![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
মাথায় রশি-দিয়ে-বাঁধা-স্যুটকেস, হাতে লাল কম্বলের প্যাকেট, পায়ে সাদা জুতা, কারো কারো গায়ে কোটও আছে, ঢাকা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে বাংগালী; প্রশাসন ও সরকার এই ধরণের বাংগালী চায় দেশে, এরা দেশে হার্ড-কারেন্সী পাঠায় সোনার বাংলায়; মাঝে মাঝে সোনাও আনে। এরা যাবার সময় বাবার শেষ ভিটা ও বউয়ের শেষ চুড়িটা বিক্রয় করে গেছে, এখন বউএর জন্য একটা কম্বল নিয়ে এসেছে, মায়ের জন্য জমজম কুয়ার পানি, বাবার জন্য খেজুর! এরা হলো বাংলার সম্পদ, সরকার ও আদম বেপারীরা এদের বিক্রয় করে; এরা দুবাইতে ১ রুমে ২০ জন থাকে, আদম বেপারী দুবাই গেলে হলিডে-ইন এ থাকে।
এই ধরণের বাংলার স্বপ্ন দেখেছিলেন জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, বেগম জিয়া; শেখ হাসিনার স্বপ্নও অবশেষে এখানে এসে থেমেছে, মনে হচ্ছে; শেখ হাসিনাও এদের চাষ করছেন।
এরা হার্ড-কারসন্সী পাঠায়, এদের বউদের কারা দেখে রাখেন, এদের বাচ্চাদের কারা স্কুলে পাঠান, এদের মেয়েরা কি ভ্যালেনটাইনস ডে পালন করছে, নাকি সেলফোনে পর্ণ দেখছে, কে খবর রাখছে? কিন্তু এসব বাংগালী বিক্রয় করে ট্রিলিয়ন ডলার আয় করছে সরকার, প্রশাসন ও আদম বেপারীরা।
এরা ভোট নিয়ে মাথা ঘামায় না, এরা পদ্মাসেতু নিয়ে কথা বলে না, এরা জানে না যে, দিপুমণি শিক্ষমন্ত্রী হয়েছে, বদি'র বউ এমপি হয়েছে, বাংলাদেশের ঋণ ৪৫ বিলিয়ন ডলারে পৌঁচেছে, ১০ জনে ৩ লাখ ভোট দিতে পারে, এরা নিজের বেতনটা বুঝে, থাকার সীটটা চিনে, বউয়ের সাথে বছরের পর বছর টেলিফোনে কথা বলে, বউ কাঁদে, দেশে আসতে মাঝে মাঝে এইডসও আনে; শেখ হাসিনা ও উনার প্রশাসন এই ধরণের বাংগালী চাষ করছে।
কেহ ভোট নিয়ে আলোচনা করুক, কেহ বাজেট নিয়ে আলাপ করুক, কেহ সুদের হার বুঝুক, কেহ কবিতা লিখুক, কেহ বেকারত্বের কথা বলুক, কেহ প্রশ্নফাঁসের কথা বলুক, কেহ বদি'র বউয়ের এমপি হওয়ার কথা বলুক, কেহ বিল ও পার্লামেন্ট নিয়ে আোচনা করু, কেহ ব্যাংক ডাকাত ও ষ্টক মার্কেট ডাকাতদের নিয়ে কথা বলুক, কেহ পড়ালেখা নিয়ে কথা বলুক, কেহ মন্ত্রীদের টাকা নিয়ে কথা বলুক, কেহ বসুন্ধরার দেশ দখল নিয়ে কথা বলুক, কেহ ১৭.৪ ভাগ হারে ধনী বৃদ্ধি নিয়ে কথা বলুক, সরকার, ব্যুরোক্রটরা ও প্রশাসন তা চায় না; তারা স্যুটকেস মাথায় করে বিদেশযাত্রী বাংগালী চায়, তারা চায় লাল কম্বল হাতে দেশে ফেরা বাংগালী, তারা এসব বাংগালীদের চাষ করার প্রকল্প চালিয়ে যাচ্ছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের অগ্রগতি বন্ধ করে, শিক্ষা থেকে বন্চিত করে, ভাবনাশক্তিকে কন্ট্রোল করে, যারা জাতিকে দাসে পরিণত করছে, তাদের অবস্হা ইয়াহিয়া ও আইয়ুব খানের মতো হবে; ওদের ইমারত থাকবে, ওরা থাকবে না, দেশ থেকে পালিয়ে যাবে।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯
নতুন নকিব বলেছেন:
সুন্দর বলেছেন। +++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
প্রতিটি বাংগালী পরিবার চায়, অন্য পরিবারের বাচ্চারা কম শিক্ষা লাভ করুক; প্রতিটি এমপি চায়,ওরা বাচ্চা আমেরিকায় বড় হোক, সেখানে পড়ালেখা করুক, প্রতিটি বাংগালী আরবে চাকুরী করুক।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫
গরল বলেছেন: সবাই চিন্তাশীল হয়ে গেলেতো অবৈধভাবে ক্ষমতায় থাকা যাবে না, রাজনীতি করা যাবে না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
সরকারের লোকেরা পাকিদের থেকেও খারাপ, ওরা এই দেশে থাকার অধিকার হারায়েছে।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
প্রশ্নবোধক (?) বলেছেন: কোথায় আছি বুঝে নিয়েন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
কিছু সাধারণ বাংগালীও প্রশাসনের লোকদের মতো, ওরা বাংগালীদের ভালো চায় না।: ওরা চায় যে, শধু তারা ভালো থাকুক, বাকীরা আরবে চাকুরী করুক।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ বলেছেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
আমাদের সরকার ও পাকী সরকারের মাঝে কোন পার্থক্য নেই।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
কি আর কবো গুরু
খেল তো সবে শুরু..
আমার একটা আইপি বন্ধ। আরেকটা বিকেল থেকে বন্ধ ছিল। এই মাত্র খোলা পেলাম।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
সরকারের বেশীর ভাগ লোক টাকা পয়সা নিয়ে বাংলা থেকে পালিয়ে যাবে একদিন।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
সাহসী সন্তান বলেছেন: গাধার পিঠে বান্দরের ছবিটা দিলে ভাল হইতো! ভেড়ার ছবি কিছুটা উন্নতমানের হই গেছে...
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
ভেড়ার দলের মাঝে একটা নেকড়েও আছে।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
জুন বলেছেন: শেষ ছটি লাইন মনে দাগ কেটে গেলো চাঁদগাজী ।
+
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
আজকে যারা বাংগালীকে পড়তে দিচ্ছে না, সৌদী পাঠাচ্ছে, ব্লগিং করতে দিচ্ছে না, এরা এই দেশ থেকে পালিয়ে যাবে একদিন।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৩
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,
............কেহ ভোট নিয়ে আলোচনা করুক, কেহ বাজেট নিয়ে আলাপ করুক, কেহ সুদের হার বুঝুক, কেহ কবিতা লিখুক, কেহ বেকারত্বের কথা বলুক, কেহ প্রশ্নফাঁসের কথা বলুক, কেহ বদি'র বউয়ের এমপি হওয়ার কথা বলুক, কেহ ব্যাংক ডাকাত ও ষ্টক মার্কেট ডাকাতদের নিয়ে কথা বলুক, কেহ পড়ালেখা নিয়ে কথা বলুক, কেহ মন্ত্রীদের টাকা নিয়ে কথা বলুক, কেহ বসুন্ধরার দেশ দখল নিয়ে কথা বলুক, কেহ ১৭.৪ ভাগ হারে ধনী বৃদ্ধি নিয়ে কথা বলুক, সরকার, ব্যুরোক্রটরা ও প্রশাসন তা চায় না; তারা স্যুটকেস মাথায় করে বিদেশযাত্রী বাংগালী চায়, তারা চায় লাল কম্বল হাতে দেশে ফেরা বাংগালী, তারা এসব বাংগালীদের চাষ করার প্রকল্প চালিয়ে যাচ্ছে।
চমৎকার দৃশ্যকল্প। এটাই হয়তো আমাদের ভবিতব্য।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
বাংলার মানুষকে পড়ালেখা থেকে বন্ছিত করে, দাস হিসেবে বিক্রয় করে কয়েক ট্রিলিয়ন আয় করেছে; ওরা ব্লগিং ইত্যাদি দেখতে চায় না।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: এখন ঢুকতে পারছি। দেশের বাইরে আমেরিকাতে বসেও সামহোয়ারে ঢুকতে পারছিলাম না ভোর সকালে যখন ফজরের জন্য উঠি। সিকিউরিটি নোটিশ পাচ্ছিলাম। এখন ঢুকতে পারছি। কি যে ভাল লাগছে।
দল মত নির্বিশেষে সমস্ত ব্লগাররাই এই ব্লগের সম্পদ। সবাই ঐক্যবদ্ধ থাকলে এই ব্লগের কোন ক্ষতি কেউ করতে পারবে না। সহনশীলতাই হোক এগিয়ে যাবার চাবিকাঠি। সব ধরনের অন্ধকারকে না বলি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং শিক্ষিত বাংগালীদের জ্ঞানের ভিত্তিতে ঐক্যবদ্ধ করছে, করবে।
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪
জাহিদ অনিক বলেছেন:
শেষ ৬ লাইন চমৎকার
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
বাকী ব্লগারেরা এর থেকে ভালো লিখবেন, বদির বউরা নিজের নাম লিখতে পারে কিনা জানার দরকার।
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: ওস্তাদ হয়তো এটাই আমার শেষ মন্তব্য।
দেখা যাবে সকালে ঘুম থেকে উঠে দেখব সামুতে ঢুকতে পারছি না।
আমি দেশের নেতা মন্ত্রীদের কাছ থেকে ভালো কিছু আশা করি না। এরা ভালো করতে জানে না। এরা জানে ধান্ধাবাজি করতে।
এই দেশ শুধু ধনীদের। অসৎ মানুষদের।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
পাকীদের অনেক দোসর এখন ক্ষমতায়, বাংলা থেকে এরা পালিয়ে যাবে একদিন
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: আমার সবচেয়ে দুঃখের বিষয় সামু হারিয়ে গেলে সাথে সাথে আমার সমস্ত লেখাও হারিয়ে যাবে। এই সমস্ত লেখা একটাও আমার কাছে নেই। যদি জানতাম সামু বন্ধ করে দিবে তাহলে প্রথম থেকেই সব অন্য জায়গায় রেখে দিতাম। সামু যারা বন্ধ করবে তাদের আমি ক্ষমা করবো না। মৃত্যুর আগ পর্যন্ত তাদের অভিশাপ দিয়ে যাবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং যারা বন্ধ করবে, তারা বাংলায় থাকার অধিকার হারাবে
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২২
রোকসানা লেইস বলেছেন: বুদ্ধিজীবী হত্যা থেকে বুদ্ধিবৃত্তি হত্যার প্রক্রিয়া চলছে
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
বুদ্ধিহীনরা এই দেশের ক্ষমতা দখল করে নিয়েছে; হালাকু খানরা এমপি হচ্ছে।
১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই চিন্তার বিষয়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
এরা বাংলাকে কলোনী করেছে, এদের একদিন এদেশ থেকে পালিয়ে যেতে হবে।
১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০৭
ঢাবিয়ান বলেছেন: দেশের সমস্যা নিয়ে কথা বলা এখন জাতীয় স্বার্থবিরোধী কর্মকান্ড!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২
চাঁদগাজী বলেছেন:
জাতি কোনটা, আর ওরা কারা সেটার ফয়সালা হবে
১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অসাধারণ হয়েছে আপনার লেখাটি। দুর্ভাগ্যক্রমে যে দলই ক্ষমতায় যায় তারা এই হার্ডকারেন্সি প্রেরণকারীদের দক্ষতা বা জীবনযাত্রার মানউন্নয়নে কখনোই কোনো পদক্ষেপ নেয় না, কিন্তু এই হার্ডকারেন্সির কারণে দেশের অর্থনৈতিক উন্নতির কৃতিত্ব নিতে আমলা-রাজনীতিবিদ চক্র কখনোই কার্পণ্য করে না । যদি বাংলাদেশের কোনো সরকার দেশের জনশক্তির দক্ষতা বৃদ্ধির জন্য ইংরেজি এবং কারিগরি জ্ঞান বৃদ্ধির জন্য আন্তরিকভাবে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতো তবে আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা আরো উন্নত পরিবেশে ও ভালো পদে কাজ করতে পারতেন। তাদের ভাষাগত দুর্বলতার জন্য প্রবাসে কর্মক্ষেত্রে পাকি বা ভারতীয়দের দ্বারা ডোমিনেটেড হতে হতো না |
আমাদের আমলা-রাজনীতিবিদ চক্র দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে কুম্ভীরাশ্রু বর্ষণ করেন। কিন্তু তারা কি কখনো এটা ভাবেন যে, মাথায় রশি বাধা অথবা লাল কম্বল নিয়ে দেশে ফেরা এসব শ্রমিকভাইরা আরো ভালো বেতন ও উন্নত পরিবেশে কাজ করার সুযোগ পেলে দেশেরই ভাবমূর্তি আরো সমুন্নত হতো ।
আসলেই বাংলাদেশ এক শ্রেণীর দুষ্ট-শিক্ষিত, অসৎ উপায়ে হয়ে যাওয়া ধান্দাবাজ ধনিদের দেশে পরিণত হয়েছে । আর এই দুষ্টচক্র আলাদিনের প্রদীপের মতো পেয়ে গেছে পনেরো/ষোলো কোটি দাস-দাসীদের - যারা বুঝে হোক বা না বুঝেই হোক ওই সকল আমলা-নেতাদের আজীবন দাসত্বের দাসখত দিয়ে ফেলেছে ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩
চাঁদগাজী বলেছেন:
এমন কি ব্যুরোক্রেটরাও ইংরেজী বলতে পারে না; সরকার দাস ব্যবসা করছে।
১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কিছু নীতিমালা মেনে ব্লগ চালু রাখার দরকার আছে। আমাদের মুক্ত ভাবে কথা বলার কোন প্লাটফরম একটাই। সেটা সামহোয়্যার ইন ব্লগ। এটাকে বাঁচিয়ে রাখা কতর্ব্য। আসুন, সবাই নিয়ম নীতি মেনে পোস্ট দিই।।
ভালো মডারেশনও জরুরি। অনেক সময়ই মডারেটরগণ ঘুমিয়ে কাটান। এটা ঠিক নয়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১
চাঁদগাজী বলেছেন:
সামুর বেশীরভাগ ব্লগার দেশ, জাতি, সরকার সম্পর্কে তেমন জ্ঞাত নন; এঁরা সরকার ও প্রশাসনের অপরাধের কিছুই জানেন না; তারপরও সরকারের লোকেরা এদেরকে ভয় পাচ্ছে; বাংগালী জাতিকে পেছনে টেনে রেখেছে সরকার ও প্রশাসন।
১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫০
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । যেভাবেই হোক , মডারেশন কঠোর করে হলেও সমাধান হোক ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৩
চাঁদগাজী বলেছেন:
মুল আওয়ামী লীগের সাথে বর্তমান আওয়ামী লীগের কোন মিল নেই; বর্তমান আওয়ামী লীগ দেশকে অনেকটা নিজেদের বাজারের মতো ব্যবহার করছে।
২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ন্যায্য কথা বলেছেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪
চাঁদগাজী বলেছেন:
সরকার ও প্রশাসন এই দেশের মানুষকে দাস বানিয়ে রেখেছে, এটা চাহে না যে, কেহ জাতিকে নিয়ে ভাবুক, কথা বলুক।
২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১১
পদাতিক চৌধুরি বলেছেন: ছবির সঙ্গে লেখাটি অত্যন্ত প্রাসঙ্গিক।
আপনার সুরেই বলি,
উপমহাদেশের গণতন্ত্র এখন ঘুনপোকার দখলে ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে, দখলদার মনোভাবের লোকেরা রাজনৈতিক দলগুলোকেও দখল করে নিয়েছে; বুরোক্রটরা নিজেদের পরিবারের বাহিরে কাউকে সহ্য করে না।
২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: লোভ, হিংসা জাতিকে এই পর্যায়ে নিয়ে এসেছে...
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার প্রশাসনে দুষ্টরা স্হান পাচ্ছে।
২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: স্বার্থপরতা ভয়াবহ রুপ নিয়েছে।
০১ লা মার্চ, ২০১৯ ভোর ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগের লোকদের মাথায় আগেও মগজ ছিলো না, এখন আরো কমছে; এরা একদিন মুরগীতে পরিণত হবে।
২৪| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
পাকীদের অনেক দোসর এখন ক্ষমতায়, বাংলা থেকে এরা পালিয়ে যাবে একদিন
ওরা পালিয়ে যাবে তার আগে দেশটাকে শেষ করে দিয়ে যাবে। ৭১ এর পর দেশে কিছু ছিল। কিন্তু আজ বোধহয় সেটুকুও থাকবে না।
০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
চাঁদগাজী বলেছেন:
বাংলায় দরকার ছিলো সোস্যালিজম, জেনারেল জিয়া চালু করেছে গালাকাটা ক্যাপিটেলিজম, শেখ হাসিনা সেটার অনুসারী।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩
ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ জনাব, সুন্দর একটি বিষয় নিয়ে লেখার জন্য। তবে এমনিতেই আমরা যারা বাংলাদেশে থাকি তারা আমাদের সকলের প্রিয় এই মাধ্যমটিকে হারাতে বসেছি শুধুমাত্র মুক্তভাবে বাংলায় নিজস্ব মতামত বা প্রতিভা বিকাশের একটি মাধ্যম হিসেবে। অথচ আজ আমরা কলঙ্কিত হচ্ছি সরকার বিরোধী বা অন্যান্য তকমা পিঠে লাগিয়ে।
এই প্রতিবাদের জন্য স্যালুট আপনাকে।