নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বড় শক্তিগুলো বিএনপি-জামাতকে ক্ষমতায় দেখতে চায় না!

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮



প্রথমত: ভারত কোন অবস্হায় চাইবে না যে, বিএনপি-জামাত ক্ষমতায় আসুক। একটা স্বাভাবিক প্রশ্ন হলো: ভারত কে, বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে সেটা কি ভারত নির্ধারণ করে দেবে? এই প্রশ্নের অনেক ধরণের উত্তর বের হয়ে আসবে, উত্তরগুলো ব্লগারেরা দেবেন, ভারতের পররাষ্ট্র বিভাগ দেবে না। আমার উত্তর হলো, ভারত তার পুর্ব সীমান্তে সহজে আরেকটি পাকিস্তান চাইবে না কখনো।

আমেরিকাও একই দলে, কোন অবস্হায় বিএনপি-জামাতকে চাইবে না। বর্তমান বিশ্বে, এশিয়ার রাজনীতিতে পাকিস্তান একটি বড় আলোচনার বিষয়; এবং আফগান যুদ্ধে পাকিস্তান আমেরিকার মিত্র ছিলো; আমেরিকা পাকিস্তানের বন্ধুত্ব এমনভাবে নিয়েছে যে, ট্রাম্প পাকিস্তানের সব সাহায্য বন্ধ করার চেষ্টা করছে; আমেরিকা বুঝতে পেরেছে পাকিস্তান ধুর্ত জাতি। আমেরিকা জানে যে, বাংলাদেশে বিএনপি-জামাত ক্ষমতায় এলে, পাকিস্তান তাতে অংশ গ্রহনের সুযোগ নেবে।

আমেরিকা সম্পর্কে সাধারণ বাংগালীদের ধারণা ভালো নয়; তবে, ব্যবসায়ী, রাজনীতিবিদ, ব্যুরোক্রেসী, সরকার ও আমাদের মিলিটারী আমেরিকার অনুসারী ও সাগরেদ। উপরে উপরে, আওয়ামী লীগ ভাব দেখায় যে, তারা আমেরিকাকে কেয়ার করে না, তাদের নেত্রী আমেরিকাকে গণনাও করে না; আসলে, আওয়ামী লীগের সরকার আমেরিাকর সাথে খুবই ভালো সম্পর্ক রেখে চলে, লবিং টবিং সবই আছে; উপরে উপরে মানুষকে ভিন্ন ধারণা দেয়।

হিলারী সম্পর্কে বিএনপি'র লোকদের ভুল ধারণা আছে; ২০১৬ সালে, আমেরিকান নির্বাচনের সময় বিএনপি'র ভাবখানা ছিলো যে,হিলারী জয়ী হলে, শেখ হাসিনার সরকারের পতন হয়ে যাবে, বেগম জিয়া ক্ষমতায় ফেরত যাবেন, ড: ইউনুস প্রেসিডেন্ট হয়ে যাবেন; এগুলো সবই ছিলো অমুলক ধারণা; ওরা থালিতে ভাত দেখে না, মাঠে গরু দেখে: বেগম জিয়ার জেল হয়ে যাচ্ছে, খবর নেই, শেখ হাসিনার পতনের দিনের জন্য মিষ্টি কিনে দোকান খালি করছে!

ইউরোপ সব সময় আমেরিকাকে অনুসরণ করে; ইউরোপিয়ানরা আমেরিকার থেকে অনেক বেশী গণতান্ত্রিক-মনা; তবে, তাদের কোনটা হ্যাঁ, কোনটা না বুঝা বেশ কঠিন; ইউরোপে জামাত বেশ শক্ত হয়ে বসার সুযোগ পেয়েছে, ও লবিংও চালাচ্ছে; তবে, ফলাফল খুব একটা বদলাবে না; ওরা জামাতকে কাজ করতে দিচ্ছে, কিন্তু কড়া নজরও রাখছে।

এখন মির্জা সাহেবের জন্য একমাত্র পথ খোলা আছে বিদেশী দুতাবাসগুলোতে যাওয়া; ওখানে গেলে ভালো এককাপ গ্রীন-চা খেয়ে চলে আসবেন: আমেরিকা, ভারত, ইউরোপ আর যাই চাক, বিএনপি-জামাতের ইউনিয়নকে বাংলাদেশের সরকারে দেখতে চাইবে না; মির্জা সাহবে আমেরিকা ভ্রমণের সময় জাতিসংগেও গেছেন, যার কাছে নালিশ করতে গিয়েছিলেন, উহা উনার সাথে দেখা করেনি।





মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
ইউরোপিয় ইউনিয়ন ২০১৩ থেকে একাধিকবার স্পষ্টভাবে বিএনপিকে বলেছিল জামাতিদের ত্যাগ করে নীতি বদলাতে।
আমেরিকা ও কানাডার আদালতের রায়ে বিম্পি-জামাত একটি সন্ত্রাসি সংগঠন ও জংঙ্গিদের পৃষ্ঠপোষক।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি যদি কোনদিন জামাত ছাড়ে, তখন ইউরোপিয়ান ইউনিয়ন বিএনপি'কে বলবে বিএনপি ছাড়তে

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুঁটি মাছের মত ভোট পড়লে ভারত/আমেরিকারও কিছু করার থাকবে না...

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:



তা'ঠিক; তবে, পুঁটি মাছেরা সব সময় বোয়ালের পেটেই যাচ্ছে।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

তিক্তভাষী বলেছেন: বাংলাদেশের ভোটাররা কী চায় শুধুমাত্র সেটাই বিবেচ্য; আর সেখানেই আওয়ামী-বাকশালীদের যতো সমস্যা।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:



দেশের মানুষ জেনারেল জিয়া ও জেনারেল এরশাদকে ভোট দেয়ায় ভোটের মুল্য কমে গেছে, ভোট গণনা কমে গেছে, ভোটের গুরুত্ব কমে গেছে; বাংলাদেশের ভোটারেরা সেটা বুঝলে জীবনটা সহজ হয়ে যেতো অনেকটুকু

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৭

তিক্তভাষী বলেছেন: তাহলে, আপনি বলতে চাচ্ছেন দেশের মানুষের দৃষ্টিতে এ দুজন জেনারেল আওয়ামী-বাকশালীদের চেয়ে বেশী গ্রহণযোগ্য, এবং সে কারণে আপনার মতে ভোটের গুরুত্ব কমে গেছে?

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:


বাকশালের বাবা, শেখ সাহেব অবধি প্রতিটি বাংগালীর ভোটের মুল্য ছিলো; জেনারেল জিয়ার "হ্যাঁ/না ভোট" থেকে বাংগালীর ভোট আর প্রস্রাবের মুল্য প্রায় সমান হয়ে গেছে।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যেই দেশের গণতন্ত্রে চোরের ভোট আর সাধুর ভোট এর একই দাম সেই ভোটের গণতন্ত্রে আমি নেই।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


দক্ষ, জ্ঞানী ক্যান্ডিডেট থাকলে গনতন্ত্রের মুল্য আছে; শাহজাহান খান, শামীম ওসমান, আমান উল্লাহ আমান, আব্বাস যদি ক্যান্ডিডেট হয়, ড: ইউনুসের ভোটেরওকোন মুল্য নেই

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:০৬

রানার ব্লগ বলেছেন: আশা করেছিলাম এই বার অন্তত বিএনপি জামাতকে বলবে আলাদা ভাবে নির্বাচন করতে, সেই আশায় পানি ঢেলে দিল বিএনপি। আমি সবসময় ভুল আশহা করি। ধুত্তুর ঘেন্না ধরে গেল জীবনের উপর।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া সব অমানুষকে বিএনপি'তে নিয়ে এসেছিলেন।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৩

ঝিগাতলা বলেছেন: জামাতকে মনোনয়ন দেয়া কি ঠিক হলো

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া যদি বিএনপি গঠন না করতেন, মির্জা পির্জা'রা জামাতই করতেন।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২০

রাজীব নুর বলেছেন: এবার নির্বাচনে আওয়ামীলীগ বেশ ভয় পাচ্ছে।
এদিকে শাজাহান খান তার সম্পত্তি ৯৬ গুন বাড়িয়ে ফেলেছেন। আর কাদের সাহেবের মোবাইলটাও নিজের না।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


শাহজাহান খান দাউদ ইব্রাহিম থেকেও বড় মাফিয়া

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

খাঁজা বাবা বলেছেন: ভোটের কি দরকার?
শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী করলেই হয়, আমরা ইন্ডিয়ান ফেডারেশানে যোগ দেই, তাহলে ইন্ডিয়া ও সাথে আপনার মত দেশ প্রেমিকগন ও দুশ্চিন্তা মুক্ত হবে।
অহেতুক টাকা নষ্ট।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


সব ঠিক আছে, আপনি যেভাবে চাচ্ছেন এইভাবেই হবে। যারা মৌলিক বাংগালী নয়, তাদের ভাবনাটা পাকিস্তানীদের মতো; পাকিস্তানকে আমেরিকাও এখন ভয় পায়।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমেরিকা র কথা বলে লাভ নাই। এরা চুরের কাছেও বন্ধুক বিক্রি করে। সাধুর কাছেও। বাড়ির মালিকের কাছে। আবার পুলিশের কাছেও। এরা শান্তি চাইনি কোনদিন। তাদের দরকার একটা অস্ত্র বাজার। যেখানে শুধু তাদের হাতিয়ার বিক্রি হবে।।।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনি কয়টা পিস্তল কিনেছেন, কয়টা সেলফোন কিনেছেন, কয়টা কম্প্যুটার কিনেছেন, কয়বার বিমানে চড়েছেন? এখন দেখেন আমেরিকা কি বিক্রয় করে!

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

রানার ব্লগ বলেছেন: খাজা বাবা তার থেকে আসুন আমরা পাকিস্থান আফগানিস্থান আর বাংলাদেশ মিলে ইসলামিক স্টেট অফ সাউথ এশিয়া গঠন করি , কি ভালো না ? ভালো তো !!! এতে আপনাদের নগদ পরালকগত অতৃপ্ত আত্মারা শান্তিতে শিক কাবাব হতে পারবে।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


খাঁজাবাবা'রা মৌলিক বাংগালী নন, এরা পাকিস্তানের মত মিলিটারীকে মিস করছেন।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১

হাসান রাজু বলেছেন: তৃপ্তি ঢেঁকুর, না? হাসিনা তবে প্রধানমন্ত্রী থেকে যাচ্ছেন। আঃলীগ ক্ষমতা ছাড়ছে না।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার রাজনৈৈক গুরু উনার বাবা নন, উনি বাবার বাকশাল ত্যাগ করেছেন, উনি জেনারেল জিয়ার পথে থাকায় আমেরিকা উনাকে বেশী পছন্দ করে।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

আলমগীর কাইজার বলেছেন: ভালো লিখেছেন।
তবে লাইনটা খুব ভালো লেগেছে যে,
ওরা থালিতে ভাত দেখে না, মাঠে গরু দেখে।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


ওরা শেখ হাসিনার পতনের স্বপ্ন দেখে মিষ্টির দোকান খালি করছে

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

আল ইফরান বলেছেন: আমার স্টুডেন্টদের ঠিক এই কথাটাই আমি বলি- তবে অন্যভাবে।
ক্ল্যাসিকাল ডেমোক্রেসিতে স্টেইট অথরিটির লেজিটিমেসি আসতো ব্যালট বাক্স থেকে, তবে কর্পোরেট গনতন্ত্রে এক্সটার্নাল এক্টররা সবচাইতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনার ভাষায় বলতে গেলে ভারত-যুক্তরাস্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন এলায়েন্স যাকে প্রত্যাশা করবে তার ক্ষমতায় আসার অথবা ধরে রাখার সম্ভাবনা ঠিক ততটাই শক্তিশালী হবে। আর এইসকল শক্তিশালী রাস্ট্রের পেছনে আরো শক্তিশালী এমএনসিগুলো গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। দিন শেষে যার হাতে এই সব রাস্ট্রের পুজি/ব্যবসা প্রসারের (এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন) ভালো তরিকা জানা থাকবে, পুজিপতিরা তাদের উপরেই আস্থা রাখবেন।
অন্যদিকে ফখরুল আলমগীর সাহেবরা অযথাই চা খেয়ে এই বয়সে ডায়াবেটিসের/ কিডনি রোগের ঝুকি বাড়াবেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



আমরিকার মালিক ধনীরা, আমেরিকার দরিদ্ররা ভোট দেয় না; আমেরিকার দরিদ্ররা ভোট দিলে, আমেরিকা বদলে যারাবার সম্ভাবনা ছিলো। আমেরিকা চাইবে বাংলাদেশ যেন ক্যাপিটেলিজমের বিপক্ষ ক্থা না বলে; সেজন্য তারা জেনারেল জিয়া ও সেনা বাহিনীর সাহায্য "বাকশাল" এর প্রনেতাকে হত্যা করেছে। সেইদিক থেকে বিএনপিই ওদের চয়েস।

তবে, শেখ হাসিনা বাবার বাকশাল ত্যাগ করাতে, ও জামাত-বিরোধী হওয়ায়, পশ্চিম শেখ হাসিনাকে সাপোর্ট করে। জামাত ক্যাপিটেলিজমে বিশ্বাস করে, গরীবকে গরীব রাখা ইসলামেও আছে

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

নজসু বলেছেন:



আমরা দেশের আসনে সবসময় খাঁটি মানুষ দেখতে চাই।
যাদের কোন ব্যক্তিগত স্বার্থ থাকবেনা। তাদের চাওয়া হবে দেশ ও জনগণের কল্যাণ।

এসব কথা বই পুস্তক, পেপার পত্রিকা ও মুখে মুখে মানানসই।

সিংহাসনে উপযুক্ত ব্যক্তি আসন আলোকিত করে থাকুন এটাই কাম্য।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনি যেই ধরণের আদর্শ মানুষের কথা বলছেন, সেই ধরণের মানুষ বিএনপি-জামাত ও আওয়ামী লীগে নেই

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

তারেক ফাহিম বলেছেন: লীগ পুণরায় ক্ষমতায় আসছে তাহলে?

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


অবস্হা দেখে তাঈ মনে হচ্ছে

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

আল ইফরান বলেছেন: পুজিবাদীদের স্বার্থ রক্ষার্থে আওয়ামী লীগও কম যাচ্ছে না। বিএনপিকে যতদিন প্রয়োজন ছিল ততদিন পশ্চিমা বিশ্ব তাদের সমর্থন দিয়েছে। এখন যদি আওয়ামী লীগ একই কাজ করতে পারে, তবে ক্ষমতার পালাবদল করার প্রয়োজন নাই। তবে গভার্নেন্সের স্ট্যাবিলিটি একটা বড় ইস্যু এখানে। এই মুহুর্তে বাংলাদেশ একটা ট্রানজিশন এ আছে, কি হবে সেইটা নিশ্চিন্ত করে বলা মুশকিল।

গরীবকে গরীব রাখা ইসলামেও আছে ...

আপনার সাথে কঠিনভাবে দ্বিমত পোষণ করি। ইসলাম বৈধ উপায়ে সম্পদ উপার্জনকে উৎসাহ দেয়া হয়েছে কিন্তু সম্পদ পুঞ্জীভূত করাকে অনুমতি দেয়া হন নাই। ইউনিভার্সাল প্রগেসিভ ট্যাক্সেশান এর একটা ইসলামী রুপ হচ্ছে যাকাত।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


আমি বলেছি, "গরীবকে গরীব রাখা ইসলামেও আছে ... "

আপনি বলেছেন, "আপনার সাথে কঠিনভাবে দ্বিমত পোষণ করি। ইসলাম বৈধ উপায়ে সম্পদ উপার্জনকে উৎসাহ দেয়া হয়েছে কিন্তু সম্পদ পুঞ্জীভূত করাকে অনুমতি দেয়া হন নাই। ইউনিভার্সাল প্রগেসিভ ট্যাক্সেশান এর একটা ইসলামী রুপ হচ্ছে যাকাত। "

-যাকাত গরীবকে গরীব রাখে, এটাই আমি বলতে চেয়েছি।
-ইসলাম আরবের বেদুইনদের একত্রিত করে, প্রথম আরব সাম্রাজ্য গঠন করে; সাম্রাজ্য প্রসারণ করে, অন্য জাতির জমি, বউ, মানুষ দখল করে, দাস-দাসী বিক্রয় করে, জিজিয়া কর আদায় করাকে মানুষ বৈধ ভেবেছে ফরাসী বিপ্লব অবধি; তারই অংশ ছিল যাকাত মাকাত; আজকে অর্থনীতি সেসব "বৈধ উপায়ে সম্পদ উপার্জনকে" অবৈধ বলছে।

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫

হাসান রাজু বলেছেন: আজকে অর্থনীতি সেসব "বৈধ উপায়ে সম্পদ উপার্জনকে" অবৈধ বলছে।
আজকের অর্থনীতি ধনীকে আরও ধনী করছে।

অক্সফামের রিপোর্ট
পৃথিবীর ৮২ শতাংশ সম্পদ ১ শতাংশ ধনীর দখলে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশেও সব সম্পদ বসুন্ধরা, আলম ব্রাদার্স, সালমান রহমান, মেজর মান্নান, মহিউদ্দিন আলমগীর, ফালুদর মত ২০০ শত পরিবার দখল করে নিয়েছে; এদের মাঝে দাস ব্যবসায়ীও আছে।

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

ডার্ক ম্যান বলেছেন: বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা শূন্য । শেখ হাসিনা আয়রন লেডি ।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা জয়ী হবে; তবে, মানুষের সাপোর্ট উনি পাচ্ছেন কিনা বলা মুশকিল

২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

তার ছিড়া আমি বলেছেন: ক্ষমতায় যে আসে আসুক, নির্বাচন সুস্ঠু হওয়া চাই।

জনগণের দৃষ্টিতে লীগ ভ্যাজাল লাগায়।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:



বাগানে এক আগাছা জন্ম নেয়াতে লীগ মগজ হারায়ে ফেলেছে

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




কেউ ই এখন বিএনপি জামাত কে চাইবে না । কারন তারা ক্ষমতায় আসার পর কম করে হলেও এক বছর পুরো দেশ অস্থিরতায় থাকবে ।

আবার অন্য দিকে লীগের নেতা কর্মীরাও থাকবে দৌড়ের উপর । অন্য দিকে ভারত তো চাইবেই না তাদের কাছের কোন জিনিশ অন্যের হয়ে যাক । আমেরিকা আসলে কোন পথে হাটছে তা বোঝা মুশকিল । তারা পর্দার আড়ালে থেকে কল কাঠি নাড়াতে চাইছে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা বাংলাদেশকে উন্নত দেখতে চায়; কিন্তু চায় যে, ক্যাপিটেলিজমে থাকটে হবে।

২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক ভাল লিখেছেন স্যার....

১০ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



এগুলো ধারণা মাত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.