নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি\'র লোকদের ছোট একটি আশা, আওয়ামী লীগে গণতন্ত্র ফিরবে

১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৪



আগামীকাল ও পরশু আওয়ামী লীগের জাতীয় সন্মেলন, বিরাট আয়োজন, প্যান্ডেল মেন্ডেল, মাইক ফাইক, বিরাট বিরাট মিছিল আসবে, লাফালাফি হবে, খাওয়াদাওয়া হবে, রাস্তাঘাটে জ্যাম হবে; কিন্তু কাজটা একবারে ছোট: উহাতে একজন মানুষ মাত্র ভোট দেবেন, ইনি হচ্ছেন শেখ হাসিনা; উনি উনার দলের সেক্রেটারী বানাবেন, এটা হলো জাতীয় সন্মেলন; উনি নিজকে সভাপতি বানিয়েই রেখেছেন, মনে হয়। উনি বাকী পদগুলোও নিশ্চয় ঠিক করে রেখেছেন; ইহাই আওয়ামী লীগের দলের ভেতরে গণতন্ত্র।

দলের লাখ লাখ লোক রাস্তায় নামবেন, তারা গনত্ন্ত্রের অভিনয় করবেন: তাদের দলের সভাপতি নির্বাচিত হবেন, সেক্রেটারী নির্বাচিত হবেন, আরো ১০১ জন নিয়ে কিসব কমিটি মমিটি হবে। আসলে, ঘোড়ার ডিম হবে, পুরোটাই হাউকাউ। এটা হলো আওয়ামী লীগের দিক।

এবার আসেন বিএনপি'র দিক; দেশের তথাকথিত বড় বিপক্ষ দল হচ্ছে, বিএনপি; উনরা বাণী দিচ্ছেন, উনাদের দলের দুদু, মধু, গয়েশ্বর, টয়েশ্বরেরা 'আওয়ামী লীগে দলের ভেতরে গনতন্ত্র চান'; নিজের নাই যায়গা, কুত্তা আনে বাগা।

বেগম জিয়া জেলে না থাকলে, এখন উনি কি থাকতেন? উনি জেলে না থাকলে অবশ্যই দলের " আপোসহীন জাতীয়তাবাদী সভাপতি থাকতেন"। শেখ হাসিনা ৩৯ বছর আওয়ামী লীগের সভাপতি; বেগম জিয়া ছিলেন ৩৫ বছর সভাপতি; আসলে, উনি এখন সভাপতি থেকে বড়। আওয়ামী লীগের লোকজন এখনো দাবী করেন যে, তাদের দল আছে, আওয়ামী লীগ; বিএনপি'র লোকেরা সেটা বলার মত অবস্হানে আছে বলে আমার মনে হয় না। বিএনপি যতদিন কেন্টনমেন্ট থেকে চলতো, ততদিন উহা দল ছিলো; এখন উহা কে চালায়? কেহ না; হয়তো জামাত।

যাক, বিএনপি'র চাওয়া পাওয়া তেমন বড় কিছু নয়, আওয়ামী লীগে গণতন্ত্র ফিরে আসুক, এই সামান্য চাওয়াটা যদি পুরণ হয়, দল হিসেবে বিএনপি হয়তো সফল হবে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়ঃ
জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।

জয় হোক গণতন্ত্রের!!

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


জয় গণতন্ত্রের, সভাপতি হিসেবে আগামী বছর ৪০ বছর হবে শেখ হাসিনার ; বেগম জিয়াকেও ৪০ বছর পুরণের সুযোগ দেয়া হোক।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
বিম্পি-জামাট কবে গণতন্ত্রী ছিল?

বিএনপি জন্ম কেন্টনমেন্টে।
রাষ্ট্রপ্রধান হত্যা করে পরে কু এর নামে হাজার হাজার সেনা হত্যা করে ক্ষমতা কুক্ষিগত করে, কার্ফু দিয়ে সব রাজনীতি বন্ধ করে
দলছুট চোরচোট্টা ভাগিয়ে এনে নিজের একটি রাজনৈতিক দল গঠন।
এরপর পলাতক নিষিদ্ধ খুনি আল-বদরদের ডেকে এনে ব্যাকিং দিয়ে ব্যাবসা দিয়ে প্রতিষ্ঠিত করন।
তারপর এই ফ্যাসিষ্ট দলটিকে মাঠে নামিয়ে, নিজের দলকেও নামিয়ে কথিত বহুদলীয় গণতন্ত্র।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:


আমি ভাবছিলাম, ২ বার ক্ষমতায় না যেতে পারলে বিএনপি'ই থাকবে না; কিন্তু উহা আছে।
বিএনপি দল হিসেবে সমস্যায় আছে; কিন্তু দলের রাজনীতিবিদদের জ্ঞান, গরিমা, তমদ্দুন তো বেড়েই চলেছে।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




তথাকথিত বিএনপি জামাতের চামচদের ( লবন চামচ, চা চামচ, তরকারী চামচ, ভাতের চামচ সহ ডাল চামচ বা ডাবুর) বিশেষ ভাবে অনুরোধ এই পোষ্টটি পড়ার জন্য। তাহলে দলকানা দলান্ধ গালীটি আজকে শীতের রাতের ঠান্ডা পানি দিয়ে গিলতে পারবেন। এই কাজটি আপনাদের জন্য জরুরী। ব্লগে কথা বলার স্বাধীনতা মানে এই নয় দিনের পর দিন আপনাদের গালাগালীর স্বাধীনতা চলবে।


২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:


উহাদের মাথায় যদি রাজনীতি প্রবেশ করার মত যায়গা থেকে, তা'হলে জামাত এন্তেকাল করবে।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৬

শাহিন-৯৯ বলেছেন:



বিএনপির লোকজনের চাওয়া আওয়ামীলীগের দলের গনতন্ত্র নয়, তারা চায় শেখ হাসিনার মিথ্যা বন্ধ হোক আর কথা ও কাজের মিল হোক,

নুরু রাজাকারের নাম রাজাকার লিষ্টে উঠুক।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা এসেছেন উনার বাবার হত্যার বিচার করতে; উনি দুধ ও মধু আনেননি দেশে আসতে; এনেছেন ম্যানিলা রশি

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২১

শাহিন-৯৯ বলেছেন:


হাসান কালবৈশাখী শেখ সাহেবের আওয়ামীলীগ বাকশাল জন্মের সাথে সাথে বিলুপ্ত হয়েছে, বর্তমান আওয়ামীলীগ শেখ হাসিনার হাতে জন্ম, বলুন তো শেখ হাসিনার আওয়ামীলীগ কার শাসন আমলে জন্ম নিয়েছে?

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের জন্ম হয়েছে জে: জিয়া ও পাকী আইএসআই'এর গনতান্ত্রিক পদ্ধতিতে।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক মুক্তিযোদ্ধাদের নাম এখন
রাজাকারের তালিকায় উঠছে সুতরাং
কে কখন রাজাকার হবেন বলা যায়না।
সুতরাং নিজে দিগম্বর হবার আগে নিজের
ফিতা সাবধানে ধরে রাখুন।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এখনো জীবিত, এগুলো কি সমস্যা? ঠিক হয়ে যাবে; প্রশাসনে কয়েক লাখ গর্দভ ও খচ্চর কাজ করছে।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আওয়ামী লীগে গণতন্ত্রের সাক্ষী থাকার জন্য ৪জন বিএনপি কে
দাওয়াত দেয়া হয়েছে, উনারা ফিরে এসে কি গল্প করবেন ?

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:


উনারা এসে গল্প করবেন যে, শেখ হাসিনা "গণতান্ত্রিক পদ্ধতিতে সিলেকশান করে, দলের সেক্রেটারী বানায়েছেন"। ইহা বিএনপি'র জন্য মডেল হতে পারে।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রধানমন্ত্রী আরো ৫০ বছর আওয়ামী লীগের সভাপতি থাকুন। কিন্তু উনার উচিত নিজের দলের এবং সরকারি দপ্তরের সকল বাতিল লোক গুলোকে অপসারণ করা। আর দলীয় মিটিংংয়ের নামে রাস্তা বন্ধ করাও বন্ধ হোক।

জনগণ চলার রাস্তা বন্ধ করা এটি কোনো সুস্থ কাজ হতে পারে না। তাছাড়া দেশে বিএনপি ও জামাতের বাক স্বাধীনতা নামে অনলাইনে যা করছে তাদের জরুরী ভাবে আইনের আওতায় আনা হোক। এই সব অপপ্রচারকারী বিএনপি জামাতী লোক যে দেশেই থাকুক তাদের ধরা কঠিন কাজ নয় মঙ্গল গ্রহে থাকলেও তাকে আইনের আওতায় আনা হোক।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:


জামাতীদের রাজনীতি হলো, গণহত্যা চালানো ও ফাঁসীতে ঝুলা; প্রকৃতিই ওদেরকে কন্ট্রোল করে।

শেখ হাসিনা দেশ নিয়ে ভাবেন বলে মনে হয় না; উনি শুধু চান যে, বিএনপি জামাত যাতে ক্ষমতায় আসতে না পারে।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফিতে ধরে রাখতে তাদের উপদেশ দিয়েছি
যারা যখন তখন, নিজের খামখেয়ালিতে
মনের জিঘাংসা চারিতার্থ করতে অন্যকে
রাজাকারের খাতায় চালান করার খায়েশ
রাখেন।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ও শেখ হাসিনার সময়, দুর্নীতি করে বাংলার সব দুষ্টলোক প্রশাসনে স্হান করে নিয়েছে; এরা দেশটাকে দোযখ বানায়েছে।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫০

অপর্ণা সেন বলেছেন: আমরা রাজনীতি বুঝি না।
দেশটা নিরাপদ থাকুক। আর দেশের সব মানুষও শান্তিতে থাকুক।
আর দাদাভাই, আমি এখনও প্রথম পাতায় লেখার সুযোগ পাইনি!
কী কারণ তাও জানি না।

২০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদরাই দেশ চালায়, বাংলাদেশে কারা রাজনীতি করছেন, দেখতে পাচ্ছেন।
[email protected] এ ইমেইল পাঠান

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: আজ সম্মেলন।
জানি না নতুন সভাপতি কে হবেন?
তবে ওয়ায়দুল সাহেব সভাপতি থাকতে চান। আবার মাহবুবুল হক হানিফ সভাপতি হতে এক পায়ে দায়িয়ে আছে। সভাপতির প্রধান গুন থাকতে হবে বিএনপি কটাক্ষ্য করে কথা বলতে হবে।

২০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনি হয়তো "সেক্রেটারী"র কথা বলছেন; ওবায়দুল কাদের নিজের অযোগ্যতা প্রমাণ করেছে, দলের কেহ রাজনীতি জানে না।

মাহবুবুল হক হানিফের কথাবার্তায় মনে হয়, উনি রাজনীতি বুঝেন না, অনেকটা মাফিয়া'র মত ভাবসাব, দেখতেও ভয়ংকর

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

জুল ভার্ন বলেছেন: আমি চাই, আওয়ামী লীগ ত্রিশ লক্ষ শহীদের তালিকা করে সত্যিকারের রোল মডেল হোক।

২০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ বলতে ১ জন, শেখ হাসিনা; উনি খুব একটা দক্ষ মানুষ নন

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীব নুর বলেছেন: আজ সম্মেলন।
জানি না নতুন সভাপতি কে হবেন?
তবে ওয়ায়দুল সাহেব সভাপতি থাকতে চান। আবার মাহবুবুল হক হানিফ সভাপতি হতে এক পায়ে দায়িয়ে আছে। সভাপতির প্রধান গুন থাকতে হবে বিএনপি কটাক্ষ্য করে কথা বলতে হবে।

২০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৭

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের সরকার চলছে ৩য় বার, দরকার একজন বিজ্ঞ সেক্রেটারী, যিনি রাজনীতি বুঝেন; হানিফ এর কোন ধরণের মগজ আছে বলে মনে হয় না। দেখতে মনে হয় মাফিয়া

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

নুরহোসেন নুর বলেছেন: আ'লীগের বিশাল দল মোটাসোটা নেতা,
বিএনপি রোড রোলারের নিচে চাপা পড়ে গেছে।

২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র থাকারও কথা নয়, উহার কমান্ড সেন্টার এখন কাজ করছে না; দলটিকে বিলুপ্ত করলে, একটা নতুন দল বেরিয়ে আসতো।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

মুজিব রহমান বলেছেন: যে রাষ্ট্রে গণতন্ত্র নেই সেখানে আপনি কিভাবে কোন দলে গণতন্ত্র আশা করতে পারেন। কোন দলেই কোন গণতন্ত্র নেই। আমরা এদেশের মানুষ অগণতান্ত্রিক ব্যক্তিকেন্দ্রিক দলেইতো আস্থা রাখি। কেউ অন্ধ কেউ জন্মান্ধ কেউ দলান্ধ। মানুষতো দেখি না অন্ধ ছাড়া।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, বিএনপি'তে গণতন্ত্র আছে; ওরা হয়তো লুকিয়ে রেখেছে! ওদের কাছে গণতন্ত্র না থাকলে ওরা আওয়ামী লীগে কেন গণতন্ত্র চাচ্ছে?

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৯

বলেছেন: বি এম পি সব হল কাপুষের চেলা।এটা কোনো দলের ভিতর পরে বলে আমার মনে হয়না ।

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:


এরা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে উৎসাহী ছিলো না।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

মানতাশা বলেছেন:



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
বাংলাদেশে কোন দল গণতান্ত্রিক
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:


এই মহুর্তে কোন দলই গণতান্ত্রিক নয়।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জয় হোক গণতন্ত্রের!! হে হে হে ! B-)

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:


গণতন্ত্র বাংগালীদের মগজে প্রবেশ করে না, ওদের চরিত্রের সাথে মিশে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.