নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা বা কেহ একজন নেতৃত্ব দিয়ে মানুষকে সংগঠিত করার দরকার

২২ শে মার্চ, ২০২০ রাত ৩:১৩



দেশে প্রটেকটিভ গিয়ারের বিকল্প তৈরি করা সম্ভব; সরকারের কাছে টাকা আছে, মানুষের কাছে টাকা আছে, ব্যবসায়ীদের কাছে টাকা আছে, দরকার নেতৃত্ব। নেতৃত্বের অভাবে মানুষ হতাশ হচ্ছে, দুষ্টরা গুজব রচনা ও রটনা করছে, দরিদ্ররা কাঁপছে; এই ভীতিকর অবস্হা থেকে মানুষের মনোবল বাড়ানোর জন্য শেখ হাসিনার উচিত প্রতিদিন একই সময়ে টেলিভিশনে কথা বলা।

শেখ হাসিনা যদি নিজের অধীনে 'করোনা ফাণ্ড' করে, প্রবাসীরা টাকা পাঠাবে। টাকা সমস্যা নয়, নেতৃত্বের সমস্যা হচ্ছে দেশে।

কিছু ডাক্তার পালিয়ে যেতে পারে; কম বয়সী ও সাহসী ডাক্তারদের নিয়ে প্রতি হাসপাতালে টিম গঠন করার দরকার; মেডিক্যাল কলেজের সিনিয়র ছাত্ররা যারা ভলনটিয়ার হিসেবে আসতে চায়, তাদেরকে ডাকা দরকার।

ইউনিভার্সিটির ছাত্ররা গ্রামের চাষীদের খাদ্য উৎপাদনে ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণে সাহায্য করতে পারার কথা। গ্রামের পরিবেশে মানুষের মাঝে দুরত্ব রাখা খুবই সহজ।

মেডিক্যাল গ্লাভস, ইত্যাদি তৈরি করার মেশিন ও উপকরণ ভারতে আছে, পাকিস্তানেও থাকতে পারে; এগুলো নিয়ে আসা সম্ভব। শহরের বয়স্ক ও ছাত্রদেরকে গ্রামে পাঠিয়ে দেয়ার দরকার, এতে শহরে মানুষ ঘনত্ব কমে আসবে। বস্তির মানুষজনের জন্য শহরের বাহিরে তাঁবু দিয়ে ৩/৪ মাস থাকার ব্যবস্হা করা যেতে পারে; এদেরকে সরকারী গুদাম থেকে খাবার দেয়া সম্ভব।

করোনায় মানুষ মারা গেলে সরকারের উচিত হবে না, উহা লুকায়ে রাখা; মানুষ বিশ্ব পরিস্হিতি জানে, মানুষকে সঠিক তথ্য দিলে, মানুষের আস্হা বাড়বে, গুজব কমবে ও মানুষ অন্যদের সাহায্য করতে পারবে।

ইউনিভার্সিটির ২০ হাজারের মতো মাষ্টার্স ও পিএইচডি বসে আছেন; এদের যারা ভলনটিয়ার হিসেবে কাজ করতে চান, তাদেরকে শহরের এলাকাগুলো ম্যানেজ করার কাজ দেয়া যেতে পারে; এখন মানুষের জন্য দরকার দায়িত্বশীল ও ব্যক্তিত্বশীল মানুষ।

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২০ রাত ৩:২৪

শের শায়রী বলেছেন: দুঃখ জনক মুরুব্বী আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে জাতি পাইল না, তাইলে আমাকে আজকে আর এই পোষ্ট লিখতে হত না, আপনি হইলেন সব সমস্যার সমাধান তবে কিনা ব্লগে :P

২২ শে মার্চ, ২০২০ রাত ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমি নিজের কাজের সময়ে ব্লগিং করি, আইডিয়ার কথা বলি; দেখি ব্লগারেরা কি ভাবেন আমার কথা নিয়ে। প্রধানমন্ত্রী হতে হলে দল লাগে, আমি রাজনীতি করিনি।

২| ২২ শে মার্চ, ২০২০ রাত ৩:৪১

নেওয়াজ আলি বলেছেন: উনি সাচ্ছা দেশ প্রেমিক । উনার মত অনেক আওয়ামী এখন ম্যাও ম্যাও করে।

২২ শে মার্চ, ২০২০ রাত ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:



আপনি অনেক কমেন্ট করেন, কোথায়ও আপনার বুদ্ধিমত্তার পরিচয় পাইনি; আসলে, আমার পোষ্টে আপনার কমেন্ট দেখলে, আমার কাছে ঝামেলা মনে হয়।

৩| ২২ শে মার্চ, ২০২০ ভোর ৪:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সময়োপযোগী পোষ্টের জন্য ধন্যবাদ।এই পোষ্টের কিছুটাও যদি কার্যকর করা যায় দেশ অনেক উপকৃত হবে।

২২ শে মার্চ, ২০২০ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের আইডিয়া বুঝার প্রয়াস

৪| ২২ শে মার্চ, ২০২০ ভোর ৪:২৯

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে দুই দলের সিন্ডিকটের বাইরে কেহ নেতা হইতে পারিবে না।
এদেশের নির্বোধ জনগণও এই মন্ত্রে অভ্যস্ত ,যাহা ইউকে-ইউএসএ-এর মতো দেশের মতো কার্যকর নহে।

২২ শে মার্চ, ২০২০ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বিএনপি'কে বিলুপ্ত করায়ে দিলে, একটা ঝামেলা কমে আসতো।

৫| ২২ শে মার্চ, ২০২০ সকাল ৮:৪৪

আগন্তুক মুসাফির বলেছেন: দুনিয়াতে সৎ মানুষের দরকার,নেতৃত্ব মহান গুন সবাই নেতা হতে পারেনা। নেতার মাঝে স্পেশাল গুন থাকা দরকার নয়তো মানুষ উপহাস করবে।

দেশের দুর্দিনে, মহামারিতে,মানুষের কষ্টে মানুষের হয়ে নেতৃত্ব দেওয়ার মত লোক খুব দরকার।
যে নেতা নেতৃত্বদানে ব্যর্থ তার উচিত অন্য কাউকে তার সাহচর্যে নিয়ে দেশের মানুষকে রক্ষা করা।

২২ শে মার্চ, ২০২০ সকাল ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


করোনায় যদি শেখ হাসিনা নেতৃত্ব দিতে অক্ষম হন, উনার পতন হওয়ার সম্ভাবনা আছে।

৬| ২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:০০

খাঁজা বাবা বলেছেন: দেশের যে কি অবস্থা, এই গুজব থেকেই মানুষ জানছে।
গজব বলে সব উড়িয়ে দেয়া যায় না।

সরকার বলেছে বিমান বন্দরে তাদের কার্যক্রম উন্নত দেশের চেয়ে ভাল, দেশে পর্যাপ্ত টেষ্টিং কিট আছে, পর্যাপ্ত প্রস্তুতি আছে, হাসপাতাল সব রেডি।
এই গুজব থেকেই আমরা জানলাম সব মিথ্যা ছিল।

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


সরকার বুঝতে পারছে না কততা প্রস্তুতি নিতে হবে, সেই ধরণের দায়িত্ববান মানুষ সরকারে আছে বলে, সরকারও বিশ্বাস করে না; ডাক্তারদের নিয়ে "মহামারী টিম" গঠন করে, প্রয়োজনীয় প্রটেকটিভ গিয়ার দিয়ে ডাক্তারদের হাতে দায়িত্ব দেয়ার দরকার ছিলো।

৭| ২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৫

এপোলো বলেছেন: কোন একজনকে এগিয়ে আসতে হবে। শেখ হাসিনা পারবে না, সেটা ইতোমধ্যে পরিস্কার হয়ে গেছে। ২ মাস আগে থেকেই বিশেষজ্ঞরা সতর্কবানী দিয়ে আসছিলেন, হাতের মুঠোয় সব গোয়েন্দা তথ্য। তাও হাসিনা কিছু করে নি। অন্য কাউকে এগিয়ে আসতে হবে।
ঘনবসতির দেশ আমাদের, নাগালের বাইরে চলে গেলে তখন আর কিছুই করার থাকবে না।

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


কৃষিমন্ত্রী আব্ডুর রাজ্জাককে করোনা কন্ট্রোলের দায়িত্ব দিলে মানুষের আস্হা আসতো; সব ধরণের ডাক্তারেরা কাজ করতো

৮| ২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: মনে হয় না দেশের কোনো খবর লুকিয়ে রাখা যাবে।
এত লোক, এত মিডিয়া।

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


মানুষ খবর জেনে নিবে; করোনা গরমে সংক্রামিত কম হবে।

৯| ২২ শে মার্চ, ২০২০ সকাল ১০:২৬

রাশিয়া বলেছেন: শেখ হাসিনা আওয়ামী লীগ নেত্রী হিসেবে খুবই সফল। কিন্তু দেশ পরিচালনায় একদমই সফল নন। দেশের আপামর মানুষের নেত্রী হিসেবে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করতে পারেন নি। বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান যেটা পেরেছিলেন।

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


সাট-আপ ডামী, জিয়াই শেখ হাসিনার আসার পথ করে গেছে।

১০| ২২ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩৪

বাংলার এয়ানা বলেছেন: শেখ হাসিনার মাথাোইত খারাপ,

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:



উনি জাতি গঠনে দক্ষ নন; কিন্তু জামাত-শিবিরের জল্লাদ ও বিএনপি'র পাকীদের থামায়েছে

১১| ২২ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'উনি' একজন স্বার্থপর। এত আগে 'করোনা'র আবির্ভাব হওয়ার পরও সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেননি। প্রয়োজনীয় পিপিই, কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি, টেস্টিং কীট মজুদ রাখেননি। বরঞ্চ বিশেষ একটা দিবসকে প্রাধান্য দিতে গিয়ে অনেকটা ক্ষতি করে ফেলেছেন। ৫/৬ লাখ প্রবাসী দেশে প্রবেশ করলেও যথাযথ ভাবে স্ক্যান না করার জন্য এখন আতংক সৃষ্টি হয়েছে। উনি আর কখনোই জাতিকে এক করতে পারবেন না...
জাতিকে এক করার মত একজনই ছিলেন ড. মুহাম্মদ ইউনুস। কিন্তু তেনাকেও আর লাইমলাইটে আসতে দেননি 'উনি'...

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:


প্রবাসীরা দেশে ফেরত আসার সময়, মিলিটারী ট্রাকে করে ইউনিভার্সিটি হলগুলোতে ও পিলখানায় রাখার দরকার ছিলো; তারপর ক্রমেই ছাড়লে হতো; শেখ হাসিনা এতসব ভাবতে পারার কথা নয়।

১২| ২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভারত- পাকিস্তান থেকে প্রটেক্টিভ গিয়ার আনা যাবে বলছেন!!!

যেখানে হু বলছে, বিশ্ব বাজারে এর অভাব, সেইখানে আপনি কোন জায়গার লাট যে একসঙ্গে এতো পি,পি,ই আনাতে পারবেন?

আমেরিকায় গাঁজার চাষ করছেন?

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় গাঁজার চাষ হয়, গাঁজা থেকে ঔষধও হয়; আমি শুনেছিলাম আপনি শিক্ষতা করেন; এটা যদি সত্য হয়, আপনি উহা ছেড়ে দেন, অন্য কিছু করেন।

১৩| ২২ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০২

মোঃ ইকবাল ২৭ বলেছেন: দেশের মানুষের বিপদের সময় সরকারের লোক জন তেমন কাজে আসে না। যখন ইনারা কাজ করার সমান্য চেষ্টা করেন তখন সময় বয়ে যায় বহুদুর। ইনারা আসলে মনে হয ১০ % শুধু দেশের মানুষের জন্য ভাবে, বাকি ৯০% নিজের জন্য। দেশে পর্যাপ্ত কোন আইসিও র ব্যবস্থা নেই, কীট নেই, ডাক্তার নার্সদের সেফটি সরন্জাম নেই ইত্যাদি ইত্যাদি। গত আড়াই মাস ইনারা সময় পাননি উহার ব্যবস্থা করার? যখন চীনের উহানে এই মহামারি ছড়ানো শুরু করলো। নাকি অবহেলা? এতো প্রবাসী দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার আগে ব্যবস্থা নিলো না কেন ? এখন কেন বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ নেওয়া লাগে ? ১২ লাখ রোহিঙ্গাকে বছর বছর কোয়ারেন্টাইন করে রাখা সম্ভব হলে। প্রবাসীদের ১৪ দিন কোয়ারেন্টাইন করে রাখা গেল না কেন ? এগুলো অবহেলা না হলে কি ? এদিকে নির্বাচন কমিশন কোন কোন এলাকায় নির্বাচন নিয়ে ব্যস্ত। এদের কি হুশ টুশ বুদ্ধি সুদ্ধি কোন দিন হবেনা ? যদিও পরে চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত করা হলো। নির্বাচন নিয়ে অতো তাড়া কেন ? নির্বাচনে জিতে পালে যোগ দিবে নতুন কোন -----।বাংলাদেশে সমস্যা আছে, সমাধান নেই। তবে চাপা মারার লোকের অভাব নেই।

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


প্রাইভেট হাসপাতালে "কম ক্যাপিটেল" ইনভেষ্ট করে; উহা আমেরিকা ও ইতালি'তে ধরা খেয়েছে; বাংলাদেশের প্রাইভেট হাসপাতালগুলোতে "আইসিইউ'তে মরা মানুষ রেখে টাকা আয় করে"; ফলে ইকুপমেন্ট কম থাকবে।

সরকার ও জনতা চায় ক্যাপিটেলিজম; ক্যাপিটেলিজমে ধনীরা বেশী বাঁচবে।

১৪| ২২ শে মার্চ, ২০২০ দুপুর ১২:১৩

খাঁজা বাবা বলেছেন: ভারতে ১৫ মিলিয়ন টেষ্টিং কিট আছে
ডব্লিউ এইচ ও বলেছে ভারতে ৩০ কোটি মানুষ আক্রান্ত হবে।
যে ভারত আমাদের পিয়াজ দেয় নি, যে আমাদের অতি প্রয়োজনীয় কিট বা অন্যান্য জিনিস নিজেদের বঞ্চিত রেখে দেবে না।

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


ভারতে কি হবে, াটা আল্লাহও জানে না; তবে, গরম এলাকায় সংক্রমণ বাংলাদেশ থেকে কম হবে।

ওরা ব্যবসায়ী; আপনি চাইলে বউও কিন্তে পারবেন। ৪০ হাজার ডাক্তারের জন্য গিয়ার ওরা ৪ দিনে বানায়ে দিতে পারবে।

১৫| ২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: 'উনি' বিশেষ একটা দিবসকে প্রাধান্য দিতে গিয়ে এবং কাউকে দেবতা বানাতে গিয়ে দেশের অনেক ক্ষতি করে ফেলেছেন কাজেই 'উনি' আর কখনোই জাতিকে এক করতে পারবেন না।

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


আটসবাজী করে উনি ছাগলে পরিণত হয়েছেন; করোনায় বেশী মানুষ মরলে, উনি ক্ষমতা হারাতে পারেন।

১৬| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: করোনায় যদি শেখ হাসিনা নেতৃত্ব দিতে অক্ষম হন, উনার পতন হওয়ার সম্ভাবনা আছে।

এখনো জনগণ জানেনা কোনটা সত্য কোনটা মিথ্যা,
৫% ভোটে গতকাল একজন আঃলীগার ঢাকা ১০ আসনে নির্বাচিত হয়েছেন!! শেখ হাসিনা ভোট দিয়েছেন।
মিডিয়া, সরকার সবাই বলছে, পরিস্থিতি স্বাভাবিক। দেশের প্রতিটি মানুষ সত্য মিথ্যার অনিশ্চয়তায় আছে।

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



উনি জামাত-শিবির ও বিএনপি'র ভয়ে থাকেন, করোনাকে উনি ভয় পান বলে মনে হচ্ছে না।

১৭| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার লেখা আমি পড়ি, মর্মে উলব্ধি করি।

আপনার এই পোস্টের ২৫ ভাগ বাস্তবায়ন হলে সরকারের অনেক লোক নোবেল পাবে এবং বাংলাদেশ একটা আর্দশ দেশ হবে। কিন্তু বাংলার ভাগ্য মন্দ।

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:




এসব কথা ব্লগারদের মতামত জানার জন্য মাত্র।

১৮| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: সরকারকে ভেবে দেখার অনুরোধ

ফ্রান্স গ্যাস, পানি, বিদুৎ, ইন্টারনেট ৩ মাসের জন্য মওকুফ করেছে।

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


১ মাস সব ফ্রি করে দিয়ে, একমাস লকডাউন করলে, সংক্রমণের অবস্হা বুঝা যেতো; তার মাঝে তাপমাত্রা বেড়ে যাবে।

১৯| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৮

হাসান রাজু বলেছেন: আপনি পোস্ট করেছেন শেখ হাসিনাকে যোগ্য নেত্রি হিসেবে দাড় করিয়ে ।
কিন্তু অনেকেই শেখ হাসিনাকে যোগ্য ভাবছে না । আপনিও সাথে সাথে সে কথার সম্মতি জানাচ্ছেন।

আগে আপনি ভালো করে বুঝে নিন। নেতৃত্বটা কাকে দিতে হবে ? কোন যোগ্যতায়?

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



এখনো যোগ্য হচ্ছেন শেখ হাসিনা; কিন্তু ডাক্তার, ইন্জিনিয়ার ও অনেক প্রফেশানেল উনাকে পছন্দ করেন না; কারণ, এদের বড় সংখ্যা পাকী মনোভাবের, তাবলীগ মাবলীগ; এসব বালছালদের আস্হার জন্য ড: রাজ্জাককে কন্ট্রোল দিলে ভালো হয়।

২০| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২১

মিরোরডডল বলেছেন: এই হোপলেস রাজনীতিবিদদের কাছ থেকে পজিটিভ কিছুই আর প্রত্যাশা করা যায়না , যারা এতো অবলীলায় ওয়ান আফটার আনাদার মিথ্যা কথা বলে আর যাদের রক্তের মাঝে দুর্নীতি ।
সাধারণ মানুষের বিপদে কখনোই পাশে ছিলোনা থাকবেও না ।
সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ । ইটস রিয়েলি হার্ড টু কন্ট্রোল ।
প্রাইভেট সেক্টর , নন-গভ অর্গানাইজেশন , কর্পোরেট জায়ান্ট তাঁরা একসাথে হয়ে যদি লোকাল কমিউনিটির জন্য কিছু করতে পারে ।

২২ শে মার্চ, ২০২০ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের বড় ব্যবসাগুলো রাজনীতিবিদদের পরিবারের, বা পরিচিতদের।

রাজনীতিবিদরা আধুনিক পৃথিবীকে বুঝে না, এদের জ্ঞান খুবই নীচু মানের; প্রেসিডেন্টের বক্তৃতা শোনেন, মনে হবে, সিএনএন কোন পিগমীর সাক্ষাৎকার নিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.