােরক বলেছেন: ক্রসফায়ার কোনো সলিউশন নয়। দেশের বিচার বিভাগ বা আইন ব্যাবস্থা দূর্বল বলেই ক্রসফায়ারের কথা সামনে আসে। ক্রসফায়ার মানে হচ্ছে বিনা বিচারে হত্যা করা। আর বদির কথা বলছেন। এক বছর আগে দেখেছিলাম সমুদ্রসৈকতে শেখ হাসিনার পিছনে দাড়িয়ে ফটোশুট করতে। সেই লোক অবশ্যই ক্ষমতাবান।

২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ইয়াবার রূপকথা ও উহার নায়ককে যুগের পর যুগ কি চলতে দিতে পারবেন, এটা কি সম্ভব?

১৮| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:২৮

আসিফ ইকবাল তােরক বলেছেন: তিনিই এটার উত্তর ভালো দিতে পারবেন। আর ক্ষমতায় থাকতে যেহেতু আর ভোটের দরকার পরে না সেহেতু তিনি চাইলেই সব হবে।

২৪ শে মে, ২০১৮ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


উনাকে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে; পুরো জাতি একজনকে চিনে, জাতি দেখছে উহা কি করছে।

১৯| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:০৪

আকতার আর হোসাইন বলেছেন: আমি একমত মূল হোতাকে শেষ করতে হবে। নাহলে এইটা সাময়িক সমাধান হলেও স্থায়ী সমাধান হবে না।

আর প্রান্ত ভাই এর সাথেও একমত।।কাজটা সেনাবাহিনীককে দিলেও ভালো।হত।

২৫ শে মে, ২০১৮ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা কাজটা সেনা বাহিনীকে দেননি আপাতত:, তবে দেশের ইয়াবা-সিম্বল কে উনি জানার কথা; যতই ডালপালা কাটুক, মানুষ গাছ দেখছে।

২০| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:২৫

কাওছার আজাদ বলেছেন: মূল হোতারা মামুবাড়িতে দুধকলাভাত খাচ্ছে। আর ক্রসফায়ারে মরছে শুধু যদু-মদু-কদুরা।

২৫ শে মে, ২০১৮ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:



জাতির কাছে সেটা এখন সমস্যা হয়ে গেছে; শেখ হাসিনার কাছে উহা সমস্যা হওয়ার কথা।

২১| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি শুধু ইয়াবা সিম্বল নয়, আরো অনেক গডফাদারকেই পরোক্ষভাবে লাই দিয়ে যাচ্ছেন। যাদের মধ্যে নারায়ণগঞ্জের একজনও আছেন। উনার এদের রেখে কী লাভ হয় আমি বুঝি না...

২৫ শে মে, ২০১৮ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:



দেখা যাক, উনি কি করেন; এই ব্যাপারে উনি ছোখ বন্ধ করে বসে থাকতে পারবেন বলে মনে হয় না।

২২| ২৫ শে মে, ২০১৮ রাত ২:১০

সেলিম আনোয়ার বলেছেন: প্রথমে বদি সাহেবকে ক্রসফায়ারে দিলে ক্রসফায়ার নিয়ে সমালোচনা হতনা।

২৫ শে মে, ২০১৮ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:


যারা মারা গেছে, পুলিশের মতানুযায়ী, এরা আমাদের ইয়াবা-সিম্বল থেকে বড়? এটা কি সম্ভব, জাতি বিশ্বাস করবে?

২৩| ২৫ শে মে, ২০১৮ রাত ৩:৪৮

জাহিদ অনিক বলেছেন:

সবাই সব জানে, কেউ কিছু না জানার ভান করে।

২৫ শে মে, ২০১৮ ভোর ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


সরকার যা করেছে, না জানার ভান করার উপায় নেই; ইয়াবা-সিম্বলের দিন শেষ।

২৪| ২৫ শে মে, ২০১৮ ভোর ৪:২৪

নূর আলম হিরণ বলেছেন: নির্বাচনকে ঘিরে সরকারের এই ট্রাম কার্ডটি কাজ করবে। আমারও মনে হচ্ছে বদি গ্রেফতার হবে।

২৫ শে মে, ২০১৮ ভোর ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


না হয় সরকারের মুখ থাকবে না।

২৫| ২৫ শে মে, ২০১৮ ভোর ৬:১১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পুরো দেশের ইয়াবা-সিম্বল কে তা দেশের আপামর জনসাধারণ জানে | কথা হচ্ছে মাদকব্যবসায়ী নিধনের এই আই ওয়াশ ট্রিটমেন্টে মাদক সমস্যার ক্ষনিকের উপশম হলেও পরবর্তীতে এই ক্রসফায়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক্সট্রা ইনকামের পথ হয়ে দাঁড়াবে | সরকার যদি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কিছু সদস্যদের উপরি ইনকামের সুযোগের পথ করে দিতে চায় তবে কিছু বলার নেই |

২৫ শে মে, ২০১৮ ভোর ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা আসলে ক্লান্ত হয়ে গেছেন; আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি মানুষের প্রাণের ব্যাপারে বিশ্বাস করা যায়? আমার মনে হয়, উনি লিলিপুটিয়ানদের হাতে মানুষ মারার লাইসেন্স দিবে নিজকে বেকুব প্রমাণ করছেন।

এটা চালু করেছিলো তারেক ও উহার আম্মজান; এখন শেখ হাসিনা উহাদের অনুসরণ করেছেন, ভয়ংকর ব্যাপার।

২৬| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: সহমত আপনার সঙ্গে। তবে ইয়াবা তো বিদেশীরা এনে ব্যবসা করেনা। আফ্রিকার কৃতদাস ব্যবসায় কৃতদাস হিসাবে সকালে বা কোনও নির্জন স্থানে স্বদেশী কালোরাই ওৎ পেতে থাকতো একজনকে খাঁচা বন্দি করে আমেরিকায় চালান দিতে। এই স্বদেশীরাই হল সমস্ত কুকীর্তি মুলে। কঠিন আইন চালু হলেও ফলোয়াপ যদি না থাকে তাহলে কোনও লাভ হবেনা।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


মাদকের জন্য যদি কারো ১ জনের প্রাণ যায়, ১৭ কোটী মানুষ জানেন, সেই লোকটি কে! সুতরাং সরকার যা করছে এতে মানুষের আস্হা থাকবে না।

২৭| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:১৭

হাঙ্গামা বলেছেন: বদির বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার পেছনে হয়তো সরকারের অন্য কোন পরিকল্পনা রয়েছে, তা না হলে সব জেনে শুনে ও কেন নির্লজ্জের মত তার পক্ষে সাফাই গাইছে?
আজকে পত্রিকায় দেখলাম --- "বদির বিরুদ্ধে কোন ব্যবস্থা নয়"

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


সরকারের পরিকল্পনা মানুষ কোনদিন জানেনি, তাই বাংলার সর সরকার প্রধান নিগৃহিত হয়েছে।

২৮| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৩১

অদৃশ্য বালক বলেছেন: ক্রসফায়ারে না দিয়ে যারা ইয়াবা ব্যবসায় জড়িত তাদের ইয়াবা খায়িয়ে ধীরে ধীরে মারা হোক।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা জিয়া পরিবারকে অনুসরণ করেম; তিনি জেনারেল জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজম চালু রেখেছেন; বেগম জিয়ার আবিস্কার "ক্রস ফায়ার" চালু রেখেছেন; উনার নাম ইতিহাসের কালো অধ্যায়ে প্রবেশ করবে।

২৯| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৩৬

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বিশ্বস্ততার মানদন্ডটা দেখতাছে তো দেশবাসী,আর আপনার মত দুরের অভীবাসিরা যারা দেশের শুভকামী।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন:



মাদকের ব্যাপারটা সবার কাছে খুবই পরিস্কার, শেখ হাসিনা ঠিক পদক্ষেপ নিতে হবে, না হয়, উনি নিজকে অপমানিত করবেন মাত্র।

৩০| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:২১

কানিজ রিনা বলেছেন: সময় উপযোগী একটা পোস্ট দিয়েছেন।
কোটিপতি মাদক সম্রাটদের ক্রসফায়ারে
দিলে আর মাদক সাপলাই হবেনা ছোট
ছোট মাদক ব্যবসায়ীরা হতাস হয়ে মাদক
ব্যবসা থেকে ফিরে আসবে। ছোটখাটো
মাদক ব্যবসায়ীদের ক্রসফায়ারে দিয়ে
লাভ নাই কারন এরা ডাল পালা।
গাছ শুদ্ধ উপরিয়ে ফেলার ব্যবস্থা করতে
হবে। ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



১৭ কোটী মানুষ এটাই বুঝতেছে; দেখা যাক, শেখ হাসিনা কি বুঝতেছে

৩১| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:১২

বিষাদ সময় বলেছেন: ইহা "ব্লগনীতি" নহে "রাষ্ট্রনীতি" ইহার মর্মভেদ করা বড়ই কঠিন......................

২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ রাস্ট্রীয় নীতিতে চলছে না; মিলিটারীর ক্ষমতা দখল রাষ্ট্র নীতি নয়; মিলিটারী এসে এই দেশকে কক্ষচ্যুত করে গেছে।

৩২| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

সনেট কবি বলেছেন: সময় উপযোগী পোস্ট

২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


এবার শেখ হাসিনা মানুষের চোখে ধুলা মারতে পারবেন না।

৩৩| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: জনাব, এই কিছু ব্লগারের জন্য অন্যরা উৎসাহিত হয়ে বাজে জিনিস লিখতে পারে। আমি ভাবছি, কাভা ভাই কি বুঝে ওকে প্রথম পাতায় অনুমতি দিলো? অন্যরা মাসের পর মাস ভালো জিনিস লিখে সেফ হচ্ছে না X((

২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


এডমিনরা নিজেদের দায়িত্ব জানেন, এবং উনারা সামুকে মোটামুটি ভালোভাবেই চালানোর চেষ্টা করছেন বলেই আমার ধারণা।

৩৪| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:০৬

রসায়ন বলেছেন: ঝিকে মেরে বউকে শেখানোর কাজ চলছে । এতেও কাজ না হলে বৌকেই মারা হবে ।

২৫ শে মে, ২০১৮ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:



এগুলো নিজের ঝি নয়, এগুলো কারো না কারো বাপ, কারো স্বামী

৩৫| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:২৩

শিখণ্ডী বলেছেন: বদির বেয়াই তো টেঁসে গেছে।

২৫ শে মে, ২০১৮ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


তাই নাকি, কখন?

৩৬| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:১১

শিখণ্ডী বলেছেন: বদির বেয়াই

২৬ শে মে, ২০১৮ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:


ইয়াবা কিং পালিয়ে যাবে হয়তো

৩৭| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:১৮

ইমরান আশফাক বলেছেন: ঐ সকল গলাবাজ পলিটিশিয়ানরা মনে করে আমাদের দেশের লোকগুলি আবাল বিশেষ, ওদের যা বলবে তাই তারা বিশ্বাস করে নেবে। অবশ্য এই বিশেষ ওদের আছে বিধায়ই ওরা স্বনামধন্য পলিটিশিয়ান আর আমরা আবাল বাংগালী।

২৬ শে মে, ২০১৮ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:



মাদকের বেলায়, এবার বোধ হয়, গলাবাজির পথ বন্ধ হয়েছে; মানুষ সবকিছু দেখছে

৩৮| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:২১

উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনি ব্লগে এইভাবে প্রকাশ্যে বদিকে ক্রশ ফায়ারে দেবার ওকালতি করছেন দেখে হতাশ হলাম। মাদক ব্যবসায়ীদের ক্রশ ফায়ারে দেওয়া হয় যাতে গড ফাদাররা থাকে ধরা ছোয়ার বাইরে। বিএনপি যা করেছে অতীতে আওয়ামী লীগ এখন তাই করছে। অবিলম্বে এই ক্রশ ফায়ার বন্ধ করা হোক। আসল গড ফাদাররা আড়ালে থাকবে অন্যদিকে মাশুল দেবে চুনোপুটিরা - সেটা মেনে নেয়া যায় না।

২৬ শে মে, ২০১৮ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:



আমি বিনা বিচারে হত্যার বিপক্ষে; আমি বলছি, ওরা যা করছে, সেটা হলো ডালপালা কাটছে।

৩৯| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আগাছা'র মূল তুলে ফেলতে হবে। পাতা-লতা কাটছাঁট করে লাভ নেই।

২৬ শে মে, ২০১৮ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:



ইয়াবা কিং জেলে যাবে, কিংবা পালিয়ে যেতে হবে। সরকার তাকে টার্গেট করেছে।

৪০| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্ট টি আবার পড়তে এলাম। পড়লাম।
শেখ হাসিনা বলেছেন মাদকের পর দুর্নীতিবাজদের ধরা হবে। দুর্নীতিবাজদের যদি স্যতি স্যতি ধরে তখন খেলা জমবে। উনার দলেও প্রায় সবাইই দুর্নীতিবাজ। সেই খেলা দেখার অপেক্ষায় আছি। দেখি কি হয়।

২৯ শে মে, ২০১৮ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগে ২ জন থাকবেন: শেখ হাসিনা ও মতিয়া চৌধুরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.