নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আগামী কয়েক বছরের মাঝে অনেক বাংগালী ইসরায়েলে কাজ করবেন!

২৬ শে মে, ২০২১ ভোর ৬:৫৮



ইসরায়েলে দৈনিক ভিত্তিতে কাজের লোক দরকার হয়; বেশীরভাগই কনষ্ট্রাকশন, মাটি-কাটা, কৃষিকাজ, পশুপালন ও ইকুইপমেন্ট চালনার কাজ। এই কাজগুলো করেন ফিলিস্তিনীরা, এদের প্রতিদিন ইসরায়েলে যাবার পাশ দেয়া হয়, কিন্তু কর্মস্হলে থাকতে দেয়া হয় না সিকিউরিটির কারণে। এবারের সহিংসতার কারণে ২/৪ মাস গাজার লোকেরা কাজে যেতে পারবে না; গাজার ৮০ ভাগ মানুষ গরীব, এরা রেডক্রসের সাহায্য চলে। গাজার যেসব পরিবার কোন মতে চলছে, বা ভালো আছে, এদের পরিবারের কেহ না কেহ হামাসে আছে।

লেবাননে, মিশরে বাংগালীরা আছে, ওখানে পয়সা নেই; এরা এখন পারলে ইসরায়েলে ঢুকবে। ইসরায়েলীরা যদি এদের পায়, আরবদের বদলে এদের নিবে। ইসরায়েলে, দৈনিক বেতন যেকোন সময় মিশর ও লেবানন থেকে বেশী হবে। ফলে, আগামী কয়েক বছরে বেশ কিছু পরিমাণ বাংগালী ইসরায়েলে কাজ পাবে। বাংগালীদের সম্পর্কে অনেকের ধারণা ভালো, এরা জংগী নয়।

ইসরায়েলের ভেতরে এবার নতুন একটি সমস্যা দেখা দিয়েছে; ইসরায়েলের আরব নাগরিকেরা এইবার সমবেতভাবে তাদের আশপাশের ইহুদী নাগরিকদের উপর হামলা চলায়েছে; গত ৭২ বছরে এই ধরণের কোন সমস্যা ছিলো না; আরব নাগরিকেরা অনেক সময় জংগী আক্রমণ চালায়েছে, এতে ১/২ জন সংযুক্ত থাকতো; এবার গ্রামের পর গ্রামে উত্তেজনা লক্ষ্য করেছে পুলিশ; এখনো সেই ভয় বিরাজ করছে। এর ফলে, অনেক পরিবারকে ইসরায়েল থেকে বের করে দেয়া হবে ভবিষ্যতে।

বাংলাীদের পাসপোর্টে যখন দ: আফ্রিকা ভ্রমণ নিষিদ্ধ ছিলো, তখন থেকেই বাংগালীরা দ: আফ্রিকা যাওয়ার শুরু করেছিলো; তারা সেখানে ব্যবসা করেছে, কাজ করেছে, বিয়ে করেছে। এখন সুযোগ পেলে ইসরায়েল যাবে, কাজ করবে; কেহ আমাদের ফরেন মিনিষ্টারের অনুমতির জন্য অপেক্ষা করবে না।

মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২১ সকাল ৭:২১

কামাল১৮ বলেছেন: যদি থাকতে না দেয়,দিন শেষে বের করে দেয়,তবে তারা থাকবে কোথায়।

২৬ শে মে, ২০২১ সকাল ৮:৫০

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের গেষ্ট-ওয়ার্কার হিসেবে থাকতে দিতে পারে; লেবানীজরা থাকে। লেবানন ও মিশর থেকে গিয়ে দৈনিক হিসেবে কাজ করতে পারবে।

২| ২৬ শে মে, ২০২১ সকাল ৮:৪৩

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশ এই প্রথম বার রিজার্ভ থেকে অন্যদেশ কে (শ্রিলংকা) ঋন দিবে ২% সুদে...পাকিস্হান ও নাকি বাংলাদেশ থেকে ঋন চাইবে.....।

২৬ শে মে, ২০২১ সকাল ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



ভালো আইডিয়া; বাংগালীদের টাকায় বাংগালীদের জন্য টিকা কিনেনি, এখন উহা থেকে ঋণ দিয়ে আয় করবে; ঋণ ডিষ্ট্রিভিউশনের ব্রোকার হিসেবে নিশ্চয় "বেক্সিমকো"কে রাখা উচিত।

৩| ২৬ শে মে, ২০২১ সকাল ৮:৫২

ইনদোজ বলেছেন: কয়েক মাস আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছিল বাংলাদেশ সরকার ইসরাইলের কাছ থেকে আড়ি পাতা যন্ত্র কিনেছে মিডিয়ার মাধ্যমে - যে কারণে দ্বিগুণ তিনগুণ খরচ পড়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার তাই ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় - এরকম যন্ত্রপাতি সস্তায় পাবার জন্য, ঐ দেশে বাংলাদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নয়। মাথায় গ্রে ম্যাটারের উপস্থিতি থাকলে এ কথা বুঝতে অসুবিধা থাকার কথা নয় যে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে বাংলাদেশকে আগে নিজের ভূমিতে ইসরাইলের দূতাবাস খুলতে দিতে হবে।

২৬ শে মে, ২০২১ সকাল ৯:০২

চাঁদগাজী বলেছেন:



আপনার পেঁয়াজু খাওয়া গ্রে-মেটার পেট থেকে নীচের দিকে না গিয়ে মাথায় উঠে গেছে।

বাংগালীরা মেক্সিকো থেকে পায়ে হেঁটে আমেরিকা ঢোকার সময়, অরিজোনা ও নিউমেক্সিকোতে শেখ সাহেবের ছবিতে ফুল দিয়ে ঢোকে?

৪| ২৬ শে মে, ২০২১ সকাল ৯:৫৫

শূন্য সারমর্ম বলেছেন: ধর্ম বাধা হতে পারে ইসরাইলে যেতে। তবে আল আকসায় নামাযের জন্য গিয়ে কাজে থেকে যেতে পারে।

২৬ শে মে, ২০২১ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:




আল-আকসায় যেতে দিলে, বেগম জিয়াও একবার যাবেন।
আমাদের ধর্ম ও খৃষ্টান ধর্ম হচ্ছে ইহুদী ধর্ম থেকে কপি-পেষ্ট করা।

৫| ২৬ শে মে, ২০২১ সকাল ১০:২৪

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশকে জড়িয়ে ইজরায়েলের বিবৃতি ইঙ্গিতময় । আপনি যা বলেছেন তাইই হবে । আমার দূর আত্মীয় জর্ডানে গারমেনটে কাজ করত । তাকে উপরি লোভ দেখিয়ে ইরানে নিয়ে আটক করে তার বাড়িতে ফোনে টাকা দাবি করল । মাস দুয়েক পরে তাকে ছেড়ে দিল । ওর কাছে শুনেছি জর্ডানের তৈরি পোশাক ইউরোপীয় ব্র্যান্ড নামে ইসরায়েলে যায় । ৭/৮ বছর আগের কথা । তখনি মাথার মধ্যে কাজ করছিল ইজরায়েলে লেবার মার্কেটের কথা । ব্যাপারটা সত্যি হতে যাচ্ছে । আমাদের প্রচুর লোক কাজ পাবে ইজরায়েলে ।

২৬ শে মে, ২০২১ সকাল ১০:২৮

চাঁদগাজী বলেছেন:





মানুষ নিজে গিয়ে উপস্হিত হবে, সরকার কখনো মানুষের জন্য চাকুরী সৃষ্টি করবে না; সরকার বেক্সিমকো'কে আরেকটা ব্যাংক করতে দেবে।

৬| ২৬ শে মে, ২০২১ সকাল ১০:৩৩

ডার্ক ম্যান বলেছেন: ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক থাকলে লাভবান হবার সম্ভাবনা বেশি ।

২৬ শে মে, ২০২১ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:



চীন আমাদের প্রশাসনের সবাইকে ডাকাতে পরিণত করেছে, আমাদের মানুষকে বেকার করতে সাহায্য করছে, রোহিংগাদের আমাদের ঘাঁড়ে রাখতে বার্মাকে বুদ্ধি দিচ্ছে; ইসরায়েল এসব করবে না; ইসরায়েলের প্রোডাক্টের দাম বেশী, ওদের থেকে টেকনোলোজী কেনা সম্ভব।

৭| ২৬ শে মে, ২০২১ দুপুর ১২:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ইসরাইলের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করলে বাংলাদেশ অনেক লাভবান হবে।
ইসরাইল অনেক অনেক উন্নত একটি দেশ।

২৬ শে মে, ২০২১ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:



ওরা চীনা ও ভারতের মতো ঠক নয়।

৮| ২৬ শে মে, ২০২১ দুপুর ১২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ইস্রায়েল জাতিসংঘের অন্যান্য ১৯৩ সদস্যের মধ্যে ১৬৪ টি দেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

কূটনৈতিক সম্পর্ক না রাখার পাশাপাশি ইস্রায়েলের সার্বভৌমত্ব নিয়ে কিছু দেশ অহেতুক বিতর্ক করে।

২৬ শে মে, ২০২১ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



এখন ইসরায়েলের উচিত, হামাস ও পিএলও'কে বাদ দিয়ে শিক্ষিত ফিলিস্তিনীদের নিয়ে একটা সরকার গঠন করে ওদের যায়গাটা ওদেরকে দিয়ে দিলে সব সমস্যা শেষ হয়ে যেতো।

৯| ২৬ শে মে, ২০২১ দুপুর ১২:৫৩

শেরজা তপন বলেছেন: আপনি ভাল ভবিষ্যতদ্রষ্টা -
আমিও এমন ভাবছি, হলে খারাপ হয় না! আমার একবার ইসরাইলে বেড়াতে যাবার ইচ্ছে আছে ( শুধু ভ্রমনের তাগিদে)

২৬ শে মে, ২০২১ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:



আল-আকসাতে নামাজ পড়তে যাবে বহু বাংগালী।

১০| ২৬ শে মে, ২০২১ দুপুর ১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি অতিসত্তর আপনার পাসপোর্ট
থেকে এক্সেপ্ট আজরাইল শব্দটি বাদ
দেবার ব্যবস্থা নিন যাতে প্রথম কাতারে
আপনি থাকতে পারেন!

২৬ শে মে, ২০২১ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:



আমি আসলে ভ্রমণকারী নই, আমি টেলিভিশনে কোন দেশ দেখলেই খুশী।

১১| ২৬ শে মে, ২০২১ দুপুর ১:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ব্লগেই একজন ইসরাইল ভ্রমণের ব্লগ লিখেছিল। এর মধ্যে অনেকেই হয়তো আসা যাওয়া করছে, করবে(যাদের দ্বৈত নাগরিকত্ব আছে)। পাসপোর্ট-এ নিষেধাজ্ঞা তুলে দেয়ার পর আরও সুযোগ বাড়বে। আর বাংলাদেশের বেশীরভাগ মানুষ যেখানে পটেনশিয়াল দুর্নীতিবাজ, ঘুষখোর, মিথ্যাবাদী সেখানে ইসরায়েলে যাওয়াটা কোন অপরাধ হিসেবে নিবে না তেনারা। বাংলাদেশের অনেকে ইন্ডিয়ান পাসপোর্টে মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে যায়। তার উপর ইউরোপ, আমেরিকা এ্যাসাইলাম পাওয়ার জন্য অনেকে নিজের ধর্ম, দেশ ভুলে যায় সেখানে ইসরায়েলে কাজ করার জন্য যেতেই পারে...

২৬ শে মে, ২০২১ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েল হচ্ছে বাংগালীদের জন্য একটি মানসিক, ভার্চুয়াল শত্রু; পুরো ইউরোপ ইহুদীদের পছন্দ করে না, তবে শত্রু হিসেবে নেয় না।

বাংলাদেশে সম্পদ আছে, মানুষ আছে, জ্ঞানী মানুষ নেই; সেজন্য বাংগালীরা স্ত্রী পরিবারকে পেছনে ফেলে বিদেশে কষ্ট করছে।

১২| ২৬ শে মে, ২০২১ দুপুর ২:৫২

বিদ্রোহী সিপাহী বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরাইলে কোন বাংলাদেশী গেলে শাস্তি পেতে হবে।

২৬ শে মে, ২০২১ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:



মুহিতেরা সব ভাই ফাউল।

১৩| ২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৩৪

ইনদোজ বলেছেন: সতেরো কোটির মধ্যে একজন বাংলাদেশীকে তাদের মাঝে পাওয়ায় খুশী রাখার জায়গা নেই!

https://www.youtube.com/watch?v=YAOyd6Ohdoo

২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



আপনার কত শত মাল্টি নিক দরকার সামুতে? আপনি কি জন্য বিখ্যাত?

১৪| ২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৩৯

অনল চৌধুরী বলেছেন: তখন আপনার মোসাডের প্রভু খুশী হয়ে বিশ্বস্তভাবে তাদের পক্ষে ওকালতি করা জন্য আপনাকে উপযুক্ত বখশিশ দেবে।

২৬ শে মে, ২০২১ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



ম্যাপে ফিলিস্তিন দেশ খুঁজে পেতে আপনার কত সময় লাগবে?

১৫| ২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৪৮

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন:ওরা চীনা ও ভারতের মতো ঠক নয়। [/sb ঠিক। ইহুদীগুলি সন্ত্রাসী এ্যামেরিকানদের মতোই ফিলিলিস্তিনী আদিবাসীদের গণহত্যার মাধ্যমে নির্মূল করে তাদের জায়গা দখল করে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে।
চোরে-চোরে মাসতুেো ভাই!!!
লেখক বলেছেন:
আমাদের ধর্ম ও খৃষ্টান ধর্ম হচ্ছে ইহুদী ধর্ম থেকে কপি-পেষ্ট করা- ইহুদী ধর্ম যে হাম্মুরাবির আইন আর পারসিক জরথুস্ত্রবাদ থেকে মেরে দেয়া, সেটা জানে?
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:ইসরাইলের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করলে বাংলাদেশ অনেক লাভবান হবে।
ইসরাইল অনেক অনেক উন্নত একটি দেশ
- খুনাখুনির জন্য অস্ত্র বানানো ছাড়া ইসরাইলীদের উন্নয়ন কিসে?
চিকিৎসা বিজ্ঞানে কিউবা আর ভিয়েতনামের উন্নয়ন মানবতার পক্ষে।

২৬ শে মে, ২০২১ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



সবকিছু সম্পর্কে কিছু একটা বলতে চান, কোনটাই সঠিকভাবে জানেন বলে মনে হয় না।

১৬| ২৬ শে মে, ২০২১ বিকাল ৫:১০

অনল চৌধুরী বলেছেন: ম্যাপে ফিলিস্তিন দেশ খুঁজে পেতে আপনার কত সময় লাগবে?[/sb আপনার বাংলাদেশ খুঝে বের করতে যতো সময় লাগবে, তার ১০০ ভাগের ১ ভাগ।

২৬ শে মে, ২০২১ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



ভালো, মনে হচ্ছে, আপনি খুঁজে পাবেন।

১৭| ২৬ শে মে, ২০২১ বিকাল ৫:১১

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন:সবকিছু সম্পর্কে কিছু একটা বলতে চান, কোনটাই সঠিকভাবে জানেন বলে মনে হয় না। আপনি কি বলেন, সেটা আপনি নিজেও বোঝেন না।

২৬ শে মে, ২০২১ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমি যা জানি, সেটা ব্লগে আমার পোষ্টেসমুহের মাঝে আছে।

১৮| ২৬ শে মে, ২০২১ বিকাল ৫:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শুননাম নতুন পাসপোর্টে ইসরাইল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে?

২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:



মুহিত সাহেবের ভাইয়ের বকবকিতে তাই মনে হচ্ছে!

১৯| ২৬ শে মে, ২০২১ রাত ৯:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গোপনে ইসরাইল সফর করেছেন একাধিক বাংলাদেশি প্রথম পাতা সিরাজুস সালেকিন ২৬ মে ২০২১, বুধবার সর্বশেষ আপডেট: ১:০৪ অপরাহ্ন ফাইল ছবি গোপনে ইসরাইল সফর করেছেন একাধিক বাংলাদেশি। এদের মধ্যে রয়েছেন চিকিৎসক, ব্যবসায়ী, চলচ্চিত্র তারকা, ব্লগারসহ নানা পেশার মানুষ। তবে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করলেও তাদের ভ্রমণের কোনো তথ্য পাসপোর্টে উল্লেখ নেই। বাংলাদেশ থেকে ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তারা রুট হিসেবে তৃতীয় দেশ ব্যবহার করেছেন। পরিচয় গোপন রেখে ইসরাইল ভ্রমণের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন কেউ কেউ। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা রয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি ইসরাইলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। সম্প্রতি ই-পাসপোর্ট থেকে ইসরাইল সফরের নিষেধাজ্ঞার বাক্যটি তুলে দিয়েছে বাংলাদেশ সরকার। তবে মেশিন রিডেবল পাসপোর্টে এ নিষেধাজ্ঞার কথা লেখা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশিদের ইসরাইল ভ্রমণের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সর্বপ্রথম ইসরাইল ভ্রমণ করেছেন ডা. শাদমান জামান। ২০১৬ সালে তিনি লন্ডন থেকে ইসরাইলে যান। পরবর্তীতে একাধিকবার ইসরাইলে গেছেন। তার ভ্রমণ নিয়ে খবরও প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী দৈনিক জেরুজালেম পোস্ট। ইসরাইল সফরের পর শাদমান নিজেকে ইহুদি ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্থাপনে বর্তমানে তৎপরতা চালাচ্ছেন সাদমান। সম্প্রতি বাংলাদেশের পাসপোর্টে সংশোধন আনাকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, ২০২৫ সালের মধ্যে ইসরাইলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপন হতে পারে। ডা. শাদমানের পর ইসরাইল ভ্রমণ করেছেন এক বাংলাদেশি ব্লগার। তিনিও ২০১৬ সালে অস্ট্রেলিয়া থেকে হংকং হয়ে ইসরাইলে যান। ওই ব্লগার তার ভ্রমণ কাহিনী ব্লগে লিখেছেন। আবেদনের দুই সপ্তাহের মধ্যে তাকে ভিসা দিয়েছে ইসরাইল। তবে পাসপোর্টে কোনো ভিসা লাগানো হয়নি। দূতাবাস থেকে আলাদা কাগজ দিয়েছে। ইসরাইলে আগমন বা বহির্গমনের কোনো সিলও পাসপোর্টে দেয়া হয় না। ওই কাগজটাই ট্র্যাভেল ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে হয়েছে। বাংলাদেশি হওয়ায় ইসরাইলে ঢুকতে ইমিগ্রেশন অফিসারের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার ভ্রমণের অভিজ্ঞতা শুনে ওই ব্লগের অনেক ব্যবহারকারী ইসরাইল ভ্রমণের ইচ্ছা পোষণ করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক তারকা দম্পতি ইসরাইল সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। তারাও ২০১৬ সালে ব্যবসায়িক কাজে ইসরাইল সফর করেন। ফেসবুকে বেশ কয়েকটি আইডি থেকে তাদের ট্র্যাভেল ডকুমেন্টের ছবি শেয়ার হয়েছে। এতে দেখা যাচ্ছে, ওই দম্পতি ২০১৬ সালের ১৭ই জুন থেকে ২১শে জুন পর্যন্ত ৪ দিন ইসরাইল সফরে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাংলাদেশ ইসরাইল ফ্রেন্ডশিপ সোসাইটি’ নামের একটি ফেসবুক পেইজ থেকে নিয়মিত ইসরাইলের খবরাখবর প্রকাশ করা হচ্ছে। পেইজটি থেকে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবে ইসরাইলের পক্ষ থেকে শুভেচ্ছা প্রকাশ করা হয়। এ ছাড়া পেইজটি থেকে ইসরাইলের নানা বৈজ্ঞানিক আবিষ্কার ও সফলতার খবর প্রচার করা হয়। বাংলাদেশ ইসরাইলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কীভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে পারে সে বিষয়েও পেইজটি থেকে প্রচারণা চলে। ২০১৭ সাল থেকে পেইজটি এ প্রচারণা চালিয়ে আসছে। ফেসবুকে দেয়া তথ্যে দেখা গেছে, অস্ট্রেলিয়া থেকে এ পেইজটি পরিচালনা করা হয়। লক্ষ্য উদ্দেশ্যে বলা হয়েছে- এটি বন্ধুত্ব, শান্তি ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একটি অনলাইন প্ল্যাটফরম। এর মাধ্যমে ইসরাইল সম্পর্কে সত্য তথ্য তুলে ধরা হয়। ইসরাইলের সঙ্গে অতীতে যেসব বাংলাদেশি নাগরিক ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে রাষ্ট্র। ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে গ্রেপ্তার হন বিএনপি’র যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। গ্রেপ্তারের পর থেকে প্রায় পাঁচ বছর ধরে কারাগারে বন্দি রয়েছেন তিনি। এর আগে ২০০৩ সালের নভেম্বরে বাংলাদেশি সাংবাদিক সালেহ চৌধুরীকে ইসরাইলে প্রবেশের চেষ্টার দায়ে ৭ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। সম্প্রতি আল জাজিরার একটি ডকুমেন্টারিতে হাঙ্গেরির মাধ্যমে ইসরাইলি প্রতিষ্ঠানের প্রযুক্তি বাংলাদেশ ক্রয় করেছে বলে তথ্য পরিবেশন করা হয়। যদিও তা বাংলাদেশ সরকার অস্বীকার করেছে

২০| ২৬ শে মে, ২০২১ রাত ১০:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমি আসলে ভ্রমণকারী নই, আমি টেলিভিশনে কোন দেশ দেখলেই খুশী।

ছি ছি ঘুরতে কেন যাবেন !! আপনি না বললেন আগামী কয়েক বছরের মাঝে অনেক বাংগালী ইসরায়েলে কাজ করবেন!
তা হলে আপনি কি কাজ করতে যাবেন না ? নাকি আপনি বাংলাদেশী না ?

২৭ শে মে, ২০২১ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশীরা কিন্তু লেবানন ও ইরাকেও কাজ করছেন; আমি ও আপনি আপাতত দেশে কাজ করি, পরে ভাববো কোথায় গেলে পরিবারকে সাথে নিতে পারবো।

২১| ২৭ শে মে, ২০২১ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: সস্তায় যেখানে যাওয়া যায়, সেখানে বাঙ্গালীরা যাবেই।

২৭ শে মে, ২০২১ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:



নিজ জাতি তাদের সব সুযোগ কেড়ে নিচ্ছে, তারা অন্যাদের উপর ভরসা রাখছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.