নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শতাব্দী রায় ভালো আছেন, সুখে আছেন

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৯


যাঁরা সম্প্রতি আমার পোষ্ট মোষ্ট পড়েছেন, তাঁরা নিশ্চয় শতাব্দী রায় সম্পর্কে কিছুটা জানেন: শুধু ব্লগার নুরু সাহেব অনেকবার পড়ার পরও শতাব্দী রায়কে মনে রাখতে পারেননি; নুরু সাহেব মানুষের জন্মদিনের সাথে মৃত্যুদিবস গুলিয়ে ফেলেন অনেক সময়। ২০১২ সালে এক গ্রামে, শতাব্দী রায়ের সাথে আমার মিনিট দ'শেক কথা হয়েছিলো, তখন তাঁর বয়স ছিলো আনুমানিক ২০ বছরের মতো; শতাব্দী এসএসসি ফেল করে, বাড়ীতে বসে ছিলেন; তিনি ইংরেজী, অংক, বিজ্ঞান মিজ্ঞান সবকিছুতে কাঁচা ছিলেন; আমি কথায় কথায় তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, তামি তাঁকে পড়িয়ে এসএসসি পাস করতে সাহায্য করবো। শতাব্দী রায়কে দেয়া আমার প্রতিশ্রুতিতা আমি রাখতে পারিনি; যাঁরা আমাকে জানেন, তাঁরা জানেন যে, মেয়েদেরকে উৎসাহিত করতে গিয়ে আমি সব ধরণের প্রতিশ্রুতিই দিয়ে থাকি; শতাব্দীর কথাটা অনেক বছর আমার মনে পড়েনি, সম্প্রতি মনে পড়েছিলো, আমার খুবই খারাপ লেগেছিলো; ভাবছিলাম, মেয়েটা কেমন আছে।

আমি শতাব্দী রায়ের পরিবারকে খুঁজে পেয়েছি; শতাব্দী রায় খুবই ভালো আছেন, বিয়ে হয়েছে, ২টি বাচ্চা আছে; স্বামী চট্টগ্রাম শহরে গার্মেন্টস'এ কি এক ধরণের অপারেটরের কাজ করেন; সবচেয়ে ভালো দিক হলো, শতাব্দী বি,এ পাশ করেছেন।

শতাব্দী রায়ের দিদিমা'র সাথে টেলিফোনে কথা হয়েছে; উনার নাম নীলিমা রায়, শতাব্দীর বাবা জীবিত নেই, মা আছেন; মায়ের নাম মুক্তা রায়। শতাব্দীর স্বামী চট্টগ্রামের সীতাকুন্ডের মানুষ; দিদিমা বললেন যে, স্বামী শতব্দীকে অনেক ভালোবাসেন; এটি সবার জন্য অনেক খুশীর ব্যাপার।

শতাব্দী নাকি দিদিমার কাছে আমার গল্প করেছিলেন; দিদিমা আমাকে অনেক বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেছিলেন: তিনি বুঝতে চেষ্টা করছিলেন যে, শতাব্দীর সাথে আমার কোনরূপ সম্পর্ক ছিলো কিনা! আমি উনাকে বুঝাতে সক্ষম হয়েছি যে, না ঐ ধরণের কিছু না, আমরা ১০ মিনিটের পরিচিত মাত্র। উনি বেশ রসিক মহিলা, তিনি বললেন যে, শতাব্দী ১০ মিনিটেও প্রলয় ঘটিয়ে দেয়ার মতো সুদরী ও বিশাল হৃদয়ের মেয়ে।

*** গত ৩/৪ মাস আমি অসুস্হ, ভয়ংকর কিছু নয়; তবে, ভালো কিছুও নয়, এবার শরীরে বার্ধক্যের চাপ পড়ে গেছে, আমার মন খারাপ হয়ে গেছে, শরীর ও চেহারায় বয়সের চাপ পড়লে মানুষকে ভালো দেরখায় না। ব্লগে আমাকে অনেক খুঁজেছেন, সুখে থাকতে অনেককে ভুতে কিলায়, সবাইকে ধন্যবাদ। ব্লগার কাল্পনিক_ভালোবাসা আমাকে নিয়ে ডাটা মাইনিং করে আমার অনেক পুরানো তথ্যও বের করে ফেলেছেন! কে জানে কেঁচো খুঁড়তে গিয়ে কি কি বের হয়ে এলো; রাজীব নুর আমার খবর জানতে পোষ্ট দিয়েছিলেন, উনাকে ধন্যবাদ! সবাইকে আবারো ধন্যবাদ ****

মন্তব্য ১৩১ টি রেটিং +২২/-০

মন্তব্য (১৩১) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৯

হাসান জামাল গোলাপ বলেছেন: শতাব্দী সম্পর্কে আমারও কিছুটা কৌতূহল হয়েছিল, ধন্যবাদ, আশা করি সুস্থ হয়ে উঠবেন।

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


দিদিমা বলেছিলেন যে, সেদিনই শতাব্দীকে জানাবেন যে, আমি শতাব্দীর খবর নিয়েছি।

২| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩০

রাবেয়া রাহীম বলেছেন: প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। অনেক দিন আপনি ব্লগে অনুপস্থিত। আপনাকে আমরা সবাই ভীশণ মিস করেছি।
এদিকে আপনার অবর্তমানে আপনাকে কপি করে কিছু মাল্টিনিক খোলা মাঠে গোল দিচ্ছিল। যা আমাকে খুব আহত করে।

এই লিঙ্কে ক্লিক করুন

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


লিংকে গিয়ে আপনার পোষ্ট ও মন্তব্যগুলো পড়লাম; আপনি বরাবরের মতোই সাহসী। কিছু মগজহীনও পথ হারায়ে ব্লগে এসে যায়, এরা সময়ের সাথে হেরে যায়।

৩| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার সুস্থতা আর শতাব্দি রায় ভাল আছে দুটো তথ্যই আনন্দিত করলো!

যাক! কাভা ভাইয়ের মতোই বলি- আপনি বাঁচিয়া প্রমাণ করিলেন আপনি সাদেক হোসেন খোকা নন ;)
আপনার অনুপস্থিতি আর প্রবাসী খোকার মৃত্যুে- দুইয়ে দুইয়ে চার ধারনা করেছিল অনেকে! ;)

তীর্যকতাও কখনো কখনো ভালবাসার কারণ হইয়া ওঠে! আপনি সেই দুলর্ভ ভালবাসা পেয়েছেন সবার :)
বার্ধক্য প্রকৃতি সহজাত পরিণতি! এটাকে এঞ্জয় করুন
আর চলে যাওয়া এটাতো অবশ্যম্ভাবী নিয়তি! সবাইকেই যেতে হবে!
কুল্লু নাফসিন জায়েকাতুল মাউত! রাজা, বাদশা ফকির আমজনতা কারো ছাড় নেই!

আপনার ইহ পর উভয় কল্যানের শুভ কামনা রইল

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধা মেয়র, খোকা সাহেবের মৃত্যর মাসখানেক আগে দেখা হয়েছিলো; মুক্তিযোদ্ধা হিসেবে উনার প্রতি আমার টান ছিলো। আপনাদের শুভকামনায় আমি ভালো হয়ে যাবো, আশাকরি।

৪| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


চাঁদগাজী ভাই, শতাব্দী রায় সম্পর্কে আমি কিছুই জানতাম না, কৌতূহলও নেই। আপনি এবং আপনার সুস্থতাই আমার আগ্রহের বিষয়। বার্ধক্যের চাপ সবারই আসে, আসবে। তারপরও সুস্থ থাকুন এবং আপনার লেখনী দিয়ে আমাদেরকে উজ্জীবীত রাখুন।

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


৭০ বছর ক্রস করার পর, মেয়াদ কমে আসতে থাকে, মনে হচ্ছে!

৫| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১০

ঢাকার লোক বলেছেন: ভাল আছেন এবং স্বামী সন্তান নিয়ে আপনার শতাব্দীও ভাল আছে জেনে ভাল লাগল। সম্পূন সুস্হ হয়ে উঠুন এই কামনা।

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


অনেক ধন্যবাদ, আশাকরছি ভালো হয়ে যাবো।

৬| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

নূর আলম হিরণ বলেছেন: দ্রুত সুস্থ্য হয়ে উঠুন। শরীরের প্রতি যত্নবান হউন।

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


চেষ্টা করছি, ধন্যবাদ; ব্লগে আছি

৭| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৩

মোঃ ইকবাল ২৭ বলেছেন: বারে বারে আপনার পোস্ট পর্যালোচনা করে উপনীত হয়ে ছিলাম যে, আপনি শতাব্দী রায়ের খোঁজ নিবেন। এটা আপনার একটা স্পৃহা ছিল, তাই হল। আর অসুস্থতা ? পৃথিবীতে কোন মানুষই পুরোপুরি সুস্থ নয়, বার্ধক্যের ভাগে পড়েছেন বলছেন, ছাপতো একটু পড়বেই, এতে ভেঙ্গে পড়ার কারণ দেখছিনা, এটাই তো ন্যাচারেল। আপনি ফিরে এসেছেন অনেক খুশি। দীর্ঘদিন শরীর সুস্থ রাখার নিয়ম মেনে চলার চেষ্টা করুন।দীর্ঘদিন আপনার অনুস্থিতি দেখে আমিতো প্রায় প্রস্তুতিই নিয়ে ফেলছিলাম উত্তর চট্টগ্রামে/ ফেনীর দিকে আপনার খোঁজ খবর নেওয়ার।

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ; চেষ্টা করলে, মানুষকে খুঁজে পাওয়া সম্ভব।

৮| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৭

কিরমানী লিটন বলেছেন: সবুজ পাতারাও একদিন হলুদ রঙ ধারন করে- এটা প্রকৃতির অমোঘ নিয়ম। সময়ের এই ছুটে চলার কাছে আমরা অসহায়। সে যাক, আপনি ফিরে এসেছেন এটাই সবচেয়ে স্বস্তির। আপনার এই ফিরে আসা আরও তাৎপর্যপূর্ণ হোক। শতাব্দী রায়ের খোঁজ পেয়েছেন এটা জেনে ভালো লাগলো- দেখা হলে আরও খুশী হবো।

পরিশেষে আপনার সুস্থতা ও ব্লগডেতে উপস্থিতি প্রত্যাশা করছি। ভালোবাসা প্রিয় গাজী ভাই।

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

চাঁদগাজী বলেছেন:



শুভেচ্ছা রলো, ভালো থাকুন; আমি কৃতজ্ঞ

৯| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: আসলে আমরা সকলেই নিত্য ক্ষয়িষ্ণু। জীবনের অনেকটা বয়স পর্যন্ত তা টের পাওয়া যায় না, কিন্তু একটা সময় আসে, যখন সবাই তা টের পেতে থাকে। “Ageing in grace” সবাই পারে না। আপনি এতকাল পেরেছেন, এখনো পারবেন বলে আশা করি। সুস্থ হয়েই আবার ব্লগে ফিরে এসেছেন, এজন্য আমরা ব্লগবাসী সবাই খুশী হয়েছি।
দশ মিনিটের মধ্যে প্রলয় ঘটাতে সক্ষম শতাব্দী রায়ের সুখী পরিবারের জন্য শুভকামনা রইলো। আশাকরি, তিনি আপনার সদিচ্ছাটুকুর কথা মনে রাখবেন আজীবন।

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


জীবনের এই এলাকাটা বেশ ঝটিকাপুর্ণ, মনে হচ্ছে!
শতাব্দী রায় সুখে আছে, এটি বিশাল বিষয়।

১০| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইজ্জত যায়না ধুইলে
খাছলত যায়না মইলে (মরলে)


শাখাামৃগকে যতই বিদ্যান করুন না কেন
কদলি দৃষ্টিগোচর হলে তার রসনা সম্বরণ অসম্ভব হয়ে পড়ে।
ভূজঙ্গ কখনো ছোবল মারতে তার মনিবকেে ছাড়েনা।
পরিনতিতে তার নিজের প্রাণ বিসর্জন দিতে হয়।

যা হোক উপরের কথাগুলো আমার নয় এগুলো
নীতি কথা, যে মানবে তার জন্য বুঝপাতা, আর
না মানলে তেজ পাতা।

শতাব্দী রায়কে আমি জেনেছিলাম গাজীসাবের
শতাব্দী রায়কে নিয়ে একটা স্মৃতিচারণে।
গাজীসাব তার স্বভাবগত কারণেই শতাব্দীরায়কে
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। মিথ্যা প্রতিশ্রুতি বলছি
এ কারণে যে গাজীসাব যানতেন তিনি পরদিন পরবাসী
হবার সব আয়োজন সাঙ্গ করেছিলেন আর সেই উদ্দেরশ্যেই
আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষার অযুহাতে ষড় ব্যঞ্জনে
রসনা তৃপ্ত কররতে গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে।
ফিরবার পথে অপরূপা সুন্দরী শতাব্দী রায়কে দেখে
(গাজীসাবের আজকের লেখায় যে দশ মিনিটে
প্রলয় ঘটােতে পারে) তার মস্তিস্ক বিগড়ে যায়।
প্রলয় ঘটে তার উর্বর মস্তিস্কে!! তাই তাকে মিথ্যা প্রতি্শ্রুতি
দিয়েছিলেন। যার তিব্র প্রতিবাদ আমি তার সেই লেখায়া করেছিলাম।
আজ আমাকে উদ্দেশ্য করে লেখা তার টিপ্পনী দেখে বুঝলাম তার মস্তিস্কে
আজও সেই প্রলয় নাচন থামে নাই। আমার সেই মন্তব্য তিনি বিস্মৃত হয়েছেন।
পাঠক যদি প্রমাণ চান তা হলে তার শতাব্দী রায়কে নিয়ে লেখা্টি দেখতে পারেন।

পরিশেষে গাজীসাবকে বলবো, সামাল দেন, বার্ধক্যে বাঘের গর্জনে মুসিকও ভীত হয়না।
তাই আপনার স্বভাবসুলভ কুটিলতা ছেড়ে সহজ পথ অবলম্বন করুন। আমি আপনার আমূল
পরিবর্তনের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। দীর্ঘায়ূ হন। তবে এতটা বেশী না যখন
মানুষ আর প্রথিবীতে থাকতে চায়না। আমিন






২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


আমার পোষ্ট পড়লে স্মৃতিশক্তির ব্যায়াম হয়, কঠিন বিষয় বুঝা যায়; সেটা আপনি আবারো প্রমাণ করলেন।

১১| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: @কিরমানী লিটন, "সবুজ পাতারাও একদিন হলুদ রঙ ধারন করে- এটা প্রকৃতির অমোঘ নিয়ম"- আপনার এ চমৎকার কথাটা পড়ে মনে হলো, প্রায় দু'বছর আগে একই ভাবনা নিয়ে ভাবতে ভাবতে আমি একদিন একটি কবিতা লিখে ফেলেছিলাম, যা হয়তো আপনি পড়েন নি। তবে ইচ্ছে হলে সেটা এখন পড়তে পারেন এখানেঃ সবুজ পাতারা একদিন হলুদ হয়ে যায়

এই কবিতায় চাঁদগাজী সাহেব মাত্র একটি শব্দে একটি চমৎকার মন্তব্য করেছিলেন।

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


আমার কমেন্টটা দেখার জন্য গিয়ে কবিতাটা আবার পড়লাম; আমি না বুঝে, মাঝে মাঝে সঠিক শব্দও লিখে ফেলি, মনে হচ্ছে

১২| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি মাত্র ২১ দিন অনুপস্থিত ছিলেন।
কিন্তু মনে হয়েছিল আপনি বছরখানেক জাবৎ নিখোজ।

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


আমারও তাই মনে হচ্ছিল; ব্লগিং অক্সিজেনের সাহিত্যিক নাম।

১৩| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমার পোষ্ট পড়লে স্মৃতিশক্তির ব্যায়াম হয়, কঠিন বিষয় বুঝা যায়; সেটা আপনি আবারো প্রমাণ করলেন।

গাঁয় মানেনা আপনি্ মোড়ল।
বড়াই করে সদা!
মান যাবে কি প্রাণটা যাবে
খাবে যখন গদা!!

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


গাঁ'কে তো ভুলিয়ে ভালিয়ে, মানিয়ে চলছিলাম; আপনি ঈদের পরে সংগ্রামে নামার কথা বলায় গণেশ উল্টে যাবার উপক্রম।

১৪| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৩

খোলা মনের কথা বলেছেন: শতাব্দী রায়ের স্বামীর মত সকল বাঙ্গালী স্বামী হলে দেশের হাল পাল্টে যেতো। শতাব্দী রায় ইংরেজী, অংক, বিজ্ঞান না পারলে বিএ পাশ করেছে এটা একটা মিরাকেল ব্যাপার। অবশ্য প্রচেষ্টা কাউকে দমিয়ে রাখতে পারে না।

যাইহোক আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন এটা দেখে ভাল লাগলো। যদিও গতকাল রাতে ছোটখাট একটা নিউজ পেয়েছিলাম যে আপনি ভাল আছেন। আপনাকে মিস করে ছোটখাট একটা পোষ্টও করেছিলাম। নিয়মিত ব্লগে না থাকলেও আপনার ব্লগে এক আধটু ঢুঁ মারা হয় ঠিক তার জন্য মনে হয়...ভাল থাকুন সুস্থ থাকুন এটাই প্রত্যাশা করি

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমার খোঁজে পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ; আছি সবার সাথে।

স্বামী হিসেবে বেশীরভাগ বাংগালী ছেলে উদার ও প্রেমিক নন; আমাদের নারীদের জন্য আমার অনেক কষ্ট লাগে।
শতাব্দীর সুখী জীবনের কথাq ভেবে আমি অনেক খুশী

১৫| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৮

কিরমানী লিটন বলেছেন: খায়রুল আহসান বলেছেন: @কিরমানী লিটন, "সবুজ পাতারাও একদিন হলুদ রঙ ধারন করে- এটা প্রকৃতির অমোঘ নিয়ম"- আপনার এ চমৎকার কথাটা পড়ে মনে হলো, প্রায় দু'বছর আগে একই ভাবনা নিয়ে ভাবতে ভাবতে আমি একদিন একটি কবিতা লিখে ফেলেছিলাম, যা হয়তো আপনি পড়েন নি। তবে ইচ্ছে হলে সেটা এখন পড়তে পারেন এখানেঃ সবুজ পাতারা একদিন হলুদ হয়ে যায়

এই কবিতায় চাঁদগাজী সাহেব মাত্র একটি শব্দে একটি চমৎকার মন্তব্য করেছিলেন।

আপনার কবিতাটি পড়লাম। অসাধারণ বাস্তবতা তুলে ধরেছেন আপনার নান্দনিক কবিতায়। অভিভাদন প্রিয় খায়রুল আহসান ভাই। আসলে জীবন এমনই এক ছুঁটেচলা। সবুজ দিয়ে যার শুরু - হলুদে এসে তার ঝরে পড়া। এটাই চিরন্তন বাস্তবতা।

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


সবুজ পাতা ফিকে হয়ে যায়, প্রেয়সীর কাqলো চোখের কাজল একদিন মুছে যায়, কুমুদিনি একদিন জলে ঢুবে যায়; এটাই জীবনের প্রকৃতি

১৬| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকে দেখে ভালো লাগছে। আল্লাহ আপনাকে সুস্থতা দিন

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনাদের ছেড়ে স হজে কোথায়ও যাবার প্ল্যান নেই, আপাতত; শুধু দেখতে হবে, নুরু সাহেব কি দেখতে চাচ্ছেন!

১৭| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

আল ইফরান বলেছেন: শতাব্দী রায়েরা ভালো থাকুক।
তবে আপনার অনুপস্থিতি ব্লগের প্রাণচাঞ্চল্যে ঘাটতি তৈরি করেছিলো। আশা করি আপনাকে নিয়মিত পাওয়া যাবে।
শুনলাম ১৭৫ বছরের ইতিহাসে এইবার সবচাইতে বেশী শীত পড়ার সম্ভাবনা রয়েছে মার্কিন মুলুকে। নিজের প্রতি খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন। হ্যাপি ব্লগিং।

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


শীতে লোহারও আয়তন কমে যায়, ভাবনার বিষয়; শুভেচ্ছা রলো।

১৮| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০১

জুন বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে খুব ভালোলাগছে চাদগাজী। সাথে শতাব্দী রায় সম্পর্কে সুখবর। ভালো থাকুন, সাথে থাকুন আর সুস্থ থাকুন এই প্রত্যাশা রইলো।

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনাদের সকলকে মিস করেছি কিছু সময়।

১৯| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬

ঢাবিয়ান বলেছেন: ব্লগিং জগতে আপনি একটি বিড়াট প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছেন, এটা বিশাল ব্যপার। আপনার লেখা ফলো করে আসছি প্রায় দশ বছর। আমার মত আরো অনেকেই তাই। এই যাত্রা চলতে থাকুক অনন্ত কাল পর্যন্ত------

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনাদের ছাড়ার ইচ্ছে নেই, যা হবার তা হবে।

২০| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: গতকাল আপনার লগ ইন করা দেখে ভীষণ খুশি হয়েছি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

চাঁদগাজী বলেছেন:



অনেক ধন্যবাদ, আপনাদের শুভকামনায় ভালো হয়ে যাবো।

২১| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

উম্মে সায়মা বলেছেন: অনেকদিন ধরে দেখছিলাম শুনছিলাম আপনি ব্লগে অনুপস্থিত। আপনার প্রত্যাবর্তন দেখে ভালো লাগল। শতাব্দী রায়ের জন্য শুভ কামনা। ভালো থাকবেন....

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনাকে ধন্যবাদ

২২| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনি সুস্থ আছেন জেনে ভালো লাগছে।

শতাব্দী রায়ের বি,এ পাশ করার খবরটি জেনে খুশি হলাম। আশা করি, স্বামী'র পাশাপাশি নিজেও একদিন এই সার্টিফিকেটকে কাজে লাগাবেন।

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০০

চাঁদগাজী বলেছেন:



শতাব্দী রায়ের সুখী হওয়াটা বিশাল ব্যাপার।

২৩| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০

ইসিয়াক বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি ।
গতকাল ব্লগার লিষ্টে আপনার নাম দেখে খুব ভালো লেগেছে।
আশা করি আপনার শারীরিক সমস্যা দ্রুত কাটিয়ে উঠবেন।
যেখানে থাকুন ভালো থাকুন । সুস্থ থাকুন ।
অনেকে বলেছিলো আপনি সাদেক হোসেন খোকা । বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে মনটা সময়ের সাথে সাথে বেশি ভারি হয়ে আসছিলো । যাক সব শেষে আপনাকে ব্লগে দেখে আসলেই ভালো লাগছে ।
শুভকামনা রইলো ।
ধন্যবাদ

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


এ বছর সেপ্টেম্বরে৩র ১ও ২ তারিখে মুক্তিযোদ্ধা মেয়র, খোকার সাথে দেখা হয়েছিলো।
আমি আছি আপনাদের সাথে

২৪| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: শতাব্দী রায়কে নিয়ে আমি মোটেও চিন্তিত ছিলাম না। আমি বেশ চিন্তিত ছিলাম আপনাকে নিয়ে। শুধু আমি না ব্লগে বহু লোক আপনাকে ভীষন মিস করেছে। তবে নুরু সাহেব ধারনা করেছেন আপনি শতাব্দী রায়ের কাছে চলে গেছেন।

এদিকে আমি কোলকাতা গিয়েছিলাম। ব্লগ থেকে সম্পূর্ন দূরে ছিলাম। কোলকাতা গিয়েও আমি নিয়মিত খোজ রেখেছি আপনি ব্লগে এসেছেন কিনা। বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম।

আমার মন বলছিল আপনি অসুস্থতার কারনে ব্লগে আসতে পারছিলেন না। যাই হোক আপনি এসেছেন। এতেই আমি খুশি। খুব খুশি।

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনার পোষ্ট পড়েছিলাম আমার ছেলের সেলফোনে, সে আমার কম্প্যুটারটা সরায়ে রেখেছিলো, যাতে আমি কম্প্যুটারে খুলতে নসা পারি; আপনাকে াসোনেকল ধন্যবাদ; আমরা পাশাপাশি থাকবো ব্লগে; শুভেচ্ছা রলো।

২৫| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুখে থাকলে ভুতে কিলাচ্ছে কিনা জানিনা তবে আপনাকে দেখে ভালো লাগছে।
আল্লাহ আপনাকে সুস্থতা দিন.

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:


প্রবাদ ভুল নয়; ধন্যবাদ

২৬| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৫

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




মনে হলো যেন শতাব্দীকাল পরে এলেন!
আপনার শারিরীক অবস্থার সাথে শতাব্দীর কুশলগত খবর জেনে ভালো লাগলো। ১০ মিনিট আলাপের রেশ বছরের পর বছর ধরেও যে আপনাকে ছেড়ে যায়নি তাতে একদিকে আপনার মানবিক ও অন্যদিকে আপনার দ্বায়িত্ববোধের পরিচয়ই মেলে ধরেছে।

ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ আপনাকে, আপনি নিজেও শতাব্দীর গ্যালাক্সীতে নিজের স্হান করে নিয়েছেন।

২৭| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪০

পৌষ বলেছেন: আপনি ফিরে এসেছেন এতেই ভালো লাগছে। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। আমিন

২২ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আশাকসরি ভালো হয়ে যাবো।

২৮| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

বিষাদ সময় বলেছেন: শুভ প্রত্যাগমন। সতত ভাল থাকুন, ভাল লিখুন সেই কামনা।

২২ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:



আপনার জন্য শুভ-কামনা রলো

২৯| ২২ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮

নুরহোসেন নুর বলেছেন: শতাব্দী রায়ের পরবর্তী খোঁজ খবর জানার জন্য আপনি ব্লগে অনুপস্হিত ছিলেন,
আর পুরো ব্লগে ছিলো আপনার বন্দনায় সিক্ত!
আপনি ভাল আছেন জেনে খুব ভাল লাগছে,
আপনার অনুপস্হিতি প্রমান হয়ে গেল সামুর প্রায় সব ব্লগার আপনাকে অসম্ভব ভালবাসেন।
সব সময় ভাল থাকুন, শুভ কামনা রইলো।

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা আমাকে চির-কৃতজ্ঞ করেছেন; আপনার জন্য শুভকামনা রলো।

৩০| ২২ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

মেহের নেগার বলেছেন: আঙ্কেল খুব দ্রুত আপনার সুস্থ্যতা কামনা করছি।

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ

৩১| ২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

হাবিব ইমরান বলেছেন:
শতাব্দীরা সুখে থাকুক।

আপনার কথা বলুন,
হঠাৎ করে হাওয়া হয়ে গিয়েছিলেন কেন? অসুখটা কি বেশি সিরিয়াস ছিলো? এখন কেমন বোধ করছেন?

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



এখন ভালোর দিকে, ওজন টোজন কমে নুরু সাহেবের মতো হয়ে গেছি!

৩২| ২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার , আপনি অনেক দিন পর ব্লগে ফিরে এসেছেন এবং শতাব্দী রায় কে নিয়ে আবারও পোস্ট দিয়েছেন দেখে খুবই বিমোহিত হলাম।

আপনার লেখা পড়ার জন্য খুবই অপেক্ষায় ছিলাম । আমি নিজেও ব্লগে থাকতে পারিনি বেশ কিছু দিন । আজ থেকে আবার নিয়মিত হবো । কেননা আপনি আবার পোস্ট দিতে শুরু করেছেন। আপনার পোস্ট না দেখতে পেলে ব্লগ জগৎটাকে বড্ড বেমানান লাগে। আপনার জন্য আমার শুভ কামনা রইলো।

ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সুন্দর থাকবেন। আপনার প্রবাস জীবন অনেক অনেক সুন্দর ও আনন্দময় হোক।

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


সারছেন, আপনি তো আমাকে চাপের মাঝে ফেলে দিলেন।

৩৩| ২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি। শতাব্দী ভালো আছে জেনে ভালো লাগলো।

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১০

চাঁদগাজী বলেছেন:


অসুস্হতার সময় একটা আনন্দ ছিলো শতাব্দী রায়ের ভালো খবর। ওর দিদিমা বলেছিলেন, সেদিনই শতাব্দীকে জানাবেন যে, একজন মানুষ ওঁর খবর নিয়েছে

৩৪| ২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

হাবিব বলেছেন: আপনার অনুপস্থিতি আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছিলো......... আপনার সুস্থতা কামনা করছি

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১২

চাঁদগাজী বলেছেন:


আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ

৩৫| ২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

সোহানী বলেছেন: শতাব্দীরা সবসমই ভালো থাকে কারণ পরিবেশের সাথে নিজকে পাল্টে ফেলে। তাই অতীতের শতাব্দীকে নিয়ে আমি তেমন ভাবি না। তবে বতর্মান শতাব্দীর জন্য খুব চিন্তা হয়। এবং আমার বিশ্বাস শতাব্দী আপনাকে মনে রেখেছে।

আপনার কদিনের অনুপস্থিতিতে ব্লগারকূল অস্থির হয়ে পড়েছিল। কারন ব্লগার নুরু ভাই থেকে শুরু করে সবাই আপনাকে খুব ভালোবাসে। এ ভালোবাসা থেকে পরিত্রাণের কোনো উপায় নেই।

আর আপনিতো এখনো তরুণ। বয়স নামক শব্দটি মাথা থেকে ঝেড়ে ফেলুন।

উপরের প্রতিটি মন্তব্যে সুপার লাইক।

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


আমি ভাবছিলাম, আমি কেহ নই, হঠাৎ করে আপনি আমাকে একটি স্হান করে দিয়েছেন ব্লগারদের মাঝে; সমস্যা, আমকি সঠিক মতো কমেন্ট করতে পারবো কিনা!

৩৬| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: শুনুন শরীরের খুব যত্ন নিন।
অবহেলা করবেন না। ডাক্তার কি বলে শুনুন, মানুন।
যে করেই হোক- বেঁচে থাকতে হবে, টীকে থাকতে হবে।

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


৭০ বছরের পর, বাংগালীর সমস্যা শুরু হয় মনে হচ্ছে! চেষ্টা করছি ভালো থাকার, শুভেচ্ছা রলো

৩৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৯

শায়মা বলেছেন: ভাইয়া
তোমার চিন্তায় তো আমরা সবাই শেষ !

তোমাকে দুইবার মেইল করলাম! মেইল ব্যাক করলো! :(

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


ইয়াহূ কি আমাকে 'ডিলিট' করে দিয়েছে? ভাবনার কারণ নেই, ব্লগে আছি

৩৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ ভোর ৪:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার সুস্হতা কামনা করি ।
..........................................................
আশাকরি আবারও মজার সব লেখা পড়তে পারব ।

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনাদের শুভকামনার ফলে ভালো না হয়ে উপায় নেই! সবার জন্য ধন্যবাদ রলো; আমাকে জীবনের অন্য কোন সময় এত ধন্যবাদ দিতে হয়নি, আশপাশ বদলে যাচ্ছে!

৩৯| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি ও শতাব্দী রায় দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনার শুভকামনা কাজ করবে আশাকরি; সামনের দিনগুলো কঠিন হবে, মনে হচ্ছে।

৪০| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার সুস্থ্যতা কামনা করছি।

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


শুভেচ্ছা রলো, আশাকরি সুস্হ হয়ে যাবো

৪১| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্লগ খুললেই এড্রেস বারে ch লিখে আপনার পেইজে যাই আর হতাশ হই নতুন পোস্ট না পেয়ে। তবে এ নিয়ে অন্যদের মত পোস্ট বা অন্য পোস্টে আপনার খোঁজ খবর নেইনি। আমি কৃপণ এসব ব্যপারে। আপনার সুস্থতা কামনা করি...

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


এই যাত্রা সেরে উঠছি; নুরু সাহেবের বদদোয়া লেগেছে, নিশ্চয়ই

৪২| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৪

রুমী ইয়াসমীন বলেছেন: এতকাল ধরে সবার কাছ হতে কেবল ব্লগার চাঁদগাজী চাঁদগাজী নাম শুনে এসেছি । আজ প্রথম আমি সামু ব্লগের আকাশে সেই গাজী নামক একখানা চাঁদকে দেখতে পারছি যদিও জানি চাঁদগাজীকে নিয়ে সবার অম্ল, মধুর ও তিক্ত স্মৃতি ও অভিজ্ঞতা আছে যেমন জানি চাঁদেরও কলঙ্গ আছে তেমনি আমাদের সব মানুষের জীবনেও কম বেশি কলঙ্ক থাকে।

আর এই কয়েকদিন আগেই আপনার প্রথম যে লিখাটা আমি পড়েছি তা ছিল শতাব্দী রায়কে নিয়েই স্মৃতিচারণ লিখাটা যা পড়ে মনের মধ্যে নিজেই নিজে শতাব্দী রায়ের তখনকার অনুভূতিটা কেমন হতে পারে তা কল্পনা করছিলাম। আহা, বেচারি হয়তো অবাক হয়ে কিছুকাল আশায় ছিল আবার আপনার দেখা পাবে বলে।
এখন সেই শতাব্দী রায়ের খোঁজ নিয়েছেন ও পেয়েছেন জেনে সত্যি বলতে অনেক ভালো লাগলো। নিশ্চয়ই সেই শতাব্দী রায়ও মহাখুশী হবেন আপনি এতকাল পরে তার খবর নিয়েছেন জেনে।
একটা কথা না বলেই পারছিনা, আপনি যে একজন মহান বীর মুক্তিযোদ্ধা বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় ব্যক্তি তা জাদিদ ভাইয়ার পোস্টের মাধ্যমে জেনে নিজের অজান্তেই মনের ভিতর শ্রদ্ধায় মাথাটা নুঁয়ে পড়ল তাই আজকে আপনাকে করা প্রথম মন্তব্যে আমার অকৃত্রিম ও পরম শ্রদ্ধা নিবেদন করছি।
‌আর আরেকটা কথা না বলেই পারছিনা, আমি কোনো ব্লগার নই ও লেখিয়েও নই। আমি নিতান্তই একজন অতি সাধারণ পাঠক হিসেবে সামু ব্লগে আগমন করতে পারার মহানন্দে ও খুশিতে একখানা পোস্ট করেছিলাম যেখানে কিছুটা আমার ভুল-ত্রুটি ছিল টাইপোতে যা নির্দ্বিধায় স্বীকার করছি।
‌আর সেখানেই এক অযাচিত আইডির ব্লগার আপনার অনুপস্থিতিতে আমাকে হেন তেন মন্তব্য করে বিব্রত করতে চেয়েছিলেন বারবার, যা অনেকেই ধারণা করেছিলেন সেই ব্যক্তিটা আপনি হতে পারেন ভেবে কারণ ওই ধরনের মন্তব্য ছুঁড়ে মারা নাকি একমাত্র আপনার পক্ষেই সম্ভব যা জেনেছি অনেকের থেকে।
‌কিন্তু এখন পুরোপুরি জানতে ও বুঝতে পেরেছি সেই অযাচিত ব্যক্তিটি আপনার মতন বীরপুরুষ সাজতে গিয়ে বরাবরই রীতিমতোন মহাকাপুরুষ হিসেবে চিহ্নিত হয়েছে সবার কাছে।
‌আপনার মতন একজন প্রকৃত বীরের কাছে আমি মনে করি সে হচ্ছে নিতান্তই পান্তাভাত।

‌যাই হোক চাঁদদাদু অনেক কথা বলে ফেলেছি। আপনার উপস্থিতিতে ব্লগে অনেক গরম হাওয়া বইছে এই শীতের শুরুতেই যা অনুভব করতে পারছি। দোয়া করি সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে হাসিখুশিতে আপনার জীবন কাটুক সবার সাথে ও সামু ব্লগের সাথেই.....

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনার মন্তব্যটা আমাকে ইমোশালে করে তুলেছে, অনেক ধন্যবাদ। আমিও আপনার মতোই পাঠক; তবে, পোষ্ট দিই অনেক। লিখুন, যা ভালো জানেন, তা নিয়ে লিখুন

৪৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৩

নজসু বলেছেন:



শুভ কামনা।
কেমন আছেন শ্রদ্ধেয়?

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


ভালো আছি, সামাণ্য শারীরিক সমস্যা আছে; আপনি ভালো তো?

৪৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মর জালা!! আমি ছাড়া কি ব্লগে আর কেই নাই
আমাকে নিয়ে মরে কেন ?? আমার বদ দোয়ায়
শকুন নিপাত যাবে। মানুষ না। সুতরাং ডরান কেন?

২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


শতাব্দী রায়ের বয়স কত?

৪৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

খায়রুল আহসান বলেছেন: রুমী ইয়াসমীন এর মন্তব্যটা আমারও খুব ভাল লেগেছে।

২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমি ব্লগারদের কাছে ঋণী হয়ে গেলাম, কমেন্ট করতে কষ্ট হবে

৪৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



শতাব্দী রায়ের হাল নাগাদ সংবাদ নিয়ে ফিরে এসেছেন দেখে খুশী হলাম ।
আপনার ফিরে আশা নিয়ে তেমন শংকিত ছিলাম না ।
ধারণা করেছিলাম মিশন শেষ হলেই ফিরবেন ।
ধারণা সত্যি প্রমান হলো আমার কাছে।
আপনার সুস্থতা কামনা করছি ।
শুভেচ্ছা রইল ।

২৪ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



আপনার ধারণা সঠিক।

আপনার কবিতাটা পড়েছি, চতুর্থ লাইন "বুজিবা" শব্দটা আমার কাছে নতুন (নাকি ভুল)।

৪৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৫

মনিরা সুলতানা বলেছেন: হুম শতাব্দী রায়ের দিদিমা আপনার সাথে ফোনে কথা বলার পর নিশ্চয়ই আমাদের ব্লগারদের সাথে একমত হবেন ।
প্রলয় ঘটাতে আপনার এক মন্তব্যই যথেষ্ট :)

শুভ কামনা।

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


নারীরা গ্রহকে জীবন্ত রেখেছেন; শতাব্দী রায় তাঁদেরই ১ জন

৪৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জনাব, সামু বাসী আপনাকে মনে রেখেছে আপনি একজন ভাল মনের মানুষ বলেই। সবাই জানে আপনি ব্লগারদের একটু আধটুকু খোঁচা মারেন। তাতে অনেকের মনো কষ্ট হলেও পরে ঠিকি বুঝে থাকেন।
আপনার সেই গল্পের মেয়েটির খবর পেয়েছেন খুবি ভাল কথা। সে ভাল আছে শুনে ভাল লাগল। আপনার ইচ্ছারও প্রতিফলন ও ঘটেছে। ভাল থাকুন সবসময়।

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের কাছে ঋণী হয়ে যাচ্ছি, মন্তব্য করতে অসুবিধা হতে পারে, মনে হচ্ছে

৪৯| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২২

রুমী ইয়াসমীন বলেছেন: "লেখক বলেছেন:


আপনার মন্তব্যটা আমাকে ইমোশালে করে তুলেছে, অনেক ধন্যবাদ। আমিও আপনার মতোই পাঠক; তবে, পোষ্ট দিই অনেক। লিখুন, যা ভালো জানেন, তা নিয়ে লিখুন"......

আমি একদম আমার মনের সত্যি কথাগুলোই বললাম শ্রদ্ধেয়। ব্লগে ও ফেসবুক পেইজে সবসময় আপনার কথা শুনে এসেছি অনেকের কাছ হতে আর আপনার কিছুকাল অনুপস্থিতিতে আপনার প্রতি সবার এত্তো এত্তো উদ্বেগ, টান ও ভালবাসা দেখে সত্যি অনেক অনেক মুগ্ধ হয়েছি এই ক্ষুদ্র তুচ্ছ আমিটা।

আর হ্যাঁ আমি অবশ্যই লিখব আপনার কঠোর সমালোচনা ও কড়া মন্তব্যের ভয়ডর উপেক্ষা করে হলেও কিছুটা লিখতে চেষ্টা করব ইনশাআল্লাহ। :P

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগের চলন্ত পরিবেশে, সবার একটা প্রোফাইল গড়ে উঠে; ফলে, সামান্য শব্দেই সমালোচনা, আলোচনা করা সম্ভব হয়। আমি যে, ভালো সমালোচক তাই নয়; আমি পোষ্ট পড়লে, পোষ্টের উপর কিছু বলি

৫০| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩২

রুমী ইয়াসমীন বলেছেন: শ্রদ্ধেয় @খায়রুল আহসান , কি বলে যে কৃতজ্ঞতা প্রকাশ করব তা ঠিক বুঝতে পারছিনা
আমার মন্তব্যটা আপনার কাছে ভালো লেগেছে জেনে। অনেক ধন্যবোধ হচ্ছি...
আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি আপনার প্রতি। আর মন হতে দোয়া করি আপনারা সবসময় ভালো থাকুন ও সুস্থ থাকুন মহান আল্লাহর কৃপায়......

৫১| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শতাব্দী রায়রা সবসময় ভালোই হয়ে থাকে ।

২৪ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



এতে শান্তি নিহিত আছে; নারী সুখে থাকলে জাতি ভালো থাকে

৫২| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ভালো থাকুন সবসময়।

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



অনেকদিন আপনার কবিতা পড়া হয়নি।

৫৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:১২

বাকপ্রবাস বলেছেন: আশা করি ভাল থাকবেন সুস্থ্য থাকবেন আপনাকে ঘিরে ব্লক প্রাণবন্ত থাকে

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:০০

চাঁদগাজী বলেছেন:



ব্লগের প্রান হোক নবীনরা, যুবারা; আমি আছি সবার সনে মিশে

৫৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:১৪

এপোলো বলেছেন: চাঁদগাজী সাহেব ফিরে এসেছেন দেখে ভাল লাগল। সামুতে উৎসাহের আরেক নাম চাঁদগাজী।

২৪ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


শুভকামনা রলো আপনার জন্য; আমি সামান্য পাঠক মাত্র।

৫৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দেখে আসার জন্য । হ্যাঁ সেখানে টাইপিং এরর এর জন্য
শব্দটা 'বুজিবা' হয়ে গেছে আসলে শব্দটা হবে 'বুজি'। এডিট
করে দিয়েছি।

৫৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৯

আখ্যাত বলেছেন:
অমাবস্যার চাঁদ হয়ে গিয়েছিলেন কেন?

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


শরীর ভালো ছিলো না।
আপনি কেমন আছেন?

৫৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: আমি আজকে আপনার এখানে মন্তব্য পড়লাম না। আপনি ভাল আছেন?

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


ভালো আছি, ধন্যবাদ

৫৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: শতব্দীকে মনে আছে
আপনাকেও মনে আছে
শতাব্দী ভাল আছে
আপনিও ভাল আছেন।
সামুর তারকা সামুতে ফিরে এসেছে
তাইতো সামুর বুকে বান ডেকেছে।

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমরা সবাই এক নতুন জেনারেশনের লোকজন

৫৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯

আমিই মিসির আলী বলেছেন: সবসময় সুস্থ থাকুন।
ভালোবাসা।

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


শুভকামনা, আপনার রম্যের পাঠক আমি

৬০| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মনে হচ্ছে ঠিক যেন এক শতাব্দী পরে আপনাকে পেলাম। ভালো থাকবেন।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


লোকজনের কাছে আমি ঋণী হয়ে গেছি এবার; কিভাবে উনাদের পোষ্টে আমি মন্তব্য করবো কে জানে!

৬১| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

নতুন বাঙ্গাল বলেছেন: যাক আপনি ভাল আছেন তাহলে ? আপনার খোজ করতে আমিও পোস্ট দিয়েছিলাম।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:



আপনাদের মহানুভবতা আমার মনোবল বাড়িয়ে দিয়েছে, ধন্যবাদ।

৬২| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:





৩. ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৯২ ঠাকুরমাহমুদ বলেছেন:

চাঁদগাজী ভাই,
শতাব্দী রায় অবস্যই ভালো আছেন, কেনো বলছি ভালে আছেন তা ব্লগে বিস্তারিত বলতে চাচ্ছি না, তবে তিনি ভালো আছেন, আপনি মন খারাপ করবেন না। আমরা নানা স্থানে থেকে জীবন যুদ্ধ লড়ি, সবার কিছু না কিছু ব্যাথা দুঃখ কষ্ট থাকে - এটিই মানব জীবন। প্রযুক্তি অনেক উন্নত এখন পরিচিত অপরিচিত কারো খোঁজ নেওয়া নট এ বিগ ডিল! আপনি খোঁজ নিন - তিনি ভালো আছেন, যদি প্রয়োজন মনে করেন তার জন্য তার সন্তানদের জন্য কোনো উপহার পাঠাতে পারেন। তবে মনোকষ্ট নিয়ে ভাবনার প্রয়োজন নেই। আপনি খোঁজ নিন একটি বার, তাহলে আপনার চিন্তা ভাবনা সব শান্তিতে রূপ নেবে।

শতাব্দী রায় ভালো আছেন। তবে আশা করি কথাটি নয় - আপনি তাঁর একটি খোঁজ নিন। এটি একটি বড় আনন্দের দিন হবে। এখন যোগাযোগ ব্যবস্থা অনেক অনেক উন্নত। খোঁজ নিয়ে বিস্তারিত জেনে আরেকটি পোষ্ট দিন। আমরা সবাই অপেক্ষায় রইলাম।

------------ ফলাফল: - শতাব্দী রায় ভালো আছেন, সুখে আছেন ------------

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনার কথা সঠিক ছিলো, আমি শতাব্দীর কখবর নিয়েছি, তিনি ভালো আছেন, সুখী আছেন।

৬৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৭

মিরোরডডল বলেছেন: সবাই শুধু চলেই যায় !!! You please don’t go.
অফলাইন এ থেকেও লেখাগুলো ফলো করি as much as I can
You know how much I love your writing
If you are not here, I won’t feel to come anymore.
লেখার কথা কি বলবো । অনেক ভালো লাগা ।
ভালো থাকবেন

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



আপনার পোষ্টের সংখ্যা খুবই কম, লিখুন। আম আছি আপনাদের সাথে, থাকবো সব সম।

৬৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪১

মিরোরডডল বলেছেন: More than two years but still can’t post in front page.
Then what’s the point :- (

https://www.somewhereinblog.net/blog/MirroredDoll/30285085



৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


তাই?
এটা তো ভালো খবর নয়।

৬৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

মিরোরডডল বলেছেন: হুম ঠিক তাই
কাল একটা ইমেইল করেছি
দেখা যাক কি করে

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনার হয়ে আমিও অনুরোধ করবো।

৬৬| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২২

ক্লে ডল বলেছেন: শতাব্দী রায় ভাল থাকুক চিরকাল। আপনিও সুস্থ থাকুন।

৫১ নম্বর প্রতিউত্তর খানি বাণী অমৃতের খাতায় তুলে নিলাম।

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৫৫

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ; ৫১ নম্বর প্রতিউত্তর কি লিখেছিলাম দেখি!

ব্লগে কম আসেন?

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমি ৫১ নং মন্তব্যের বিপরিতে লিখেছি, "এতে শান্তি নিহিত আছে; নারী সুখে থাকলে জাতি ভালো থাকে "

আমার মনে হয়, আমি আমার মনের কথাটুকু লিখে ফেলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.