নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কমেন্ট করতে পারছি না, তাই পোষ্ট দিতে হলো

২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৫



করোনা ভেকসিনগুলোর জেনেরিক কাঁচামাল:
The COVID-19 Vaccine includes the following ingredients: recombinant, replication-incompetent adenovirus type 26 expressing the SARS-CoV-2 spike protein, citric acid monohydrate, trisodium citrate dihydrate, ethanol, 2-hydroxypropyl-β-cyclodextrin (HBCD), polysorbate-80, sodium chloride.

এগুলো আমেরিকা ব্যতিত, ইউরোপ, চীন, জাপান ও রাশিয়ার কাছে আছে; ফলে, আমেরিকার কাঁচামাল বন্ধের জন্য যে ভারত আটকে গেছে, উহা বললে সঠিক হবে না; আমেরিকা ভারতকে কাঁচামাল দিবে। কাঁচামালের জন্য ভারতে টিকা উৎপাদন বন্ধ হয়নি, ওরা নিজ দেশে আরো দ্রুত টিকা দেয়ার জন্য ইনভেনটরি বাড়াচ্ছে; অন্যদের জন্য বরাদ্দকৃত সাপ্লাই বন্ধ রেখেছে।

আমেরিকায় বেশী টিকা দেয়া হয়েছে ফাইজার ও মডের্নার তৈরি; ৩য় চয়েস ছিলো জনসন এন্ড জনসন; এসট্রোজেনিকার তৈরি টিকা আটকা পড়েনি আমেরিকায়। জনসন এন্ড জনসনের টিকা আটকে আছে ৩/৪টি বড় ধরণের ফার্মেসী চেইনে( ওয়ালগ্রীন, রাইড এইড, ডুয়েন রিড ইত্যাদিতে ), ওদের লোকবল নেই টিকা দেয়ার, কিন্তু টিকা নিয়ে বসে আছে; ইহা ক্যাপিটেলিজমের একটা ভয়ংকর খারাপ দিক: ওদের লোক আছে ক্ষমতায়, ব্যবসা মনোপলি; কিন্তু লোকবল নেই। আটকে-পড়া টিকা থেকে কিছু টিকা অন্যদের দেবে আমেরিকা।

ভারতের সংবাদ মাধ্যমগুলো যেই খবর দিচ্ছে যে, এসট্রোজেনিকার কাঁচামাল আমেরিকা আটকায়ে রেখেছে, উহা পুরোপুরি সঠিক নয়, আংশিকভাবে সঠিক; এসব কাঁচামাল অনেক দেশে আছে; এবং ভারতের কাঁচামালের জন্য ভারত সরকারের কাজ করার কথা; কারণ, কাঁচামাল ও খাদ্য রপ্তানী বন্ধের আদেশ দিয়েছিলো ট্রাম্প।

ভারতের আজকের ক্রাইসিসের মুলে হচ্ছে, মোদী ও বিজেপি'র মৌলবাদী বিশ্বাস, ধারণা ও টিকা প্রদানে শামুক-গতি; ভারতের জন্য মৌলবাদ নতুন, ইহা মুসলিম বিশ্বের রোগ। ভারত বিজেপি'র মৌলবাদের জন্য প্রাণ দিয়ে মুল্য শোধ করছে; বাংলাদেশকেও হয়তো মুল্য দিতে হবে।

আমেরিকা ভারতকে সাহায্য করার শুরু করেছে; ভারতকে তৈরি টিকা দেয়ার কথা ছিলো না; উহারা নিজেদের জন্য ও বিশ্বের আরো ৭০ দেশের জন্য টিকা তৈরি করার কথা; কাঁচামালের জন্য ওদের টিকা তৈরি থামেনি বা পরিমাণে কমেনি, ওরা নিজেরাই শ্লো।


মন্তব্য ৬৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৭

নজসু বলেছেন:




শ্রদ্ধেয়, আপনি কবে মুক্তি পাবেন?
অবশ্যই একটি নির্ধারিত সময়সীমা আছে।

২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:



আমার ষ্টেটাস ঠিক আছে, শুধু কমেন্ট ব্যানে আছি; একটা পোষ্টে কমেন্ট করার দরকার ছিলো, সেখানে কমেন্ট করতে না পারায়, এই পোষ্টটি দিতে হলো।

আমি অনুরোধ করলে, এডমিন আমাকে ছেড়ে দেবেন নিশ্চয়ই।

২| ২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩১

অধীতি বলেছেন: লেখক বলেছেনঃ ভারতের জন্য মৌলবাদ নতুন। হাসালেন ভায়া।

২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



হাসতে থাকেন, এক ধরণের লোক একই কথায় ৩ বার হাসে; আপনি কতবার হাসলেন?

২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



মৌলবাদ বুঝার চেষ্টা করেন; হয়তো দেখবেন যে, উহা আপনার অতি সন্নিকটে আছে।

৩| ২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৫

বিদ্রোহী সিপাহী বলেছেন: মোদী ক্ষমতায় আসার পর থেকেই সবকটা রাজ্যে ভোটের রাজনীতিতে হিন্দু মুসলিম বিভাজন প্রকট হয়েছে।

২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



সে শুধু হিন্দুদের ভারত দেখতে চায়; সেটা ঘটবে না; কিন্তু ভারতে মানবতা ভুগবে কিছু সময় ধরে। সে যেই বীজ বপন করেছে, উহা নষ্ট করা কঠিন কাজ হবে।

৪| ২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উত্তর প্রদেশ ভারতের অংশ না হয়ে আলাদা একটি কট্টর হিন্দু রাষ্ট্র হলে ভারতের জন্য ভালো হতো।
এক সময় ভারত ছিল উদার দেশ।
ধীরে ধীরে সেখানে মৌলবাদ ঢুকে গেছে।

২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



ভারতের উঁচু বর্ণরা খুশী, দাসপ্রথা অনেকটা ফিরে আসছে; নিম্ন বর্ণের হিন্দুরা ও মুসলমানেরা দাসের মতো খাটবে, ভয়ে থাকবে।

৫| ২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০১

শাহ আজিজ বলেছেন: জেনেরিক কাচামালের রহস্যভেদ করে মহা উপকার করেছেন । আমি বাইডেন কে ভুল বুঝেছিলাম । দাসপ্রথা ছিল এবং সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে ফিরে এসেছে । ৯৬ সালে বাংলাদুতের দিল্লীর একজনের বাসায় দাওয়াত ছিল । বাজার থেকে ১২ বছরের বরিশাল বাড়ি রিকশা চালক আমায় যে তথ্য দিল বাঙালি মুসলমান দাস নিয়ে তা ভয়াবহ কিন্তু আনন্দদায়ক যে তারা কাজ করছে উপার্জন করছে , বস্তিতে থাকে । দুত আমায় বললেন এই মুহূর্তে ৪০ লাখ অভিবাসী আছে সারা ইন্ডিয়ায় । পাঞ্জাব হরিয়ানায় বাঙালি মুসলিম কুকদের প্রাধান্য । উচু বর্ণের হিন্দুরাও মুসলিম মহিলাদের পছন্দ করে। দিল্লীর আশপাশ সবুজ করে ফেলেছে এই মুসলিম অভিবাসিরা । দিল্লিওয়ালেরা শাক পাতা দেদারসে খাচ্ছে। আমি কাছের বাজারে বাঙ্গালীদের পেয়েছি কিন্তু তারা বাংলা বলতে নারাজ ।

দুঃখিত আরেক গল্প ঢুকিয়ে দিলাম ।

২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



আসাম, কুচবিহার, বাংলাদেশ থেকে যাওয়া বাংগালীরা প: বাংলা থেকে দিল্লী ও বোম্বের দিকে চলে গেছে; উর্দুভাষী মুসলমানেরা বোম্বে বস্তিতে থেকে কাজ করে; ভারতীয় ক্যাপিটেলিজম ইহা চাচ্ছে, বিজেপি ইহাই করছে।

৬| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৯

সভ্য বলেছেন: ওরে.এইখানে কমেন্ট করা মানেই হলো যুদ্ধে নামা.আগে গান নিয়া ভাবি.তারপর অন্যকিছু।

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগ এই রকমই; বাংলাদেশের শিক্ষিতদের বড় অংশ সঠিকভাবে ভাবতে পারেন না, ভুল ধারণার উপর জীবন গড়ছেন; ফলে, তর্কবিতর্খ হচ্ছে, এবং বেকুদের দল ভারী হচ্ছে ক্রমেই। বাংলাদেশের নতুন জেনারেশন কিছুটা পাকী পাকী টাইপের, ইহা ভয়ংকর সমস্যার সৃষ্টি করছে।

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:



আমি আপনার গান শুনতেছি; নতুন জেনারেশন ওয়াজ শুনে বেশী; আপনি ওয়াজ পারেন না?

৭| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি মোদিজিকে কতটুকু চেনেন? উনি হলেন এক বিংশ শতকের একজন সাক্ষাৎ অবতার। ভারতবাসীর জানের জান। ভোট না করলেও উনিই আজন্মকাল ক্ষমতায় থাকতেন।মহান অবতার বলেই জনগনকে একটু বিনোদন দিতেই ভোট ভোট খেলার সুযোগ দিয়েছেন।এহেন অবতার রূপী ভারতবাসীর আত্মা শ্রী শ্রী মোদিজী ব্রহ্মচারীর নামে এমন নিন্দার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:




সেই গার্বেজ ভারতকে এমন যায়গায় নিচ্ছে, ভারতের মানুষ আবার হয়তো, গংগায় সন্তান নিক্ষেপ করবে, স্বামীর মৃত্যুর পর, আবারো 'সতীদাহ' ছালু হবে।

৮| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: ভারতে কভিড-১৯ পরিস্থিতি এমন মারাত্মক আকার ধারণ করেছে যে, এর ছিটে ফোঁটাও যদি বাংলাদেশে প্রবেশ করে তা'হলে এদেশে বহু প্রাণহানি ঘটবে।

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:



দিল্লি ও বোম্বেতে সীমান্ত এলাকার বাংগাদেশীরা কাজ করেন; ওরা যদি ভয়ে পালিয়ে দেশে আসে, ইহা ছড়াবে। সরকার যদি বর্ডারে ভলনটিয়ার দেয়, যারা ফেরে তাদেরকে বিজিবি ক্যাম্পগুলতে ২ সপ্তাহ আইসোলেশনে রাখে, তা'হলে রক্ষা হতো।

৯| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৩

আখেনাটেন বলেছেন: আপনি আবার কেন কমেন্ট করতে পারছেন না?

ভালো জায়গায় হিট করেছেন। যে দেশ বিশ্বের সবচেয়ে বেশি টিকা উৎপাদন করে, তারা এত সহজে ঝামেলায় পড়ার কথা না। মাঝখানে ভারত সরকার টিকা নিয়ে ঢিলেমী করায় টিকার উৎপাদন কমে যায়। সেরামের আদর পুনেওয়ালা সরকারকে অর্থ সহায়তার জন্য বারবার বলললেও মোদী সরকার তা শোনে নি। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রায় ধ্বস নামে। এখন কোভিড নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হুঁশ ফিরেছে। রাজনীতি আমাদের উপমহাদেশে বিষাক্ত হয়ে গেছে।

আজকে টাইমস অব ইন্ডিয়াতে দেখলাম, অক্সিজেনের মজুদেও সমস্যা নেই। সমস্যা সরবরাহ ব্যবস্থায়। তাহলে এতদিন ধরে সে ব্যবস্থাতে কেন্দ্রীয় সরকার হাত দিলো না কেন? কুম্ভ মেলা ও নির্বাচন নিয়ে ব্যস্ত মোদী ও অমিত। আজকে চেন্নায় হাইকোর্ট ভারতের নির্বাচন কমিশনকেও ধুয়ে দিয়েছে।

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:



ভারতের যেই ম্যানুফেকচারিং ক্ষমতা, শুধু মিলিটারীই অক্সিজেন দিয়ে দেশকে ভাসায়ে দিতে পারে; মোদী ও বিজেপি কি গন্ডগোল করছে বুঝা মুশকিল; তবে, টিকা দিচ্ছে শামুক গতিতে।

জুন অবধি, লক্ষ্যমাত্রাই নীচু: ২৫০ মিলিয়ন; ইহা শতকরা ১৮ ভাগের নীচে।

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:



এক পঁচা পোষ্টে এক ব্লগার, ব্লগার রাজিব নুরকে "ধর্ম বিষয়ক পোষ্টের" জন্য আক্রমণ করেছিলো, আমি উহাতে কমেন্ট করেছিলাম।

১০| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৩

আখেনাটেন বলেছেন: বাংলাদেশের এখনই সচেতন হওয়া দরকার অক্সিজেনর ঘাটতি নিয়ে। কারণ বাংলাদেশে লিকুইড অক্সিজেনের বড় একটি অংশ আসে ভারত থেকে। যা এখন বন্ধ। সতর্ক না হলে বিপদ খাড়ায়ে আছে সামনে। যদিও ভাবগতিতে মনে হয় না দেশের কর্তাব্যক্তিরা এ নিয়ে চিন্তিত।

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ তার অক্সিজেন ম্যানুফেকচারিং ক্ষমতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছে বলে শোনা যায়নি।

১১| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুবিধাবাদী ভারত!
পানিতে তলিয়ে গেলে ফারাক্কা বাধ খুলে দেয়।
পেয়াজ রপ্তানি বন্ধ করে অযথা মানুষকে কষ্ট দেয়।
করোনার টিকা দিবার চুক্তি করলেও এখন গড়িমসি
করছে।

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশীরা পেঁয়াজ কিনে খাওয়াটা অপরাধের সমান; দরকারী পরিমান পেঁয়াজ, রসুন, ডাল, চা উৎপাদন সম্ভব; বাংলাদেশ জনসন এন্ড জনসন ও এষ্টোজেনিকার সাথে চুক্তি করলে সুইডেন বা ইউরোেপর অন্য কোন দেশে টিকা ম্যানুফেকচারিং করাতে পারতো।

১২| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫০

আল ইফরান বলেছেন: বাংলাদেশের জন্য অক্সিজেনও যে ভারত থেকে আনতে হয় সেটা আমরা কেবল জানতে পারলাম। আপনি শুধু একবার চিন্তা করে দেখেন যে আমরা সাধারন জনগন কি ভয়াবহ অজ্ঞতা এবং মুর্খতা নিয়ে বসবাস করে যাচ্ছি। অক্সিজেনের সংকট না পড়ুক সেই দোয়া করা ছাড়া আমাদের আর কোন উপায় তো দেখছি না।

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:




দেশের সামগ্রিক অবস্হা নাগরিকদের জানানোর দায়িত্ব প্রাইম মিনিষ্টার ও প্রেসিডেন্টের; আসলে, প্রতিদিন সন্ধ্যায় একবার করে জানানো দরকার।

১৩| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫৮

নেওয়াজ আলি বলেছেন: সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নিউজে মানুষের হাহাকার দেখে ভয় হতে ভয় জোরালো হচ্ছে।

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:



মহামারীর সময় মানুষের সাহস যোগানো ও তাদেরকে সুশৃংখল রাখার দায়িত্ব শেখ হাসিনার ও প্রেসিডেন্টের; উনারা কেন প্রতিদিন ১০ মিনিটের জন্য টিভিতে আসছেন না, বুঝা মুশকিল।

১৪| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ৩:০১

অনল চৌধুরী বলেছেন: বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এ্যামেরিকা আর আঞ্চলিক সন্ত্রাসী ভারত ।
চোর চোরে মাসতুতো ভাই, তাইকে একে অন্যের জন্য এতো দরদ !

ভারতের ভূয়া ওষুধে নিজেদের লোকরাই বাচে না, বাংলাদেশের বাচবে কিভাবে?
শুধু এতোগুলি টাাকা পানিতে গেলো ।

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ৩:০৯

চাঁদগাজী বলেছেন:




আপনি তো সবকিছু জানেন, একটা টিকা বানায়ে ফেলেন।

১৫| ২৭ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:২০

অনল চৌধুরী বলেছেন: টিকা বানানো আমার পেশা না।
আমার পেশা দেশ -জাতি সমাজ আর সারা পৃথিবী পাল্টানোর তত্ব ও দর্শন দেয়া ।

২৭ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:




বর্তানে আপনি ব্যতিত বাংলাদেশে আর দার্শনিক আছেন?

১৬| ২৭ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন:

সেই গার্বেজ ভারতকে এমন যায়গায় নিচ্ছে, ভারতের মানুষ আবার হয়তো, গংগায় সন্তান নিক্ষেপ করবে, স্বামীর মৃত্যুর পর, আবারো 'সতীদাহ' ছালু হবে।


কথাটা একেবারে অমূলক নয়।
এই সব সাধু বাবা, সন্যাসী সেক্যুলার ভারতকে শেষ করে দিয়েছে।

২৭ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



ভারতের মানুষের ১২০ বছরের প্রাপ্তিকে মোদী ও বিজেপি মুছে দিচ্ছে।

১৭| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:



সরকার প্রয়োজনীয় সহায়তা দিলে করোনার টিকা ও প্রয়োজনীয় মেডিকেল অক্সিজেন দেশেই
উৎপাদন করা সম্ভব । দৈনিক প্রথম আলোর সংবাদ ভাষ্যে দেখা যায় দেশে বর্তমানে অক্সিজেন
সরবরাহে টান টান অবস্থায় থাকলেও প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ বজায় রাখার জন্য
দেশে মেডিকেল অক্সিজেনের উৎপাদন বৃদ্ধির প্রয়াস দেশের উৎপাদন কারিরা কিছুটা
নিয়েছেন ।
দেশে অক্সিজেন সরবরাহ পরিস্থিতি
অক্সিজেন সরবরাহ বৃদ্ধির প্রয়াস অব্যাহত রাখা প্রয়োজন ।

২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



আজকের দিনে অক্সিজেন বানরও তৈরি করতে পারে চট্গ্রামের পাহাড়ে, ঢাকাতে যত সমস্যা।

১৮| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:১৩

সোহানী বলেছেন: মোদি যা ইচ্ছে তাই করুকগে। তার দেশ সে বুঝবে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা তাদের পা চাটাচাটি করতে যেয়ে নিজেদের জীবন দিয়ে দিচ্ছি। এই চাটাচাটি কিভাবে বন্ধ হবে!!!

২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার মগজ কম, কিন্তু সে মোদী পোদীকে গণনা করে না।

১৯| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মুখ ফসকে বলেছেন, ‘ব্যবসায়িক স্বার্থ রক্ষায় বেক্সিমকোর চাপেই সরকার টিকার বিকল্প উৎসে যেতে পারেনি। যদিও চীন ও রাশিয়া বাংলাদেশের সাথে চুক্তি করতে চেয়েছিল। এখন বুঝুন দেশ কি ভাবে চলছে?!

২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা আসলেই কিছু খল ব্যুরোক্রেট ও ডাকাত ব্যবসায়ীর হাতের পুতুলে পরিণত হয়েছেন

২০| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪০

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে কমেন্ট ব্যান করেছে মানতে পারছি না।

২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমি মেনে নিয়েছি

২১| ২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৬

শূন্য সারমর্ম বলেছেন: ভারত হারতে হারতে ঠকে যাবে।

২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:



ভারতের ভিত্তি ঠিক আছে, ঘুরে দাঁড়াবে; আমাদের বেলায়, কেহ কিছু জানে না

২২| ২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৮

নতুন নকিব বলেছেন:



মোদীগংদের ছড়িয়ে দেয়া সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এ আঁধার সহজে সরে যাওয়ার নয়। ভারতে অন্ধকার মনে হচ্ছে দীর্ঘায়িত হবে কিছুটা।

আপনি ব্যান থাকলে আমি যে কষ্টে থাকি, সেটা সম্ভবতঃ আপনিও জানেন। তাই ফিরে আসুন আবার। তাড়াতাড়ি ফিরে আসতে সক্ষম হবেন আশা করি।

২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:



মোদী ভারতের মানুষের হাতে ধর্মের কুড়াল দিয়েছে, ওরা নিজ পা কাটছে।

২৩| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৩

শায়মা বলেছেন: ভাইয়া আবার কোন দোষে বাকরোধ হলো তোমার?

কি করেছিলে??

যাইহোক করোনা নিয়ে আমি এখন সত্যিই চিন্তায় পড়েছি।

জানুয়ারী ফেব্রুয়ারী বা মার্চের প্রথমদিকেও ভেবেছি বাংলাদেশে করোনা তেমন কিছু করতে পারবে না.........

২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:



করোনা ভয়ানক রূপ নিতে পারে, এটা ছিলো বিজ্ঞানীদের হুশিয়ারী; ভারত, বাংলাদেশ, আফ্রিকার কানে এসব ঢুকেনি।

২৪| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৫০

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন:বর্তানে আপনি ব্যতিত বাংলাদেশে আর দার্শনিক আছেন? - প্রত্যেকটা ব্লগার, সচেতন সব মানুষই একেকজন দার্শনিক।
তবে আমার পরিধি অনেক বড়।

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:




দর্শনে আপনার ডিগ্রি আছে?

২৫| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৫১

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন:ভারতের মানুষের ১২০ বছরের প্রাপ্তিকে মোদী ও বিজেপি মুছে দিচ্ছে। - ১২০ বছর কিভাবে? ভারত সৃষ্টিই হয়েছে ধর্মের ভিত্তিতে।

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:



১০০ বছর হবে, ভারতের ১ম ভোট থেকে গণনা করার দরকার।

২৬| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৫৭

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন:দর্শনে আপনার ডিগ্রি আছে? -আমার লেখা বই পড়ে মানুষ ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি সাংবাদিকতা, আর দর্শনে ডিগ্রি নেয়।
১০০ বছর হবে, ভারতের ১ম ভোট থেকে গণনা করার দরকার। - আপনি কি বলেন নিজে বোঝেন ?
গণতন্ত্র মানে কি ভোটতন্ত্র যে ভোট থেকে হিসাব করছেন ?
ভারত নামের কোনো রাষ্ট্রই সৃষ্টি হতো না যদিনা জঙ্গী হিন্দুরা ইসরাইলের মতোই ধর্মরাষ্ট্র -রামরাজ্য প্রতিষ্ঠার শখ করতো। স্বাধীন যুক্ত বাংলা গঠিত হলে হান চীনাদের পর পৃথিবীতে বাঙ্গালীরা থাকতো সবচেয়ে বড় একক জাতি।
৭১ এর গণহত্যা, বারবার ভারত পাকিস্তান যুদ্ধ-এসবের কিছুই সৃষ্টি হতো না।
সবাই যে যার মতো শান্তি থাকতো।
কিন্ত জঙ্গী হিন্দুদের ইসরাইলের মতোই ধর্মরাষ্ট্র -রামরাজ্য প্রতিষ্ঠা করে পুরো দক্ষিণ এশিয়াকে অশান্ত করেছে।

২৮ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



১৯৪৭ সালে আপনি ছিলেন না, তাই বাংগালী জাতি বৃটিশ থেকে দেশ পায়নি।

১৯২০ সালে ভারতে ১ম বার ভোট হয়, সেটা ছিলো ভারতের মানুষের জন্য আধুনিক নাগরিক অধিকারের সুচনা।

২৭| ২৮ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:১৩

অনল চৌধুরী বলেছেন: বড় বড় নেতারা চেষ্টা করেও হিন্দুদের জঙ্গী নীতির কাররলণ অবিভক্ত স্বাধীন বাংলা সৃষ্টি করতে পারেনি।
১৬ নম্বর মন্তব্যের উত্তরে বলেছেন ১২০, এখন আবার বলছেন ১০১ বছর ( ১৯২০-২০২১) !!!
করোনা ধরেছে নাকি?
বৃটিশদের গোলামীর অধীনে ভোট দেয়ার নাম ভারতের মানুষের জন্য আধুনিক নাগরিক অধিকারের সুচনা !!!!
আপনাকে বাইডেন পুরস্তার দেয়া দরকার ।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:০৮

চাঁদগাজী বলেছেন:



ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ভারত দখল করেছিলো রাজতন্ত্রে; তারপর,বৃটিশ সরকার ১ম বার গণতন্ত্রের সুচনা করে ভারতে; ইহা বুঝার মতো ক্ষমতা আপনার নেই।

২৮| ২৯ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৫৫

অনল চৌধুরী বলেছেন: বৃটিশ সরকার ১ম বার গণতন্ত্রের সুচনা করে ভারতে; কৃষক -সাওতাল হত্যা, জালিয়ানওয়ালাবাগ, ক্ষুদিরাম, সূর্যসেন আরো কোটি কোটি মানুষ হত্যার নাম গণতন্ত্র !!!!
এসব আপনি নিজেকে বোঝান।
ব্লগের কাউকে বোঝানোর দরকার নাই।

২৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:১২

চাঁদগাজী বলেছেন:



রাজতন্ত্রে যুদ্ধ করে যায়গা দখলে রাখতো রাজারা, যুদ্ধ করে দখল করতে হলে, যে বেশী হত্যা করে, সে জয়ী হয়।

২৯| ২৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:৩৯

অনল চৌধুরী বলেছেন: বৃটিশরা গণতন্ত্রে আরেও ভারত-বাংলা দখল করে রেখেছিলো।
এই শতাব্দীতেও ইরাক-লিবিয়া-সিরিয়া ধ্বংস করেছে।

২৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



ইরাক, লিবিয়া, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন কি কারণে, কিভাবে ধ্বংস হয়েছে, উহা বুঝার জন্য আপনাকে শিক্ষার গুরুত্ব, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি ও ফাইন্যান্স বুঝতে হবে; আপনি সেগুলো না বুঝে আফ্রিকান দার্শনিক হয়ে গেছেন।

৩০| ৩০ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:১০

অনল চৌধুরী বলেছেন: আপনি একট মিথ্যাবাদী।
আপনার সাথে তর্ক করা সময়ের অপচয়।
ইচ্ছা করলেই সন্ত্রাসী এ্যামেরিকা আর তার চামচারা অন্য দেশ আক্রমণ করতে পারে ?
সাহস থাকলে উত্তর কোরিয়া বা চীন আক্রমণ করে দেখাক।
নিজেরাই ধ্বংস হয়ে যাবে।

৩০ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



আমেরিকাকে আমি বললে, আমেরিকা চীন, উ: কোরিয়া কিংবা ইরান আক্রমণ করবে না; ফলে, আমেরিকা কি সাহসী,নাকি ভীতু উহা প্রমাণ করা আমার জন্য কঠিন ব্যাপার; আপনি চেষ্টা করে দেখেন।

৩১| ০৫ ই মে, ২০২১ রাত ২:৩৪

রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য চোখ বুলিয়ে গেলাম।

০৫ ই মে, ২০২১ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:



আপনি ব্লগে সময় কম দিয়ে, ঢাকায় কিছু করার চেষ্টা করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.