নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাকিংহাম প্যালেস থেকে মাটির নীচ দিয়ে স্বর্গে?

২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৪



**** কমেন্ট ব্যানে আছি, আপনাদের পোষ্টে কমেন্ট করতে পারবো না কিছুদিন

প্রিন্স ফিলিপ (১৯২১ -২১২১) বাকিং হাম প্যালেসে থাকতেন; এই বাড়ীটাকে এখনো বিশ্বের সবচেয়ে সুন্দর বাড়ী হিসেবে ধরা হয়; মৃত্যুর পর উনাকে সমাহিত করা হয়েছে মাটির নীচে; এখন কি উনি বাকিংহাম প্যালেস থেকে আরো ভালো বাড়ীতে (স্বর্গে ), কিংবা বস্তি থেকেও খারাপ বাড়ীতে ( নরক ) চলে গেছেন, এই ধরণের একটা ভাবনা আপনার মনে আসে? নাকি স্বাভাবিকভাবে আপনার মনের কোণে আছে, উনার মৃত্যু হয়েছে, সৎকার করা হয়েছে, সেখানেই শেষ! কোনটা আপনার মনের মাঝে আছে?

মোল্লা শফি সাহেব আজীবন ইসলামের খেদমত করে গেছেন, লাখের বেশী এতিমকে খাওয়ায়ে, পরায়ে দ্বীনি শিক্ষা দিয়ে গেছে, এদের সঠিক কোন প্রফেশান নেই, অনেকে রিকসাওয়ালার থেকে স্বচ্ছল আছেন, অনেকের আর্থিক অবস্হা রিক্সাওয়ালার থেকে কম, কিন্তু সমাজে সন্মান নিয়ে চলছেন; ইহা বাংলাদেশের মতো দেশে বড় অবদান। আপনার মনে কি হয়, মৃর‌্যুর পর, উনার কবরে বেহেস্তের সুবাতাস বইছে, নাকি আপনার মনে হয়, মৃত্যুর পর উনার সৎকার করা হয়েছে, এটুকুই?

সম্রাট শাহজাহান উনার সময়ে সবচেয়ে দামী ঘর তৈরি করেছিলেন, তাজমহল; ওখানে কেহ বাস করেনি; পুরো ঘরটার বাসিন্দা একটি কবর; যিনি কবরে আছেন, উনি কি জানেন যে, পৃথিবীর ৭টি বিখ্যাত স্হানের একটিতে উনি বাস করছেন? আপনি মমতাজকে কোথায় ভাবেন, সমাহিত অবস্হায়, তাজমহলের বাসিন্দা, নাকি উনি বেহেশতে আছেন? যেটা আপনার ভাবনায় আসে, উনি সেখানেই আছেন; আসলে, উনি কোথায়ও নেই!

শেখ হাসিনা এখনো জীবিত আছেন; উনার মৃত্যুর আগেই, উনার একমন্ত্রী বলেছেন যে, শেখ হাসিনার কর্মকান্ড উনাকে বেহেশতে স্হান করে দেবে। আমার ধারণা, সারা বিশ্ব যদি বলে যে, উনি বেহেশতে যাবেন, সুতরাং বিলম্ব কেন, এখুনি সুধা সদন ছেড়ে উনি বেহেশতে চলে গেলে তিনি বেশী লাভবান হবেন, উনি কিন্তু যাবেন না, উনি একাই বিশ্বের বিপক্ষে দাঁড়িয়ে যাবেন, উনি সুধা সদনেই থাকতে চাইবেন।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অনেক অনেক ধার্মিকরাও মরতে চাইবে না।
কেউ ই মরতে চায় না।
করোনার এই ভয়াবহ সময়ে যত বড় ধার্মিকই হোন না কেন সবাই এখন মনে মনে চাচ্ছেন অতি দ্রুত যেন ভ্যাকসিন নিতে পারেন।
তবে মরার পরে বেহেস্তে যাবার আশা করেন বাংলাদেশের বেশীর ভাগ মুসলমানই।
কেবল ব্লগার রাজিব নুর খান সাহেব বেহেশ্তে যেতে চা না।

২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



মানুষ বেঁচে থাকতে চান; এক ব্লগারের আপত্তি, শেখ হাসিনার মন্ত্রী কেন বললো যে, শেখ হাসিনার হক আছে বেহেশতে যাবার! বেহেশতের মালিক মন্ত্রী নন, ব্লগারও নন; কেহ উনার যাওয়া নিয়ে উৎসাহী, কেহ বাধা দিতে উৎসাহী; কিন্তু উহা কোথায়, এবং শেখ হাসিনা যেতে চাচ্ছেন কিনা?

২| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ব্লগার রাজিব নুর খানকে ব্লক করাতে উনি খুবই মনোঃ কষ্টে আছেন।
উনার প্রতি দিনের মূল কাজই ২/৩ টি পোস্ট দেয়া।
উনার আর্থিস সামর্থ ভালো বিধায় থাকা খাওয়ার তেমন বেশী ভাবনা নেই।
তবে উনার একটি নিয়মিত কাজ দরকার। আয় দরকার।
আমি উনাকে খুব পছন্দ করি।
আমি উনাকে বলেছিলাম=- ধর্ম নিয়ে উনি যেন কোন পোস্ট না দেন।
এটা হুজুরদের কাজ।
এটা উনাকে মানায় না।
উনি আমার কথা রাখলেন না।
রাখলেন ভুট্টো সাহেবের কথা।

২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



ধর্ম নিয়ে যে যাই বলেন, সেটা ভুল বলেন; সুতরাং, উহাতে রাজিবের সময় দেয়া ঠিক নয়। উনাকে নিশ্চয় কমেন্টের জন্য জেনারেল করা হয়নি।

২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



উনার জেনারেল হওয়া নিয়ে কয়েকজন অনভিজ্ঞ ব্লগার টিকারী মিটকারী করছেন দেখলাম।

৩| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী সিপাহী বলেছেন: বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তানে সবাই স্বর্গে যাবে, শুধু বস্তিবাসিরা নরকে।
বাকিংহাম প্যালেস এলাকাবাসীরা স্বর্গ-নরক নিয়ে বিশেষ ভাবিত মনে হয় না।

২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের ৮০ ভাগ মানুষ ধর্ম মানেন ও আধুনিক সমাজে বাস করেন, ভালো জীবনের জন্য কাজ করে যাচ্ছেন; এশিয়া ও আফ্রিকার মানুষেরা ধর্ম নিয়ে ব্যস্ত, পুরানো নিয়মে ভালো থাকার চেষ্টা করছেন, যা অসম্ভব ব্যাপার।

৪| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোথায় স্বর্গ? কোথায় নরক?
কে বলে তা বহুদূর?
মানুষের মাঝেই স্বর্গ-নরক
মানুষেতে সুরাসুর.

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:



কেহ যদি ভাবেন, ফিলিপ বেহেশতে আছে, বা নরকে আছে, সেটাই ঘটছে।

শেখ হাসিনা কোন অবস্হায় এখনো বেহেশতে যেতে চাইবেন না।

৫| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ভালো

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:




আমাদের মানুষজন যা নিয়ে ভাবেন না, সেটা নিয়ে অকারণে কথা বলেন।


৬| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: জিন্দা অবস্থায় বেহেশতে যাওয়ার চিন্তা ব্রেনওয়াশড হেফাজতি ও তালেবানিরা করতে পারে।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:



হেফাজত বা তালেবানদের মতো লোকজন যেকোন জাতিকে ধ্বংস করে দেবে।

৭| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৪

রানার ব্লগ বলেছেন: নুরু ভাইয়ের কমেন্টের সমর্থন করলাম।

রাজিব ভাই কে জেনারেল করা হয়েছে, ইহা দুঃখজনক।

কেউ কেউ যদি ইহাতে আত্মতৃপ্তি পেয়ে থাকেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আমি নুরু ভাই কে ডাউট করছি এই জেনারেল কান্ডের পিছনে তার ইংগিত আছে।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের আচরণ থেকে দেশের মানউষ সম্পর্কে ধারণা করা সম্ভব হচ্ছে; জাতিতে শক্ত মানুষের সংখ্যা কম।

৮| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৫০

লক্ষণ ভান্ডারী বলেছেন: কিছুদিন আপততঃ নিরাপদে পোস্ট করা যাবে। কমেন্টে সক্রিয় হলেই পোস্ট করা বন্ধ করবো।
- অসহায় ব্লগার কবি লক্ষ্মণ ভাণ্ডারী

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:



আমি অজয় নদীর তীরের মানুষদের ভালোবাসি; আপনি কি আমার কমেন্ট পছন্দ করেন না?

৯| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২২

শূন্য সারমর্ম বলেছেন: স্বর্গ, নরক নিয়ে ৮০ ভাগের মধ্যে একজন মানুষ গড়ে কত মিনিট ব্যয় করে?মমতাজ স্বর্গে গিয়ে থাকলেও সমস্যা নেই, ওখানে সমস্যা হলে কবর থেকে উঠলেই দেখবে তাজমহলে।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, বিশ্বের মানুষ স্বর্গ-নরক নিয়ে খুবই কম চিন্তিত; ফলে, তারা আধুনিক সভ্যতার সাথে চলছেন; কিন্তু আমাদের মানুষগুলো এসব রূপকথাকে জীবন-ভাবনায় পরিণত করে, প্রাচীন সভ্যতার মাঝে আটকা পড়েছেন।

১০| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: সুধাসদন না গণভবন হবে ওস্তাদ! :D

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



উনি কোথায় ঘুমায়?

১১| ২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০০

অক্পটে বলেছেন: জ্ঞানী বোকা এবং সাশকগোষ্ঠির কাছে ধর্মের তিন রকমের ব্যক্ষা থাকে।
ধর্মকে টিকিয়ে রাখছেই শাসক গোষ্ঠিরা। এখানে ধর্মের এজেন্টদের চেয়ে এই শাসক গোষ্ঠিই বেশি ভন্ডামীটা করে।

২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



ধর্ম যখন ব্যক্তিগত মনোভাবের বাহিরে যায়, উহা ভয়ংকর রূপ নেয় আধুনিক বিশ্বে; জামাত হত্যাকান্ড চালায়েছে ১৯৭১ সালে,জামাত ও হেফাজত এক হয়ে আবার এই কাজ করবে আগামীতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.