নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারতের মানুষ অপ্রয়োজনীয় মৌলবাদীতার মাসুল দিচ্ছে?

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫৭



***** কমেন্ট ব্যানে আছি, আপনাদের পোষ্টে কমেন্ট করতে পারবো না কিছুদিন

আধুনিক অর্থনীতি ও রাজনীতিতে ভারত বরাবরই ভালো করে আসছিলো এশিয়ায়; কিন্তু করোনার ২য় ঢেউ'এ ভারত লন্ডভন্ড হয়ে গেছে; এর পেছেনে কারন কি? কারণ হচ্ছে, বিজেপি'র অপ্রয়োজনীয় হিন্দু-মৌলবাদ।

যাদের জীবনের সবকিছুতে ধর্মের প্রাধান্য থাকে, তারা কখনো আধুনিক আচরণ করে না; ফলে, তারা সময়োপযোগী আধুনিক ও সঠিক সিদ্ধাত নিতে পারেনা। তাদের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি জুড়ে ধর্মের প্রভাব পড়ে।

ভারত বড় দেশ, অনেক মানুষ, সেখানে করোনার অনেক ধরণের মিউটেশান সম্ভব; এবং সেটাই ঘটছে; মনে হচ্ছে, অতিসংক্রামক ও ভয়ংকর কিছু ভ্যারিয়েন্ট ছড়ায়ে পড়েছে ভারতে, যা কিছুদিনের মাঝে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের স্বাস্হ্য ব্যবস্হা, ডাক্তারের সংখ্যা, মাথাপিছু হাসপাতালের সীট, টিকা উৎপাদন, ম্যানুফেকচারিং ব্যবস্হা, দক্ষ ব্যুরোক্রেসী থাকা সত্বেও করোনার ২য় ঢেউ কিভাবে জাতিকে এভাবে লন্ডভন্ড করছে?

সরকার, ব্যুরোক্রেসী ও দলের মৌলবাদী আচরণ ভারতকে পেছনে টানছে। আসলে, হিন্দুধর্ম এত বেশী ফ্লেক্সিবল যে, ইহাতে মৌলবাদীতা যোগ করাও একটা কঠিন ব্যাপার! এই ধর্মের মৌলবাদীতা ধর্মের তত্ব কিংবা ধর্ম পালন নিয়ে নয়, এদের মৌলবাদীতা হচ্ছে সম্পুর্ণ হিন্দু অধ্যুষিত দেশ গঠন ও উপরের বর্ণগুলোর প্রভুত্ব। বিজেপি'র মৌলবাদীতা ভারতের ক্যাপিটেলিজমের জন্য খুবই সহায়ক ফ্যাক্টর, নিম্ন-বর্ণের মানুষরা উচ্চ-বর্ণের লোকদের জন্য কাজ করে যাবে ধর্মের অংশ হিসেবে; উঁচু বর্ণের সমান অধিকার চাওয়া ধর্মের অবমাননা।

ভারতের জনসংখ্যানুসারে তারা টিকা উৎপাদন ও টিকা দেয়ার প্রোগ্রাম নেয়নি, কার্যকর করেনি; দেশের জনসংখ্যার শতকরা ২ ভাগ মাত্র টিকা নিয়েছে। ভারতের কয়েকটি ফার্মা জায়েন্ট টিকা ম্যানুফেকচারিং করার ক্ষমতা রাখে; কিন্তু সরকার দরকারী পদক্ষেপ নেয়নি। ভারতের মতো দেশে অক্সিজেনের অভাব হওয়া সত্যি বিস্ময়কর; তারা চাইলে, ৪/৫ ঘন্টার মাঝে চীন থেকে অক্ষিজেন নিয়ে আসতে পারতো জরুরী ভিত্তিতে, কিন্তু বিজেপি'র মৌলবাদীরা চীনের কাছে কিছু চাইবে না।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০০

সোহানী বলেছেন: হায় হায় আপনি আবার ব্যান খাইলেন কেন?????

সহমত, ভারত এতো বড় একটি রাস্ট্রের প্রধান যদি সহনশীল না হয় তাহলে তো পদে পদে সমস্যা পোহাতে হবেই!!

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:



এডমিনকে ধন্যবাদ, ব্যান করেননি, কমেন্ট ব্যান করেছেন; পঁচা এক পোষ্ট কমেন্ট করে গালি খেয়েছি।

মোদী ও বিজেপি ভারতকে পিছিয়ে দিচ্ছে!

২| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৩

সোহানী বলেছেন: হাহাহাহা...... রোজা রমজানের দিন। একটু রয়ে সয়ে কমেন্ট করবেন গাজি ভাই। সারাদিন না খেয়ে সবার মেজাজ সপ্তমে ;)

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:




রাজিব নুরের পোষ্ট পড়লে যা হয় আর কি! আসলে, রোজায় নুরু সাহবের এলাকায় থাকা সেইফ।

৩| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি ব্যান খাওয়াতে আমি
দুইজন পাঠকের মন্তব্য থেকে
বঞ্চিত হয়েছি।

আপনার শিষ্য আপনার যথোপযোক্ত
শিক্ষা পায়নি। কম পয়সায় ঘি খেলে
যা হয় আরকি? শিষ্যকে বলেন
দাম কম হলেই বেশী খেতে নেই!

ভারতের/বিশ্বের সকল মানুষ করোনা থেকে
মুক্ত থাকুক সেই প্রার্থনা সৃষ্টকর্তার কাছে।
তবে ভারতের সকার মাথা মোটা সরকার।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:



মেডিসিন, হাসপাতাল, প্ল্যানিং'এ ভারত ভালোই করছিলো; মোদী এসে রামরাজ্য বানায়েছে।

রাজিব নুর ঢাকা ও বর্তমান ঘটনাপ্রবাহ নিয়ে ভালো লিখেন; কেন যে ধর্মকর্ম নিয়ে লেগে গেলেন কে জানে!

৪| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৮

রাকু হাসান বলেছেন:
ভারত বিশ্বের অন্যতম অক্সিজেন রপ্তানিকারী দেশ।এপ্রিল ২০২০ থেকে জানুয়ারি ২০২১ পর্যন্ত এই ভারতই
৯৩০১ মে.টন অক্সিজেন রপ্তানি করছে।এখনও ভারত দৈনিক পরিস্থিতি সামাল দেওয়ার অক্সিজেন উৎপাদন
করছে। লজিস্টিক ও প্রযুক্তিগত সমস্যার কারণে তাৎক্ষণিক সঠিক ব্যবহার করতে পারছে না।চীন প্রস্তাব
দিয়েছে সাহায্য করার।সুযোগ নিবে কিনা জানি না।এখনও মৌলবাদ অযুহাত দেখালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে,যা অকল্পনীয়।
ভয়ে আছি,ভারতের ভ্যারিয়েন্ট বাংলাদেশে চলে আসলে আমাদের অবস্থা আরও ভয়াবহ হতে সময় নিবে না।ভারতকে অনেক দেশ রেড লিস্টে রেখে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ কি বসে আছে দাদার মন খারাপ হবে দেখে?

অফ টিপক: ভারত বাংলাদেশ সম্পর্ক পুন মূল্যায়ন করার সময় আসছে বা দরকার আছে বলে মনে করেন কি?

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:



ভারত বাংলাদেশের প্রাকৃতিক প্রতিবেশী, বাংলাদেশের সবচেয়ে বেশী আমদানীর দেশ, বাংলাদেশ কোথায় যাবে?
বাংলাদেশ সরকারের লোকজন ও ব্যবসায়ীরা অসৎ, ওদের সঠিক কোন নীতি নেই; ভারতের সাথে যেভাবে আছে, এইভাবেই চলবে।

৫| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অপ্রয়োজনী মৌলবাদ সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক কট্টর ক্যাপিটালিজমকেই অনুসরণ করে এবং এই দুটোই করোনা নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রে করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ ছিল মানুষের জীবনের চাইতে কর্পোরেট শক্তির চাহিদাকে প্রাধান্য দেয়া। চরম ডানপন্থীরা ট্রাম্প আর বোলসোনারোর দায়িত্বজ্ঞানহীন নেতৃত্বকে কলুর বলদের মতো অনুসরণ করে এর চরম মূল্য দিয়েছে।ভারতের করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ হলো পশ্চিমা ক্যাপিটালিজোমের অনুসারী মোদির তথাকথিত হিন্দু মৌলবাদ নিয়ে বাড়াবাড়ি করা। যেখানে মানুষের জীবনের সুরক্ষা প্রদানের চাইতে নারকেল ভাঙা আর বেলুন ফুলানোর মতো মিডিয়ায় প্রচারসর্বস্ব লোক দেখানো কর্মকান্ড নিয়েই মোদী ও তার কোটি কোটি বেকুব অনুসারি মত্ত ছিল।

অথচ কোরোনার প্রথম ধাক্কা লাগা দেশগুলোর মধ্যে চীন ও দক্ষিণ কোরিয়া এই রোগের পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্বেও এদের দূরদর্শী নেতৃত্বের কারণে ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এর জন্য এদের কোনো তন্ত্রমন্ত্র উচ্চারণ করে নারকেল ভাঙা বা বেলুন ফুলানোর প্রয়োজন হয় নি।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:



মোদী ও বিজেপি ভারতকে ভুল পথে নিয়ে গেছে।

৬| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১:৫৬

যাযাবর২৩০৮ বলেছেন: কুম্ভমেলা, নির্বাচনী র‍্যালি,গনমাধ্যমের নির্বিকার হয়ে থাকায় ভারতে করোনার বিস্তার এবং মৃত্যু বেড়েছে বলে মনে করি। শুধু একটি কারনে হয়নি। বিজেপি সরকারের Second wave এর কোনো প্রস্তুতিই ছিলো না। উপর দিয়ে তারা মোড়লের ভূমিকা পালন করছিলো "Vaccine diplomacy" দিয়ে।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ২:১৮

চাঁদগাজী বলেছেন:



"Vaccine diplomacy" খেলছে, এদিকে ৫ মাসে শতকরা ২ ভাগ মানুষ টিকা পেয়েছে! ভারত বুঝুক, বিজেপি কি জিনিষ, ধর্ম কিভাবে সাহায্য করতে পারে!

৭| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৩:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশ কোন পথে হাঁটছে?

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৩:২৫

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের শেষ গন্তব্য আফগানিস্তান।

৮| ২৫ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৯

রানার ব্লগ বলেছেন: ধর্মীয় মৌলবাদ সকল দেশের জন্যই ভায়ানক। এরা দেশ কে নিজেদের মতো করে কুক্ষিগত করে রাখতে চায়। এই মৌলবাদী গোষ্ঠীরা কখনোই চায় না জাতি শিক্ষিত ও সচেতন হোক।

২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০২

চাঁদগাজী বলেছেন:



আপনি সুস্হ হয়েছেন শুনে খুবই ভালো লাগলো; আপনি একা কেন, আপনি কি বিদেশে?

মৌলবাদীরা সভ্যতার বিপরিতে চলছে ও মানবতার ক্ষতি করে চলছে; এদেরকে রাজনীতি থেকে দুরে না রাখতে পারলে ৩য় বিশ্বের মানুষ শান্তি পাবে না।

৯| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমরা বাংলাদেশের মানুষরা ও এখন আর কম যাই না।
আমরা অনেক বেশী ধার্মিক।
অনেক বেশী অসৎ।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



অশিক্ষা, বেকারত্ব, দারিদ্রতা, ভবিষ্যত নিয়ে হতাশ জাতির ৮০ ভাগ মানুষ।

১০| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৭

রানার ব্লগ বলেছেন: জ্বি না আমি ঢাকাতেই থাকি, করনার কারনে মা ও বোন কে কাছে আশতে দেই নাই।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:




ভালো সংবাদ; কাউকে কাছে না দেয়াটা সঠিক ভাবনা ছিলো।

১১| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১০

বিদ্রোহী সিপাহী বলেছেন: বর্ডার পাবলিকের জন্য বন্ধ করলেও ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে প্রবেশ ঠেকানো যাবে কি?

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশী মানুষ যারা ওপারে আছেন, তারা লুকিয়ে আসতে থাকবে; ফলে, ভাইরাস এসে যাবে।

১২| ০৫ ই মে, ২০২১ রাত ৩:০৫

রাজীব নুর বলেছেন: ভারতের অবস্থা দেখেও তো আমাদের দেশের মানুষ শিক্ষা নিচ্ছে না।

০৫ ই মে, ২০২১ রাত ৩:১৭

চাঁদগাজী বলেছেন:



দেশের বিশৃংখল অবস্হা, হতাশ পরিবেশ, অনিশ্চিত ভবিষ্যত মানুষকে বানরে পরিণত করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.