নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রয়াত ব্লগার কুহক মাহমুদের পরিবার নিয়ে সবাই ভাবুন

২৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭



ব্লগের সবাই মিলে, আমাদের সামর্থ অনুসারে, প্রয়াত ব্লগার কুহক মাহমুদের পরিবারকে সাহায্য করবো আমরা।

**** আমি ব্যাপারটাকে সামনে এনেছি; এটাকে সার্বজনীন করার জন্য হয়তো, ব্লগার কাল্পনিক_ভালোবাসা ও ব্লগার খায়রুল আহসানকে সামনে আসতে হবে।

ধন্যবাদ ব্লগার কাল্পনিক_ভালোবাসাা'কে, উনি সঠিক সময়ে আমাদের ব্লগার কুহক মাহমুদের প্রয়ান সম্পর্কে আমাদের জানিয়েছেন। কুহক মাহমুদ প্রফেশানেলী আলোকচিত্র শিল্পী ছিলেন। উনার সম্পর্কে ও উনার পরিবার সম্পর্কে জানার দরকার ছিলো, এই ব্যাপারে কিছুটা তথ্য দিয়েছেন ব্লগার রাজিব নুর। রাজিব নুর উনাকে জানতেন: কুহক মাহমুদ আলোকচিত্র শিল্পী হিসেবে ঢাকার 'অনুপ্রানন প্রকাশনি'তে কাজ করতেন। উনার তৃষা নামে একটি মেয়ে আছে; অবশ্য মেয়েটার বয়স ইত্যদির তথ্য এখনো জানা যায়নি; পরিবারের আর্থিক অবস্হার কথা বলতে গিয়ে, রাজিব নুর বলেছেন, "কুহক সাহেব দরিদ্র একজন মানুষ। জীবিত অবস্থায় উনি বেশ আর্থিক কষ্ট করে গেছেন" ( ব্লগার কাল্পনিক_ভালোবাসাা'র পোষ্টে, ৩৩ নং কমেন্ট)।

আমরা সবাই মিলে সম্ভবমতো কুহক মাহমুদের পরিবারকে সাহায্য করবো; রাজিব ও অন্য আরো ব্লগারদের সাহায্যে পরিবার সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা পেতে হবে। তৃষার বয়স কতো, ওর বাবার অনুপস্হিতে কে পরিবারের দেখাশোনা করছেন, পরিবার কোথায় আছে, সেখানে পরে থাকবেন কিনা ইত্যাদি আমাদের জানার দরকার।

ব্লগার রাজিব নুর, আপনি চেষ্টা করলে পরবর্তী তথ্যগুলো সংগ্রহ করতে পারেন কিনা, আমাদের জানান; পারলে, ব্লগার কাল্পনিক_ভালোবাসাা'কে (উনার মতামত নিয়ে) সম্পৃক্ত রেখে কাজটি করার চেষ্টা করেন। রাজিব নুর ছাড়াও, অন্য ব্লগারেরা যদি কুহক মাহমুদের পরিবারকে জেনে থাকেন, দরকারী তথ্য সংগ্রহ করে আমাদের জানান; আমরা সবাই মিলে ব্লগার কুহক মাহমুদের পরিবারকে সাহায্য করবো।

*** (আপডেট) ব্লগার ঠাকুরমাহমুদ নতুন কিছু তথ্য যোগ করেছেন; উনার কমেন্টে তা আছে।

এই ব্যাপারে আপনাদের ভাবনাগুলো তুলে ধরুন।

মন্তব্য ৭৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো একটি প্রস্তাব।

২৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


এখন থেকে, প্রয়োজনে সহব্লগারদের পরিবারকে সাহায্য করার জন্য আমরা ব্যবস্হা নেবো।

২| ২৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সবার পরিচয় জানা প্রয়োজন :(

২৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


মা, মেয়ে ও পরিবারের অবস্হা বুঝার দরকার।

৩| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:০৭

ডার্ক ম্যান বলেছেন: ভালো একটা বিষয়ে আলোকপাত করেছেন । আশা করি কেউ কেউ এগিয়ে আসবেন

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:



আশাকরি, সব ব্লগার এগিয়ে আসতে পারবেন; রাজিব নুর সেভাবে পরিবারের আর্থিক অবস্হার কথা বলেছেন, এই পরিবারের সাহায্যের দরকার আছে, মনে হচ্ছে।

৪| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:০৮

ইসিয়াক বলেছেন: অনেক ভালো এবং মানবিক একটি প্রস্তাব। আমি সমর্থন করছি।
শুভসন্ধ্যা ।

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


ভালো।

৫| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১৪

ডার্ক ম্যান বলেছেন: জী ভাই। অবশ্যই দরকার আছে।

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের নিজের মানুষরা যদি কষ্ট থাকেন, আমাদের দায়িত্ব আছে এই ব্যাপারে

৬| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি চাঁদগাজী ভাইয়ের পোস্ট দেখে অণুপ্রানন প্রকাশনীতে যোগাযোগ করেছি, প্রকাশনীর প্রকাশক জনাব ইউসুফ সাহেব খুব কষ্টকর কথা জানালেন ব্লগার কুহক মাহমুদ ভাইয়ের হাইপারটেশন ও লিভারে সমস্যা ছিলো তিনি আর্থিক অভাবে ‍চিকিৎসার জন্য সামান্য ভারত পর্যন্তও যেতে পারেননি।

ব্লগার কুহক মাহমুদ ভাইয়ের ছেলে: -
মুক্তাদীর হোসেন তামীম
মোবাইল নম্বর: - ০০৮৮-০১৬-৭৩৩৭-৩৯৫৬



জনাব ইউসুফ আহমেদ সাহেব
প্রকাশক
অণুপ্রানন প্রকাশনী
মোবাইল নম্বর: - ০০৮৮-০১৭-৬৬৬৮-৪৪৩৬



ব্লগের সবার প্রতি অনুরোধ দয়াকরে করুণা ও দোয়া করার ফোন দেওয়া থেকে বিরত থাকুন।




২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


যাক, যা হওয়ার হয়ে গেছে।
উনি যদি ব্লগারদের জানাতেন, তখন চেষ্টা করা যেতো।
সম্ভব হলে, পরিবার সম্পর্কে দরকারী তথ্যগুলো নেন

৭| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার কুহক মাহমুদ ভাইয়ের অসুস্থতা সম্পর্কে আমরা সাধারণ ব্লগারগন অবগত ছিলাম না গতকাল তাঁর মৃত্যু সংবাদ পাই ব্লগ এ্যাডমিন কাল্পনিক_ভালোবাসা ভাইয়ের মাধ্যমে। ব্লগার কুহক মাহমুদ ভাইয়ের শেষ পোষ্ট ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮ অপচ্ছায়া

উক্ত পোষ্টে ব্লগার কুহক মাহমুদ ভাইয়ের ছেলের ফোন নাম্বার দেওয়া আছে। তাঁর পারিবারিক কোনো প্রকার সহযোগিতার জন্য সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন।

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।

৮| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো প্রস্তাব। ব্লগারদের পাশে থাকা দরকার।

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


দরকার

৯| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: কুহক দা'র ফেসবুকে দেওয়া শেষ স্টেট্যাস- "বাজেট ১০০টাকা। বাসা থেকে বাসে গুলিস্তান ১০টাকা। সেখান থেকে বাসে কাটাবন।। শাহবাগ আসলেই জাম। কোনদিন হেটে বা প্রচণ্ড ক্ষিদায় নেমে পড়তাম বাস থেকে। হোটেলে প্রবেশ করে করুন চোখে দু'টি পরোটা আর ডাল দিয়ে নাস্তা করে হাটতাম। তারপর অফিস। কাজ। দুইটা না বাজতেই ক্ষিদা! সস্তাদর হোটেলে ২৫টাকার ভাত ডিম বা মাছ, ডাল নেই। চলে যেত খাবার। কতদিন ১০টাকা বেশি দিয়ে সবজি বা অন্য তরকারি নিতে পারিনি!
আবার অফিস। কাজ।
এই করেই সন্ধ্যা।
পুরি চা। ১০টাকা। আবার কাজ। ৬০টাকা শেষ।
অফিস শেষ করে হাটতাম। ভার্সিটির মাঝ দিয়ে গুলিস্তান। বাসের লাইনের অপেক্ষা। কোনদিন ৫টাকার বাদাম। তারপর বাসা। ফিরতে ফিরতে রাত ১০টা। মেয়ে অপেক্ষা করত খাবার নিয়ে। ছেলে মা অন্য বাড়ি থাকত। মেনু বেশির ভাগ ডিম ভাজা, ডাল। পেট পুরে খেতাম। আহ!
কি সব দিন গিয়েছে। আনন্দ বেদনার।

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:



উনি শতকরা ৫০ ভাগ বাংগালী থেকে ভালো জীবন যাপন করেছিলেন, এটা আমাদের জন্য শান্ত্বনা

১০| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: কুহক দা'র লেখা সর্বশেষ কবিতা

এ জন্ম তো কেটেই যাচ্ছে ঘুমভাঙ্গা আহির ভৈরবে।
সেই যে অনামিকা, নাভিকুণ্ডলে হাত রেখে বলেছিলো
আমায় দিও এক শ্রাবণজাতক—
কোথায় কী! সে ফিরে আসেনি কোনো দাবী নিয়ে
আমিও বলিনি চলে যেও না মনকে রেখে শরীরে,
এখন বদ্ধ বাড়ির রাতদুপুরটাকে ঘুম পারাচ্ছি,
সময়কে বলছি জিরিয়ে নাও বাতাসে হেলান দিয়ে।
জানালায় অবসন্নক্রোধ, দাড়িতে বয়সের ছোপ
বৈশাখের চরে কাঁটাঝোপ
ফসলের গন্ধে, প্লাবনে, পলি ফেলো বিষণ্ন বোধ—

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


উনার কবিতা অনেক কিছু বলছে

১১| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৮

ডার্ক ম্যান বলেছেন: যারা ক্রিয়েটিভ কাজে জড়িত তাদের জীবনটা দুঃখের হয় কেন? ??

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:



৮০ ভাগ বাংগালীর জীবনের আশা পুরণ হয় না

১২| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ২০১২ সালে কুহক মাহমুদ অনুপ্রানন প্রকাশনীতে যোগ দেন। অনুপ্রানন প্রকাশনি শুধু বই না, অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা বের করে।
আমার টুকরো টুকরো সাদা মিথ্যা অনুপ্রানন প্রকাশনী প্রকজাশ করে। তখন অনেক বার অনুপ্রাননে আমাকে যেতে হয়েছে। তখন দাদার সাথে নিয়মিত কথা হতো।

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


আচ্ছা

১৩| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: এখানে কুহক মাহমুদের কিছু লেখা আছে

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


লিংকটা দেখলাম, ধন্যবাদ আপনাকে।

১৪| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন:

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


উনার স্মৃতি

১৫| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: অনুপ্রাননের প্রকাশক আবু এম ইউসূফ কুহক সম্পর্কে বলেন,

প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রায় ৫ বছর কুহক প্রায় নিয়মিতভাবেই তার শ্রম দিয়েছিল অনুপ্রাণনের জন্য। সেসব স্মৃতি ভুলে যাওয়া যায় না।

অসুস্থতার জন্য প্রায় দু'বছর কুহক আর সময় দিতে পারেনি অনুপ্রাণনকে। বলেছিলাম না-মানুষের ২য় খণ্ড লেখে দেন প্রকাশ করি। বলল, পারবোনা। এই শরীরে কুলায় না।

কবি কুহক মাহমুদ, অনুপ্রাণনের প্রাক্তন সহকর্মী আর নেই। আজ দুপুর ১২.১২ তিনি হলি ফ্যামিলি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে তার কন্যা তৃষা। জানিয়েছে, আজ বাদ আসর তার জানাজা হবে। দাফন হবে, জুরাইন কবরস্থানে।

আমরা শোকগ্রস্ত। অনুপ্রাণন থেকে কুহকের বিদেহ আত্মার শান্তি কামনা করি। তার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তার আত্মীয় স্বজনদের জন্য রইলো আমাদের সমবেদনা।

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


উনার মেয়ে ও পরিবারের জন্য সমবেদনা রলো।

১৬| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১৪

ডার্ক ম্যান বলেছেন: উনার বইটি ব্লগাররা কিনতে পারেন

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:


সেটার জন্য আলাদাভাবে অনুরোধ করতে হবে ব্লগারদের

১৭| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: আমাদের ব্লগার রেজা ঘটক ভাই উনার সম্পর্কে সবচেয়ে ভালো জানেন।
রেজা ঘটক ভাই এখন কোলকাতায়।

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


উনাকে অনুরোধ করবো, সব জানাতে

১৮| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এটা কি উনার বই?

জ্বী উনার বই।
আরেকটা বই আছে। ''নামানুষ''।
দু'টা বই অনুপ্রানন থেকে বের হয়েছে

দু'টা বই অনুপ্রানন থেকে বের হয়েছে

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


ভালো হলো, এই ২টি বই যদি ব্লগারেরা কিনেন, কিছুটা সাহায্য হবে; এই ব্যাপারে আপনি লিখুন।

১৯| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: প্রচুর সিগারেট খেতেন।
লিভার প্রায় অকেজো হয়ে গিয়েছিল।

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


যা হওয়ার, তা হয়ে গেছে! আমাদের চেষ্টা করতে হবে উনার পরিবার যদি ভালো না থাকেন, তাদের সাহায্য করার।

২০| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪৯

রাকু হাসান বলেছেন:

করা উচিত । ধন্যবাদ মানবিক পোস্টের জন্য । অনেক তথ্য পেলাম আপনার পোস্টের মাধ্যমে।

৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১:৫০

চাঁদগাজী বলেছেন:


উনার পরিবারকে সাহায্য করবো আমরা

২১| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন:


৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।

২২| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১২:২২

নূর আলম হিরণ বলেছেন: কি ধরনের সহযোগিতা করতে চান, সেটা উল্লেখ করুন। রাজীব নূর আর ঠাকুর মাহমুদ উনারা যেসব তথ্য দিয়েছে মনে হচ্ছে উনি পরিশ্রম করে গেছেন কিন্তু সে অনুযায়ী ফলাফল পাননি। আসলে বেশিরভাগ বাংগালীদের পরিশ্রম বৃথা যায়।

৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, উনার মেয়ে, ছেলে ও স্ত্রী আছেন। ছেলেমেয়েরা কি করছেন, স্ত্রী কি করছেন জানার পর, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেবো।

২৩| ৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: (এটি একান্ত আমার ব্যাক্তিগত অভিমত)





আমি একটি প্রস্তাব রাখতে চাচ্ছি, যদি সম্ভব হয় ব্লগের এ্যাডমিন কাল্পনিক_ভালোবাসা ভাই যদি এই দায়িত্ব নিয়ে বিস্তারিত পোষ্ট দেন সেই ক্ষেত্রে সার্বিক দিক দিয়ে ব্যাপারটি ভালো ও ব্লগের জনে জনে ফোন দিয়ে “দোয়া - মায়া” করা হলো না। তাদের হয়তো প্রয়োজন হতে পারে একটা ব্যাকআপ এবং সেটাই তাদের জন্য দোয়া।

১। ব্লগার কুহক মাহমুদ ভাইয়ের পরিবারে এই মুহুর্তে কর্মক্ষম ব্যাক্তিটি কে? তাদের পরিবার কেমন চলছে, তাদের পরিবারে আমরা ব্লগারগণ যা করতে পারি তা হচ্ছে আর্থিক সহযোগিতা ও ব্লগার কুহক মাহমুদ ভাইয়ের সন্তানদের জন্য কোনো চাকুরীর ব্যাবস্থা, যদি তারা চাকুরী করার মতো উপযুক্ত বয়ষ হয় সেই ক্ষেত্রে তাদের আমরা নিজ উদ্যগে কোথাও রেফারেন্স করে চাকুরীর ব্যাবস্থা করে সহযোগিতা করতে পারি। - আমার মনে হয় এটিই আমাদের ব্লগারদের সবার মূল উদ্দেশ্য হওয়ার কথা।

তাছাড়া একজন মৃত ব্যাক্তির ধুমপাণরত উগ্র ছবিটি পোষ্টের সাথে বেমানান, এবং কুহক মাহমুদ ভাইয়ের মেয়ের ছবিটিও ব্লগে দেওয়া ঠিক মনে করছি না। চাঁদগাজী ভাইয়ের কাছে অনুরোধ দুটি ছবি মুছে দিবেন, (আশা করি রাজীব নূর ভাই বুঝতে পারবেন
পারিবারিক ছবি ও মৃত ব্যাক্তির এমন ছবি ব্লগে বেমানান ও দৃষ্টিকটুও বটে এটি ফেসবুক নয়)

চাঁদগাজী ভাই, কুহক মাহমুদ ভাইয়ের সহযোগিতা মুলক পোষ্ট দেওয়ার সাথে সাথে আমি সম্ভাব্য যোগাযোগের ব্যাবস্থা করি, মা তৃষা’র ফোন নাম্বারও আমার কাছে আছে কিন্তু আমি ব্লগে তাঁর ছেলে মুক্তাদীর হোসেন তামীম মোবাইল নম্বর: - ০০৮৮-০১৬-৭৩৩৭-৩৯৫৬ দেওয়াটা প্রাসঙ্গিক মনে করেছি।

সামাজিকতা ও সামাজিক যোগাযোগ করে সহযোগিতা করার জন্য যে অর্গানাইজ করতে হয় সেটি আমি পারিনা। তাই আবেদন করছি এটি যোগ্য কোনো ব্যাক্তি করুক তাতে হয়তো আমরা ব্লাগারগণ তাঁর পরিবারের জন্য সাধ্যমতো চেষ্টা করতে পারবো। এছাড়া এই ব্যাপারে বিস্তারিত বলার জন্য উপযুক্ত মানুষ ব্লগের এ্যাডমিন কাল্পনিক_ভালোবাসা ভাই - কারণ তাঁর দেওয়া পোষ্ট ব্লগের প্রতিটি ব্লগারের চোখে পরবে।



৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগার কাল্পনিক_ভালোবাসা যদি ব্যাপারটা হাতে নেন, সেটা সবচেয়ে ভালো হবে। উনার সাথে ব্লগার খায়রুল আহসানও থাকতে পারেন, খায়রুল আহসান সাহেবের এই ধরণের অভিজ্ঞতা আছে।

২৪| ৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:৫১

ডঃ এম এ আলী বলেছেন:
একটি মহতি মানবিক উদ্যোগ । সহমর্মীতার সাথে প্রয়োজনীয সহযোগীতার প্রয়োজন আছে ।
সামুতে মার্চ ২০১৬ সনে সামুতে আসার আসার মাস দুয়েক আগে এখানে উনার শেষ পোষ্ট থাকায় উনার লেখার সাথে আমার পরিচিি ছিলনা । কাল্পনিক_ভালোবাসা ভাইএর পোষ্টের মাধ্যমে গতকাল উনার প্রয়ানের সংবাদ শুনে মর্মাহত হই । সুত্র ধরে উনার পোষ্টে গিয়ে উনার ২৭ টি পোষ্টের প্রায় সবগুলিই পাঠ করে দেখলাম ।

দেখা গেল উনি বেশ শক্তিমান কবিই ছিলেন । তাঁর কবিতায় বেশকিছু অর্থবোধক নতুন শব্দ তৈরীর একটি ক্ষমতাও দেখতে পাই , ফটো তোলার হাতটিউ তাঁর ছিল বেশ দক্ষতায় পরিপুর্ণ । সবচেয়ে ভাল লাগল তার সামাজিক যোগাযোগ বিশেষ করে ব্লগারদের সাথে তাঁর নিয়মিত আড্ডা , এ আড্ডা আবার যে সে আড্ডা নয় , সেখানে বিচরণ হতো সাহিত্যিকদের । ব্লগের অনেক গুণী জনদের ও ছিল সেখানে আনাগোণা । তাঁর দুটি পোষ্ট যথা আজকের আড্ডাএবং চন্দ্রাহতের ঘর নেই দ্রৌপদী যখন সুখ (আজকের আড্ডা) এ দেখা গেল প্রায় অর্ধশতক ব্লগার যার মধ্যে এখনকার অনেক একটিভ গুণী ব্লগার যথা কাল্পনিক_ভালোবাসা , শায়মা , , মাইনুদ্দিন মইনুল , মোস্তফা কামাল , আরজু পনি , সুমন কর, সুনাবীজ অথবা ধুলাবালি ছাই ,নীলসাধু, অলওয়েজ ড্রিম, সেলিম আনোয়ার সহ আরো অনেকই বিচরণ করেছেন । তাই মনে হল তার মত এমন একজন গুণী ব্লগারের অকাল প্রয়ানে আমরা শুধু সাহিত্য প্রেমীই নয়, সাহিত্য আসরের একজন সংগঠককেও হারিয়েছি ।

তাঁর বিষয়ে আপনার প্রস্তাবের সাথে সহমত পোষন করি । তাঁর পরিবারের বর্তমান অবস্থা ও প্রয়োজন জানার পর সকলের সমবেত যে কোন উদ্যোগের সাথে একাত্বতার দৃঢ় প্রত্যয় রইল ।









৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



আপনার সাথে সহমত: উনি শক্তিশালী কবি ও মিশুক মানুষ ছিলেন। আমরা পরিবারের প্রয়োজন বুঝে সাহায্য করবো।

২৫| ৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: আমার উপরের মন্তব্যে কিছু 'টাইপো ' আছে । সংসোধনের সুযোগ নেই বলে দু:খিত ।
আসার < আমার , পরিচি< পরিচিতি ইত্যাদি ।

৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


অসুবিধা নেই, আমি বুঝতে পেরেছি

২৬| ৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আগে জানতে হবে প্রয়াত কুহকদার স্ত্রী ব্লগারদের সাহায্য নিতে ইচ্ছুক কি না।
ইতিবাচক হলে ওনার ব্যাংক একাউন্ট নং ব্লগে দিলে সবাই সাড়া দিবে নিশ্চয়।
একজন সহব্লগারদের পরিবারকে সাহায্য করার জন্য আমরা সবাই প্রস্তুত।

৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


সবকিছু জানতে হবে।

২৭| ৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কুহকের বিদেহ আত্মার শান্তি কামনা করি। তার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
..................................................................................................................................
উনার পরিবার সর্ম্পকে জানা প্রয়োজন এবং ব্লগারদের সাহায্য নেবেন কিনা
অবশ্যই তা নীরবে এবং সম্মানজনক ভাবে হতে হবে ।

৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:



পরিবারের সাথে যোগাযোগ করে, সবকিছু জানতে হবে আগে।

২৮| ৩০ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২১

মিরোরডডল বলেছেন: Very good initiative. I’m with you.
কিছুক্ষন আগেই যে মন্তব্যটা ওখানে করেছি এখানেও সেটাই বলছি ।
সব মানুষকেই চলে যেতে হয় যার যখন সময় হয় এটা সত্যি ।
কিন্তু যেটা জানলাম ওনার ভালো চিকিৎসা হয়নি অর্থাভাবের জন্য, এটা কষ্টদায়ক ।
একজন মানুষ কষ্ট পাচ্ছে কিন্তু চিকিৎসা হচ্ছে না , এটা সেই মানুষটার জন্য যতটা শারীরিক কষ্ট , তার পরিবার পরিজনদের জন্য অনেক মানসিক কষ্ট ।
একজন মানুষ যখন চোখের সামনে তার প্রিয় মানুষটাকে কষ্ট পেতে দেখে, চলে যেতে দেখে কিন্তু কিছু করতে পারেনা , সে তখন কত অসহায় , তার অনুভূতিটা কত মর্মান্তিক ।
সামু যদি একটা পরিবার হয়, এখানে সবাই সেই পরিবারের সদস্য । সবাই সবার বিপদে পাশে থাকবে এটা আশা করা যায় ।
For future references, if anyone suffer somehow, we all should get involved and make hard thing easier.
May be we can’t change anyone’s life but we definitely can make things better and give some comfort.

৩০ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


অসুস্হ অবস্হায়, উনি বা উনার পক্ষের কেহ ব্লগে জানালাে আমরা ব্যবস্হা নিতাম; দু:খের বিষয়, সেটা ঘটেনি।

আগামীর জন্য আমরা হুশিয়ার থাকবো; কেহ অসুস্হ হলে, আমরা সর্বাধিক চেষ্টা করবো।

২৯| ৩০ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৩১

মিরোরডডল বলেছেন: মাহমুদ ভাইয়ের ২৪ মন্তব্যের সাথে সহমত পোষণ করছি ।

৩০ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:



২৪ নং মন্তব্যের কথাগুলো মান্য করছি

৩০| ৩০ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: মরহুমের প্রতি সহব্লগারদের সহমর্মিতা দেখে কিছুটা আশ্বস্ত বোধ করছি। ওনার সাথে যাদের ব্যক্তিগত যোগাযোগ ছিল, তাদের মধ্য থেকে কেউ একটু এগিয়ে আসলে ভাল হতো। আগে সম্ভাব্য সাহায্যের পরিমাণ, প্রকৃতি এবং পদ্ধতি নিরূপিত হোক, তারপরে সবাই মিলে একাট্টা হয়ে কাজ করা যাবে।
পোস্টের জন্য ধন্যবাদ। পোস্টে ভাল লাগা + +

৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১১

চাঁদগাজী বলেছেন:



প্লীজ, আপনি ব্লগার কাল্পনিক_ভালোবাসার সাথে যোগাযোগ করুন; আপনারা দু'জনে মিলে, পরে পরিবারের সাথে যোগাযোগ করে, তাদের অবস্হা জানুন।
সাহায্যে হয়তো ক্যাশ হিসেবে নিতে হবে, সেটা ব্লগারদের অংশ গ্রহন থেকে বুঝা যাবে।

৩১| ৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:০৪

নতুন বলেছেন: খুবই ভালো উদ্দোগ, যদি তাদের সাহাজ্য দরকার হয় তবে সবাই মিলে একটু সাহাজ্য করতেই পারি।

তার স্ত্রী, কন্যার সাথে যোগাযোগ করে তাদের অবস্তান জেনে একটা প্রস্তাব করুন।

কাভা বা রাজিব নুর ভাই বা অন্য কেউ একটু কস্ট করে তাদের সাথে ফোনে আলাপ করে আপডেট করতে পারেন।

৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১২

চাঁদগাজী বলেছেন:


সঠিক

৩২| ৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: কুহক মাহমুদ একজন কবি। এটাই তার আসল পরিচয়।
উনি চাকরি করতেন অনুপ্রানন প্রকাশনীতে। প্রকাশনী গুলোর অবস্থা ভালো না। খুবই সামান্য বেতন দেয় তারা।

তবে আমার মনে হয় কুহক পরিবারের সাহায্যের প্রয়োজন নেই।

৩০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


খোঁজ নেয়ার দরকার: ছেলেমেয়ের বয়স কত, ওরা কি করছে, উনার বিধবা স্ত্রীর সংসার কিভাবে চলবে, এগুলো জানার দরকার; তারপর, বুঝা যাবে কি অবস্হা

৩৩| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
খোঁজ নেয়ার দরকার: ছেলেমেয়ের বয়স কত, ওরা কি করছে, উনার বিধবা স্ত্রীর সংসার কিভাবে চলবে, এগুলো জানার দরকার; তারপর, বুঝা যাবে কি অবস্হা


এই বিষয়ে সঠিক তথ্য দিতে পারবে, অনুপ্রানন প্রকাশনীর প্রকশক আবু এম ইউসূফ এবং আমাদের ব্লগার রেজা ঘটক ভাই।

৩০ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগার কাল্পনিক_ভালোবাসা'র জন্য অপেক্ষা করছি; আর, পরিবারটা ২/৪ দিন রেষ্টে থাকুক। রেজা ঘটকের পোষ্ট আসে কিনা দেখি।

৩৪| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চাঁদগাজী ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ, একজন সহ ব্লগারের প্রতি আপনার এই মমত্ববোধ, দায়িত্ববোধ আমাদের সকলের অনেক কিছু শেখার আছে। আপনাদের সকলের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, এই বিষয়গুলো খুবই ব্যক্তিগত। কুহক ভাই খুবই আত্মসম্মানবোধের একজন মানুষ ছিলেন, অনুগ্রহ করে আমাদের একটি দিন সময় দিন। আমি উনার পরিবারের সাথে কথা বলে, তাদের মনভাব জেনে আপনাদের সকলের সাথে শেয়ার করব।

তার আগে আমরা শুধুমাত্র তাঁর বিদেহী আত্মার জন্য প্রার্থনা করতে পারি।
সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই, এখন পরিবার শোকে আছেন; সময় হলে, আপনি জেনে নিয়ে আমাদের জানাবেন; ধন্যবাদ।

৩৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

জাহিদ অনিক বলেছেন:

একজন কবির মৃত্যতে সত্যিই মর্মাহত।
আপনার পোষ্ট আর মন্তব্য পড়ে, অনেক কিছুই জানা গেল।

৩৫ নম্বর মন্তব্য পড়লাম। এবং ধৈর্য্য ধারণ করলাম।
ভালো থাকুন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



উনি শক্তিশালী কবি ছিলেন।

৩৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

মনিরা সুলতানা বলেছেন: আপনার পোষ্টের সাথে সহমত !
আমরা ব্লগার রা উনার বই ও সংগ্রহে রাখতে পারি।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনার প্রস্তাব ভালো লেগেছে

৩৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৫

প্রামানিক বলেছেন: কুহক মাহমুদের সাথে আমার সরাসরি পরিচয় হয় ২০১১সালে প্রথম আলো ব্লগের পিকনিকে। এর পর থেকে প্রত্যেক বই মেলায় দেখা হলে ইয়ার্কি ঠাট্টা অনেক হতো। কিন্তু তার পরিবার সম্পর্কে তেমন কিছু জানা হয় নাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:


পরিবার সম্পর্কে সামান্য তথ্য জানা গেছে: ছেলে, মেয়ে ও স্ত্রী আছেন উনার; কিন্তু ছেলেমেয়ে ও স্ত্রী কিছু করেন কিনা, আয় আছে কিনা জানা যায়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.