![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
*** পোষ্টাকে রিফ্রেশ করবেন না, ইহা ইতিমধ্যে "সর্বাধিক পঠিত" হয়ে গেছে! ***
@@ ব্লগে কমপক্ষে ১ জন হলেও বেকুব ব্লগার আছে, উহা আমার পোষ্টটিকে অকারণে রিফ্রেশ করেছে @@
বিএনপি'র পক্ষ থেকে বেগম জিয়া, জামাতের পক্ষ থেকে মাহমুদুর রহমান, হেফাজত ও জামাতের পক্ষে থেকে মোল্লা শফি ব্লগারদের নাস্তিক ডেকেছে ২০১৩ সালে; শুধু শেখ হাসিনা এখনো ব্লগিং'এর বিপক্ষে মুখে কিছু বলেননি, তবে তিনিও প্রাকৃতিকভাবে ব্লগিং'এর পক্ষে থাকার লোক নন। ২০১৩ সালে শেখ হাসিনা ব্লগারদের পক্ষে আছেন ভাব দেখায়েছিলেন; কারণ, তখন বেগম জিয়া ব্লগারদের বিপক্ষে।
ব্লগিং'এর শুরুতে ব্লগে, আওয়ামী পন্হী ও জামাতী ব্লগারেরা ক্রুসেডে নেমেছিলেন; সংখ্যায় কম হলেও, আওয়ামীদের পক্ষ ভালো করেছে; কারণ, তাদের লেখায় কিছুটা আধুনিকতা ভুলে হলেও থেকে যায়; জামাতী পক্ষ যাই লিখুক ঘুরেফিরে উহা জামাতী পদ্ধতি ও গুহামানবদের বয়ান।
সেই শুরুতে যেসব আওয়ামী ব্লগারেরা কিছুটা ভালো করেছিলেন, আজকে তারা ব্লগে নেই বললেই চলে; এদের অনেকেই সরকারের লোকজনের সাথে চলে, এরা সরকারকে ব্লগের শক্তি সম্পর্কে জানায় বলে মনে হয়; এরা নিজেরা অবশ্যই বুঝে যে, ব্লগিং প্রাকৃতিভাবে সরকারের পক্ষে যাবে না; ফলে, এসব ব্লগারেরাও আজকে ব্লগিং'এর বিপক্ষে চলে গেছে অনেকটা।
২০১৩ সালে শাহবাগে ব্লগারদের কর্মকান্ডকে নাস্তিকতা বলায়, পুরো দেশের লোকজন চমকে উঠেছিলো, এরা কারা, এবং এরা কি করে? এরা যে ইলেকট্রনিক কাগজে লিখে, রিয়েল-টাইমে সেটা নিয়ে আলোচনা করে, এ ব্যাপারটা বুঝতে ড: এমাজুদ্দিন সাহেবের ২ বছর লেগেছে; এখন বুঝতে পারেন, নুরু সাহেবের কত বছর লাগার কথা?
তখন শেখ হাসিনাও বলেছিলেন যে, ব্লগিং হোক, আর ম্লগিং হোক, নবীজিকে অসন্মান করা কোনভাবে সহ্য করা হবে না! নবীজি কি করে, কখন ও কেন ব্লগে আসেন, সেটা উনার জানার কথা নয়। ব্লগিং'এ যে নবীজি আসেন, সেটা উনি কি করে জানলেন? নিশ্চয় কারো মারফত শুনেছেন; উনার কানে ব্লগিং সম্পর্কে ভুল ধারণা দেয়ার লোকের অভাব নেই; শুধু একটা নরম দিক হচ্ছে, উনি এক কানে কম শোনেন
প্রাকৃতিকভাবেই, পুরো প্রশাসন, ব্যুরোক্রেটরা, রাজনৈতিক দলগুলো ব্লগিং'এর বিপক্ষে থাকবে সব সময়; এর সাথে পুরোনো আওয়ামী ব্লগরেরা যোগ দিয়েছে বলে মনে হয়। সুযোগ পেলে, এরা সবাই মিলে, শেখ হাসিনাকে ব্লগিং'এর বিপক্ষে বলতে থাকবে; একবার যদি শেখ হাসিনা ব্লগিংকে ভয় পায়, তা'হলে খবর আছে!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
বন্ধ করে দেবেন।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানুষের কথা বলার স্বাধীনতা সীমিত হতে হতে জানাজা হওয়ার পর্যায়ে আছে।
এখন শুধু মুখে স্কচ টেপ মেরে দিলেই ষোল কলা পুর্ন হয়ে যায় !!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা এক সময় বেশী কথা বলতেন, আমি উনাকে সেজন্য কচ্ছপ ডাকতাম; এখন হয়রাণ হয়ে গেছেন মনে হয়, নিজে কথা কম বলেন, অন্যদের কথা সহ্যও করতে পারেন না।
আপনার নেত্রী যে ব্লগারদের নাস্তিক বলেছিলেন, উহা নিয়ে কিছু লেখেন।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২
ডার্ক ম্যান বলেছেন: সচিবালয়ের একজন কর্মকর্তা কিন্তু ব্লগিং করছেন
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
আমার জানামতে এমপি'ও পাঠক হিসেবে আছেন; তবে, ওরা ব্লগিং'এর পক্ষের লোক নন।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
ডার্ক ম্যান বলেছেন: ব্লগিংকে ভয় পাবেন না উনি। থাকলে লাভ বা ক্ষতি কোনটাই নাই উনার। এখানে খেলতেছে অন্য কেউ। সামুর শত্রুর অভাব নাই।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং বলতে সামুকেই বুঝায়, বাকীগুলো অন-লাইন সাহিত্য পত্রিকা। শেখ হাসিনা যদি দেশে বুদ্ধিমান লোক কমিয়ে আনতে চান, ব্লগিং'এর বিপক্ষে যাবেন।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
ডার্ক ম্যান বলেছেন: আপনার লেখাগুলো পড়ে সরকার আপনাকে সেরা সমর্থক হিসেবে ব্লগার পদক দিতে পারে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
চাঁদগাজী বলেছেন:
আপনি বলছেন, "দিতে পারে"; আমি পদক নিয়ে বসে আছি!
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
ডার্ক ম্যান বলেছেন: পদকের ভার আপনি বয়ে যাচ্ছেন নীরবে , সেটা দারুণ বিষয় ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা কোন পদক পাবে না, শুধু সামুটাকে বন্ধ না করলেই খুশী।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০০
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার ব্লগ দেখার সময় কই? উনাকে হয়তো কেউ বুঝায়। এখন কথা হলো কেউ যদি উনাকে ব্লগিং ব্যাপারটা খারাপ অর্থে বুঝায় তাহলে ব্লগ বন্ধ হয়ে যাবে। মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
যারা ব্লগিং করে না, সবাই ব্লগিং'এর বিপক্ষে।
তবে, শেখ হাসিনার ভালো দিক হলো, উনি অন্যদের কথা বুঝেন না।
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৩
রাজীব নুর বলেছেন: ব্লগিং একটা আনন্দময় ব্যাপার। ব্লগিং করা চমৎকার বিষয়। ব্লগিং করে অনেকে খুব নাম ডাক করেছে। কেউ কেউ তো বিদেশ চলে গেছেন। বর্তমানে কত নামী লেখক এক সময় এই সামুতেই ব্লগিং করেছেন। এখন তারা মনে করেন যে তারা জাতে উঠে গেছেন। তাই কেউ কেউ অস্বীকার করেন- ব্লগিং করি নাই বলে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং না করে, যারা বই লিখবেন, তাদের নিজের ভুলগুলো ধরা পড়বে না; বইগুলো চানাচুরের প্যাকেটে পরিণত হবে।
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস শেখ হাসিনা আপনার মতো
মাথা মোটা নন। তিনি অনেক বিজ্ঞ ও দূরদৃষ্টি সম্পর্ন একজন
পূর্ণাঙ্গ মানুষ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
এখন তো সমস্যা করে দিলেন, কোন শেখ হাসিনার কথা বলছেন, যিনি আমাদের প্রাইম মিনিষ্টার?
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১
ঢাবিয়ান বলেছেন: যারাই সরকারকে তথ্য দিয়েছে তা একেবারেই অযথা তথ্য দিয়েছে। কারন ব্লগের চাইতে হাজারগুন বেশি শক্তিশালী হচ্ছে ফেসবুক। কোটি কোটি ভিউয়ার সেখানে। ব্লগের গন্ডি অত্যন্ত সী্মাবদ্ধ। আসলে ফেসবুককে কোনভাবেই কন্ট্রোল করতে না পেরে এখন এসেছে ব্লগ কন্ট্রোল করতে। এই পদক্ষেপ শুধুমাত্র মুষ্টিমেয় সংখ্যক ব্লগারকে অসন্তুষ্ট করা ছাড়া আর কোন মোক্ষ লাভ হবে না সরকারের।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০
চাঁদগাজী বলেছেন:
ফেসবুক হলো গাধার আস্তাবল; সরকার চায় ফেসবুক চলুক, ছাগল তৈরির কারখানা চালু থাকুক, নিজের বউয়ের স্তনের ছবি দেখাক অন্যদের
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৬
ডার্ক ম্যান বলেছেন: আপনার পোস্টটি এত ভিউয়ার হবার কারণ কি
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
কোন বেকুব এটাকে নিয়ে খেলছে; বেকুবদের মাথায় কখন কি আসে, জানার উপায় নেই!
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
৩ ঘন্টায় ১১৩৮ বার! মাশাআল্লাহ!
সামু'র পুরোনো যুগ আবারো এসে পড়েছে!
অভিনন্দন লেখককে!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
অভিন্দন জানানোর আর লোক পেলেন না? আপনার ধারণাশক্তি প্রতিবন্দী লেভেলের, মনে হয়!
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আসলে সরকার ব্লগ সম্পর্কে কোন একটা বিশেষ স্ট্র্যাটেজি নিয়ে বলে মনে হচ্ছে।
খুন হওয়া একজন ব্লগারের চার্জশীট কয়েক দিন আগে দেওয়া হয়েছে। এতে ইসলামিস্টরা একটু ক্ষ্যাপা। সামুকে অপমান করে সেই ঢেঊটা সামলাচ্ছে বলে আমার মনে হয়।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনার মনে যা আসে, উহা সঠিক না হওয়ার সম্ভাবনা প্রচুর।
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুনীদের যখন বিচার হবে, তখন সামহ্যোয়ার ইন ব্লগের নাম আসবেই......তখন সরকারকে প্রশ্নবিদ্ধ করা হতে পারে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৩
চাঁদগাজী বলেছেন:
সরকার প্রশ্নবিদ্ধ হলে, সরকার প্রশ্নপত্র ফাঁস করে নেবে।
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২১
ল বলেছেন: নিয়ন্ত্রণ করতে ভালো লাগে মনে হয় তাই সামুর ব্লগিং এ চোখ পড়েছে আর নিন্দুকেরা কোন ইন্দ্রন দিচ্ছে নাতো?
আমার জানা মতে একটি ব্লগ সরকার দলের এক তথাকথিত প্রকৌশলীর তার ব্লগ তো চলবে!!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৪
চাঁদগাজী বলেছেন:
সরকারী দলের ব্লগে বাথরুম রাখলে, উহা চলতে পারে।
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেঃ এখন তো সমস্যা করে দিলেন, কোন শেখ হাসিনার কথা বলছেন, যিনি আমাদের প্রাইম মিনিষ্টার?
আপদ !! আপনার লেখার শিরোনামে কার কথা উল্লেখ করেছেন?
আগে নিজের ছিদ্র বন্ধ করুন , পরে অপরেরটা ছিদ্র খোঁজেন!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫২
চাঁদগাজী বলেছেন:
আমাদের প্রাইম মিনিষ্টারযকে যত বুদ্ধিমান হিসেবে আপনি দাবী করেছেন, উনি অত বুদ্ধিমান নন; আপনি মনে হয়, উনার ভোটিং পদ্ধতি পছন্দ করেছেন।
১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কোন কিছু বন্ধ করে নির্মূল করা যায় না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১০
চাঁদগাজী বলেছেন:
গরুর রচনা জিন্দাবাদ; ২১ শে'র বইমেলাতে এখন নাকি অনেক গরুর রচনা আসছে; সামনের দিনগুলতে বানরের আত্মকথা প্রকাশিত হবে।
১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৩০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শেখ হাসিনা কেন ব্লগিং নিয়ে মাথা ঘামাবেন ? তাকে সারা দেশের অনেক সমস্যা নিয়ে মাথা ঘামাতে হয় | ব্লগিং হচ্ছে আইটি এবং তথ্য মন্ত্রীর এলাকা | তবে একজন ব্যবসায়ীকে আইটি মন্ত্রী বানিয়ে দিলে একে চাইতে আর ভালো কিছু আপনি আশা করতে পারেন না |
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগের নির্বাচিত এমপি ও দলের কেন্দ্রীয় নেতাদের মাঝে শুধু শেখ হাসিনার ব্যবসা নেই; উনার দল ও সরকার ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর মডেল অনুসরণ করছে।
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৯
রানার ব্লগ বলেছেন: দেখা যাক কি হয়
??
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং হলো, আধুনিক সভ্যতার অবদান, বেমম জিয়া ও মাহমুদুর রহমানের শাস্তি হয়ে গেছে; মোল্লা শফি নিজেই ১ জন গুহামানব, উহার কথা নিয়ে কিছুদিন হাসাহাসি হয়েছিলো, উহাকে কে কি কারণে মনে রাখবে? তবে, উহারও শাস্তি হওয়ার দরকার আছে।
২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগ বন্ধ হবেনা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০০
চাঁদগাজী বলেছেন:
২০১২ সালে, ব্লগ আজকের চেয়ে সজীব ছিলো, বন্ধ হবে না, ব্লগিং জীবনের অংশ হয়ে যাবে।
২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫
ওসেল মাহমুদ বলেছেন: নূরু ভাইয়ের কথাটা বোধকরি সত্যি !
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেব সব সময় সত্যের পক্ষে থাকার চেষ্টা করেন; সমস্যা হচ্ছে, কোনটা সত্য, তা নিরুপণ করতে পারেন না।
২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬
মৃত্যু হবে একদিন বলেছেন: আমি ভিপিএন ব্যাবহার করছি ৫/৭ দিন হলো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের প্রতিটি মানুষ চেষ্টা করে যাচ্ছে, অন্য পরিবারের লোকজন যেন তাদের পরিবারে মত শিক্ষাদীক্ষা না পায়।
২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮
মৃত্যু হবে একদিন বলেছেন:
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
ছবিতে কি তথ্য দিয়েছেন?
২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখন লিখতে খুব ভয় লাগে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
চাঁদগাজী বলেছেন:
সময় বুঝে, যেটা প্রয়োজনীয় মনে সেটা নিয়ে লেখেন; সরকারকে ভয় পেলে, সরকারী বিষয়ে না লিখে, সামজিক, সায়েন্টিফিক, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা নিয়ে লেখেন।
২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা নিয়ন্ত্রিত গণতন্ত্রের দিকে যেতে চাইছেন। তাই মত প্রকাশের অবাধ স্বাধীনতা খর্ব করতে চান...
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
এখন অনুমান করেন, জেনারেল জিয়াকে না বুঝে আপনারা কেন সাপোর্ট করেছিলেন; শেখ হাসিনা জেনারেল জিয়াকেই আনুসরণ করছেন; শেখ হাসিনার মাঝে শেখ সাহেবের ৬ দফা কিংবা বাকশাল নেই, উনার সময় ১৭.৪ ভাগ হারে ধনী বৃদ্ধি পেয়েছে চাকবাজারেও
২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮
নজসু বলেছেন:
ব্লগটাকে জানতাম শুধু সময় কাটানো, আড্ডা আর আনন্দের জায়গা।
মাঝে মাঝে গুরুগম্ভীর আলোচনা, পরামর্শ আর মতামত প্রদানের স্থান।
তাই ধারণা ছিলো ব্লগে শুধু আমরা চুনোপুঁটিরাই থাকি।
বড় বড় ব্লগাররা যখন একের পর এক জীবন সায়াহ্নে এসে দাঁড়ালেন
তখন বুঝলাম বড় বড় বোয়াল মাছরাও ব্লগ নিয়ে ভাবেন ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগে কারা বোয়াল, হাংগর, তিমি ইত্যাদি বলা মুশকিল; তবে, শুরুতে যারা ছিলেন, তাদের অনেকেই আজকে ব্লগে নেই; শুরুতে অনেকেই ব্লগিং'এর ভুমিকা না বুঝে, ইহাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিলো।
২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর ভালো লাগেনা এসব রং আর ঢং
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:২৭
চাঁদগাজী বলেছেন:
একটা জাতির বুদ্ধিমানদের আলাপ করতে বাধা দেয়ার অনেক কারণ থাকতে পারে।
২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জা নি তো
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
প্রশাসন চায় যে, মানুষ মালয়েশিয়া, সৌদীতে কাজ করুক, ৪/৫ বছরে মিলে একবার দেশে আসুক।
২৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৩১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাঙালিরা হচ্ছে একটি উদ্দেশ্যহীন জাতি, এরা কি চায় তা নিজেরাই জানে না | এক এগারোর সময় যখন সামরিক সরকার বাড়িঘরের দেয়াল ভেঙে রাস্তা বড়ো করার পদক্ষেপ নিয়েছিল তখন মিডিয়া এবং জনগণ মিলে সেই উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেয় | সারা শহরের ঘিঞ্জি পরিবেশের বাড়িঘরের দেয়াল ও সীমানা বেশি গুরুত্বপূর্ণ নাকি একটি এম্বুলেন্স বা ফায়ার ট্রাক প্রবেশের মতো পথ থাকা অধিক প্রয়োজন এটা অনুধাবন করার মতো মানসিকতাও এই সকল হতভাগা পাবলিকের নেই |
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
যেকোন শিক্ষহীন জাতির ভাবনাশক্তি ভয়ংকরভাবে সীমিত।
৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ম্যাঁওপ্যাঁও পোস্ট, মন্তব্যের উত্তরগুলোও। ধীরেসুস্থে ভেবেচিন্তে লিখুন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
আমি ভেবে লিখলে আপনি তো বুঝবেন না
৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মনে হয় না শেখ হাসিনা ব্লগকে ভয় পাবেন, কারণ তিনি নিজেও একজন লেখক।
ব্লগ ও ব্লগারদের জন্য শুভকামনা সবসময়
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা লিখেন? লিখতে পারলে ব্লগে আসুক, উনার পোষ্টগুলো কেমন হয়, দেখার দরকার।
৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: I love blog, blogging and bloggers. It is my second home.
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরই বাংলার মানুষের শুভাকাংখী গোষ্ঠী
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০
ডার্ক ম্যান বলেছেন: শেখ হাসিনা ব্লগিংকে ভয় পেলে কি হবে ????