নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারতে অক্সিজেনের অভাব চরম পর্যায়ে

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৭



***** কমেন্ট ব্যানে আছি, ভালো পোষ্টগুলোতে কমেন্ট করতে পারবো না কিছুদিন

এ'যাবত সংক্রমণ: ১ কোটী ৭০ লাখ; মৃত্যু: প্রায় ২ লাখ; গতকাল ১ দিনের সংক্রমণ: সাড়ে ৩ লাখ

ভারতে অক্সিজেনের অভাব দেখে দিয়েছে ভয়ংকরভাবে; ছোটখাট হাসপাতালগুলো করোনা রোগীর জন্য প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন পাচ্ছে না গত কয়েকদিন; সমস্যা কোথায়? ভারতে ঠিক বাংলাদেশের মতো ৮০০০ টাকার অক্সিজেন সিলিন্ডার হঠাৎ করে ৩০,০০০ টাকায় বিক্রয় হয় না এখনো।

ভারতের ম্যানুফেকচারিং ক্যাপাসিটি বিশাল হওয়ার কথা; সরকার যদি সঠিক সময়ে প্ল্যান করতো, ভারতের মতো দেশে অক্সিজেনের অভাব হওয়ার কথা নয়; বিজেপি সরকার করোনার জন্য কখনো সঠিকভাবে প্রস্তুতি নেয়নি; সরকারী দল করোনা নিয়ে চিন্তিত ছিলো না; তাদের ধর্মীয় মনোভাব তাদেরকে বাস্তবতা থেকে দুরে রেখেছে।

বিবিসি রাজেশ্বরী দেবী নামের ৫৮ বছর বয়সী একজন নারীর করুণ মৃত্যুর কাহিনী ছাপায়েছে; করোনা টেষ্টের রিপোর্ট পেতে দেরী হওয়ায় দেবীকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করানো হয়নি; ডাক্তারেরা দেবীর সিম্পটম থেকে জানতো যে, সে করোনায় ভুগছে; কিন্তু লালফিতা এখানে বাধা হয়ে দাঁড়ায়। এরপর, সে যেই হাসপাতালে ছিলো, সেখানে অক্সিজেনের অভাব দেখা দেয়; দরকার ছিলো, অক্সিজেন সাল্লাই-সহ এ্যামবুলেন্সকে করে তাকে নিটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া; কিন্তু এ্যামবুলেন্স নেই; পরিবার অপেক্ষা করে হতাশ হয়ে গাড়ীতে নিয়ে রওয়ানা হয়; বড় হাসপাতালের ইমারজেন্সী রুমে নিয়ে যাওয়ার পরপরই দেবীর মৃত্যু হয়।

এশিয়ায় ম্যানুফেকচারিং'এ, ভারত চীন ও জাপানের পরেই আছে; এরা চাইলে, ২/১ দিনের মাঝেই বিবিধ গ্যাস ও কেমিক্যাল ম্যানুফেকচারিং'এ অক্সিজেন তৈরি করতে পারার কথা; কিন্তু তা করতে পারেনি; ধর্মীয় মনোভাবের লোকজন সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এরা দ্বিধায় ভোগে।


মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলার অবস্থা সম্পর্কে কিছু মতামত আছে? বা ভবিষ্যৎ বানী?

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



আমাদের অবস্হা ভারত থেকেও খারাপ হওয়ার কথা; ওখানকার ডাক্তার ও হাসপাতালগুলো ভালো

২| ২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪২

শাহ আজিজ বলেছেন: এয়ার কার্গোতে অক্সিজেন ট্রাক নিয়ে যাচ্ছে মহারাষ্ট্রে , দেখলাম ।

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



ওরা মিলিটারী কার্গো বিমানে ৪/৫ ঘন্টায় চীন থেকে অক্সিজেন আনতে পারতো; কিন্তু চীনা অক্সিজেন আনবে না।

আপনার পোষ্ট পড়েছি, মন্তব্য করতে পারিনি; পাপন হচ্ছে ডাকাত, বেক্সিমকোর ডাকাত।

৩| ২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৩

সিগনেচার নসিব বলেছেন: ভারতে যে ভয়াবহতা অবস্থা তা বাংলাদেশে এসে ধাক্কা দিতে বেশিদিন সময় লাগার কথা না। সরকারের উচিৎ স্থল, নৌ এবং বিমান সহ সব ধরনের যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা। সেই সাথে দেশের মানুষের জন্য জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক অক্সিজেন প্ল্যান্ট বাড়ানো সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া।

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনার হাইস্কুলের ল্যাবে কিছু অক্সিজেন বানানোর চেষ্টা করেন।

৪| ২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০০

শাহ আজিজ বলেছেন: Click This Link

এইমাত্র কন্যা বলল বর্ডার বন্ধ করা উচিত এখনই নাহলে নতুন ভাইরাস বাংলাদেশে ঢুকলে আর রক্ষা নেই ।

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



ভারতে ২% মানুষ টিকা দিয়েছে মাত্র; এবং সেখানকার মিউটেশন'এর সংখ্যা বাংলাদেশ থেকে বেশী ও ভিন্ন; সুতরাং, বর্ডার বন্ধ করা জরুরী।

৫| ২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: ভারত মনে হয় মৃত্যুর সঠিক তথ্য প্রকাশ করছে না? গতকাল নাকি ২৩০০ মানুষ মারা গেছে
অথচ নিউজে দেখলাম শ্মশান গুলো নাকি সৎকারের জন্য হিমশিম খাচ্ছে।

২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:




চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও আফ্রিকার দেশগুলো মৃত্যুর সংখ্যা ঠিক মতো দেয় না।

মহামারীতে সঠিকভাবে সৎকার করা কঠিন।

৬| ২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: রাজেশ্বরী দেবীর মত ঘটনা এদেশেও ঘটছে। মৃত্যুর পরদিন কোভিড নেগেটিভ।

২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের হাসপাতলগুলো দোষখ, ডাক্তারেরা ডাকাত, কসাই ও ফেইসবুকার।।

৭| ২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্যান মোবারক !!
জাতি অনেক দামী মন্তব্য
থেকে বঞ্চিত হবে !!

করোনা নিয়ে আশার আলো
দেখছি না। একমাত্র ভরশা
মহান আল্লাহর দয়া ও রহমত।
আমরা তার কাছে আমাদের গুনাহর
জন্য ক্ষমা চাই।

২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:



এক পঁচা পোষ্টে মন্তব্য করে ধরা খেয়েছি।

আপনি কতবার শুনলেন, বুঝলেন যে, ভাইরাস আল্লাহ সৃষ্টি করে না, ইহা প্রকৃতি ও মানুষ করতে পারে মাত্র।
মানুষ গুণাহ করে না, মানুষ অপরাধ করে; বিচার ব্যবস্হা আছে অপরাধ ঠেকাতে।

৮| ২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩০

আল ইফরান বলেছেন: ভারতে এইটা অবশ্যাম্ভাবী ছিল। যেভাবে তারা গোমুত্র পান করে করোনাকে তাড়ানোর বন্দোবস্ত করেছিলো, তাতে এখন অক্সিজেনের হাহাকার পড়াটা কি কোনভাবে অস্বাভাবিক বলে মনে করছেন? সমগ্র জাতি গোমুত্রে ভরসা রাখে,আর অক্সফোর্ডের ভ্যাকসিনকে বাপের সম্পত্তি বানিয়ে এখন রপ্তানি বন্ধ করে দিয়েছে।

কমেন্ট ব্যানঃ

আপনার কমেন্ট ব্যান কি ব্লগার আরইউ এর সাথে গতকালের বাহাসের ফলাফল? আমার মনে হচ্ছিল রাজীব নুরের বিষয়টা আপনি একটু ব্যক্তিগতভাবে নিয়ে টেম্পারমেন্ট লুজ করেছিলেন।

২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



ব্যাপারটা পুরোপুরি রাজীব নুরকে নিয়ে নয়, পোষ্টটা ছিলো নীচু মানের; আমি আমার মতো করে মন্তব্য করছিলাম, লেখক ও ১ম ও ২য় মন্তব্যে আমাকে খরাপ কথা বললো।

ভারতে ধর্ম মোটামুটি সহজই ছিলো, বিজেপি উহাকে দুষিত করে পরিবেশনণ করছে, এখন মানুষ উহার জন্য মুল্য দিচ্ছে,মনে হয়।

৯| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: এক পঁচা পোষ্টে মন্তব্য করে ধরা খেয়েছি।
আপনি কতবার শুনলেন, বুঝলেন যে, ভাইরাস আল্লাহ সৃষ্টি করে না, ইহা প্রকৃতি ও মানুষ করতে পারে মাত্র। মানুষ গুণাহ করে না,

গাজীসাব আপনি অবুঝ, মোখলেছ !!
দুনিয়াতে মানুষ অপরাধ করে
মানুষের আাদলতে অপরাধের বিচার হয়।
কি্ন্তু মহান আল্লাহর আদালতে গুনাহর বিচার হবে।
আল্লাহর হুকুম আহকাম না মানাই গুনাহ। সুতরাং
মানুষ সর্বদাই গুনাহ করে তবে তা থেকে মুক্তি পাওয়া
যায় যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়।

আপনি পঁচা পোষ্টে এত মজা পান কেন?
পঁচায় আকৃষ্ট হয় মাছি, সারমেয় আপনিতো
তা নন ! তা হলে সেখানে হুমড়ি খেয়ে পড়েন কেন ?
শিষ্যকে রক্ষা করতে গিয়ে নিজে ডুবলেন !!

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:



সামুতে পঁচা পোষ্টে বেশী কমেন্ট করা হয়; রাজীবকে সরাসরি আক্রমণ করায় আমি কথা বলতে চেয়েছিলাম।

ধর্ম নিয়ে আমার ও আপনার মাঝে কিছুটা পার্থক্য থেকে যাবে; কারণ, আমরা সবকিছু একইভাবে এনালাইসিস করি না।

১০| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৭

নজসু বলেছেন:

ভিক্ষে করে, ধার করে, চুরি করে
যে ভাবে হোক, মোদী সরকারকে
দেশের হাসপাতালে অক্সিজেন জোগাতেই হবে
বলে আজ নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট।

এরকমই পড়লাম।

শ্রদ্ধেয়, আমার মনে একটা কৌতূহল আছে। যদি কিছু মনে না করেন তাহলে প্রশ্নটা করি।
আপনি এযাবত মোট কতোবার কমেন্ট ব্যান হয়েছেন?

আপনার অসুস্থতার কথা শুনেছিলাম। আশা করি এখন ভালো এবং সুস্থ আছেন। দোয়া রইলো।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:



কমেন্ট ব্যান ১০০ বারের বেশী হবে।

আমার অসুস্হতাটা একটু কমপ্লিকেইটেড, ইহা পুরোপুরি সারবে কিনা সন্দেহ আছে।

১১| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৮

আরইউ বলেছেন: কমেন্ট ব্যানের বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত। এমনটা হোক আমি চাইনি, হবে বুঝতে পারিনি। ১ম দুটি মন্তব্য আমি ভিন্নভাবে হ্যান্ডেল করতে পারতাম, ওভাবে জবাব দেয়া ঠিক হয়নি আর আপনার শাস্তিটাও* ডিসপ্রোপোসনাল হয়ে গেছে।

* ব্লগের নিয়ম বাদ দিয়ে ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনি কোন অন্যায়ই করেননি।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:



চিন্তিত হবেন না; ব্লগিং'এ এসব সাধারণ ব্যাপার; আমি ব্লগে মিলাদ পড়ার কথা ভাবি না।

১২| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৫

রানার ব্লগ বলেছেন: সরকারের এখনি উচিৎ বর্ডার সিল করে দেয়া। শুধু বর্ডার না ভারতের সাথে রেল বাস প্লেন নৌ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়া অতিব জরুরি।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



সরকার জানে সরকার কি করছে; তবে, ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে আসবে, দেরীতে এলে বাঁচা যাবে।

১৩| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




ভারত বলতে গেলে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে।
ভারতের কিছু কিছু অঞ্চল আছে যেখানে আবাসিক এলাকার আশেপাশে পাটক্ষেত কিংবা আখ ক্ষেত থাকতে হয় তাদের প্রাকৃতিক ক্রিয়াকর্ম সারার জন্য । বাংলাদেশে এই দৃশ্য দেখা যায় না বললেই চলে।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:



ভারতের সমস্যা এখন ভারতের সরকার।

১৪| ২৫ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:৩১

অনল চৌধুরী বলেছেন: চীনে গতবছর মরেছে ২ কোটিরও বেমী। তারা প্রতিদিন মুত্যুর কোনো হিসাব দেয়না ।
ভারতে প্রতিদিন ৩ না ৩০ হাজার মরছে, জানার কোনো উপায় নাই।
তবে তারা ২৭৬০ পর্যন্ত মরার খবর দিয়েছে।

২৫ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:২৪

চাঁদগাজী বলেছেন:



চীনের সরকার 'সত্য' বলতে কোন শব্দ জানে না; ভারত, বাংলাদেশ, পাকিস্তানও মিথ্যুকদের দেশ।

১৫| ২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভারত মাঝ পথে টিকা সরবারাহ বন্ধের পর বিকল্প উৎসের খোজে বাংলাদেশ । কেন প্রথমেই বিকল্প ঠিক করা হলনা? দেশের জাতীয় সিদ্ধান্ত যদি এই হয় তবে করোনায় পরিস্থিতি ভয়াবহ হবে সেটা অনুমেয়।

২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৪

চাঁদগাজী বলেছেন:



সরকারে অদক্ষ লোকেরা কাজ করছে।

১৬| ২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৫

আমি সাজিদ বলেছেন: মোদী নিজেই এই করোনাতে সভা সমাবেশ করেছে। একজন প্রধানমন্ত্রীর এমন গা ছাড়া ভাব মানা যায় না। ওর দলের কারনেই আজ ওদের এই অবস্থা।

২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



ভারতের মৌলবাদীরা উহা দেখছে না।

বাংলাদেশের মৌলবাদীরাও কোন নিয়ম কানুন মানে না।

১৭| ০৫ ই মে, ২০২১ রাত ৩:১৫

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট গুলো আমি আগেই পড়েছি। কিন্তু মন্তব্য করতে পারি নি।

০৫ ই মে, ২০২১ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



অসুবিধা নেই; শীঘ্রই আমার পোষ্টে মন্তব্য অনেক কমে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.