নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সামান্য আক্রমণের মুখে সামু নিজকে বেশী গুটিয়ে নিয়েছে?

১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:২৩


সামু'র পোষ্টে পর্ণযুক্ত-মন্তব্য করে, সামুর লেখক ও পাঠকদের সাময়িকভাবে বিব্রত করা হচ্ছে; এগুলো থেকে নিজকে রক্ষা করতে সামু নিজকে যেভাবে গুটিয়ে নিয়েছে, তা একটু বেশী বলেই মনে হচ্ছে! এই মহুর্তে, সামু নিয়ে বাইরে অনেক আলাপ হচ্ছে, এই সময় অনেকই সামুতে রেজিষ্ট্রেশন করতে চাইবেন; রেজিষ্ট্রেশন করতে না পারলে, অনেকেই হতাশ হয়ে যাবেন, ও সামু সম্পর্কে উৎসাহ হারাবেন। নতুন রেজিস্ট্রেশনের পর, ২/৪ দিন কমেন্ট করতে না দিলে, দুষ্টরা নিরুৎসাহিত হবে।

পোষ্টে ছবি যোগ করলে অসুবিধা কিভাবে হচ্ছে? যাদের লেখা ১ম পাতায় আসে, তারা পর্ণ ইত্যাদি যোগ করার কথা নয়! এমনিতেই অনেকই ছবি যোগ করেন না; কিন্তু আক্রমণের মুখে পোষ্টে ছবি যোগ করা বাদ দিলে, আক্রমণকারীরা ইহাকে নিজেদের সাফল্য হিসেবে গণ্য করতে পারে। মনে হয়, শুধুমাত্র কমেন্টে ছবি যোগকরা বন্ধ করলে দুষ্টরা অনেকটা থেমে যাবে।

যেই ২/১ জন মানুষ সামুকে বন্ধ করতে চাচ্ছে, তারা সামুকে দুর্বল হিসেবে দেখতে চায়; সামু যদি স্বাভাবিকভাবে চলতে থাকে, তারা ভীত হয়ে যাবে। আরেকটা ব্যাপার, যারা সামুকে বন্ধ করার চেষ্টা করছে, তারা প্রশাসনে থাকলে, শেষ অবধি এর জন্য বড় মুল্য দেবে বলে মনে হয়। সবচেয়ে শক্তিশালী যেজন সামুর উপর আক্রমণ চালাচ্ছে, উহার চাকুরী চলে যাবার বিরাট সম্ভাবনা আছে।

মনে হয়, সামুতে মাঝে মাঝে প্রশাসনের কিছু লোকজন ব্লগিং করেছে; তারা ব্লগিং'এ সুবিধা করতে পারেনি কোন সময়; সামু সম্পর্কে এরা প্রশাসনে খারাপ ধারণা দেয়ার সম্ভাবনা পুরোপুরি। প্রশাসনে সামু নিয়ে আলাপ হওয়ার ফলে, নতুন করে প্রশাসনের ২/৪ জন রেজিষ্ট্রেশন করার সম্ভাবনা আছে; রেজিষ্ট্রেশন করতে না পারলে, তারা সামুকে অস্হিতিশীল হিসেবে নিতে পারেন।

এগুলো আমার ধারণা মাত্র; বর্তমান পরিস্হিতিতে সামু নিশ্চয় বিবিধ দিক নিয়ে ভাবনাচিন্তা করে এগুচ্ছে! সামু যাহা সঠিক মনে করে, সেটাই কার্যকরী করবে; তাতে আমাদের সমর্থন থাকবে; কিন্তু সামান্য কমেন্ট আক্রমণে সামু নিজকে বেশী গুটিয়ে নিলে, আক্রমণকারীরা নিজদের সাফল্য গণনা করার সুযোগ পাবে।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩০

নজসু বলেছেন:



ব্লগ সত্যি ভাবাচ্ছে।
আমি এতোদিন ব্লগে আসতেই পারিনি।
কাল থেকে ভিপিএন ব্যবহার করে ব্লগে আসছি।

১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


চাপে পড়ে নতুন টেকনোলোজী শিখছেন; নদীর ধারাকে বন্ধ করতে চায় বেকুবেরা; সামুকে যারা বন্ধ করতে চাচ্ছে, তারা ভয়ংকরভাবে হতাশ হবে।

২| ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৭

নূর আলম হিরণ বলেছেন: সামুকে সবার সহযোগিতা করা উচিত। পত্র পত্রিকায় বিষয়টি নিয়ে আরো লেখা উচিত।

১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


এবারের আক্রমণের ফলে সামুর জনপ্রিয়তা বাড়বে।

যেসব ব্লগারেরা মিডিয়ায় আছেন, লিখেন, তাঁরা বড় ভুমিকা রাখতে পারেন। পত্রিকায় ব্লগিং'এর পক্ষে লিখলে ব্লগিং নিয়ে ভালো ধারণার সৃষ্টি হবে।

৩| ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৯

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: সহমত। আংকেল ঠিকই বলেছেন।

১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


সামুর বিপক্ষে যারা ব্যবস্হা নিচ্ছে, তারা শাস্তি পাবে; সামুকে শক্ত হয়ে থাকতে হবে।

৪| ১২ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

তারেক_মাহমুদ বলেছেন: আমার মনে হয় এতকিছু না করে আরও কয়েকজনকে মডারেশনের দায়িত্ব দিলে কোন সমস্যাই থাকতো না।

১৩ ই মার্চ, ২০১৯ ভোর ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


সামু কিভাবে ম্যানেজ করে হয়, এই ব্যাপারে আমার কোন ধারণাই নেই; তবে, এই সময় রাজিষ্ট্রেশন বন্ধ করাটা সামুর ব্যাপারে হতাশার সৃষ্টি করতে পারে।

৫| ১২ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

আমিনভাই বলেছেন: গাজী সাহেব আপনিই কঠিন কঠিন বাস্তব বলে সরকারের পিলার দরে লারছেন তাই মনে হয় তারা আর সইতে পারছে না। কিন্তু তারা বোজতে পারছে না আপনি হাসুবো কে লাইক করেন।

১৩ ই মার্চ, ২০১৯ ভোর ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের অপরাজনীতিবিদদের মাঝে, শেখ হাসিনাই একমাত্র কানা মামা; বাকীগুলো জল্লাদ

৬| ১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: এই রকম একটা পোষ্ট আমি মনে মনে আপনার কাছ থেকে আশা করছিলাম।
১০০% সহমত পোষ্টের সাথে।

১৩ ই মার্চ, ২০১৯ ভোর ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা হতাশ, কারণ প্রশাসনে ভালো মানুষ নেই; রাজনীতিবিদদের মাঝে ব্লগার নেই; সামুর পক্ষে কথা বলার কেহ নেই; তবে, শিক্ষিতরা সামুর পক্ষে থাকবে।

৭| ১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৯

রাতুল_শাহ বলেছেন: টাচ ভিপিএন দিয়ে যে সামুর ব্লগ পড়তে হবে , সেটা কল্পনার বাইরে ছিলো।

১৩ ই মার্চ, ২০১৯ ভোর ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:

যদি ৬০/৭০ হাজার বিসিএস ক্যাডারদের থেকে ৬০/৭০ জন ব্লগার থাকতেন, তারা কমপক্ষে নুরু সাহেবের মত লিখতে পারতেন, তা'হলে সামু সবচেয়ে নিরাপদ প্লাটফরম হতে পারতো; কিন্তু ওরা কেহ লিখতে জানে না, সেটা একটা সমস্যা

৮| ১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৪

ঢাবিয়ান বলেছেন: নতুন ব্লগারদের পর্যবেক্ষনে রাখলেই সবচেয়ে ভাল হয়। অর্থাৎ প্রথমে শুধুই পাঠক হবার সুযোগ পাবে, ব্লগার নয়।

১৩ ই মার্চ, ২০১৯ ভোর ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


এখনো সেটাই আছে; শুধু শুরুতে ২/৪ দিন কমেন্ট করতে না দিলেই হলো; সর্বোপরি, পর্ণসহ কমেন্ট করার পর, প্রতি ব্লগার ঐ দুষ্টকে ব্যান করলে সমস্যা থাকবে না।

৯| ১২ ই মার্চ, ২০১৯ রাত ৯:০৪

রাতুল_শাহ বলেছেন: ঢাবিয়ান বলেছেন: নতুন ব্লগারদের পর্যবেক্ষনে রাখলেই সবচেয়ে ভাল হয়। অর্থাৎ প্রথমে শুধুই পাঠক হবার সুযোগ পাবে, ব্লগার নয়।

আমরা প্রথম প্রথম শুধু ব্লগই পড়তাম। পোস্টগুলো ছিলো শুধু অসাধারণ, একটার পর একটা পোস্ট পড়তেই থাকতাম। এমনকি ক্লাশও মিস করতাম।
এখন পাঠক হওয়ার চেয়ে সবার লেখক হবার প্রবণতা খুব বেশি। যেন বিখ্যাত হবার এক নেশা।

১৩ ই মার্চ, ২০১৯ ভোর ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


এখন যারা ব্লগে আসছেন ও লিখছেন, তাদের অনেকেই একেবারে নতুন নন।

১০| ১২ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুটিকতক অশালীন ও বিবেক বর্জিত
তস্করের আক্রমনে আমরা চুপসে যাবো ?
আমরা এর বিরুদ্ধে দূর্বার মশি যুদ্ধ চালিয়ে যাবো।
কর্তৃপক্ষ আমাদের সাথে থেকে যুদ্ধ চালিয়ে যাবে্
এদের বিরুদ্ধে এমন আশা্বাদ আমাদের

১৩ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


সামুর ব্লগারের জয়ী হবে, যারা সামুর বিপক্ষে গেছে, এরা অপমানিত হবে, কমপক্ষে ১ জন চাকুরী হারাবে

১১| ১২ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: সারা দিন একবারও ব্লগে ঢুকতে পারিনি । সন্ধ্যা থেকে দুবার ঢুকেছে কিন্তু কমেন্ট করতে গিয়ে একবার আবার লগ আউটও হয়ে গেছে। তারপর অনেকবার চেষ্টা করেছি আর ঢুকতে পারিনি । এক্ষুনি টর ব্রাউজার দিয়ে ঢুকলাম। টর দিয়ে আপনার পোস্টে প্রথম কমেন্ট করছি।। জানিনা লোড হবে কিনা ।
পোস্ট প্রসঙ্গে, সামু চেষ্টা করে যাচ্ছে। আমরা আশাবাদী ।

১৩ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


সামু কিভাবে পরিস্হিতির মোকাবেলা করছে, সেটা জানালে ভালো হতো!

১২| ১৩ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৪৩

মোঃ ইকবাল ২৭ বলেছেন: বেশীর ভাগ ব্লগার দেশে থাকে না।

১৩ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


দেশের ব্লগারেরা দেশের অনেক সমস্যার মাঝে থাকেন, উনারা বেশ অসুবিধার মাঝে ব্লগিং করেন।

১৩| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪১

আলমগীর কাইজার বলেছেন:

খুব ভালো লিখেছেন। মাঝেমধ্যে সামুতে লগইন করা যায়, ভিন্নভিন্ন ব্রাউজার দিয়ে চেষ্টা করতে হচ্ছে।
সামুর জন্য শুভকামনা।

১৪ ই মার্চ, ২০১৯ ভোর ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


সামু বিজয়ী হয়ে বেরিয়ে আসবে, যারা ইহার বিরোধীতা করছে, ওদের মাথায় ঘোল ঢালা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.