নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাথরুম সমস্যার শহর, নিউইয়র্ক শহরে ব্লগার চাঁদগাজী

০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৫



সপ্তাহ খানেক আগের ঘটনা: এক বাংগালী নিউইয়র্ক শহরের "পাবলিক এডভোকেট" পদে স্পেশাল ইলেকশানে দাঁড়াবেন, উনি বাংগালীদের ডেকেছেন জ্যাকসন হাইটের ৩৭ নম্বর এভেনিউর এক ঠিকানায়; আমি উনাকে জীবনেও দেখিনি, অনুরোধ করেছেন, তাই যাচ্ছি! বিনা প্রস্তুতিতে রওয়ানা হলাম, ব্রুকলীন-কুইন্স হাইওয়েতে ট্রাফিক, আটকা পড়ে বসে আছি, পানিও খাচ্ছি; ঘন্টাখানেক পরে বুঝলাম পানি বেশী খাওয়া হয়ে গেছে। আগামী ৫/১০ মিনিটে জ্যাম না খুললে, আমাকে ড্রাস্টিক একশানে যেতে হবে, হাইওয়ে হয়ে যাবে মাইওয়ে; সৌভাগ্য, গাড়ী চলছে! সাতটায় পৌঁছার কথা, আটটায় আমি এলাকয় প্রবেশ করলাম, যায়গাটা খুঁজতে হবে, উহা আশেপাশে হবে; কিন্তু তার আগে বাথরুম যেতে হবে। সামনে এক বিরাট হিন্দু টেম্পল, গাড়ী বেআইনীভাবে রেখে ঢুকলাম টেম্পলে; দেখি বাথরুমের লাইনে ১০/১২ জন; দাদারা ফ্রি ডাল বেশী খেয়েছে, মনে হয়; সুবিধা হলো না; বের হয়ে সাইডের একটা অন্ধকার রাস্তায় এলাম; সৌভাগ্য, পার্কিংও পেয়ে গেলাম; এলাকাটা অন্ধকার, গাড়ী রিপেয়ার আর গোডাউন উভয় পাশে। স্যরি, অন্ধকারে গাড়ীর পাশে দাঁড়ায়ে সমস্যার সমাধান করছিলাম। দোতালার ব্যালকনীতে অন্ধকারে এক মহিলা ছিল, উহা আমার জানার কথা নয়; উহা কথা বলে উঠলেন; ইংরেজীর ধরণে বুঝলাম স্পেনিশ; উহা আমাকে বলে,

-জেন্টেলম্যান, তুনি ওখানে কি করছ?
-গাড়ীর চাকায় পানি ঢালছি!
-তুমি রাস্তায় পিপি করছ, ইহা বেআইনী, এখুনি বন্ধ কর।
-তুমি নিশ্চয় জান, ইহা প্রাকৃতিক ব্যাপার, উহাকে বন্ধ করা সঠিক না; স্যরি, এটাই এখানে শেষবার, এরপরে ইহা আর কখনো ঘটবে না।
-আমি পুলিশ ডাকছি!
-তা ডাক, পুলিশ আসতে কতক্ষণ লাগবে? আমি জানতে চাইলাম; মহিলা চুপ হয়ে গেছে।

আজকে দুপুরে জ্যাকসন হাইটে এক ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওখান থেকে বের হওয়ার আগে বাথরুমে যাবার দরকার ছিল; বাথরুমের ভেতরে কে একজন; ৫ মিনিট অপক্ষা করলাম, খবর নেই, হাল ছেড়ে রাস্তায় এলাম; সাবওয়ের দিকে যাচ্ছি, ঠান্ডায় অবস্হা দ্রুত বদলে গেলো; চারিদিকে তাকাতেই রাস্তার উল্টো পাশে দেখি বাংগালী রেষ্টুরেন্ট, তিতাস; আমি ভাবলাম, কি ভাগ্য, যা খুঁজছি তা' সাথে সাথে পেয়ে যাচ্ছি, ভালোদিন! ভেতরে প্রবেশ করে, ক্যাশের বাংগালী মেয়েকে বললাম,
-আপনাদের বাথরুম কোনদিকে?
-আমাদের বাথরুম শুধুমাত্র কাষ্টমারদের জন্য, উনি উত্তর দিলেন!
-আমি কাষ্টমার; ওকে, আমাকে ১ কাপ চা দেন, কি ধরণের বিরাণী আছে?
-আজকে কাচ্ছি!
-এক প্লেট! আপনি টেবিলে রাখেন, আমি বাথরুম থেকে বের হয়ে টাকা দেবো; একটু চাপে আছি!

আমি বাথরুম থেকে বের হওয়ার পর, উনি আমাকে টেবিল দেখায়ে বললেন,
-চা ও বিরাণী দেয়া হয়েছে।
আমি দেখলাম বিরাণী থেকে ধুয়া উঠছে! আমি বললাম,
-অর্ডারটা কিন্তু আপনার কারণে দিয়েছি, আপনি খেয়ে নিয়েন।
আমি বের হয়ে সাবওয়ের দিকে রওয়ানা হলাম।

মন্তব্য ১০১ টি রেটিং +৮/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪২

নিউটনিয়ান বলেছেন: ত্যাগেই সুখ :)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতির সাথে তাল মিলানো সবার দায়িত্ব, এখানে পাগলামী চলে না।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫৫

রাফা বলেছেন: সর্বানাশ করছেন বার্থরুম না বাথরুম হবে।বার্থরুম হোচ্ছে জন্মানোর ঘর।মেটারনিটি হসপিটাল।
তার চাইতে বরং টয়লেট লিখুন।
ধন্যবাদ,চাঁদগাজী।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:১০

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আপনি বাঁচালেন! ব্লগার নুরুমিয়ার মত গন্ডগোল করে বসে আছি

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:০০

অধৃষ্য বলেছেন: কাহিনি মচ(ম)ত্কার। আসলেই চাপে থাকলে অনেক কিছু করা যায়।

বাথরুমকে বোধহয় ভুলে বার্থরুম বানিয়ে ফেলেছেন, শ্রদ্ধেয় চাঁদগাজি ভাই।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ; চাপটা এখনো রয়ে গেছে, মনে হয়

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

বলেছেন: হাহা --

রসিক চাঁদগাজী কে পেলাম আজকের পোষ্টে।




০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


আমি অবস্হার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

ঢাবিয়ান বলেছেন: এক্কেবারে ছাত্রলীগ স্টাইল =p~ =p~

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আমার নিজের ষ্টাইল; অবস্হার সাথে তাল মিলাতে হয়।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

নজসু বলেছেন:


বিশ্লেষণধর্মী পোষ্টের পাশাপাশি মাঝে মাঝে এই রকম
পোস্ট আশা করি শ্রদ্ধেয় এবং প্রিয়।
শুভ সকাল।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


আমার ছোটখাট অভিজ্ঞাগুলো ব্লগারদের জানানো দরকার।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২

সোহানী বলেছেন: আম্রিকা বলে বেচেঁ গেছেন গাজিভাই........ কানাডা হলে আপনার খবর ছিল সত্যি!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


ওরা কি আসলেই আমেরিকানদের থেকে আলাদা? প্রকৃতি সব যায়গায় সমান

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: তরুণ-যুবাদের অনেকেই অনেক সময় খেয়াল করে না বা বুঝে না যে বয়স বেড়ে গেলে স্ত্রী পুরুষ নির্বিশেষে এ সমস্যটায় বেশ ভোগেন। বিশেষ করে পুরুষেরা পঞ্চাশোর্ধ্ব হলে ডায়াবেটিক না হয়েও প্রোস্টেট এনলার্জমেন্ট এর কারণে ঘন ঘন চাপ অনুভব করেন। তখন তাদের পক্ষে চাপমুক্ত হবার সুযোগ না থাকলে কাপড় ঠিক রাখা মুশকিল হয়ে পড়ে।
ক্যাশের বাঙালী মেয়েটা হয়তো তার চাকুরী রক্ষার্থেই ও কথাটা বলেছিল, তবে মালিক ভাল মানুষ হলে কোন চাপগ্রস্ত আগন্তুককে, তা তিনি কাস্টমার হোন বা না হোন, চাপমুক্ত হবার একটা ব্যবস্থা রাখতেন।
সন্দেহ নেই, আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি, যিনি অবস্হার সাথে তাল মিলিয়ে চলতে জানেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


নিউইয়র্ক শহরের বিভিন্ন পকেটে বিভিন্ন ইমিগ্রেন্ট গ্রুপের অবস্হান; চীনা এলাকায় বাথরুম আছে কিনা সন্দেহ। বাংগালী, ভারতীয়, কোরিয়ান, পাকিস্তানীরা কাষ্টমার ব্যতিত অন্যদের যেতে দেয় না, মোটামুটি।

আমেরিকানগুলো সবার জন্য খোলা; পেনসিলভানিয়ায় এক ষ্টার-বাক'এ ( আমেরিকান কফি দোকান) একজন আফ্রিকান আমেরিকানকে কিছু না কেনায় বাথরুমে ঢুকতে দেয়নি; এতে ঐ দোকানটি ৭ দিন বন্ধ ছিলো, এবং ওদের ও ২২০০ দোকান এই ব্যাপারে ট্রেনিং'এর জন্য ১ দিন বন্ধ ছিলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা বয়স্কদের বেলায় অনেক বিবেকবান।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: খুব মন দিয়ে পড়লাম। দুই বার পড়লাম। লেখার আড়ালে অনেক কিছু থাকে সেটা বুঝার জন্যই দুইবার পড়লাম। মাঝে মাঝে মনে হয় আপনি রসিক মানুষ। আবার মাঝে মাঝে মনে হয় রসকসহীন একজন মানুষ। প্রচন্ড রাগী। মায়া মমতাহীন। আবার মনে হয় হৃদয়বান একজন মানুষ।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


আমি সাধারণ বাংগালী; আমাকে অনেকেঅনেক সময় পছন্দ করেন। গতকাল, আমি এক যায়গায় খাবারের লাইনে ছিলাম, সামনে ২১ জন; একজন আফ্রিকান আমেরিকান মেয়ে (সেখানে কাজ করে) আমাকে ফ্যামেলী ফ্রেন্ড বলে, ভেতরে নিয়ে যায়; পরে সে বললো যে, সে চাহেনি আমি শীতের মাঝে তরুণদের পেছনে অপেক্ষা করি।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

সনেট কবি বলেছেন: খুব মজা পেলাম। রদ্দুরে যেন এক পশলা বৃষ্টি।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


সামান্য দরকারী অভিজ্ঞতা

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

নয়া পাঠক বলেছেন: অনেক মজার বাস্তবতা। তবে এটা ঠিক আপনি সত্যিই এই প্রবল উপস্থিত বুদ্ধিসম্পন্ন জ্ঞানী মানুষ। যেকোন পরিস্থিতিতেই যথাযথ মজা করে নিজের সেফসাইডে চলে আসতে পারেন। এই টেকনিকটা অনেক ভালো, প্রত্যেকেরই উচিত এরকম পলিসি ব্যবহার করা শিখে নেওয়া, তাহলে আর আমাদের অপ্রত্যাশিত সমস্যায় পড়তে হবে না। মাঝে মাঝে আপনার এই সব মজার খুনসুটির অভিজ্ঞতা বেশ উপভোগ করি। কিন্তু এমন নির্ভেজাল বিনোদনের পরিমাণটা আরেকটু বাড়ানো যায় না ভাইয়া?

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


এগুলো প্রতিদিনের জীবনের অংশ, মানুষকে অবস্হার সাথে তাল মিলাতে হয়!

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: খুব একচোট হেসে নিলাম,
আমাদের দেশে লোকজনের টয়লেট নিয়ে খুব একটা মাথাব্যথা নেই, যে যেখানে পারছে ঢালাও স্রোত ঢেলে দিচ্ছে, ঢাকা শহরে অনেক গুলো মসজিদ থাকায় যা একটু সুবিধা...
ও, আপনি কি জানেন, ঢাকায় অনেক দেয়ালে আরবিতে লেখা থাকে, মূত্র বিসর্জন নিষিদ্ধ! লোকজন আরবি লেখা দেখে আর সেদিকে বন্যা নামায় না!
আর আমার এক ছাত্রলীগার বন্ধু আছে, কাউকে যেখানে সেখানে এসব করতে দেখলেই গিয়ে লাথি মারে, বোঝেন অবস্থা...
আপনার পোষ্ট ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

চাঁদগাজী বলেছেন:




আমি ঢাকা এলে আপনার বন্ধুকে ২/১ বার ইমাজেন্সী যেতে হতে পারে

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

তার ছিড়া আমি বলেছেন: মনে পড়ে গেল, "ভোগে নয়, ত্যাগেই সুখ" । প্রকৃত পক্ষে ত্যাগেই সুখ।

আপনার এই উপস্থিত বুদ্ধির প্রশংসা না করে পারা যায় না। এ ধরনের রম্য লেখা খুবই ভাল লাগে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

চাঁদগাজী বলেছেন:



নিউইয়র্ক পুরোপুরি আমেরিকান শহর নয়, এখানে তাল মিলাতে হয়

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি ঢাকা এলে আপনার বন্ধুকে ২/১ বার ইমাজেন্সী যেতে হতে পারে
হাহাহাহা...

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


১৯৭৩ সালে, একটা ছোট ছেলে নাকি ঢাকা মেডিক্যাল কলেজের ফজলে রাব্বি হলের ছাত্রদের লুংগি চুরি করেছিলো; ৭/৮ জন ছাত্র মিলে ছেলেটাকে পিটাচ্ছিল; আমি ছেলেটাকে একাই রক্ষা করতে পেরেছিলেম; ফলে, অসুবিধা হবে না।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

শায়মা বলেছেন: হা হা

ভাইয়া আমি তোমাকে কেনো যেন অনেক কিপটা ভাবতাম। আজ বুঝলাম মানুষকে অপদস্ত করতে মানে যাকে তোমার ভুল মনে হয় তাকে অপদস্ত করতে তুমি টাকার মায়াও করো না। বিরিয়ানী থেরাপী ইজ রিয়েলী এক্সসেলেন্ট! আমি বদমাইস মহিলার হা করে থাকা মুখটা দেখতে পাচ্ছিলাম। আর তোমার লেখা পড়ে তাই অনেক হাসলাম।
তবে একদিকে সেও ঠিক দুনিয়ার সবাইকেই টয়লেট ইউজ করতে দেবে নাকি? তাইলে তো রেস্টুরেন্ট না সেটা পাবলিক টেস্টুরেন্ট মানে টয়লেটই হয়ে যাবে। :P

যাইহোক কমেন্টে এসেও হাসলাম অনেক। বার্থরুম লিখেছিলে! রাফাভাইয়া ধরিয়ে দিলো। বুঝতে পারছি তোমার উচ্চারণের অবস্থা! :P আরও শোনো তুমি আবার আরেকজন কমেন্টে এসেও শত্রুর নাম ভুলোনা! বলে দিলে নুরুভাইয়ার নাম!!!!!!! :-B :((


হা হা হা হা হা হা

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


না, আমি কিপটা নাই; বরং ১০০ ভাগ উল্টো; আমি আমার সাধ্যমত অন্যদের জন্য চেষ্টা করেছি আজীবন।

নুরু সাহেবের পোষ্টে যার নাম আছে, সম্ভবত উনি নেই, ভয়ের ব্যাপার!

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

শায়মা বলেছেন: ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩১ ০

লেখক বলেছেন:


আমি সাধারণ বাংগালী; আমাকে অনেকেঅনেক সময় পছন্দ করেন। গতকাল, আমি এক যায়গায় খাবারের লাইনে ছিলাম, সামনে ২১ জন; একজন আফ্রিকান আমেরিকান মেয়ে (সেখানে কাজ করে) আমাকে ফ্যামেলী ফ্রেন্ড বলে, ভেতরে নিয়ে যায়; পরে সে বললো যে, সে চাহেনি আমি শীতের মাঝে তরুণদের পেছনে অপেক্ষা করি।


আরে মেয়েরা সবসময় তোমাকে এত পছন্দ করে কেনো ভাইয়ামনি! B:-)

তোমার একটা ছবি দাও তো দেখি!!! :)

এখানেও শত শত ছেলেরাই তোমার শুত্রু। ঐ যে টয়লেট ক্লিনারগুলা! যারা রাতদিন টয়লেটে বসে বসে তোমাকে সেখানে নিয়ে যেতে চায়! আর আমরা সবাই মিলে তাদেরকে উল্টা ঝেটিয়ে ক্লিন করি। :P

তবে কোনো মেয়েরা কিন্তু এমন নাই! :)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


আমার ছবি নেই বললেই চলে; শীঘ্রই ৬৮ বছর হবে, চুল রং করি না; ফলে, অনুমান করা সম্ভব। বেশীরভাগ ক্ষেত্রে মেয়েরা আমার সাথে খুবই ভালো ব্যবহার করে থাকে।

১৫/১৬ বছর আগে, সাবিনা ইয়াসমিন এসেছিলেন গান করতে নিউইয়র্ক, আমি হলের করিডোরে দাঁড়ায়ে গান শুনছিলাম; উনার গান শেষ হলে উনি করিডোরে এলেন; অনেকে উনার ছবি টবি তুলছিলো; আমি উনাকে দেখে "হ্যালো" বললাম, উনি থামলেন; উনি আমাকে অনুরোধ করলেন, উনাকে পান কিনে দিতে; উনার সাথে উনার পরিচিত অনেকেই ছিলো, কাউকে বলেননি।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

শায়মা বলেছেন: ১৪. ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১২ ০

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি ঢাকা এলে আপনার বন্ধুকে ২/১ বার ইমাজেন্সী যেতে হতে পারে
হাহাহাহা...


হা হা হা হা প্রান্ত ভাইয়া সাবধান!!!!! চাঁদগাজী ভাইয়া ঢাকায় এলে কিন্তু তার পিছে থেকো সেও কিন্তু চায় তোমার বন্ধুর সাথে ফাইট করতে আর সেটা করতে সে নিজেই কি করবে তার আগে ভেবে দেখো!

হা হা হা হা হা হা হা :P

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


তরুণ ও যুবকেরা কারোকে ভয় দেখালে, আক্রমণ করলে আমি সেটা কোনদিন সহ্য করিনি।

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০১

করুণাধারা বলেছেন: এইসব হাসির কাহিনী লিখলে তা পারেন! কেন যে এত রাজনীতি, ফাজনীতি নিয়ে লিখেন!

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি প্রতিটি মানুষের ভাগ্য নির্ধারণ করছে প্রতিদিন; ইহাই বিশবের সবচেয়ে বড় আলোচ্য বিষয়। রাজনীতির ভুলের জন্য আমাদের ১১/১২ লাখ তরুণী আজকে চাকরাণী/ঝি হিসেবে কাজ করছে; আমাদের মেয়েরা সৌদী যাচ্ছে; আমাদের ভালো স্কুলগুলোতে ভুল মানুষেরা শিক্ষক হচ্ছে। স্কুলে বাচ্চা ভর্তি করতে ঘুষ দিতে হচ্ছে।

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

শাহাদাত নিরব বলেছেন: আমার শ্রদ্ধেয় গাজী ভাই থেকে অনেক দিন পর একটা রম্য পেলাম
প্রান খুলে হেসেছি ।
ভাইয়ের আমার পুরাই ককটেইল (সব ধরনের গুন আছে)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


মানুষের অভিজ্ঞতার শেষ নেই; এগুলো নিয়ে লিখলে ব্লগ ভরে যাবে।

২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

ডার্ক ম্যান বলেছেন: চমৎকার লিখেছেন বদ্দা

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


চিটাগং'এ খাবার দোকান গুলোর বাথরুমের অবস্হা কি রকম?

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার একখানা পোস্ট :D

এভাবেই কিছু ব্যতিক্রমী পোস্ট দিন....

সবারই ভালো লাগবে....

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



আসলে, চলমান ঘটনাপ্রবাহও আমি সবার জন্য লিখি; অনেকেই যদি বারবার বলছেন যে, আমার মতামাত একপেশে হয়ে যাচ্ছে, উহা নিয়ে আমি কিছুটা বিব্রত; কিন্তু আমি যেভাবে ভাবি, সেটাকেই তুলে ধরি, পরিস্হিতির কারনে উহা হয়তো কোন একপক্ষে চলে যাচ্ছে।

২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

রানার ব্লগ বলেছেন: আমার একটা সমস্যা আছে আমি বাহিরে বাথরুম করতে পারি না আমার হয় না, আমাকে বাসায় এসে করতে হয়। এর জন্য ঢাকার বাহিরে কোন হোটেলে উঠলে প্রথম দিন বেশ ঝামেলায় ভুগি।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


এটা তো বিশাল সমস্যা; আমি পরিস্হিতির সাথে মিলিয়ে চলার চেষ্টা করি।

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

ডার্ক ম্যান বলেছেন: তাদের কোন বাথরুম নেই। রান্নাঘর আর বাথরুম মিলেমিশে একাকার

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


চিটাগং'এর লোকগুলো মানুষ হলো না

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

শায়মা বলেছেন: ভাইয়া সাবিনা ইয়াসমিন তোমাকে পান কিনতে বললো কেনো! শুধু তোমাকেই !! সেটা নিয়ে ভাবছি! :|






:P

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


আমার খুব ভালো লেগেছিলো যখন, উনি আমাকেই বললেন পান কিনে দিতে; উনার সাাথে অনেক লোক ছিলেন, অনেকেই ছবি তুলছিলেন; আমার মনে হয়, আমি যেভাবে সন্মানের সাথে উনাকে হ্যালো বলেছিলেম, উনি পছন্দ করেছিলেন।

২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

তারেক_মাহমুদ বলেছেন: মল মুত্র বিষর্জন নিয়ে এমন মজার অভিজ্ঞতা মনে হয় সবার জীবনেই কিছু না কিছু আছে । খুব হাসলাম ।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


এসব নিয়ে সবার অনেক কঠিন অভিজ্ঞতা থাকার কথা।

২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

ডার্ক ম্যান বলেছেন: খাবারের দোকানের বেশীরভাগ মালিক চট্টগ্রামের বাইরের। চট্টগ্রামে আসছে টাকা কামাইতে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


শহর পরিকল্পনাকারীরা মিনিমাম একটা ব্যবস্হা তো নেয়ার দরকার ছিলো

২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪

হাসান রাজু বলেছেন: পোস্ট সুন্দর ও ভাল লেগেছে। শুধু আমার না সবারই।
কিন্তু আমার মনযোগ ছিল, আজ কি কোন মহিলা বিহীন পোস্ট আসলো চাঁদগাজী সাহেবের?
নাহ ! ব্যাতিক্রম হল না। আচ্ছা আপনি শুধু মহিলা/মেয়েদের সাথে ফুটানি নেন কেন? ছেলেদের সাথে ? ভয় পান?

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


আমার কাছে বাংগালী ছেলেদের অনেক হ্যাংলা মনে হয়; বিদেশেও, দোকান ইত্যাদিতে আমি মেয়েদের কাছে যাই।

২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট সুন্দর ও ভাল লেগেছে। শুধু আমার না সবারই।
কিন্তু আমার মনযোগ ছিল, আজ কি কোন মহিলা বিহীন পোস্ট আসলো চাঁদগাজী সাহেবের?
নাহ ! ব্যাতিক্রম হল না। আচ্ছা আপনি শুধু মহিলা/মেয়েদের সাথে ফুটানি নেন কেন? ছেলেদের সাথে ? ভয় পান?
=p~ =p~ =p~

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


মেয়েরা অনেক বেশী মননশীল।

২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবের চোখের সমস্যার কথা জনি,
ডায়েবেটিকসে ধরলো তকে?ি
বিধাতার কাছে একজনের জন্য কয়টা
রোগ মুক্তির দোয়া চাইবো?
লজ্জা সরম আছে তো কি বলেন?

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:

উনাকে জিজ্ঞাসা করার দরকার, বাচ্চাদের ক্যানসার কেন হ;, উহা সারাতে কোন দোয়া কাজ করবে?

৩০| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

জাহিদ অনিক বলেছেন: হা হা হা

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


বন যেখানে যেমন!

৩১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিরানীর দাম দেয়ার জন্য ঐ মেয়েটা আর চাপ দেয়নি? বাংলাদেশী রেস্টুরেন্ট বলে কথা...

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


অন্য কোন রেষ্টুরেন্টও আমার কাছে টাকা চাওয়ার সাহস করতো না; ৩ মাস আগে "স্টার বাকস"এর ২২০০ রেষ্টুরেন্ট ১ দিন বন্ধ করে সব ষ্টাফদের ট্রেনিং দেয়া হয়েছে, যাতে মানুষের বাথরুম ইত্যাদি নিয়ে কোন অবস্হায় গন্ডগোল না করে।

৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫১

মা.হাসান বলেছেন: মারহাবা। কোষ্ঠকাঠিন্যর কথা শুনেছি এখন মুত্রকাঠিন্যর কথা জানলাম। হিসু সারিবার পূর্বেই বিরিয়ানি পরিবেশন সারা!!

যা হোক , গত ১০ বছরে দেশে মুক্তিযোদ্ধার বাম্পার ফলন হয়েছে। এরা সবাই হিসু করে দিলে হিসুর তোড়ে রাজাকার ভেসে যাবে। ভোট দিতে আসার অনুরোধ রইল, অথবা পোস্টাল ব্যালটের সুযোগ অাছে কি না পরীক্ষা করে দেখতে পারেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


জাতিটা আগাছায় ভরে গেছে; ওরা "নকল মুক্তিযোদ্ধা" হয়েছে; আমি হয়তো, সম্ভব হলে, অনেক নকল মুক্তিযোদ্ধাকে এই জালিয়াতী থেকে সরে যেতে বাধ্য করবো সামনের দিনগুলোতে; অনেক জালিয়াত নিজের থেকেই সরে যাবে।

৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২

ফেইরি টেলার বলেছেন: "প্যান্টস অফ " টু ইউর ইউরিন ব্লাডার ব্রো ! টানা ২৫ মিনিট, তাও আবার ড্রাইভিং অবস্থায় ! আই এম ড্যামন শিউর ইউ গট এন ঔল ব্লাডার =p~

আপনার জন্য

God Bless GIF from Magicmike GIFs

ইমোশোনাল হয়ে যাবার জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী :|

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:



ওকে, সমস্যা নেই। পরিস্হির সাথে তাল মিলিয়ে চলতে হয়।

৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবশেষে কি সাবিনা ইয়াসমিনকে পান কিনে দিয়েছিলেন?

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, আমি উনাকে পান কিনে দেয়ার ছবি টবি অনেকেই তুলে ছিলেন; উনি আমার সাথে অনেক্ষণ গল্প টল্পও করেছিলেন।

৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

ফেইরি টেলার বলেছেন: ওটা GIF ছিল, আসেনি

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:



ওকে, অসুবিধা নেই

৩৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

মোস্তফা সোহেল বলেছেন: আহা শেষে মেয়েটার সাথে অন্যায় হয়ে গেল না গাজী ভাই ;)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


না, অন্যায় হয়নি; এরা আমেরিকায় থেকেও বাংগালী জীবন যাপন করেন; কখনো আমেরিকানদের মতো সার্ভিস বুঝেন না।

৩৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: হাহা =p~ আপনি তো দারুন দুস্টু। রাজনীতির ফঁাকে ফঁাকে এমন মজার মজার লেখা লিখবেন প্লিজ :P কিন্তু ঘটনা কি সত্যি?
আচ্ছা' এমন কি কখনো হয়েছে যে অতিরিক্ত চাপে চলন্ত গাড়ি থামিয়ে টয়লেটে যেতে হয়েছে? :P

০৮ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


আমাকে একবার হাইওয়েতে দিনের বেলাইয়ই থামাতে হয়েছিল; গাড়ীর গ্লাস পরিস্কার করার ভান করে আসল প্রয়োজন সেরে ফেলেছিলাম।

৩৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



এরচেয়ে শান্তি আর কিসে আছে । এখানে গোলমাল হলেই সব গোলমাল হয়ে যায় ।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


ছোটখাট সমস্যার সোজা সমাধান বের করার দরকার হয়।

৩৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২

হাসান রাজু বলেছেন: আমার মনে হয় " হ্যাংলা " কোন ব্যাপার না। আপনি অবাঙালি ছেলেদের সাথেও কোন ধরনের ক্যাচালে জড়ান না।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমি মানুষের সাথে স হজে মিশতে পারি, কথায় অংশ নিতে পারি; লোকজনকে হাসাতে পারি; ফলে, আমার অসুবিধা হয় না; তবে, মেয়েদের প্রতি আমার ভীষণ টান আছে।

৪০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪

কানিজ রিনা বলেছেন: হি হি হি বাঙালি বলে কথা। জাপানে এক
উলেন পাট খেতে পায়না দেখা গেল জাপানি
খেতওয়ালা বুঝে ফেললো এখানে কোনও
বাঙালি আছে সত্যই বাঙালি লোকটাকে
ধরে জেলে ঢুকিয়ে দিল। তাই বলি ঢেঁকি
স্বর্গে গেলেও ভানে হি হি হি। বেশ হাসলাম
আপনার উচিৎ এখন থেকে দুরের যাত্রায়
ডাইপার পড়ে বাহির হওয়া।
কারন বয়স বেড়েছে, রাজনীতি অপনীতি
দিয়ে এমন সব লেখা দিলে আপনার প্রিয়তা
বাড়বে। ধন্যবাদ।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:১২

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, প্রতিটি মানুষের জীবনে প্রতিদিনই বলার মতো কিছু ঘটনা ঘটে; কিন্তু সবাই সেটাকে অন্যদের কাছে তুলে ধরেন না।

৪১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৮

মনিরা সুলতানা বলেছেন: কে আর কার সাধ্য !!!
আপনাকে আটকায় :P

০৮ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


আমি জীবনে বড় কিছুই করিনি; ছোটখাট যা করেছি, এবং আমি সঠিক থাকলে, কেহ আমাকে আটকাতে পারেনি তেমন।

৪২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




স্যার এটা তো ছোট খাটো নয় । বেশ বড় সমস্যা ।

সমাধানের উপায় বের করব । আমাকে কি এই উপলক্ষ্যে নোবেল দেবে ?

স্বাধীনতার লক্ষ প্রানের দাম আজ ধুলায় লুন্ঠিত (একটা প্রশ্ন ছিল স্যার )

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখাটা দেরীতে দেখলাম; মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধারা জাতির মনে বড় দাগ কাটতে পরেননি; কারণ, জাতির উপরের অংশের মনটা ছিল ছোট।

৪৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

খাঁজা বাবা বলেছেন: উন্নত বিশ্বেও যে প্রকৃতির সাথে মিলে মিশে থাকতে হয় জানা ছিল না :P

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


নিউইয়র্ক ভালো শহর নয়, এটা আসলে বিদেশীদের শহর

৪৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

হাসান রাজু বলেছেন: তবে, মেয়েদের প্রতি আমার ভীষণ টান আছে।

হ্যাঁ হ্যাঁ । এটাই আসল কথা। এই স্বীকারোক্তিটাই শুনতে চাচ্ছিলাম। হা হা হা ..........

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


মেয়েরা মানুষের মনে থাকে, ছেলেদের কথা খুব একটা মনে থাকে না

৪৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: তবে, মেয়েদের প্রতি আমার ভীষণ টান আছে।
বুড়া বয়সের ভীমরতি!! বাহাত্তুরে যাকে বলে। তবে যতই লম্ফঝম্প করেন
গোল হবেনা!!

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


মানুষের একটা ভুবন আছে, সেটা অনুধাবনের জগৎ

৪৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক অনেক ভাল লাগলো পড়ে। জীবনে আনন্দেরও দরকার আছে, ঘুরা ফেরা ভ্রমণেরও দরকার আছে।
ছবি থাকলে হয়তবা কিছু ছবিও দেখা যেত।
শুভ কামনা রইলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


প্রতিদনই এটাসেটা ঘটে, সেগুলোর সাথে তাল মিলাতে হয়।

৪৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

গরল বলেছেন: আপনি ঠিকই বলেছেন, মহিলাটা আমেরিকায় থেকেও বাঙ্গালী রয়ে গেছে। ওখানেও সবাই নিজেদের দেশের লোকজনের সাথেই মেশে শুধু, আমেরিকানদের ধারে কাছেও ঘেষতে পারে না, তাই তাদের কালচারও শিখতে পারে না। শিখে শুধু হিপ্পিদের কাছথেকে ইয়ো-ইয়ো কারণ তারাও রাস্তা-ঘাটে জীবন কাটায়। আর এটাই দেখা যায় ভারত-বাংলাদেশের নাটক সিনেমায়।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


হাজার হাজার বাংগালী পুরোপুরি বাংলাী জীবন যাপন করেন নিউইয়র্কে, আমেরিকানরা খুবই হতাশ এদের আচার ব্যবহারে

৪৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: B-)) B-)) B-))

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


কাছাকাছি সমস্যায় পড়েছিলেন?

৪৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ :D

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


ভালো, ডায়াপার মায়াপর পরেন নাতো?

৫০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~
রতনে রতন চেনে ;)

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১১

চাঁদগাজী বলেছেন:


নাকি পানি কম খান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.