নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শয়তান চরিত্র নিয়ে আমার ধারণা

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৬



ব্লগে আমাকে ধ্যাড়া, নাকি ম্যাড়া শয়তান ডেকেছেন এক পুরাতন ব্লগার; কয়েকদিন আগে, আরেকজন ব্লগার আমাকে ছুঁচো, নাকি মুঁছো ডাকলেন; সেই ব্লগার আবার কবি; আমি কবিদের অনেকটা দার্শনিক মানুষ হিসেবে নিই, কবিতা ভালোবাসি; তাই, সেই কবির দেয়া ঐ টাইটেলটা শুনে বেশ রেগে গিয়েছিলাম; পরে ভাবলাম, সব কবিতো আর দার্শনিক নন, রেগে মেগে কি হবে!

যাক, শয়তান নিয়ে আমার ধারণা হচ্ছে, শয়তান আব্রাহামিক ধর্ম মতে একটি খল চরিত্র; আব্রাহামিক ধর্মের লোকেরা এই চরিত্র সম্পর্কে জেনেছেন জুইস বাইবেল ( ফার্ষ্ট টেষ্টামেন্ট ) থেকে; সেখানে প্রথম মানব সৃষ্টির কাহিনীর মাঝে শয়তান চরিত্রটি এসেছে। এই চরিত্রটা আব্রাহামিক ধর্মে আছে মাত্র; গ্রীক, ফ্রীক, হিন্দু, বৌদ্ধ কিংবা শিখ ধর্মে ইহা নেই।

প্রথম মানব সৃষ্টি নিয়ে আব্রাহামিক ধর্মে যেই কাহিনী বলা হয়েছে, উহা কিন্তু এই ধর্ম উদ্ভবেরও আগে ছিল; ব্যবিলন/সুমেরিয়ার রাজা, গিলগমেশের বইতে মানব সৃষ্টির গল্পটি ছিলো; ফলে, বুঝা যাচ্ছে যে, মানব সৃষ্টির গল্পটি আগেও ছিলো, আব্রাহামিক ধর্ম উহা সংগ্রহ করেছে মাত্র।

শয়তান আমাদের সমাজে সবচেয়ে বিখ্যাত চরিত্র; যেসব মানুষ জীবনে শেরে বাংলা, ড: শহীদউল্লাহ সাহেবের নাম শোনেনি, তারা শতানকে জানে! দেখা যাচ্ছে যে, ব্লগারেরাও এই চরিত্রটিকে তাঁদের লেখায় ব্যবহার করেন। আমি ব্যক্তিগতভাবে কোন ব্লগারকে শয়তান ডাকার পক্ষে নই; সর্বাধিক কম ভাবনার লোক, ইত্যাদি বলতে পারি। ব্লগারকে শয়তান ময়তান ডাকা আসলে খুবই নীচু মনের পরিচয়।

যাক, আমাকে শুধু শয়তান নয়, উহার বাবা ডাকলেও আমি হতাশ হওয়ার মতো লোক নই; আসলে, গালি জিনিষটা আমার উপর কাজ করে না। আমি এখানে উহা নিয়ে পোষ্ট দিচ্ছি কেন? পোষ্ট দিচ্ছি, এজন্য যে, যেই ব্লগার অন্য ব্লগারকে শয়তান ময়তান ডাকেন, উনি আসলে বুদ্ধিমান ব্লগার নন, ইহা বলার জন্য।

মন্তব্য ৫৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৭

ভুয়া মফিজ বলেছেন: আপনেরে আবার কে শয়তান-ময়তান ডাকলো? কিছু কিছু ব্লগাররে নিয়া আসলেই সমস্যা। কারে কি কইতে হইবো, তাই বুঝে না। ফাস্টো হইছি, চা খাওয়াইবেন নি!!! :P

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:



কিছু ব্লগারের মাথায় শয়তান ঢুকে পড়েছে, মনে হয়। ঢাকায় চা খাবো অনেকে মিলে।

২| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৩

নেওয়াজ আলি বলেছেন: বগ্লে বহুজন তাই বহু মত বহু পথের লোক থাকবে এইটাই স্বাভাবিক। একে অপরকে সহ্য করে চলাই সৌন্দর্য। অথচ মতের মিল হচ্ছে না বলে অন্যকে খারাপ বলা ঠিক হচ্ছে না ।

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:



কিছু কিছু ব্লগার রাস্তার লোকজনের মতো শব্দ ব্যবহার করেন।

৩| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শয়তানের ধারনা একটা কুসংস্কার।এখান থেকে বেরিয়ে আসা দরকার।

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:



এটা করা দরকার, ওটা করা উচিত; আপনার কথাগুলো বড়ই বিরক্তিকর। ৩৮৭ মিলিয়ন মানুষ বিশ্বে আব্রাহমিক ধর্ম বিশ্বাস করে; ম্যাঁওম্যাঁও করার আগে একটু ভাবিয়েন।

৪| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫১

নীল আকাশ বলেছেন: কিছু ব্লগারের মাথা আসলেই নষ্ট হয়ে গেছে। যাকে তাকে শয়তান ডেকে তার মান সম্মান নষ্ট করা কোন অধিকার এদের নেই।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:



শয়তান ডাকলে খারাপ শোনা যায়, এগুলো রাস্তাঘাটের ভাষা; আপনি তো আবার তাবলীগ, ব্লগারদের ভাষা সম্পর্কে কোন ধারণা নেই।

৫| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৫

নীল আকাশ বলেছেন: আমার সর্ম্পকে আপনার অনেক ধারণাই ভুল। আমি তাবলীগ দুই চোখে দেখতে পারি না। এদের আকিদাগত অনেক ভুল আছে।
তবে আমি ব্লগে কাউকে গাল দেয়া মারাত্মক অপছন্দ করি। কারো লেখা নিয়ে সমস্যা থাকলে তার সাথে যুক্তি নিয়ে কথা বলো, গালাগালি কেন? এটা চরম মাত্রায় অভদ্রতা।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আপনি ভালো কথা বলছেন, স্যরি।

৬| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২০

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে। গালাগালি করা খুব নিন্ম মাত্রার ব্লগীং। কারো ভাষা শুনলেই বুঝা যায় আসলে সে কোন পরিবেশ থেকে অভ্যস্ত। আপনার সাথে মতের অমিল আমার হতেই পারে, তাই বলে যুক্তিতে না পেরে গালি দিয়ে চলে যাবো, এটা কখনই শোভনীয় না। এটা ব্লগীয় শিষ্টাচারের মাঝেও পরে না।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার বয়স হয়েছে। এখন আপনার খুব নিরাপদে থাকা জরুরী।
শুভ রাত্রী।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৩:২৪

চাঁদগাজী বলেছেন:




মনে হয়, আমার বয়ষী লোকজন ব্লগিং ইত্যাদি খুব একটা করছেন না; বয়স সমস্যা হয়ে যাচ্ছে।

৭| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: শয়তান আছে। বাস্তবেই আছে। ইসলাম ধর্মে কাল্পনিক শয়তান ধর্মের কথা বলা হয়েছে।
বাস্তব জীবনে শয়তানের অভাব নেই। যারা দূর্নীতিবাজ তারা কি শয়তান না? যারা চুরী ছিনতাই করে তারা কি শয়তান না? যারা হুট হাট এসে ব্লগের পরিবেশ নষ্ট করে তা কি শয়তান না?

শয়তান হওয়া সহজ তাই সমাজে এত এত শয়তান। ভালো মানুষ হওয়া সহজ না। তাই সমাজে ভালো মানুষ কম।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৩:২৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ ও বিশ্বের কিছু দেশে ভয়ংকর খারাপ লোকজন আছে; এদেরকে এসব বিশেষণ দেয়া চলে।

৮| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৬

শায়মা বলেছেন: হা হা ধ্যাড়া শয়তান ম্যাড়া শয়তান কি ভাইয়া???

যদিও শয়তান ডাকা খুবই হাস্যকর তবুও সেটা ফান করেও বলা উচিৎ না......

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৩:২৯

চাঁদগাজী বলেছেন:



ব্লগারকে এসব বলা মানায় না। আপনি তো আমাকে জানেন, এগুলো কি আার গায়ে লাগে!

৯| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনে যাবার চার দিন হয়ে যাবার পরেও
সংক্রমণের হার ও মৃত্যুহার আশংকাজনক ভাবে বেড়েই চলছে। এমন
পরিস্থিতিতে চলমান এই লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব
দেওয়া হয়েছে সরকারের কাছে।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৩১

চাঁদগাজী বলেছেন:




জাতিকে এই মহামারীর জন্য প্রস্তুত করতে পারেনি সরকার, জাতির ভোগান্তির শেষ নেই।

১০| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৬

সিগনেচার নসিব বলেছেন: চারেদিক রং বেরঙের প্রতিক্রিয়া এমন পর্যায়ে চলে গেছে যে এদের কীর্তিকালাপ দেখে আসল শয়তানও লজ্জা পেয়ে যাবে। :D

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৩২

চাঁদগাজী বলেছেন:



জাতির ভাষা, আচরণ, কোন কিছুই ভালোর দিকে যাচ্ছে না।

১১| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫১

স্প্যানকড বলেছেন: আপনাকে শয়তান বলিয়া শয়তান কে চরম বেইজ্জতি করা হয়েছে ! যিনি বলেছেন, উনি ভুল করেছেন। তার এ জন্য আরেকবার ভাবা দরকার! ভালো থাকবেন।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:



কবিরা সমাজের বিবেক ও কন্ঠ, কি বলছেন, কি ভাবছেন, সেটা মানুষ জেনে যাবে।

১২| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ২:০১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কে কি বললো এসব নিয়ে এতো ভাবাভাবীর কিছু নাই। শয়তানকে নিয়ে কিছু মুভি আছে, দেখে ফেলুন।

Bedazzled (1967, remake 2000)
The Omen
Damien: Omen II
Omen III: The Final Conflict
The Devil's Advocate
The Ninth Gate

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:



পশ্চিমে সবকিছু নিয়ে মুভি হয়; আমি খুবই বাস্তব কাহিনী না হলে, উহা দেখে আনন্দ পাই না।

১৩| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ২:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লেখক বলেছেন,
শয়তান আমাদের সমাজে সবচেয়ে বিখ্যাত চরিত্র; যেসব মানুষ জীবনে শেরে বাংলা, ড: শহীদউল্লাহ সাহেবের নাম শোনেনি, তারা শতানকে জানে! দেখা যাচ্ছে যে, ব্লগারেরাও এই চরিত্রটিকে তাঁদের লেখায় ব্যবহার করেন। আমি ব্যক্তিগতভাবে কোন ব্লগারকে শয়তান ডাকার পক্ষে নই; সর্বাধিক কম ভাবনার লোক, ইত্যাদি বলতে পারি। ব্লগারকে শয়তান ময়তান ডাকা আসলে খুবই নীচু মনের পরিচয়।
আপনার এই কথাগুলোর সাথে একমত। যে কারণে নিজ জ্ঞানের স্বল্পতার প্রকাশ ঘটাতে গিয়ে অন্য কাউকে এইসব সম্বোধনে কথা বলা বোকামি বৈ কিছু না!

আচ্ছা, কেনই বা সে আপনাকে বললো? নাকি সত্যি এমন বেখাপ্পা শব্দ ব্যবহারের সে আসক্ত।

এসব যত দ্রুত ভুলে যাবেন ততই আগামীর পথ সহজ হবে। এসবের পেছনে লেগে থাকলে সামনে অগ্রসর থেমে যায়।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:



কেহ এসব বললে আমার মন খরাপ হয় না তেমন; ব্লগারদের ভাষা ইত্যাদি আরো উন্নত হওয়ার দরকার।

১৪| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৫৯

অনল চৌধুরী বলেছেন: পৃথিবীর প্রতিটা জাতি ও ধর্মে স্রষ্টা-ঈশ্বর ও দেবতার মতো শয়তান শব্দটাও প্রচলিত।
এমনকি আরবী হওয়ার পরও এই শব্দ পশ্চিমবঙ্গের বাংলায় প্রচুর ব্যবহার করা হয়।
এটা নিয়ে কলকাতায় ১৯৯২ সালে একটা ছবিও বানিয়েছে।SHAITAN1992 BENGALI MOVIE

১৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:



হিন্দু, বৌদ্ধ ও শিখ ধর্মে শতান চরিত্র আছে?

১৫| ১৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:১৮

স্থিতধী বলেছেন: যুক্তি শেখার থেকে সস্তা গালি শেখা সহজ , কিছু করার নাই আসলে..

শয়তানের বেহেস্ত থেকে বিতাড়িত হবার কারন ছিলো তাঁর অহংকার

ব্যাস শুধু ওতটুকু মনে রাখলেই অনেক বিশ্বাসী ভেতর থেকে শুদ্ধ হবার কাজ শুরু করতে পারতো । আর দেশের সব কবি যদি আসলেই কবি হতো, তাহলেতো আর কথাই ছিলোনা ।

১৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



বিসিএস'রা ভালো প্রশাসক নন, শিক্ষকেরা ভালো শিক্ষক নন, ছাত্ররা ভালো ছাত্র নন, ব্লগারদের অনেকেই ভালো ব্লগার নন, বেশীরভাগ কবি কবি নন।

১৬| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখা হয়।
এই পবিত্র মাসে শয়তান কোন কার্যক্রম পরিচালনা করতে পারে না।

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



গল্পের একটা চরিত্রকে কতভাবে জীবন্ত করা হয়েছে।

১৭| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৫২

ডাব্বা বলেছেন: হিন্দু বা বৌদ্ধ ধর্মে শয়তান কনসেপ্ট নেই কারণ এঁরা পুনর্জন্মে বিশ্বাসী। কর্মা (karma) driven religion এ শয়তানের কাজ মানুষ নিজেই করে। শিখদেরও নেই, কেন নেই জানি না।

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



হিন্দু ধর্মের পত্তন হয়েছে আব্রাহামিক ধর্মের আগে; বৌদ্ধা ধর্ম হিন্দু ধর্মের আধুনিক ভার্সন, শিখেরাও তাই। মুসলমানরাও ইহুদী ধর্মের আরবী ভার্সন।

১৮| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকে আবার কে শয়তান-ময়তান ডাকা শুরু করলো? সিনিয়র হিসেবেও তো আপনাকে সম্মান করা উচিত।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



ব্লগে সিনিয়রিটির (সময়ের দিক থেকে ) কারণে আমি অবশ্য কাউকে ছাড় দিইনি; ফলে, আমাকেও ছাড় দেয়ার কথা নয়।

১৯| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: শয়তানের কাজ হচ্ছে শয়তানি করা যে মানুষ শয়তানের এই গুনাবলী ধারণ করে তাকে শয়তান ডেকে অন্যরা আনন্দ পায়। তাই বলে গনহারে শয়তান ডাকা ঠিক নয়।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে শয়তান চরিত্রের লোক একজনই ছিলো, শেফিক রেহমান

২০| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৯

ঢাবিয়ান বলেছেন: কে আবার আপনাকে এই উপাধি দিল? পোস্টের লিংক দেন। পইড়া আসি। করোনার মধ্যে ক্যাচাল এখন এই ব্লগের অন্যতম বিনোদনে পরিনত হয়েছে। =p~

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



বেশ পুরাতন ব্লগার, নাম না দিই; উনি আমার এই পোষ্ট দেখেছেন।

২১| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: যে বদমাশ, শয়তান সে মৃত্যুর আগেও সুযোগ পেলে বদমাইশি করে। শয়তানি করে।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



এরশাদ মনে হয় শয়তানের বড় ভাই ছিলো।

২২| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০২

রানার ব্লগ বলেছেন: অথর্বের শেষ অস্র গালাগাল করা, যাদের মস্তিষ্ক সীমিত আকারে, যারা যুক্তির খেলায় পরাজিত তারাই কেবল গালাগাল করে নিজেকে ফোকাস করার সর্বশেষ অপচেষ্টা চালায়।

তবে আমার মতামত এই যে সবাই শয়তান হতে পারে না। জানামতে শয়তান খুবি বুদ্ধিমান ও চতুর এবং শিক্ষা দিক্ষায় বেস্ট। শয়তান হওয়া অকাট মুর্খ বলদ টাইপ লোকের কাজ না।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:



শেফিক রেহমানের চরিত্রটা শয়তানের কাছাকাছি ছিলো, মনে হয়।

২৩| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৩

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন:হিন্দু, বৌদ্ধ ও শিখ ধর্মে শয়তান চরিত্র আছে? হিন্দু ধর্মে যারা দেবতাদের বিরোধী, তারা সবাই শয়তান।
রাবণ,মহিশাসুর,বাংলার ও দক্ষিণের লোকজন, সবাই।
এদের নাম দিয়েছিলো, অসুর, অপদেবতা, ম্লেচ্ছ পক্ষীভাষী-ইত্যদি।
তার নাম শফিক, শেফিক না।
এর চেয়েও হাজারগুণ শয়তান দেশে আছে।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:



শেফিক রেহমান ও এরশাদ?

২৪| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৭

অনল চৌধুরী বলেছেন:
সব নেতা, ব্যাবসায়ী-সংস্কৃতি জগতের লোকজন-একেকটা একেজনের চেয়ে বড় শয়তান।
শয়তান-ডেমন পড়েন।https://en.wikipedia.org/wiki/Demon
https://en.wikipedia.org/wiki/Shaitan

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



যাকগে, আমাকে ঐসব টাইটেল না দিলেই হলো।

২৫| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪২

মিরোরডডল বলেছেন:



আমার বন্ধুমহলে অনেকেই আমাকে শয়তান বলেই ডাকে ।

এক বন্ধু বলে, শয়তান মানুষকে নক করে, সেই দরজা খুলতে হয়না ।
আর আমি নাকি শুধু দরজাই খুলি না, হাসিমুখে শয়তানকে ওয়েলকাম করে ঘরে নিয়ে আসি, আবার চা নাস্তাও খাওয়াই । এতোটাই শয়তানকে প্রশ্রয় দেই ।

আবার এক ফ্রেন্ড যদি আমাকে শুধু শয়তান ডাকে, অন্যরা কারেক্ট করে দেয় শয়তান না, সাক্ষাৎ শয়তান ।
যদিও আমার জানা নেই শয়তান আর সাক্ষাৎ শয়তানের মাঝে পার্থক্য কি ।

আমি এগুলো ফান অথবা কমপ্লিমেন্ট হিসেবে নেই :)

সো, টেক ইট ইজি ম্যান , ওগুলো কিছু না ।





১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:



আমাকে গালি দিয়ে অনেক ব্লগার ক্লান্ত হয়ে গেছেন! আমি ব্লগারদের আরো উপরের লেভেলে ভাবার জন্য বলছি মাত্র।

২৬| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শয়তান লেখালিখি করে, এমনটা শুনিনি!

অবশ্য আমি যে সব কিছু জানবো, তা নয়।

তবে, শয়তান মানুষকে প্ররোচিত করতে পারে।

শয়তানের ৫ ছেলে আছে। তারাও বিভিন্ন ভাবে মানুষকে ধোঁকা দেয়।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ২:২২

চাঁদগাজী বলেছেন:




শয়তানের মেয়ে নেই?

২৭| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এরশাদ মনে হয় শয়তানের বড় ভাই ছিলো।

আজকাল দুই একজন ব্লগার আমাকে এরশাদ ডাকছেন। প্রচন্ড দুঃখজনক।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:



এরশাদের সাথে কথা হয়েছিলো ৫/৬ মিনিট, আমি তখন চট্টগ্রামে চাকুরী করতাম; এরশাদের সাথে আপনার কোন মিল নেই।

২৮| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৫

আল ইফরান বলেছেন: রাজীব নুর বলেছেন: আজকাল দুই একজন ব্লগার আমাকে এরশাদ ডাকছেন। প্রচন্ড দুঃখজনক।

আমিও সেইটাই ভাবছিলাম B-)) :P

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ২:২৬

চাঁদগাজী বলেছেন:



এরশাদ অবলীলাক্রমভাবে মিথ্যা বলতো।

২৯| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শয়তান আমাদের সমাজে সবচেয়ে বিখ্যাত চরিত্র;
..................................................................................
খলনায়করা কি শয়তানের প্রতিমূর্তি ?
শয়তান কি বহুরুপ ধরতে পারে ?
এই মর্ত্যে শয়তানের কি কি কাজ
কেউ কি বর্ননা করবেন ???

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:




শয়তান কল্পিত চরিত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.