নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেকুব (ও দুষ্ট) বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো

১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩



বেগম জিয়া সবচেয়ে কম-শিক্ষিত ও কম-বুদ্ধিমান মানুষ, যিনি আধুনিক যুগে, মুক্তিযুদ্ধে-জয়ী একটি জাতিকে অনেকটা একজন রাণীর মতো চালায়েছেন প্রায় ৩৫ বছর; এটা রূপকথার রাণীদের চেয়েও বড় ধরণের মীথ হয়ে ইতিহাসে প্রবেশ করবে। কিন্তু সেই মীথের শেষ অধ্যায়টি অনেক পাঠকের জন্য হবে খুবই কষ্টকর; অবশ্যই এসব পাঠকেরা আমার চেয়ে অনেক অনেক বেশী সংবেদনশীল মানুষ হওয়ার কথা।

বেগম জিয়ার পক্ষে করা সর্বশেষ আপীলে উনার জামিন হয়নি; জামিন না হওয়ার অনেক কারণ থাকতে পারে; তবে, সবচেয়ে বড় কারণ হতে পারে: এজলাসের ভেতরে উনার পক্ষে ২০০/৩০০ আইনজীবির অপ্রয়োজনীয় উপস্হিতি, বিশৃংখল, উত্তাল প্রতিবাদ ও হাইকোর্টের সেশন পরিচালনায় অচল অবস্হার সৃষ্টি করা।

হাইকোর্টের ভেতরে, হাইকোর্টের আইনজীবিরা যদি বিশৃংখলা সৃষ্টি করে, সরকার হয়তো তাদেরকে পুলিশ দিয়ে পিটাবে না; কিন্তু তাদের দাবী কখনো মানবে না, তাদের চাওয়া কখনো পুরণ করবে না; বেগম জিয়া বেলায় প্রতিবারেই এটা ঘটে আসছে; বেগম জিয়া নিজেই এই সমস্যার ভিকটিম হয়েও ব্যাপরটি বুঝতে পারেননি; আসলে, বেগম জিয়া কোন কিছুই সঠিকভাবে বুঝেন না; সেই জন্যই তিনি জেলে আছেন; এমন কি কখন কেক খেতে হয়, কার সাথে হজ্বে যেতে হয়, সেটাও তিনি বুঝতেন না।

বেগম জিয়ার আপীল শুনানীতে ১ জন থেকে ৩ জন আইনজীবির উপস্হিত থাকার দরকার; এবং এদের হতে হবে দল-নিরপেক্ষ, এবং সরকারের সাথে যাদের সম্পর্ক ভালো, বিচারকদের সাথে যাদের সম্পর্ক ভালো। যারা বিচারকদের 'সরকারের দালাল' বলে শ্লোগান দেয়, যারা বিচারকদের সামনে টেবিল পিটায়, যারা আদালতের সেশন বন্ধ করে দেয়, তারা কি বেগম জিয়ার জামিন করাতে পারবে?

বেগম জিয়ার জামিন সেশনের শুরু থেকে শেষ অবধি, সবকিছু সরকারের লোকেরা পর্যবেক্ষণ করে থাকে; এদের সাথে বিচারকদের সরাসরি সম্পর্ক আছে; বিচারকেরা নিশ্চয় ২০০/৩০০ আইনজীবির উপস্হিতি পছন্দ করে না এজলাসে।

আমি নিজেই বেগম জিয়ার জামিনের বিপক্ষে ছিলাম সব সময়; যতবারই উনার জামিন হয়নি, ততবারই আমার মনে হয়েছে যে, বিচারকেরা সঠিক আছেন। বেগম জিয়ার বিচারটা পুরো জাতির জন্য একটা ইউনিক সিম্বল: এর আগে বাংলাদেশে এত শক্তিশালী কোন দুর্নীতিবাজের জেল হয়নি, হলেও বেরিয়ে গেছে, এবং ভবিষ্যতে এই ধরণের বিচার হবে না; জাতি লাখের মাঝে মাত্র ১টি বিচার পেয়েছেন, উহা কোটী বেকুবদের পক্ষে কষ্টকর হলেও জাতির জন্য একটি সিম্বল; ইহা এভাবেই থেকে যাক।








মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আচ্ছা নানু্,
বেজির উপর আপনার এত রাগ কেন? সেকি আপনার ক্রাশ ছিল?
বেচারা আর কয়দিনই বা বাঁচবে। তারে জেলে একটু শান্তিতে থাকতে দিন।

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে বড় বড় কয়েক হাজার রাজনৈতিক দুর্নীতি হয়েছে, বিচার হয়েছিলো মাত্র এরশাদ সাহেব ও বেগম জিয়ার; এরশাদ সাহেব বেরিয়ে গেছেন, বেগম জিয়া হাতে আছেন; জাতি বিচার পেতে পারে তো?

২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিচারক নিশ্চয়ই আইনজীবিদের আচরণ দেখে রায় দেননি...

১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


সেটা আমরা হয়তো জানবো না; তবে, সেইদিনের সেশনের ভিডিও দেখে আমি বুঝতে পেরেছিলাম যে, বেগম জিয়ার কপাল পুড়েছে।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




বেগম খালেদা জিয়াকে তার দলের লোকজন ডুবিয়ে দিয়েছেন। তিনি উঠে আসার সম্ভবনা আছে কি না নেই তা বিড়াট বিতর্কের বিষয় তবে বিএনপি ও তার সাঙ্গ পাঙ্গরাই আর চাচ্ছেন না তিনি আর উঠে আসুক। এটিও এক রাজনীতি।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া বটতলার ইডিয়ট উকিলদের ডজন হিসেবে কিনেছিলেন, মুল্য পরিশোধ করেননি, উনার স্ত্রী মুল্য পরিশোধ করছেন। এই ধরণের ২০০/৩০০ ইডিয়ট কিভাবে একটা এজলাসে প্রবেশ করে?

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
সামরিক বাহিনীতে বহুল ব্যবহৃত একটি বাক্য আছে “fall in line” বেগম খালেদা জিয়া এখন সিরিয়ালে আছেন। আর এই সিরিয়ালে তুলে দেওয়ার অন্যতম চালক হচ্ছে বিএনপির যোগ্য ভারপ্রাপ্ত (ভারে ডুবে যাওয়া) নেতা ও উল্লেখিত ৩০০/৪০০ উকিল। উকিলগণ নিজ নিজ ক্যারিয়ার গড়ার জন্য খালেদা জিয়ার মামলায় দৌড়াচ্ছেন। তাদের অফিস রুমে বড় করে ছবি টানানো আছে “খালেদা জিয়ার মামলা লড়েতে গিয়ে সাংবাদিক সম্মুখে কোর্ট প্রাঙ্গনে”!!! মক্কেলগণ ধরে নেন তাদের উকিল বিশাল ব্যপার প্রধানমন্ত্রীর মামলা লড়ছেন বলে কথা! তাদের এই সাইনবোর্ড হাসিলের জন্য খালেদা জিয়ার মামলার শুনানিতে ৩০০/৪০০ উকিল জমায়েত হচ্ছেন।


১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



এরা বেগম জিয়ার দুষ্ট, কিংবা বেকুব বন্ধু

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




নিজের প্রচারের জন্য এই সব শিশু উকিল বেগম খালেদা জিয়ার উকিল হচ্ছেন। উদাহরণ: বেগম জিয়াকে কোর্টে নেওয়ার সময় আমি তার পাশে দৌড়ে ছবি তুলে ব্লগে দিলে কার প্রচার হবে বেগম খালেদা জিয়ার নাকি আমি ঠাকুরমাহমুদের ?

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া এতটুকু বুঝতে অক্ষম; অথচ, বাংলাদেশ চালায়েছেন ৩৫ বছর; জেলই উনার ঠিকানা হওয়া উচিত

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, মনে হয় সঠিক কথাই বলেছেন। তবে আমার জ্ঞান কিছুটা কম আছে বলে বুঝে উঠতে পারিনা কোনটা সঠিক আর কোনটা বেঠিক।

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:



অপরের বিচার বুঝতে কষ্ট হলে, ব্লগিং সহজ হওয়ার কথা নয়। মানুষ নিজের বিচারের বেলায় বায়াসড থাকে

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫০

রুমী ইয়াসমীন বলেছেন: "বেগম জিয়ার বিচারটা পুরো জাতির জন্য একটা ইউনিক সিম্বল: এর আগে বাংলাদেশে এত শক্তিশালী কোন দুর্নীতিবাজের জেল হয়নি, হলেও বেরিয়ে গেছে, এবং ভবিষ্যতে এই ধরণের বিচার হবে না; জাতি লাখের মাঝে মাত্র ১টি বিচার পেয়েছেন, উহা কোটী বেকুবদের পক্ষে কষ্টকর হলেও জাতির জন্য একটি সিম্বল; ইহা এভাবেই থেকে যাক।"

কারণ উনি একমাত্র "বেগম জিয়া-ই" বলে ওনার এমন বিচার সম্ভব হয়েছে অন্য কারো বেগম হলে এই বিচার হতো না এই বাংলাদেশে!

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার যেই বিচারটুকু হয়েছে, সেটা শেখ হাসিনার কারণে হয়েছে, আমি বা আপনি চাইলে হতো না; বেগম জিয়া নিজে বিচার চাইলেও হতো না।

আপনি রাজনৈতিক অপরাধীদের বিচার চান না?

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সহমত। বেগম জিয়ার ভবিষ্যৎ অন্ধকার।

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:


উনি নিজে ছিলেন ছাগল, জাতিকে ছাগল বানিয়ে গেছেন।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৫

স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: দেশের জনগণের যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন হয়তো তার কোনো চিহ্ন ই থাকবে না |

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


পিঠ দেয়ালে ঠেকেছে ১৯৭৫ সালেই।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: খালেদা জিয়া জামিনে বের হলেও বিএনপি কিছুই করতে পারবে না। তাদের কোমর ভেঙ্গে গেছে।

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


কিন্তু বলতে পারবে, "বেগম জিয়াকে মুক্ত করেছি, ইনশাল্লাহ"।

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৬

স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: এবার তাহলে বুঝুন যে অহেতুক মানুষের পোস্টে অপ্রয়োজনীয় কমেন্ট করলে কি হয়

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনি ১ জন ব্লগারকে বলতে বলেন, যার পোষ্টে আমি অপ্রয়োজনীয় কমেন্ট করেছি; আমি যাঁদের পোষ্টে কমেন্ট করি, ধরে নেবেন, উনারা কিছু নিয়ে লিখছেন।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৮

স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: আপনি সবসময় মানুষ কে শিক্ষা দিতে গিয়ে নিজেই বড় শিক্ষা নিয়ে আসেন | যে কারো সাথে অহেতুক মন্তব্য করে তার সাথে ভেজাল লাগানো আপনার শিরার মাঝে বইছে | যেখানে অল্প কথায় বলা যায় সেখানে আপনি হাজারো বিদ্বেষমূলক মন্তব্য করে নিজেকে গবেট হিসেবে প্রকাশিত করেন | আমি এই ব্লগ হয়তো ১ বছর ৮ মাস হয়েছে খুলেছি কিন্তু আমি সামুর নিয়মিত পাঠক | আমি ১৫ থেকে ফলো করছি | আপনি প্রথম থেকেই মানুষের মাঝে ফ্যাসাদ লাগাতে পারদর্শী | আপনার অহেতুক মন্তব্যর জবাব দিতে মূলত এই ব্লগ আমার খোলা | তাও প্রায় ১.৮ বছর আমি চুপ ছিলাম | আপনাকে অনুসরণ করতাম | আপনি আমার আপন বড় ভাইয়ের বয়সী | বয়স বাড়লে মানুষের নাকি বুদ্ধি বাড়ে | আপনারও বেড়েছে কিন্তু সেটা কুট বুদ্ধি | তাই এখন আর চুপ করে থাকা যাবে না | ইটের জবাব আজ পাটকেল দিয়ে দেয়া হবে |
আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত
মানুষের কল্যাণ কামনা করুন অন্তত নিজের মনে শান্তি পাবেন |

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনার হয়তো আরো মালটি নিকটিক আছে অনেক; পোষ্ট মোষ্টের নামে হয়তো গার্বেজ-মার্বেজ লিখে আমার খারাপ কমেন্ট পেয়েছেন; ব্লগ হলো ব্লগারদের জন্য, এটাই এখানে খেলার নিয়ম।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৫

স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: এটাই তো খেলা শুরু হয়ে গেসে | দেখি কি হয় | পশ্চাদেশ দেখিয়ে ময়দান থেকে আবার পালিয়ে যেয়েন না | আর আমি আপনার মতো মিথ্যাবাদী নই | এটা আমার একমাত্র নিক | এর আগে কখনো নিক খুলিনি | আপনি তো বেশ কয়বার ব্যান্ড ও খেয়েছেন | নিলর্জর মতো আবার চলে আসেন |

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:



খেলা শুরু হয়েছে, এখন বন্ধ হয়ে যাবে; আপনি আপনার গার্বেজ নিয়ে থাকেন।

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
খেলা নাকি শুরু হয়ে গেসে ?
আসলে স্বপ্ন দেখছে।

জামিন বাতিল। সংগে সংগে বিক্ষোভ শুরু হওয়ার কথা। অন্যান্ন দল হলে তাই হোত।

কিন্তু ফকরুল বলেছে বিশশুদবার বেলা শেষ, তাই ঘুমাবো।
শুক্কুরবার নামাজ। নামাজের উপর কথা নেই।
শনিবার, আগামিকাল বিক্ষোভের আগে খাওয়া দাওয়া এরপর রেষ্ট দরকার। তাই আন্দোলন শুরু হবে রবিবার।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:০৯

চাঁদগাজী বলেছেন:


লোভ বেগম জিয়াকে এখানে এনেছে

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:১৫

মাহমুদুর রহমান বলেছেন: এক তরফা চিন্তা করলে যা হয় আর কি!
আপনি এসব ছেড়ে ভালো চিন্তায় নেমে পড়ুন ।
আপনারই কাজে আসবে।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:



বকবক করতে ভালো লাগে?

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: বকবক করতে ভালো লাগে?


সে জন্যই বললাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:

চাকরী, বাকরী পাবার চেষ্টা করেন।

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
কিন্তু বলতে পারবে, "বেগম জিয়াকে মুক্ত করেছি, ইনশাল্লাহ"।

গতকাল সময় টিভিতে টক শো হলো- খালেদা জিয়ার জামিন নিয়ে। বড়ই বিনোদন মূলক অনূষ্ঠান। ব্যাপক মজা পেয়েছি।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:

৩৫ বছর বেগম জিয়া ভাঁড়ামী করেছেন বাংগাীর সাথে, এখন উনার ভাঁড়েরা উনাকে নিয়ে ভাঁড়ামী করছে।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

নূর আলম হিরণ বলেছেন: অতিরিক্ত যেসব উকিলের এজলাসে ঢুকেছে এদের সবগুলি লাইসেন্স বাতিল করা উচিত। ভিডিও দেখার পর বুঝা যাচ্ছিল না কোনটা এজলাস কোনটা ক্যান্টিন!

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এদের থামায় না, এদের রেখে বিচারকদের দেখায়, এরা কি ধরণের আইনবিদ; অথবা সে সঠিকভাবে কিছু করতে জানে না।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: মসনদ টিকিয়ে রাখার অপকৌশলমাত্র। বেশি বললে খাল কেটে ডাইনোসর আনা। দেখা যাক।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


হাসিনার বাবা মসনদে ছিলেন না, ছিলেন বাংলার মানুষের নির্বাচিত প্রেসিডেন্ট; উনাকে হত্যা করায় বেগম জিয়ার মতো লিলিপুটিয়ান মসনদে উঠেছিলো, আপনারা কানা অ অবুঝ; শেখ হাসিনা এসে সেই মসনদ দখল করে, হত্যাকারীদের শেষ বেনেফিসিয়ারীকে আসল মসনদে রেখেছেন।

২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

রুমী ইয়াসমীন বলেছেন: আপনি বলেছেন:
"বেগম জিয়ার যেই বিচারটুকু হয়েছে, সেটা শেখ হাসিনার কারণে হয়েছে, আমি বা আপনি চাইলে হতো না; বেগম জিয়া নিজে বিচার চাইলেও হতো না।

আপনি রাজনৈতিক অপরাধীদের বিচার চান না?"
অনেক সুন্দর একটা প্রশ্ন ও কথা বলেছেন দাদু তাই অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

আমি কেবল শুধু রাজনৈতিক অপরাধীদের বিচার চাই না। আমি সমগ্র বাংলাদেশের অপরাধীদের সুষ্ঠু আইনি বিচার চাই শেখ হাসিনার কাছে।
সাংবাদিক সাগর-রুনী হত্যার বিচার চাই, বিশ্বজিৎ হত্যার বিচার চাই, তনু,মিতু,রুপা,রূম্পা হত্যাকারী ধর্ষকদের দ্রুত বিচার চাই, ৬,৯ মাস বয়সী সেই নিষ্পাপ শিশু ধর্ষণের ধর্ষকদের বিচার চাই, মেধাবী ছাত্র আবরার হত্যার বিচার চাই, নোয়াখালীতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার দায়ে সন্তানের মাকে ধর্ষণকারী সেইসব কুলাঙ্গারদের বিচার চাই, এমনকি যারা পুরো দেশের সাধারন মানুষকে জিম্মি করে নির্বাচনে ভোট দিতে দেয়নি নানান হুমকি ধামকি দিয়ে আমি তাদেরও সুষ্ঠু বিচার চাই মাননীয়া শেখ হাসিনার কাছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনি যেই বিচারগুলো চেয়েছেন, সেগুলো সব শেষ হলে, তখনই মাত্র বেগম জিয়ার জেল দেখতে চান? নাকি, বেগম জিয়ারটা হয়েছে, বাকীগুলোও হোক, সেটা চান?

২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

রুমী ইয়াসমীন বলেছেন: আপনি বলেছেন:


"আপনি যেই বিচারগুলো চেয়েছেন, সেগুলো সব শেষ হলে, তখনই মাত্র বেগম জিয়ার জেল দেখতে চান? নাকি, বেগম জিয়ারটা হয়েছে, বাকীগুলোও হোক, সেটা চান?"

হা হা হা.... চাঁদদাদু অযথা প্রশ্ন করে প্যাঁচাচ্ছেন। যাই হোক আমি ওতো প্যাঁচ গোচে নাই। আপনার করা পূর্বের প্রতিমন্তব্য অনুযায়ী আমারও প্রতিমন্তব্য ছিল।
তবে এক কথায় বলতে চাই শেখ হাসিনা যখন একে একে টার্গেট নিয়ে বিভিন্ন জনের ও বিভিন্ন ইস্যুর বিচার করতেছেন আশাকরছি তিনি সাধারণ জনগণের এইসবেরও বিচার করে যাবেন আগে পরে যাই হোক অন্তত ওনার জীবদ্দশায় যেন তিনি পুরোপুরি কলঙ্কমুক্ত বঙ্গবন্ধুর সোনার স্বপ্নের বাংলাদেশ ভবিষ্যত প্রজন্মকে উপহার দিয়ে যেতে পারেন এই প্রত্যাশা করি, তবে জনগণের ভোট ছিনিয়ে নিয়ে জোরপূর্বক ক্ষমতা দিয়ে নয়, নইলে যে এক কলঙ্গ মুছতে গিয়ে তিনি আরেক কলঙ্গ এঁটে যাবেন এই বাংলার ইতিহাসে।
শেষে আবারও আমার অসংখ্য ধন্যবাদ নিবেন।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা 'সোনার বাংলা' বলতে কিছু বুঝেন বলে আমার মনে হয় না; উনি জানেন, শেখ সাহেব উনার পিতা; উনার পিতার কোন আদর্শ, আশা ইতয়াদি ছিলো কিনা, তিনি জানতেও চাননি

২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবার বিচারই সঠিক ভাবে হবে একদিন । ;) শুধু সময়ের ব্যাপার ওস্তাদ । আর সে বিচার থেকে আপনি,আমি, আমরা কেউই মুক্তি
পাবো না। :)

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


আশা করছি আপনি করবেন।

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৭

রাকু হাসান বলেছেন:

বাগে পাইলে রাজনৈতিক পায়দা নিবে না এমন রাজনৈতিক দল পাওয়া মুশকিল । এই পোস্টে বলেছেন যারা সরকারের সাথে সুসম্পর্ক তাদের নিয়ে কাজ করাতে । এটা ভাল বুদ্ধি । মাঠে সরকার পতন ,আদালতে বিচার দাবী এমনটা করে সুফল পাচ্ছে না । কোমড় ভাঙ্গা বিএনপি নমমীয় হলে সম্ভবনা থাকতে পারতো মুক্তির ।সরকারের সাথে বন্ধুসুলভ সম্পর্ক আছে এমন আইনজীবি বিএনপিতে রয়েছেন । খন্দকারদের বিবেচনায় তারা পুঁটি মাছ।এটা পরিষ্কার হুমকি দামকি দিয়ে কাজ হচ্ছে না । হবেও না ,যদিও অতিমানবীয় কিছু করতে না পারে বিএনপি তবে সেই শক্তিই নেই। একটা দল দুজন অতি গুরুত্বপূর্ণ মানুষ ছাড়া এখনও যে প্রকাশ্য ভাঙ্গন ধরেনি সেটাই বড় সু-সংবাদ বিএনপির জন্য। লীগের বিচার বিভাগে প্রভাব আছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার উচিত ছিলো বিএনপি'কে ভেংগে দেয়া; ড: খন্দকার, গয়েস্বর রায়, আমান উল্লাহ আমান, কাহয়রুল কবির খোকন সবাইকে মেয়র খোকার মতো দেশ থেকে চাপের মুখে বের করে দেয়া, এগুলো জাতীয় ক্রিমিনাল। তারপর, বাকীদের অন্য নামে দল গঠন করতে দেয়া। তা'হলে শেখ হত্যার বিচার সমাপ্ত হতো।

২৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৮

মাহমুদুর রহমান বলেছেন: চাকরী, বাকরী পাবার চেষ্টা করেন।


নিশ্চয়ই।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


সেটা জরুরী ব্যাপার।

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩

বাংলার জামিনদার বলেছেন: সব কিছুরই শেষ থাকে। আমার মনে হচ্ছে পাকিরা আবার ক্ষমতায় আসবে,তাও আবার লীগের হাত ধরে।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের বড় অংশ পড়ালেখা করে না, এদের মনোভাব করাচীর মানুষের মতো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.