নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশের এই অবস্হায় মুক্তিযোদ্ধাদের কাজে ডাকা দরকার

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৬



এঁদের সময় শেষ হয়ে গেছে মোটামুটিভাবে; যুদ্ধের সময়, গড় বয়স ২৫ ধরলে, এখন গড় বয়স ৭৫ বছর; এরপরও কিছু মুক্তিযোদ্ধা শারীরিকভাবে ভালো আছেন; যাঁদের স্বাস্হ্য ভালো, তাঁদেরকে দেশের বর্তামন সমস্যা সমাধানের জন্য একটা সংস্হা খুলে চাকুরী দিয়ে দেখতে পারেন শেখ হাসিনা; তাঁরা শক্তিশালী একটা ম্যানেজমেন্ট ব্যবস্হা গড়ে তুলতে পারেন কিনা; যেমন ফরমালিন ও খাদ্যে ভেজাল বন্ধ করা, ভুমিদস্যুদের থামানো, কোর্টে সঠিক বিচার পাওয়ার ব্যবস্হা করা, ধর্ষণ থামানো, যানবাহনে মাফিয়াদের থামানো, গ্রাম প্রশাসনে গরীবদের জন্য সরকারী সাহায্যের চুরি রোধ করা, ইত্যাদি।

মুক্তিযোদ্ধারা কাজ না করে গড়ে ১০/১৫ হাজার টাকা ভাতা পাচ্ছেন, আর সামান্য টাকা দিয়ে সবাইকে কাজে ডাকা কি বুদ্ধিমানের কাজ, নাকি অপচয় হবে? শুধু খেয়াল রাখতে হবে, যাঁদের নাম ভারতীয় লিষ্টে ছিলো, ভারতীয় লিষ্টের কমান্ডারদের অধীনে বাংলাদেশে যারা কাজ করেছেন। আওয়ামী ও বিএনপি মিলে আনুমানিক ১ লাখ ৮০ হাজারের মতো ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছে; ওদেরকে কাজে ডাকলে দেশ ডুবায়ে দেবে।

ইপিআর ও বেংগল রাজিমেন্টের সৈনিকেরা বেঁচে থাকলে, প্রথমে তাদের ডাকার দরকার; এরপর, গ্রামের ছাত্ররা, যাঁরা ভারতে ট্রেনিং দিয়েছিলেন, কিংবা দেশের ভেতরে বিভিন্ন গেরিলা গ্রুপে থেকে যুদ্ধ করেছেন। কাদের সিদ্দিকীর সাথে যাঁরা ছিলেন, ও ভোলার মানুষ, যাদের কাছে সার্টিফিকেট আছে, তাদেরকে বাদ দিতে হবে ও বিএলএফ সদস্যদের ডাকা ঠিক হবে না, শুধু এফএফদের ডাকাটা ঠিক হবে।

এই বুড়ো-হাড্ডিরা এখানকার প্রশ্নফাঁশ জেনারেশন কিংবা বিসিএস'দের থেকে ভালো হবে বলে আমার ধারণা; শেখ সাহেব ও তাজউদ্দিন সাহেব এঁদেরকে কোন কাজে লাগাননি, এবং এক পয়সাও দেননি; এরা কোন সুযোগ পাননি; এখন বসে বসে গড়ে ১০/১৫ হাজার টাকা পাচ্ছেন; কাজ দিলে এঁরা এখনো কাজ করতে পারবেন বলে আমার ধারণা।


মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২৯

সভ্য বলেছেন: বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে? পাগল হয়েছেন, এত মজা করে বসে বসে কতো ভাতা তুলে খাচ্ছেন যে সব আমলারা.তারা এতো তাড়াতাড়ি এটা বন্ধ করতে দিবে, আমার তা মনে হয় না.তবে হলে ভালো হতো।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:



আসল মুক্তিযোদ্ধারা, যাঁরা ভাতা পাচ্ছেন, তাঁদের অবদানের তুলনায় ইহা ১ পয়সার সমানও না।

বিড়ালের হাতে ঘন্টটা আছে, উহা নিজে পরে নিলেই হয়।

২| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০৩

রানার ব্লগ বলেছেন: ঠক বাছতে গাও উজাড় হয়ে যাবে গো গাজি সাব

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



ধর্ষণ, ফরমালিন, খাবারে ভেজাল, ভুমিদস্যু, মাদক, যানবাহনের মাফিয়া বন্ধ অন্যেরা করতে পারবে না।

৩| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৪

শূন্য সারমর্ম বলেছেন: পোস্ট আকারে পেয়ে ভালো লাগলো।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনাকে এরা সাহায্য করতে পারতেন এই অবস্হায়; এমন কি মুক্তিযোদ্ধারা করোনায়ও শৃংখলা আনতে পারবেন।

৪| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সরকার কাউকেই ডাকবে না,সরকারের নিজস্ব বাহিনী আছে।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার ভয়ংকর বদনাম হবে শীঘ্রই।

৫| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: না সেটা সম্ভব না। মুক্তিযোদ্ধারা এখন ৭৫ বয়সে তেমন কাজ করতে পারবে না। তবে তারা বুদ্ধি পরামর্শ দিতে পারেন।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, আজকের আন্ডুপান্ডু বাংগালীদের তুলনায় বুড়োহাড্ডি মুক্তিযোদ্ধাগুলো অনেক শক্ত।

৬| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: এই এক বছর দেশের শিক্ষক সমাজ বসে বসে বেতন নিচ্ছে এবং ভিতরে ভিতরে প্রাইভেটও পড়ায় তাদের কাজে লাগানো দরকার ছিলো

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:



তাঁদের দিয়ে অনেক কাজ করানো যেতো; শেখ হাসিনার ভাবনা অত বড় নয়।

৭| ২০ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মহামান্য সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের আমলে ঢাকার রাস্তার মোড়ে মোড়ে বিরাট বিরটা তোরন বানিয়ে তাতে লিখে রাখা হতো- মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

অথচ তিনি নিজেই যুদ্ধ করেন নাই।

২০ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৫২

চাঁদগাজী বলেছেন:



এরশাদ ভয়ংকর শিয়াল ছিলো, সে জিয়াকেও হজম করে ফেলেছিলো।

৮| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৭

জুল ভার্ন বলেছেন: যেসব মুক্তিযোদ্ধারা এখনো কর্মক্ষম তারা বেশীর ভাগই লেজুরবৃত্তিতে ব্যস্ত!

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:




আপনি কি ১৯৭১ সালে শান্তি কমিটিতে ছিলেন?
কখনো মুক্তিযোদ্ধা দেখেছেন?

৯| ২১ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিকারের মুক্তিযোদ্ধাদের যা প্রয়োজন তার সবই সরকার থেকে দেওয়া উঠিত বলে আমি মনে করি। যেমন তাদের চিকিৎসা ফ্রি, ভ্রমন ফ্রি, হোটেলে থাকা ফ্রি, অফিস আদালতে তাদের কাজ সবার আগে করে দেওয়া ইত্যাদি ইত্যাদি তবে তাদের সম্তান, নাতি, পুতি ইত্যাদিকে বংশ পরমপরা সুবিধা দেওয়ার বিপক্ষে আমি। এটা আমার সম্পূর্ণই ব্যক্তিগত মতামত।

২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধাদের সন্তানদের পড়ােখায় সরকার সাহায্য করেনি; সেই কারণে, তাদেরকে যোগ্যতানুসারে চাকুরী দেয়ার দরকার ছিলো।

১০| ২১ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ঘটনাচক্রে একজন মুক্তিযোদ্ধার সাথে সামান্য আলাপ করার সুযোগ হয়েছিল 2013 সালের প্রথম দিকে। উনার বাড়ি সিলেট জেলায়। জেনারেল ওসমানীর মহা ভক্ত। তবে উনাকে সামান্য লোভী মনে হয়েছিল। সরকারী টাকায় বিদেশে চিকিৎসা করেছেন অনেকবার। বেশ কিছ সম্পদ করেছেন । উনার আরো কিছু চাইবার ছিল বোঝা গেল উনার আলাপে।

তার কথাবার্তায় মনে হয়েছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তিনি খুবই খুশি ।
আমি তাকে এর কারন জিজ্ঞাসা করলে তিনি এর কোনও সঠিক ব্যাখ্যা দিতে পারেন নাই।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



লোকটা ভুয়া ছিলো; সিলেটের ৬০/৭০ ভাগ মানুষ পাকিস্তানের পক্ষে ছিলো। মেজর শতকত আলী (৫ নং সেক্টর) সিলেটের কোন এক লিচু বাগানে ডিফেন্স দিয়েছিলেন; আমি যেই প্লাটুনে ছিলাম (১ নং সেক্টরে ), উহাকে তিনি ওখানে নিতে চেয়েছিলেন, আমি যেতে রাজী হওয়ার পর, বাকীরা ক্ষেপে গিয়েছিলো; ওরা বলছিলো যে, সাধারণ মানুষের বড় অংশ পাকীদের পক্ষে, ওখানে গেলে বিপদ হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.