নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

২য় সয়াটেলাইটের প্রস্তুতি নাকি শুরু হয়ে গেছে; শেখ হাসিনা কি আসলেই বিন তুঘলক?

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:২২


News Link

বাংলাদেশের ১ম স্যাটেলাইট ইতিমধ্যে তার কক্ষপথ খুঁজে পেয়েছে কিনা কে জানে! কলাবাগান থেকে নাকি দেখা গেছে, উহা নিজের কক্ষপথে আছে; কলাবাগানের লোকজন যখন দেখেছে, উহা আমরা বিশ্বাস করতে পারি। তবে, ফাইন্যানসিয়েলী ইহা বিশাল ক্ষতিপুর্ণ বিনিয়োগ: উহা আমাদের টেকনোলোজী নয়, আমাদের জ্ঞান নয়; উহা আমাদের গরীব মানুষদের ভাগের টাকা ও আওয়ামী ক্যাডারদের হাততালি মাত্র।

এখন সংবাদে পড়লাম, শেখ হাসিনা বলছেন, ২য় সয়াটেলাইটের প্রস্তুতি নাকি শুরু হয়ে গেছে! শেখ হাসিনার মাথা ঠিক আছে কিনা ভাবনার বিষয়! উনি বিজ্ঞানী নন, টেকনোলোজিষ্ট নন, উনি অর্থনীতি জানার কথা নয়; উনি হঠাৎ করে স্যাটেলাইট নিয়ে কেন এত ব্যস্ত হয়ে গেলেন? মনে হচ্ছে, যারা ১ম সয়াটেলাইট থেকে লাভবান হয়েছে, উহারা উনার মাথায় কদুর তেল লাগাচ্ছে; কিংবা 'বংগবন্ধু' শব্দটা উনাকে বেকুবে পরিণত করেছে, উনি চান 'বংগবন্ধু' শব্দটা সমগ্র আকাশ দখল করুক।

আগের স্যাটেলাইট নিয়ে অনেক গর্ব করেছেন অনেক বেকুবেরা, লাভবান হয়েছে সামান্য কয়েকজন বাংগালী, ফ্রান্স ও আমেরিকার ২টি কোম্পানী মাত্র। ইহা কোনদিন যদি কাজে লাগে ভালো কথা; তবে, কাজে না লাগার বিরাট সম্ভাবনা আছে; সবচেয়ে বড় কথা, উহার জন্য আগামী ১৫ বছর খরচ করে যেতে হবে।

এখন আরেকটি স্যাটেলাইট কোন অবস্হায় দরকার নেই; দেশের শিক্ষিতদের কাজ হবে শেখ হাসিনাকে থামানো। উনাকে থামাতে হলে, ভদ্র ভাষায় উনাকে বুঝাতে হবে; উনি প্রতিবাদ মতিবাদে উল্টো ক্ষেপে যান; উনি একবার ক্ষেপে গেলে তখন উনাকে থামানো মোটামুটি অসম্ভব। এখন দেশের শিক্ষিতদের কাজ হবে, উনাকে কোনভাবে বুঝিয়ে সুঝিয়ে ২য় স্যাটেলাইট থেকে সরায়ে আনা।

স্যাটেলেইটের সাথে যুক্ত বাংগালীরা ও ফ্রান্স আমেরিকার কোম্পানীগুলো উনার মাথায় কদুর তেল লাগাবে ও 'বংগবন্ধু'র নামে স্যাটেলাইট পাঠায়ে বাংগালীদের পকেট কাটবে। আপনারা যারা গতবারের নাসির উদ্দিন হোজ্জার গাধাকে আকাশে যেতে দেখেছেন, তারা এখন থেকে ভাবার শুরু করেন, কি করে আমাদের বিন তুঘলককে থামাতে হবে।

মন্তব্য ১১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৬

মুরাদ পাভেল বলেছেন: মগের মুল্লুকের দেশ এই দেশ

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের কপালে জুটেছে হাল আমলের মোহাম্মদ বিন তুগলক

২| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৬

ভোরের সূর্য বলেছেন: হে: হে: হে: তাহলে বোঝা যাচ্ছে প্রথমটা থেকে বেশ ভালই পকেট ভারি হয়েছে। তাই নতুন আরেকটা খেলনা কেনার প্রস্তুতি।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


উনি মনে হয় আকাশে ঘুড়ি দেখতে পছন্দ করেন। গরীব মানুষদের টাকাগুলো দুষ্টরা সহজেই নিয়ে নিচ্ছে।

৩| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এভাবে বলবেন না! কলাবাগান আর হাসান রাগ করবে।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


কলাবাগান থেকে নাকি হোজ্জার গাধাকে দেখা যায়; ২/১ জন আকাশে নাকি 'এক টুকরা বাংলাদেশ'ও দেখছেন!

৪| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কলাবাগান এবার আমার সাথে আপনাকেও গুহায় পাঠাবে।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


আমরা ২ জন একই গুহায় থাকতে পারবো?

৫| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৮

রানা আমান বলেছেন: উনি বুঝেও বুঝবেন না । যে কোন পজিটিভ চিন্তা উনার আগে অন্যকারুর মাথায় যদি আসে তাহলে ঐ চিন্তা গ্রহনযোগ্য হবেনা উনার কাছে ।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


সঠিক, কেহ যদি উনার থেকে ভালো বুঝে, সেই লোকের স্হান উনার কাছে নেই; উনি লিলিপুটিয়ানদের লালন পালন করেন।

৬| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১

নাজিম সৌরভ বলেছেন: হা হা হা, একটি স্যাটেলাইট আজ আমাদের নতুন করে মহান মুহম্মদ বিন তুগলকের কথা মনে করিয়ে দিল !

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


স্যাটেলাইট ব্যতিতও উনার অনেক কাজ উনাকে বিন তুগলকে পরিণত করেছে।

৭| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় , মহাকাশ গবেষণা একটি চলমান পক্রিয়া। দেশ ও জাতিকে এর সুফল পেতে গেলে একটু তো সময় দিতেই হবে। আর তাছাড়া মহাকাশ গবেষণা করে দেশের কোনও মঙ্গল হয়নি উল্টে অর্থনীতি ভেঙে পড়েছে, এমন দেশ বিশ্বে একটিও নেই।। কাজেই দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে আসুন আমরা সবাই এহেন পরীক্ষার সাফল্যের জন্য অপেক্ষা করি।

আর বিন তুঘলক কিন্তু খুব পন্ডিত মানুষ ছিলেন। যুগ থেকে তিনি অন্তত পাঁচশো বছর এগিয়ে ছিলেন। অভাব ওনার ছিল ধৈর্যের, যেটা আবার মাননীয়া প্রধানমন্ত্রীর আছে বলে আমার বিশ্বাস।

অনেক শুভ কামনা আপনাকে।

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের স্যাটেলাইট আকাশ গবেষণার জন্য নয়। বাংলাদেশ, আফগানিস্তান, ইথিওপিয়ার জন্য আকাশ গবেষণার সময় হয়নি এখনো।

৮| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার একটা নিষ্পাপ প্রশ্ন ছিল সংসদে - স্যাটেলাইট উৎক্ষেপণে দেশে-বিদেশে সব বাঙালি খুশিতে উদ্বেলিত। সব মানুষ যখন এত খুশি, বিএনপির কেন দুঃখ? যেহেতু বিএনপি নেই। তাহলে মনে হয় আপনাকেই করা হয়েছে প্রশ্নটি...

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


সংসদে সবগুলো উনার কলাগাছ, ও ভাঁড়; উনি যাহা বলুক না কেন, উহারা হাতে তালি দেবে!

৯| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ঢাবিয়ান বলেছেন: আমারতো ধারনা ছিল কলাবাগান, কালবৈশাখি ও আপনি একই গ্রুপের। মনোমালিন্য হল নাকি?

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আমার সাথে কারো মনোমালিন্য হয় না; ব্লগে এমন কিছু নেই যে, যা নিয়ে মনোমালিন্য হতে পারে।

১০| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর ৬ মাসে পদ্মা সেতু শেষ হবে তো? খরচ নাকি আবারও বেড়েছে। মনে হয় বঙ্গবন্ধু-২ দিয়ে কাভার করা হবে পদ্মা সেতুর খরচ...

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


যেই পরিমাণ টাকা পদ্মায় যাচ্ছে, তাতে ২টি সেতু হওয়ার কথা; এজন্যই চীনাদের আনা হয়েছে।

১১| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

শাহাদাত নিরব বলেছেন: খুব সহজ হিসেব
দোকানদার যখন কোনো জিনিস পত্রে বেশি লভ্যাংশ পাবে ওটা বার বার বিক্রির চেষ্টা করবে।
প্রিয় লেখক -
আমরা কি সেই লেভেলের অর্থনীতিতে পৌঁচে গেছি যে আমাদের আরেক টা স্যাটেলাইট লাগবে ?

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



১ম সতাটেলাইটটা আমাদের বেশ পরিমাণ টাকা নষ্ট করেছে; টাকার অভাবে আমাদের কিশোরীরা চাকরাাণীতে পরিণত হচ্ছে ; ২য় স্যাটেলাইট পাঠানো বন্ধ হবেই হবে।

১২| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি তো ঠিকমত প্রতিউত্তরও করতে পারেন না??X(

১. সয়াটেলাইট, তুগলক, বংগবন্ধু; এসব বানান ভুল কেন ভাইয়ু??
নকল করা জেনারেশন??;)

২. আপনি নিজেই একটা লিলিপুটিয়ান!
৩. হাচু আপাকে পছন্দ? নাকি আবার মেকাপ ম্যাডামের দলে ভিড়লেন??;)



অহংকারীর ট্রাক্টর
ভেঙে দাও, গুড়িয়ে দাও:P

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


জাতির মানুষ ইুরোপ, আফ্রিকায় সুযোগ খোঁজার জন্য বনজংগল হয়ে লিবিয়া, সাউথ আফ্রিকা যাচ্ছে, উনি ২য় ২য় স্যাটেলাইট নিয়ে কথা বলছেন; উনি আসলই বিন তুঘলক।

১৩| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

কলাবাগান১ বলেছেন: ম্যাওপ্যাও পোস্টে সময় নস্ট...

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


এবার মনে হয়, আপনার টনক নড়বে!

১৪| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

কাওসার চৌধুরী বলেছেন: শেখ হাসিনার বক্তব্যটি যদি সঠিক হয় এবং দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উড়াতে যদি সত্যি সত্যি প্রস্তুতি শুরু হয় তবে তা শেখ হাসিনার অজ্ঞতাই নয়, চরম মূর্খতা। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এখনো কক্ষপথে গিয়ে পুরোপুরি সক্রিয় হতে পারেনি, তার উপর এ ঘোষণা!!

উনি কী চান মাথা মোটা বুদ্ধিহীন এ জাতিকে স্যাটেলাইটের আলোয় আলোকিত করতে? নাকি বাংলাদেশ একটি নাসার ফ্যাক্টরী বানাতে? নাকি আকাশে বঙ্গবন্ধুর নামটি উড়িয়ে দিয়ে "বাবার নামে আকাশটি কিনে নিতে"?

বঙ্গবন্ধু-১ উৎক্ষেপনের পর প্রজেক্টটি অলাভজনক জেনেও এর পক্ষে অবস্থান করেছিলাম। কারণ, তার কিছু যৌক্তিক ভিত্তি ছিল। যা আমার আর্টিক্যালটিতে বলেছি। আমার লেখার উদ্দেশ্য ছিল না আওয়ামীলীগকে, শেখ হাসিনাকে প্রমোট করা বা কারো দালালী করা। জীবনে এখন পর্যন্ত নিজের বিবেক থেকে যা সঠিক মনে করেছি তাই বলেছি, লেখেছি।

কোন যৌক্তিক কারণ ছাড়া বঙ্গবন্ধু-২ আকাশে উড়লে আমি এর ঘোর বিরোধীতা করবো।

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছিলেন, "আকাশে একট টুকরা বাংলাদেশ", উনি আরেক টুকরা যোগ করছেন!

১৫| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

কাওসার চৌধুরী বলেছেন: Click This Link

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনা সঠিক ছিলো বলে মনে হয় না।

১৬| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ক্ষতি কি যদি সম্ভব হয়!
পদ্মা সেতু একটা হচেছ
আর একটা হলে দোষ কি?
আমার একটা বই আছে বলে
আর একটা বই কিনতে পারবোনা
এমন শর্ত আছে নাকি?

আমার এ মন্তব্য সিরিয়াসলি নিলে
বুঝতে হবে আপনার লিলিপুটিয়ান মস্তিস্ক!!

০৬ ই জুন, ২০১৮ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


আমি আপনার কোন কিছুই সিরিয়াসলি নিই না; এক ব্লগে ১ জন লিলিপুটিয়ানই মানানসই।

১৭| ০৬ ই জুন, ২০১৮ রাত ৮:৪৬

ঢাবিয়ান বলেছেন: দেশের তরুন তরুনীরা এখন নাসা বানাচ্ছে।দুইটা কেন দরকার হলে দশটা স্যটেলাইট পাঠাবে।

০৬ ই জুন, ২০১৮ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


ওরা কি স্যাটেলাইট বানাচ্ছে, নাকি ইয়াবালাইট বানাচ্ছে?

১৮| ০৬ ই জুন, ২০১৮ রাত ৮:৫০

তারেক_মাহমুদ বলেছেন: হাচিনা আপার মহাজ্ঞানী আইসিটি উপদেষ্টাই মনে হয় এসব উনার মাথায় ঢুকাচ্ছে।


আর কলাবাগান থেকে দেখা যাওয়ার বিষয়টি খুবই বিনোদন মুলক হয়েছে।

০৬ ই জুন, ২০১৮ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


কলাবাগান থেকে দেখা যাওয়া ইন্টারেষ্টিং ব্যাপার।

১৯| ০৬ ই জুন, ২০১৮ রাত ১০:১৫

নীলপরি বলেছেন: লেখাটা দারুণ ভাবে উপস্থাপণ করেছেন । আশাবাদী থাকা ভালো ।

০৬ ই জুন, ২০১৮ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:


কিছু টাকা নষ্ট হবে, ২য় স্যাটেলাইট পাঠানোর আগে, উনার থেকে মাহাথিরের দেখা হবে; তখন তিনি বুঝতে পারবেন যে, অনারণে ঘুঁড়ি উড়ানোর দরকার নেই।

২০| ০৬ ই জুন, ২০১৮ রাত ১০:১৬

শামচুল হক বলেছেন: মাঝে মাঝে আপনার কিছু কথা খুব ভালো লাগে। এ পোষ্টও তাই।

০৬ ই জুন, ২০১৮ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


মাত্র মাঝে মাঝে? আমাকে আরেকটু মনোযোগী হতে হবে, দেখছি!

২১| ০৬ ই জুন, ২০১৮ রাত ১০:৫৯

শহীদ আম্মার বলেছেন:
"বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ
কলাবাগানের মাথার উপর স্যাটালাইট উঠেছে ঐ"


"কি করি আজ ভেবে না পায়
পথ হারিয়ে কোন বনে যায়,
কি করি আজ ভেবে না পায়
পানির ভেলা আকাশে উড়ায়।"

০৬ ই জুন, ২০১৮ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


ছড়া/কবিতা চেষ্টা করেন, না পারলে নকল করেন!

২২| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:১৪

শহীদ আম্মার বলেছেন: কলাবাগানের লোকজন যেভাবে লুটপাট করে দেশের বায়তুল মাল খালি করে দিয়েছে তাতে ধার কর্য করেই চলতে হচ্ছে।

০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া ১৯৭৫ সালে হত্যাকান্ড ঘটানোর কারণে, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা এই দেশকে নিয়ে খেলার সুযোগ পেয়েছে; জাতিকে পেছনে নিয়ে গেছে এরা সবাই মিলে।

২৩| ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: আমি শেখ হাসিনাকে বুঝতে পারি না।

০৭ ই জুন, ২০১৮ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:



উনি নিজেও তেমন কিছু বুঝেন না; পাগলামী করে গেলো সারা জীবন

২৪| ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাহাতির কিন্তু সিঙ্গাপুরের সাথে একটা ব্রিজ প্রকল্প(বিশাল বাজেটের) বন্ধ ঘোষণা করেছেন। ওটাতে নাকি মালয়েশিয়ার তেমন লাভ হবে না...

০৭ ই জুন, ২০১৮ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


মাহাথিরের মাথায় মগজ আছে, আমাদের গুলোর মাথা খালি

২৫| ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:২১

শহীদ আম্মার বলেছেন: বাংলাদেশের যে কোন সচেতন নাগরিক এটা ভাল করে জানে যে যুদ্ধকালীন সময় থেকে শুরু করে শেখ সাহেব এবং তার পরবর্তী কোন সরকারই দেশের জন্য ভাল সিদ্ধান্ত দিতে পারেনি। আমরা সবার অপরাধ বা অযোগ্যতাকে সমান চোখেই ঘৃণা করি। অন্যায় অযোগ্যতা এবং অপরাধের যাত্রা ৭৫ থেকে শুরু হয়নি। এটা শুরু হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই । মাঠের মুক্তিযোদ্ধারাই দেশকে স্বাধীন করে নিয়ে এসেছে। মুজিবনগর সরকার দায়িত্বজ্ঞানহীন এবং রাষ্ট্রের উদাস অবিভাবকত্বের কারণে প্রশ্নবিদ্ধ। যুদ্ধ পরবর্তী সময়ে শেখ সাহেবের নিয়ত কেমন ছিলনা জানিনা তবে তিনি কিছু কিছু বিষয় বাদে অধিকাংশ বিষয়ে রাষ্ট্রনায়োকচিত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। ৭৫ এর আগ পর্যন্ত দেশের অস্থির পরিস্থিতি নিশ্চয় রাজাকার বা দেশ বিরোধীরা তৈরী করেনি।
আমাদের সকল ভূলকেই ভূল বলেই স্বীকার করতে হবে। পাপ আপনি করলেও পাপ আমি করলেও পাপ।
তাই দেশকে এগিয়ে নিতে চাইলে চিন্তার ঐক্য দরকার। চিন্তা আর আদর্শিক বিভক্তিগুলোকে এমনভাবে আমাদের সমাজে উস্কে দেওয়া হয়েছে যে আমরা একটা আবরণের উপর দাঁড়িয়ে আছি। ভিতরটা পুরোই খালি। ভাল কোন নেতা না আসলে এদেশ সোমালিয়া হয়ে যেত পারে যে কোন সময়।

০৭ ই জুন, ২০১৮ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব মানুষের ভালো করার জন্য কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন; কিন্তু জিয়া জাতিকে ক্রীতদাসে পরিণত করার পথে নিয়ে গেছেন।

২৬| ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: যোগাযোগ খাতের ব্যাপস উন্নতি হয়েছে।

টেলিটকের গ্রাহক ৫০ লক্ষ ছিলো।এখন ১৫ লক্ষ।। সালমেন জি রহমান এখব মড়ল হয়েছে।

স্যাটেলাইট থেকে ফ্লাইরঅভারের উপর পানির নদী হয়েছে। তার ছবি পাঠায়েছে।

খুব উননয়ন চলিতেছে । সা থে সারকাচ...

০৭ ই জুন, ২০১৮ রাত ২:০৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা আধুনিক বিশ্বকে বুঝতেছেন না; উনার আশেপাশে উনি লিলিপুটিয়ানদের স্হান দিয়েছেন।

২৭| ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:৫৫

পিকো মাইন্ড বলেছেন: উনার কাজ ঘোষণা দেয়া। বিন্পি যদি ৫০০ বছর পর কোন একটা যান মহাকাশে পাঠায় তখন সহজেই কৃতিত্ব নেয়া যাবে।

০৭ ই জুন, ২০১৮ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'কে বিলুপ্ত করা দরকার, এটা জল্লাদদের দ্বারা প্রতিষ্টিত দল।

২৮| ০৭ ই জুন, ২০১৮ রাত ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:

বাংলাদেশ ব্যাংক হ্যাকিং এর কোন হদিস মিলছে!!
যাক,পুরাতন কথা বাদ দিলাম এটা কে বা কারা করছে :P


জাতির পেটে ক্ষিদে তাতে কী হয়েছে; প্রযুক্তিগত উন্নতি না হলে চলে...
ঘুড়ি না উড়াতে পারলে যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারবে না।।

০৭ ই জুন, ২০১৮ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:



অন্যেরা হয়তো জাতিকে ইডিয়টই বলছে; রিলিফ খেয়ে, অন্যের থেকে ঘুড়ি কিনলে কেহ সুনাম করবে না।

২৯| ০৭ ই জুন, ২০১৮ রাত ২:০০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: উন্নয়নের অপ্রতিরুদ্ধ এই গতি! ঠেকানো সাধ্য কার? (উস্কানীতে মানুষ যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন, ২য় সেটেলাইটের উদ্যোগ তারই প্রমাণ।)

০৭ ই জুন, ২০১৮ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:


উনাকে সময় করে, মাহাথিরের সাথে একদিন বসতে হবে; তাতে উনি এসব বেকুবী কমায়ে আনতে পারবেন।

৩০| ০৭ ই জুন, ২০১৮ রাত ২:০৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: কি যে বলেন ভাই!
তিনি যথেষ্ট শিক্ষিত আর জ্ঞানী, নিজের পছন্দের মানুষ ছাড়া আর কারোর জ্ঞান নেন না। মাহাথির যদি ওনার পছন্দ হতো, দেশের রূপ বদলে যেতো, এতো সৌভাগ্য কি জাতির আছে?

০৭ ই জুন, ২০১৮ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:


উনার কেবিনেটে উনি ইচ্ছাপুর্বক "কমবুদ্ধিমানদের" স্হান দিয়েছেন; ৩৭ বছর পর, উনার বুঝার দরকার যে, জাতি অন্যদের তুলনায় খুবই খারাপ পজিশনে আছে।

৩১| ০৭ ই জুন, ২০১৮ রাত ৩:২৪

কাওসার চৌধুরী বলেছেন: আমার ভাবনা আর মূর্খ রাজনীতিবিদদের ভাবনা সমান হওয়ার কথা নয়। তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উড়িয়ে রাজনীতির মাঠ দখল করতে চায়, আবাল জনগনকে স্যাটেলাইটের মিথ্যা আলোয় আলোকিত করতে চায়। এজন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে আমার ভাবনা আর দূরদৃষ্টির সাথে শেখ হাসিনার গলাবাজির কোন মিল নেই।

০৭ ই জুন, ২০১৮ রাত ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমি কি আলাদা কোন স্যাটেলাইট পাঠায়েছেন (যেটা নিয়ে লিখেছেন, "আকাশে এক টুকরা বাংলাদেশ" )?

৩২| ০৭ ই জুন, ২০১৮ রাত ৩:৫৩

কাওসার চৌধুরী বলেছেন: দেখুন বাংলাদেশে কোন বিষয়টি নিয়ে রাজনীতি হয়না? এখন পদ্ধা সেতু এই সরকারের আমলে হচ্ছে বলে এই সরকারকে গালি দেব? এই পদ্ধা সেতু নিয়ে, অতিরিক্ত বাজেট নিয়ে কম কথা হয়নি। এখনো হচ্ছে। এখন আমি যদি পদ্ধা সেতু হওয়ার পর দেশের অর্থনৈতিক ক্ষেত্রে কী কী ইতিবাচক পরিবর্তন আসতে পারে তা নিয়ে লেখি তাহলে কী এটা আমার অন্যায় হবে বা সরকারের দালালী হবে?

আমি বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট নিয়ে এই দৃষ্টভঙ্গীতে আলোকপাত করেছি। কারণ, দেশটা কারো বাপ দাদার জমিদারী নয়। সরকার যে টাকা খরছ করে এগুলো করছে এর একজন অংশিদার আমিও।

০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:১২

চাঁদগাজী বলেছেন:


পদ্মাসেতু হলো একটা ইনফ্রাষ্ট্রাকচার, ইহা দরকারী, ইহাকে ভাড়া করে পদ্মার উপর স্হাপন করা যায় না; কিন্তু স্যাটেলাইটের কাজটা "ভাড়ায়", এবং হাজার গুণ কম খরচে চলছে।

৩৩| ০৭ ই জুন, ২০১৮ ভোর ৪:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি এতটা গাধা জানতাম না।

এত দিন গুজব ছড়াইছেন স্যাটেলাইটের খরচ সরকারের, মালিকানা বেক্সিমকোর।
তার আগে বাশের কেল্লার গল্প ছাড়ছিলেন - রামপালে ১৫% বিনিয়গ করে ৭৫% লাভ ভারতের!
এরপর ধরা খেয়েও লজ্জা হয় নি।
এখন একটা পাদ দিলেন আর ছাগুর দল আমিন আমিন করছে, আর আপনি আনন্দে লাফাচ্ছেন।

প্রথম স্যাটেলাইট যৌক্তিক হলে ২য় ৩য় ..সব যৌক্তিক।
পৃথিবীর কোন দেশ টাকা উপার্জনের জন্য বিনিয়োগ করে না। করে জনকল্যানের জন্য। সেটা রাস্তা হোক, পার্ক হোক, ট্রেন হোক।
বাংলাদেশে রাষ্ট্রিয় ৪ টি চ্যানেল সহ ৩৮টি টিভি চ্যানেল আছে (চালু৩৫টি), এরা বিভিন্ন বিদেশী স্যাটেলাইট ভাড়া করে চালায়। একএকটি চ্যানেলের ভাড়া বছরে দেড় থেকে ২ মিলিয়ন ডলার।
বাংলাদেশের নিজস্য স্যাটেলাইট থাকলে ৩৮টি টিভি চ্যানেলকে মাগনা ভাড়া দিলেও বছরে ৬৮ মিলিয়ন ডলার ফরেন কারেন্সি বাংলাদেশেই থাকবে। এটা লাভের চেয়েও বেশী। (যদিও মাগনা দিবেনা বাজার দরেই দিবে)

২০০৭ সাইক্লোন সিডরের সময় বাংলাদেশের সকল যোগাযোগ নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছিল, তখন ভারতের কাছে ট্রান্সপন্ডার চেয়েও পায়নি বাংলাদেশ, পরে ইন্দোদেশীয়ার পালাপা বিটু স্যাটেলাইট ভাড়া করে কোন মতে যোগাযোগ সম্ভব হয়েছিল।
এখন বাংলাদেশের নিজস্য থাকলে এসব নিয়ে আর চিন্তা করতে হবে না।

প্রথম স্যাটেলাইট মেয়াদ ১৫ বছর, যোগাযোগ অব্যাহত থাকতে হলে ২য় টি লাগবেই। এখন অর্ডার দিলে ৬-৭ বছর লেগে যাবে। প্রথম স্যাটেলাইট অর্ডারের সময়ই ২য় ৩য় ..সব পরিকল্পনা ছিল, থাকতেই হবে। নির্বিঘ্ন যোগাযোগের জন্য দুএক বছর সময় হাতে রাখতেই হবে।
সবকিছু চলবে পরবর্তি টেকনলজি পরিবর্তন না হওয়া পর্যন্ত।

আপনি গাধার মত বলে যাচ্ছেন একটা থাকতে আরেকটার কি দরকার!
গাধামির একটা সীমা থাকা দরকার।

০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ৬ থেকে ১০ বছর বয়সের ৪১ লাখ স্কুলের বাহিরে আছে; আপনার বাচ্চা নিশ্চয় স্কুলের বাহিরে নেই।

৩৪| ০৭ ই জুন, ২০১৮ ভোর ৪:২০

অক্পটে বলেছেন: আপনার এই লেখাটা পড়ে আমি বুঝতে পারলাম যে আমি আনেকদিন যাবত হাসিনা। আজ হাসলাম! ধন্যবাদ হাসানোর জন্য।

১. আপনারা যারা গতবারের নাসির উদ্দিন হোজ্জার গাধাকে আকাশে যেতে দেখেছেন, তারা এখন থেকে ভাবার শুরু করেন, কি করে আমাদের বিন তুঘলককে থামাতে হবে।

১. কলাবাগান থেকে নাকি দেখা গেছে, উহা নিজের কক্ষপথে আছে।
অম্ভব বিনোদন এই দুটো পয়েন্টে।


একটা বিরাট শিশু ভীষণ হেয়ালীপনায় দেশ চালাচ্ছে। শিক্ষিত অশিক্ষিত লুটেরা গুলো তালি বাজাচ্ছে আর বাহবা দিচ্ছে। কিছু অন্ধ বেকুব তার এই কুশাসনকে সমর্থন দিয়ে যাচ্ছে।

আমি ব্লগে এসে ঘুড়ে ফিরে যাই, আপনার এবং আরো কয়েকজনের লেখা পড়ে যাই। মন্তব্য লেখার ইচ্ছে থাকলেও সময় দিতে পারিনা। মন্তব্যের প্রতিউত্তর যেমনই দেন একটা প্রশ্নের জবাব অবশ্যি দিবেন। তা হলো 'খেয়াঘাট' নামে আমাদের একজন ব্লগার ছিলেন তার অনুপস্থিতিটা খুব দীর্ঘ হচ্ছে। তার সম্পর্কে কি কিছু জানেন? কেমন আছেন, কোথায় আছেন বা কেন লিখেননা?

০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


খেয়াঘাটকে মনে পড়ছে; কখন নীরবে সরে গেছেন, মনে পড়ছে না।

শেখ হাসিনার যেই মিশন ছিলো, সেটা পুরণ হয়ে গেছে; এখন উনি হেসেখেলে সময় কাটাচ্ছেন।

৩৫| ০৭ ই জুন, ২০১৮ ভোর ৫:২৪

সোহানী বলেছেন: হাহাহাহাহা............. হাঁ স্যাটেলাইটা কক্ষপথে আছে কিনা তা শুধু কলাবাগান থেকেই দেখা যায় অন্য কোথাও নয় কিন্তু। এবং সাথে থাকতে হবে কালবৈশাখী ও স্পার্টাকাস৭১ এর বানানো টিনের চশমা।

আপনার ভাবনাকে সমর্থন করি। কারন অামরা এখনো এমন পর্যায়ে পৈাছাতে যেখানে স্যাটেলাইট নিয়ে বিলাশিতা করতে পারি। যেখানে মৈালিক চাহিদায়ই আমরা পূরণ করতে পারিনি সেখানে এ ধরনের অর্থের অপচয় কেন করা হচ্ছে তা নিয়ে কি সরকার পর্যায়ের মাথা ব্যাথা আছে? না নেই, কারন ওই যে কালবৈশাখী ও স্পার্টাকাস৭১ এর মতো মানুষদের বানানো টিনের চশমা পড়ে সবাই ঘুরে আর উন্নয়নের জোয়ারে ভেসে যায়..........

০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগার কালবৈশাখী মনে হয়, ছাত্র জীবনে রাজনীতি করেছেন; ভাবনাশক্তি অপক্ক।

৩৬| ০৭ ই জুন, ২০১৮ ভোর ৫:৫৫

খনাই বলেছেন: চাঁদগাজী, আপনার লেখার ভাবার্থ ঠিক আছে | কিন্তু গ্রামাটিক্যাল এরর আছে একটা |মাননীয় প্রধানমন্ত্রী তুঘলক হতে পারেন না জেন্ডারগত কারণে | উনি তুঘলকের নানীমা দাদিমা ধরণের কিছু হতে পারেন বলে আমার মনে হয় |

চার্লি চ্যাপলিনের কমেডির কথা মনে হলো কারো কারো মন্তব্য পড়ে |একটা দেশে ডেমোক্রেসি না থাকলে যে উন্নয়ন হয় না বা উন্নয়নের সম্ভাবনাগুলো সব মাঠে মারা যায় সেটা কিছু ব্লগার কখনো বুঝবে বলে মনে হয় না | যেই সরকার সাধারণ পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস থামাতে পারেনা তার থেকে স্যাটেলাইট দিয়ে উন্নতির আশা ! গাছের গোড়া কেটে উপরে পানি দেবার, বন্যা করার সব ব্যবস্থা আটঘাট করে কেউ করছে | আর কিছু ব্লগার সেটা নিয়েই লাফাচ্ছে |

হাজার হাজার হাবিজাবি টিভি চ্যানেলের জন্য জন্য যদি মিলিয়ন মিলিয়ন ডলার খৰচ হয়ই দেশের তাহলে সেই সব অর্থহীন চ্যানেল দেশে ব্লক করে দিলেইতো অর্থের সাশ্রয় হবে | সরকার কথায় কথায় ফেইসবুক বন্ধ করে |ইলেক্ট্রনিক মিডিয়ার ওপর খবরদারি করে আর এই বিদেশী চ্যানেল কন্ট্রোল করার কাজটা করতে পারবে না ! এর জন্য হাজার কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ খরচ করে স্যাটেলাইট পাঠাতে হবে কেন ? এখন টেকনোলজি ট্রান্সফারের যুগ | সব কিছুরই সময় আছে করা বা না করার | দেশের বেসিক নিডগুলো না মিটিয়ে এই স্যাটেলাইটের মতো চানাচুর মার্কা কসমেটিক উন্নয়নের খরচে একটা BIG NO হওয়া উচিত |

০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


১০ বছরের নীচে ৪১ লাখ বাচ্চা আছে স্কুলের বাহিরে; ওদের পড়ানো ছিল ১ নং প্রাইওরিটি; সেটা না করে, সয়াটেলাইট উড়াচ্ছে সরকার, এগুলো পিগমীর কাজ

৩৭| ০৭ ই জুন, ২০১৮ ভোর ৬:৩৫

কলাবাগান১ বলেছেন: প্রশংসায় তো ভেসে যাবেন.. কানাডা থেকে আরম্ভ করে বকশী বাজারের লোকজন যারা আপনাকে বাহবা দিচ্ছে যে আপনি হাসিনার বিরূদ্ধে লিখেছেন...এরাই আপনাকে ১৯৭১ সনে হাতের কাছে পেলে আপনাকে কলাগাছে ঝুলিয়ে রাখত...রেসিস্ট লোকজনের আবার দেশের ভাল পছন্দ না..।

স্যাটেলাইট না থাকাই উচিত, দেশের সব তথ্য পাচার হয়ে যাবে.... আমদের জন্য বিদ্যুত বিহীন খাম্বা ই ভাল...দেখেন বিশ্ববিদ্যালয় গুলিতে স্যাটেলাইট নিয়ে না পড়িয়ে..খাম্বা নিয়ে কোন কোর্স খোলা যায় কিনা

০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


দেশে ৬ থেকে ১০ বছর বয়সের ৪১ লাখ বাচ্চা স্কুলে যেতে পারেনি পয়সার অভাবে; সেটার একটু খোঁজ নেন, ওরাও আপনার মতো বাংগালী।

৩৮| ০৭ ই জুন, ২০১৮ ভোর ৬:৫৭

অক্পটে বলেছেন: গণতন্ত্রমুক্ত বাংলাদেশে দূর্ণীতিযুক্ত সকল প্রশাসন। হাজার হাজার কোটি টাকার সহনিয় লুটপাটের পরও যদি কলাবাগান থেকে উকি দিয়ে আকাশে একটুকরো বাংলাদেশ দেখা যায় তো যাক না দেখা। হাজার কোটি টাকা এই সরকার মেরে দিয়েছে ব্যাংক লুট করেছে তার কোন জবাবদিহি করতে হয়নি কারো কাছে (কোন সরকারই কারো কাছে জবাবদিহি করেনা)। স্যাটেলাইট আকাশে না উড়ালেও স্যাটেলাইটের টাকা দিয়ে ঢাকা মহাসাগরের উন্নতিতো আর করতো না বা সেই টাকা কোন রাস্তাঘাটেও খরচ করার কোন বাধ্যবাধকতা ছিলনা এই গণতন্ত্রমুক্ত সরকারের। সেই হিসেবে ভালোই হয়েছে ধারদেনা করে হলেও স্যাটেলাইটতো একটা হয়েছে। মানে কসমেটিক উন্নয়নতো হয়েছেই।

০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


যেটা চুরি করছে, সেটা নিয়ে একদিন বিচার হবে; কিংবা চোরেরা তারেক, খোকা, হারিস চৌধুরীর মত পালিয়ে যাবে। কিন্তু প্রজেক্টের নামে ভুল পথে জাতির টাকা খরচ করছে, মানুষের মেয়েগুলো চাকরাণী ও বুয়া হচ্ছে।

৩৯| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৬

রাজীব নুর বলেছেন: উনি নিজেও তেমন কিছু বুঝেন না; পাগলামী করে গেলো সারা জীবন

তিনি বলেছেন, ক্রস ফায়ারের পরে দুর্নীতিবাজদের ধরবেন।
এটা কি সম্ভব তার জন্য?

০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


ক্রস-ফায়ারের ভয়ে তরুণ প্রফেশানেলরা রাজনীতি থেকে পুরোপুরি সরে যাবে।

৪০| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৭

গরল বলেছেন: কোনদিন শুনব পারমানবিক বোমা কেনার জন্য তোড়জোড় শুরু করেছে হাসিনা। আমাদের ভাগ্য ভালো যে এখনও প্রাইভেট জেট কিনে নাই।

০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


প্রাইভেট জেটে ভয়ে উঠবে না।

চুল্লি যেটা রুপপুরে বসানোর কথা বলছে, উহা আসলে আভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটায়ে দেশকে ধ্বংস করে দেবে।

৪১| ০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৫

আমিনভাই বলেছেন: হাসিনা সয়তানি ছারা আর কিছুই জানে না। আল্লাহ রহ্মা করুক দেশকে।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনি যখন বাংলাদেশে আছেন, আল্লাহ অবশ্যই জাতিকে রক্ষা করবেন; আপনি দেশ ফেলে বিদেশে যাবেন না, প্লীজ!

৪২| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:০১

ধ্রুবক আলো বলেছেন: পাইছে দেশটারে মগের মুল্লুক, যা ইচ্ছা তাই করতেছে। কোনদিন দেশটারে বিক্রি করে দেয় কে জানে। প্রধানমন্ত্রী উনার মাথায় বেশ সমস্যা আছে, উনি টাকা কে টাকা মনে করেন না, মানুষকে ছারপোকা ভাবেন।

মুলত এই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ পাঠানোর কথা বলে একটা নতুন ইস্যু বের করছে, এটাও একটা দারুন টেকনিক একরাম হত্যার ব্যাপার টা ধামা চাপা দেয়ার জন্য।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


আমি ভাবছিলাম বিএনপি ঠেকানোর পর, তিনি জাতি গঠনে মন দেবেন; আসলে দেশ, জাতি নিয়ে উনার কোন আইডিয়া নেই; উনি দলকে একত্রিত রাখার অরাজনৈতিক কিছু কৌশল জানেন মাত্র।

৪৩| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৮

দরজার ওপাশে আমি বলেছেন: আপনার লেখা খুবই মনোযোগ দিয়ে পরি। আপনার লেখার মান ভাল। আপনার অনেক জানাশোনা তো বটেই আবার সামুতে আপনার লেখার কিছু অন্ধভক্তওও আছে, এটা ভালো।
আপনার চিন্তাভাবনা নিয়ে যদি কাজ করা যায় অন্তত দেশের মানুষের কল্যানই হবে বলে মনে করি।আমি অফলাইনে থাকি আর অনলাইনে থাকি আমি আপনার প্রত্যেক লেখাই গুরুত্ব সহকারে পড়ি এবং বোঝার চেষ্টা করি।
আপনার লেখায় সবসময় এক স্তরের লোকের আক্ষেপ, পরাজয়, দু:খ- দূর্দশার ও তাদের সফলতার কথা বলে থাকেন।
যদিও তারাই সংখ্যাগরিষ্ঠ। তবে, আপনার লেখা অনেক গঠনমূলক।
আমি আপনাকে অনুরোধ করব, যদি পারেন ডিজিটাল আর স্যাটেলাইট নিয়ে আপনার এক্সুয়াল ধারনা টা কি একটু আলোচনা করবেন। আমার পকেটে ১০০০ এর পরিবর্তে ১০ টাকা যদি থাকে তাহলে কি না খেয়ে থাকতে হবে?
ভাল থাকবেন এবং ভাল থাকার দরকার আছে আপনার, ধন্যবাদ।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


আপনাকে ধন্যবাদ, আপনি অনেক ফিডব্যাক দিয়েছেন।

শিক্ষা ও টেকনোলোজী হচ্ছে জাতির জীবনযাত্রা উন্নয়নের চাবিকাঠি। স্যাটেলাইট, এটমিক পাওয়ার স্টেশন ইত্যাদি হচ্ছে আজকের সবচেয়ে বড় টেকনোলোজী, এগুলোকে শিখতে হবে; এগুলো শিখার জন্য ইউনিভার্সিটি, গবেষণা ল্যাব দরকার; সেগুলোর দিকে দেশ যাচ্ছে না কোন ভাবেই।

মানুষের 'বেসিক অধিকার' ও 'এইডিআই ইনডেক্স' উন্নয়ন না করে, বড় বড় টেকনোলোজীতে বিনিয়োগ করা মানে টাকাগুলো ফেলে দেয়া কিংবা অলস করে রাখা; এতে দরিদ্ররা কিছু পায় না।

৪৪| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

সৈয়দ ইসলাম বলেছেন: আমাদের বর্তমান সময়ের বুদ্ধিজীবীদের নিঃশব্দে ঘুমের অর্থ নিজ স্বার্থ চিন্তা।

ব্লগে ছাড়া এসব নিয়ে পথে ঘাটে খুবই সমালোচনা হয়; সমালোচনা হোক না হোক সেটা বিষয় না, বিষয় হল, রাস্ট্রের জন্য কিছু বুদ্ধিজীবীকে সক্রিয় হওয়া। সেটা কখনো হয়নি। বঙ্গবন্ধুর ৭২ থেকে ৭৫ সময়ের বুদ্ধিজীবীদের থেকে আরো খারাপের দিকে আমাদের বর্তমান সময়ের বুদ্ধিজীবীদের অবস্থান।

আরেক সমস্যা, কেউ দু'একদিন সরকারের সমালোচনা করলে তাকে মামলার মাইনকা চিপায় পড়তে হয়।
সব মিলিয়ে চতুর্মুখী এক বিপদে আছি আমরা।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে বুদ্ধিজীবি নেই, কিছু 'বুদ্ধিহীনজীব' আছে

৪৫| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:১১

তার ছিড়া আমি বলেছেন: আমরা লাভবান হই বা না হই, বাংলাদেশ লাভবান হোক বা না হোক। 'বঙ্গবন্ধু' নামটা উড়ছে আকাশে বাতাশে, এই বা কম কি?

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


নাম বদলায়ে দিয়ে দেখার দরকার; তখন হয়তো, ২য় স্যাটেলাইট পাঠানোর দরকার নাও হতে পারে

৪৬| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:০৫

মো: মাসুদ রানা (এম আর) বলেছেন: ইস! আজ যদি বাসাটা কলাবাগনে হত। গোপালগন্জ হলেও খারাপ হত না কিন্তু দুঃখের বিষয় আমার বাড়ী বগুড়া এখান থেকে স্যাটেলাইট দেখার কোন পারমিশন নাই।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



বগুড়ার ও সিলেটের লোকজন দেশের জন্য ভালো কিছু করেনি; এদের নিয়ে সমস্যা

৪৭| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৬

রাকু হাসান বলেছেন: আর একটির কথা এখনও শুনিনি তবে ১ম স্যাটেলাইট কক্ষপথে ঠিক মত গেছে যতটুকু জানি । আমিও আপনার সাথে সহমত ,নতুন স্যাটেলাইটের কথা এখন ভাবার দরকার নেই । এটা থেকে অভিজ্ঞতা হোক ,লাভ হোক তারপর দেখা যাবে । টাকা ব্যয় করার জায়গার অভাব নেই .।নিশ্চয় দেখবেন বিষয়টা আশাকরি ।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়াকে সামলানোর পর, শেখ হাসিনার চোখ আকাশের দিকে এখন থেকে; ফলে, তিনি স্যাটেলাইট ম্যাটেলাইট দেখছেন শুধু, অন্য কিছু চোখেও পড়ছে না, মাথয়াও আসছে না

৪৮| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাথা গরম না করে ঠান্ডা রাখুন ওস্তাদ। ;)

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


যাদের মাথায় এগুলো ঢুকে না, তাদের মাথা সব সময় ঠান্ডা থাকে।

৪৯| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৭

কাছের-মানুষ বলেছেন: এই সংবাদের সত্যতা দিয়ে প্রশ্ন আছে। তাই কোন কমেন্ট করলাম না।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


উপরে ইত্তেফাকের লিংক দিয়েছি; আমি ইত্তেফাকের সংবাদ অনুসরণ করছি।

৫০| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৫

রানার ব্লগ বলেছেন: স্যটালাইটের ব্যাপারটা আমার কাছে একদম খারাপ লাগে নাই। যারা বিরধিতার জন্য হাসিয়ে দুলিয়া কাদিয়া কাটিয়া বিরধিতা করছেন তাদের আমার জোঁকার জোঁকার লাগছে আর যারা আনন্দের অতিশয্যায় চিত হয়ে পরেছেন তাদের আমার মি বিন ক্যারেক্টার গুলর মতো লাগছে। এটা সত্য আমরা না খেয়ে আছি, আমাদের চাকুরি নাই, বাসস্থান নাই, চিকিৎসার অবস্থা নাই বা বললাম তাই বলে কি আমাদের ঘোড়া রোগ হতে পারে না? অবশ্যই পারে। এখন কাজ হোল এই ঘোড়া কে সুন্দর ভাবে ব্যাবহার করা। আর ব্যাক্তিগত ভাবে আপনাকে আশ্বস্ত করছি স্যটালাইট খানা সঠিক সময় সঠিক জায়গায় নিমন্ত্রন খাইতে বসে গেছে। বল্গে বল্গে ঘুরে ঘুরে যাদের দেখলাম অনেকেই নাকি মাথায় হেলমেট লাগিয়ে ঘুরছেন তাদের বলি আর শক্ত কিছু লাগান কারন শুনেছি স্যাটালাইটের থেকে শক্ত ইট আর পাথর সামনে যে দিন আসছে স্যটালাইটের বদলে ওই গুলা এসে পরতে পারে, দেখি আমিও একটা হেলমেট কিনবো।

দেশের খবর পাচার হয়ে যাবে এই আহাম্মকি আশংকায় বেগম সাব সাবমেরিন ক্যাবলে ফ্রী সংযোগ নিয়েছিলেন না। পরে আমাদের অতি মাত্রায় অর্থ দিয়া সেই সংযোগ নিতে হয়েছিল। ইহাও ভাবনার বিষয় ।

ধন্যবাদ গাজি ভাই।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনি ও ৪/৫ কোটী বাংগালী আছেন, যাদের ঘরে কোন না কোন সময়ে, ১ জন বা একাধিক চাকরাণী ছিলো; ঐসব কিশোরী মেয়েদের মা-বাবার স্হানে নিজকে একবার চিন্তা করেন, তখন বুঝতে পারবেন যে, ঘোড়া রোগের লোকদের চিকিৎসা র‌্যাবের হাতে হওয়া উচিত।

৫১| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১২

তারেক ফাহিম বলেছেন: একদমিই বাড়াবাড়ি।

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


উনি মানুষকে দেখছেন না, অন্য জগতে আছেন

৫২| ০৭ ই জুন, ২০১৮ রাত ১১:৩৭

মিঃ আতিক বলেছেন: ডিগ্রীধারী পাগল, এরে নিয়া কই যাইবেন?

০৮ ই জুন, ২০১৮ ভোর ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


এর আর পরিবর্তন হবে না; হয়তো আরো ভুলের দিকে যাবে।

৫৩| ০৮ ই জুন, ২০১৮ রাত ২:০২

শূন্যনীড় বলেছেন: এই বিষয়ে একমত যে দ্বিতীয়টার প্রয়োজন এখন হয়নি।

তবে, স্যাটেলাইট আমার কাছে ভালো লাগছে যে, সৌরজগতে বাংলাদেশ

০৮ ই জুন, ২০১৮ ভোর ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


স্যাটেলাইটের টাকাগুলো আকাশে ছড়ায়ে দিয়েছে।

যেই কিশোরী অন্যের ঘরে চাকরাণী, তার মার থেকে জেনে নিয়েন টাকা কত প্রয়োজনীয় জিনিষ!

৫৪| ০৮ ই জুন, ২০১৮ ভোর ৬:১৮

তার ছিড়া আমি বলেছেন: আমি সিউর, নাম বদলালে ২য়টা তো দুরের কথা, প্রথমটাও আকাশ থেকে নামিয়ে আনা হবে।

০৮ ই জুন, ২০১৮ সকাল ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা এসব ব্যাপারে ১০০% ইমোসানেল

৫৫| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:০৯

জাহিদ অনিক বলেছেন:

আমার কোন কাজ না থাকলে আপনার ব্লগে আসি। আপনার করা ও আপনাকে করা সাম্প্রতিক মন্তব্যগুলো দেখতে

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:



খুবই ভালো, কাজকর্ম শেষ হলে নিজের জন্য কিছু করা ভালো।

৫৬| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫২

পলাশবাবা বলেছেন: শূন্যনীড়, আমাদের যখন স্যাটেলাইট ছিল না তখনো বাংলাদেশ সৌরজগতে ছিল। তাই না ?

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২০

চাঁদগাজী বলেছেন:


সঠিক, বাংলাদেশ সৌর জগতে ছিল; এখনো আছে, শুধু টাকাগুলো চলে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.