নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা সামু বন্ধ করতে পারে বলে বিশ্বাস হচ্ছে না

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১



ব্লগে পোষ্ট আসছে, যেখানে ব্লগারেরা বলছেন যে, তাঁরা শুনছেন বা দেখছেন যে, সামু ব্লগ বন্ধ করা হয়েছে, বা হচ্ছে! এই ফেব্রুয়ারী মাসে শেখ হাসিনা মোহাম্মদ আলী জিন্নাহে পরিণত হলেন? আমার বিশ্বাস হচ্ছে না যে, উনার সরকারের কাউকে উনি এই কাজ করতে দেবেন। আশাকরি, উনি এই ধরণের ভুল কখনো করবেন না; যারা বাংলা ভাষায় লিখতে, পড়তে পারেন, বাংলায় কথা বলেন তাঁরা এই কাজ করার কথা নয়; ইয়াহিয়া খান, কিংবা টিক্কা খানও এই কাজ করেনি।

বাংগালীকে না পড়ায়ে, অদক্ষ শ্রমিক হিসেবে বিক্রয় করে, বাংলার ২ লাখের মতো আদম বেপারী ও সরকার ৩/৪ ট্রিলিয়ন আয় করেছে, জাতি ৬/৭ ট্রিলিয়ন ডলারের রেমিটেন্স পেয়েছে। কমপক্ষে ৫০ ভাগ লোকজন বিদেশে যাবার চেষ্টা করে প্রতারিত হয়ে ২ ট্রিলিয়ন ডলার হারায়েছে; ২ কোটী মহিলা অনেকটা স্বামীহীন অবস্হায় সংসার করেছে; এদের সামজিক জীবন বলতে কিছু ছিলো না, স্বাস্হ্যকর স্বামীস্ত্রীর রাতির জীবন বলতে কিছু নেই এদের; এদের ছেলেমেয়ে মানুষ হয়নি; সরকার মানুষকে এই বৃত্তে ধরে রাখতে চান?

সরকার পড়ালেখার মান টেনে নীচে নামিয়েছে; সরকার নিজেদের লোকদের হাতে শিক্ষাকে পণ্য বানায়েছে; প্রাইভেট ইউনিভার্সিটি করে বাংলাদেশে ডলারে বিলিওনিয়ার হয়েছে ব্যবসায়ীরা; কোনদিন ক্লাশে না গিয়ে লাখ লাখ লোক সার্টিফিকেট কিনেছে এসব ইউনিভার্সিটি থেকে; এসব ইউনিভার্সিটিটর অনেকেই আজকাল ব্লগে এসে ১ম বার জীবনে কিছু শিখার সুযোগ পাচ্ছেন।

ব্লগে বিবিধ সময়ে সরকারের নিযুক্ত ব্লগারেরা এসে ব্লগিং করেছিলো; এদের দক্ষতা ও পড়ালেখা এত কম ছিলো যে, এরা গড়ে ২টার বেশী কমেন্ট পেতো না; এসব ব্লগারেরা এখন ব্লগে নেই; এসব ব্লগারেরা ব্যক্তিগতভাবেও ব্লগিং'এর উপর ক্ষুব্ধ।

ব্যুরোক্রেটরা, প্রশাসন, সরকার যেভাবে দেশ চালাচ্ছে, ব্লগিং তাদের পক্ষে যাবার কথা নয়; এটা ভয়ংকর একটা সত্য; শেখ হাসিনাকে সেটা মেনে নিয়েই বাংগালী ব্লগারদের পক্ষে থাকতে হবে।

শেখ হাসিনা যদি সামু বন্ধ করে, এটা ২১ ফে্ব্রুয়ারী থেকে বড় ধরণের ঘটনায় পরিণত হবে; শেখ হাসিনার নাম বাংলার মানুষের কাছে ইয়াহিয়ার নামের মতোই সন্মানিত হবে।

মন্তব্য ৫৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২০

ঢাবিয়ান বলেছেন: ‘জাতীয় স্বার্থ’ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য বাংলা ভাষার প্রথম কমিউনিটি ব্লগ সামহোয়ারইন ব্লগ বন্ধ করে দিয়েছে সরকার। অশ্লীলতা ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যেই ব্লগটি বন্ধ করে তারা। ব্লগের লেখকেরা বলেছেন, অসত্য তথ্যের ভিত্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নেতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় সচেতন লেখক ও নাগরিক হিসেবে তাঁরা হতবাক।

অশ্লীলতা ও জুয়ার ওয়েবসাইট বন্ধে করতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজিগুলোকে ১৭ ফেব্রুয়ারি একটি তালিকা পাঠায় বিটিআরসি। সেই তালিকাতে সামহোয়ারইন ব্লগের নাম ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক কী কারণে ব্লগটিকে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হলো, সে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগ কেউ পরিষ্কারভাবে কিছু বলছে না।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জাকির হোসেন খাঁন প্রথম আলোকে বলেন, ‘জাতীয় স্বার্থপরিপন্থী কর্মকাণ্ড করার দায়ে ব্লগটি ব্লক করে দেওয়ার নির্দেশনা আসে। তার ভিত্তিতেই টেকনিক্যাল বডি হিসেবে বিটিআরসি তার কাজ করেছে।’ ব্লগটি জাতীয় স্বার্থ পরিপন্থী কী করেছে, জানতে চাইলে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। কার নির্দেশে বন্ধ করা হয়েছে জানতে চাইলে বলেন, জাতীয় স্বার্থ যাঁরা দেখে থাকেন তাঁদের নির্দেশে ব্লক করা হয়েছে
- প্রথম আলো

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


প্রশাসনের গুহামানবেরা বাংগালী জাতিকে পিগমী বানাতে চাচ্ছে।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: এত বিশ্বাস থাকাটা কি ঠিক? সিনহার পরিনতিও হয়েছিল অতিরিক্ত বিশ্বাসের কারনে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনারা আছেন সিনহা মিনহা নিয়ে; সিনহা পোষ্ট লিখলে ১টা করে কমেন্ট পেতেন গড়ে; উনি নিজেই গুহামানব, এসব লোক কোটের বারান্দায় বসে মানুষে জন্য সাক্ষী যোগাড় করে।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৮

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ আপনার পোস্টের জন্য। কিছুই বুঝতে পারছি না। বাংলাদেশ অবস্থানরত ব্লগাররা ব্লগে ঢুকতে পারছে কিনা বোঝা যাচ্ছে না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


সামুর মালিকানা পক্ষের লোকজন নিশ্চয় ব্যবস্হা নেবেন, আশাকরি।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: বাংলায় লিখতে চাই। বাংলায় বলতে চাই। সামুর মাঝে বাংলায় বাঁচাতে চাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকে ব্লগিং শিখাতে হবে, তখন তিনি সামুতে পড়ে থাকবেন, উনি আকাশ কুসুম গল্পের লোক; মানুষ না খেয়ে উ: করলে উনি উন্নয়ন দেখেন

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫২

কবি হাফেজ আহমেদ বলেছেন: https://m.facebook.com/?_rdr

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২১

চাঁদগাজী বলেছেন:



আমার ফেইসবুক একাউন্ট নেই! দেখা যাক, কি হয়!

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ব্লগ বন্ধ করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত সরকার নিবে না বলেই মনে হয়, আর যদি নেয়ও তা হবে ক্ষণস্থায়ী | কিছু মাথামোটা আর সুযোগসন্ধানী মাঝে মধ্যেই এসব ফালতু পদ্ধক্ষেপ নিয়ে প্রকারন্তরে সরকারকেই বেকায়দায় ফেলে |

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬

চাঁদগাজী বলেছেন:



শেষে, শেখ হাসিনার কারণে ২৫ শে ফেব্রুয়ারী পালন করতে হয় কিনা কে জানে!

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩

টি-ভাইরাস বলেছেন: আপনার ভুল জাগাতে অন্ধ বিশ্বাস ছিল বুঝা যাচ্ছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সম্পর্কে সব সময় আমার ভালো ধারণা ছিল, ও আছে সব সময়।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

টি-ভাইরাস বলেছেন: আচ্ছা ভাই ঠিক আছে, যদি দেশে থেকে থাকেন তাহলে ভিপিএন দিয়ে চালান আপনার ধারনা নিয়ে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:



এই দেশের মানুষ বর্তমান বিশ্বের জন্য কিছুটা অস্বাভাবিক; ফলে, জীবনযাত্রার মান ও ধরণ স্বাভাবিক হওয়ার কোন কারণ থাকতে পারে না।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ব্লগ বন্ধের ব্যাপারটা আমার কাছে খুব একটা পরিস্কার নয়। সম্ভবত ১৭ তারিখ থেকে প্রথম চার/পাঁচ দিন আমি ব্লগে ঢুকতে পারিনি। পরে কোন বিকল্প পথে নয়, স্বাভাবিক ভাবেই ব্লগে ঢুকতে পারছি। ব্লগ বন্ধ করার আদেশ থাকলে এরকম হবার কথা নয়। আবার কোন কোন ব্লগারের কাছে শুনছি তারা এখনো ঢুকতে পারছেন না। আমি যখন ঢুকতে পারছিলাম না, তখন আমার আইএসপিকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে তারা বলেছিল সামহোয়্যার ইন ব্লগ বন্ধ করার ব্যাপারে তাদের প্রতি কোন নির্দেশ নাই। তাহলে আমি কেন ব্লগে ঢুকতে পারছি না এই প্রশ্ন করলে তারা এ ব্যাপারে তাদের অজ্ঞতা প্রকাশ করে। এদিকে আজ প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে যে সরকার জনস্বার্থে সামহোয়্যার ইন ব্লগ বন্ধ করে দিয়েছে। অথচ আমি যথারীতি স্বাভাবিক ভাবে ব্লগে ঢুকতে পারছি।
সব মিলিয়ে ব্যাপারটা আমার কাছে গোলমেলে মনে হচ্ছে। প্রকৃত ঘটনা কী কেউ বলতে পারবেন?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:


প্রশাসনের ভেতর থেকে কেহ কিছু করছে; প্রশাসনের ভেতর রবার্ট ক্লাইবেরা আছে, ওরা চায় যে বাংগালীরা পাকীদের মতো জীবন যাপন করুক, আফ্রিকান পিগমীদের মত থাকুক, বেশী জানলে বেশী কথা বলবে।

আসল ঘটনা কি হচ্ছে, সামুর মালিকপক্ষ জানার কথা।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্যুরোক্রেটরা, প্রশাসন, সরকার যেভাবে দেশ চালাচ্ছে, ব্লগিং তাদের পক্ষে যাবার কথা নয়; এটা ভয়ংকর একটা সত্য;


এইটাই ISP বন্Íের মূÖ কারণ

টা²পিং· সমস্যা হচ্ছে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:


সরকারী কিছু ব্লগার ছিলো, ওদের ব্লগ ছাড়াটা সুলক্ষণ ছিলো না।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

বাকপ্রবাস বলেছেন: সামু ব্লগে প্রথম থেকে ছিলামনা, ব্লগ পরিচয় আরো অনেক পর থেকে, সামুর বেলায় দেখলাম দুই দিক থেকেই ঠিলা আসে, মৌলবাদীরা মনে করে সামু সেকুলার আবার সরকার মনে করে সামু মৌলবাদী, আমি ব্লগীয় রাজনীতি কম বুঝি!!! একমাত্র সামু ব্লগেই থাকি, অন্য কোন ব্লগে নেই, সুতরাং সামুর কিছু হলে কষ্ট পাব, টুকটাক লিখার চেষ্টা করি সেটাও আর হবেনা, টুকটাক পড়ার চেষ্টা করি সেটাও হবেনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


বাংগালী ছেলেরা লিখতে শিখছে, এটা প্রশাসনের বাংগালীরা পছন্দ করার কথা নয়; বিসিএস দেয়ার পরও ৫ লাইনের গরুর রচনা মুখস্হ করতে এদের।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তীব্র প্রতিবাদ জানাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:



দেখা যাক, শেখ হাসিনা কি করেন, এটা জিন্নাহ সাহেবের আক্রমণ থেকেও বড় আক্রমণ

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২

বিলিয়ার রহমান বলেছেন: সামু একটা পর্ণ সাইট!!!!!!!!!!!

কি লজ্জাজনক মিথ্যাচার।

ধিক্কার, ছিঃ

X(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:



পার্মামেন্টের সেশন চলাকালীন এমপিদের উপর নজর রাখলে বুঝা যাবে, উনারা সেলফোনে কি দেখছেন!

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি মনে করি
এদেশে এখনও ডেকে আনতে বল্লে বেঁধে নিয়ে আসার মতো
ব্যাপার ঘটে । ব্লগ বন্ধ করার বিষয়ে কর্তৃপক্ষের উচিত
উচ্চপর্যায়ে কথা বলা ।

....................................................................................................

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:



সামু বসে আছে বলে মনে হয় না; তবে, শিক্ষিত বাংগালীরা চাহে না, অন্য বাংগালীরা তাদের চেয়ে বেশী জানুক, বেশী বুঝুক

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: সামু কি জিনিস কর্তা ব্যাক্তিদের ভালো করে বুঝিয়ে বলা দরকার।
চিলে কান নিয়ে গেছে, কানে হাত দিয়ে না দেখে, চিলের পেছনে ছোটা ঠিক হবে না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


সামু নিশ্চয় এ নিয়ে কথা বলবেন; তবে, ব্লগারেরা 'প্রথম আলো'তে দেখেছেন, বলছেন।

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

জুন বলেছেন: আপনার লেখার শিরোনামে এগুলো কি বলেন! মাননীয় প্রধানমন্ত্রীই কি সব কিছু করে নাকি! আমাদের ব্লগ বন্ধের মত ছোটখাটো কাজ কি উনি করছেন নাকি! তাহলে উনার এত মন্ত্রী মিনিষ্টার সচিব এরা কিসের জন্য!

আমাকে আবার ডোডো পাখী লিলিপুটিয়ান মগজ এইসব বলতে আইসেন্না :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


সামু বন্ধ করা, ৫২ সালের মতো ঘটনা, এত বড় কিছু ঘটতে গেলে শেখ হাসিনার জানার কথা। মন্ত্রীদের কথা বলছেন, ওটা উনার কলাবাগান, দেশ চালায় ব্যুরোক্রেটরা

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২

আল ইফরান বলেছেন: আপনার বিশ্বাসের জায়গা পরিবর্তনের সময় চলে এসেছে।
শেখ হাসিনার ডোডো পাখি মন্ত্রী লিলিপুটিয়ান মন্ত্রণালয়ের পিগমি কাগু এই কাজটি করেছেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:



সম্ভব, শেখ হাসিনা একদিন নিজের ছায়াকেও ভয় পাবেন।

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯

মৃত্যু হবে একদিন বলেছেন: ব্লগে বিবিধ সময়ে সরকারের নিযুক্ত ব্লগারেরা এসে ব্লগিং করেছিলো; এদের দক্ষতা ও পড়ালেখা এত কম ছিলো যে, এরা গড়ে ২টার বেশী কমেন্ট পেতো না; এসব ব্লগারেরা এখন ব্লগে নেই; এসব ব্লগারেরা ব্যক্তিগতভাবেও ব্লগিং'এর উপর ক্ষুব্ধ।[/sb
হা হা হা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:



কয়েকজন ছিলো তো: "স্নপ্নবীথি", "তালপাতার সেপাহি", এবং আরো কয়েকটা নিক ছিলো; সারাদিন একই গরুর রচনা লিখতো।

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

মৃত্যু হবে একদিন বলেছেন: রাজীব নুর বলেছেন: সামু কি জিনিস কর্তা ব্যাক্তিদের ভালো করে বুঝিয়ে বলা দরকার।
চিলে কান নিয়ে গেছে, কানে হাত দিয়ে না দেখে, চিলের পেছনে ছোটা ঠিক হবে না।


যেখানে ইমরান এইচ সারকার বৃবিতি দিয়েছেন সেখানে আমি আর আপনি সামু সম্পর্কে কি যানান দিবো। সামু সম্পর্কে সরকার ভালো ভাবে যানেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


২০১৩ সালে, সরকার থেকে শুরু করে, বেগম জিয়া অবধি বুঝেছিলেন যে, ব্লগিং প্রাকৃতিকভাবে সরকারের পক্ষে যাবে না; শেখ হাসিনাকে ইহা নিয়েই সরকার চালাতে হবে; তবে, উনাকে বুঝতে হবে, শিক্ষিত বাংগালীরাই উনার বন্ধু, উনাকে ভালুকের সামনে রেখে পালাবে না।

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বন্ধ করলেও আবার খুলে দিবে। কারণ, এটা করলে বেশী সমালোচনা হবে আওয়ামী লীগের। এই ব্লগ তো আর 'বাঁশের কেল্লা' বা 'আমার দেশ' না...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


দেখা যাক, শেখ হাসিনা কি মোল্লা শফি, বেগম জিয়া ও মাহমুদুর রহমানের সাথে নাম লিখতে চান কিনা!

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

সাহাদাত উদরাজী বলেছেন: কত কি লিখে যাচ্ছি? কারো কোন উত্তর দেখছি না! অবস্থা এখন এমনি যে, কেহ আর দায়িত্ব স্বীকার করছে না!
সামু হারিয়ে গেলে তো আর দেখা হচ্ছে না। ফেবুর লিঙ্ক দিলাম, এড দিয়েন। আপনাকে মিস করতে চাই না!
https://www.facebook.com/udraji/posts/10212000901652804

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ,
দেখা যাক কি হয়; শেখ হাসিনা নিশ্চয় ব্লগারদের বিপক্ষে যাবেন না, উনি মোহাম্মদ আলী জিন্নাহ হতে যাবেন কোন দু:খে?

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

করুণাধারা বলেছেন: পোস্ট ভালো লেগেছে। লাইক দিলাম। শেষবারের মতো কিনা, কে জানে!! :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



না, শেষবারের মতো নয়; ব্লগিং কঠিন বিষয়, ইহাকে বন্ধ করার ক্ষমতা সরকারের লোকদের কাছে নেই; ওরা কি করে নিজেরাই বুঝে না।

২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০

নীলপরি বলেছেন: শুধু এটুকু বলতে পারি যে মন ভালো নেই এসব শুনে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সব ঠিক হয়ে যাবে; যারা এসব করছে, তারা শেখ হাসিনার সেন্ডেলের নীচে থাকে; আজ আছে কাল নেই

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

আরোগ্য বলেছেন: এ পর্যন্ত আমার এক দিনও ব্লগে প্রবেশ করতে সমস্যা হয় নি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


ওরা আপাতত আইেসপি'দের বন্ধ করতে বলছে, হয়তো। যারা বনধ করছে, তাদের চাকুরী বেশী দিন থাকার কথা নয়।

২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার কাছে কোনভাবেই মনে হচ্ছে না যে সামহোয়্যারইনব্লগ বন্ধের নির্দেশ শেখ হাসিনা কর্তৃক এসেছে বা আসবে কখনো।
যেটুকু সমস্যা পোহাতে হচ্ছে আমাদের তা কেবল কারো প্রতিহিংসা চরিতার্থ করার কথাই মনে হচ্ছে আমার কাছে। আমাদের দেশের স্বার্থান্বেষী মানুষের কথাতো মোটামুটি জানি, তারা সামুর জনপ্রিয়তা মেনে নিতে না পেরে এমন সমস্যার সৃষ্টি করে পাঠকদের সামু পড়ার সুযোগ বন্ধ করতে চাইছে। ধিক্কার তাদের এমন অযৌক্তিক স্বীদ্ধান্তের সাথে জড়িত সকলকে।

২৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: ওস্তাদ পোষ্টের সাথে এই ছবি দেওয়ার মাজেজা কি?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


আমাদের বেকার প্রেসিডেন্ট সামু নিয়ে কিছু শুনেননি? কিছু বলছেন না কেন?

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫

আহমাদ জামীল বলেছেন: এখনো চিন্তা করে যাচ্ছি, কেন বন্ধ করা হবে ব্লগ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


সরকারগুলো জাতীকে কিভাবে কলোনীর মতো ব্যব হার করছে, সেটা ব্লগারেরা অ্ন্যদের চেয়ে পরিস্কারভাবে বুঝে, সেটাই সমস্যা হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.