নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে মসজিদের অভাব ছিলো কখনো?

১০ ই জুন, ২০২১ রাত ২:২৫



বাংলাদেশে চাকুরীর অভাব আছে, টোকাইদের থাকার যায়গার অভাব আছে, গার্মেন্টেস'এর মেয়েদের থাকার যায়গার অভাব আছে, রাস্তায় সংসারী মা'দের ঘুমানোর, বার্থরুমের ও গোসলের যায়গার অভাব আছে; কিন্তু মসজিদের অভাব কোনদিনও ছিলো না, এবং নেই। আমাদের ছোট গ্রামটিতে একটি মসজিদ ছিলো বরাবরই, এখন সেখানে ৩টি মসজিদ; গ্রামে পুরুষ বলতে কেহ নেই, সবাই থাকে মিডল-ইষ্টে, নামাজ পড়বে কে? গ্রামের পুরানো মসজিদটাতে আযান দেয়ার লোকও নেই, সেই বাড়ীর মানুষ এখন শহরে থাকে।

বাংলাদেশে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ তৈরি করছে সরকার; এগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়ায় সরকারী টাকায় মসজিদ করতে হয়েছে কখনো? দানের টাকায় মসজিদ হয়ে আসছে সব সময়; এখন আবার, সৌদী, ইরানী, কুয়েত ও কাতারের টাকায় গ্রামে গ্রামে মসজিদ হচ্ছে। এই অবস্হায় সরকার ৮ হাজার ৭২২ কোটী টাকা ব্যয় করা কি সঠিক কাজ?

মানুষের টাকায় সরকার মানুষের প্রাণ বাঁচানোর জন্য সঠিকভাবে টিকা কিনেনি; কিন্তু পুরোপুরি বিনা প্রয়োজনে বিপুল পরিমাণ টাকা ব্যয় করে মসজিদ করছে, যেখানে নামাজ পড়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই টাকায় ১ লাখ মানুষের জন্য চাকুরী সৃষ্টি করা যেতো, ৫ লাখ টোকাইকে খাওয়ায়ে পরায়ে স্কুলে পাঠানো যেতো; ১ লাখ গার্মেন্টস'এর মেয়েদের করোনা কালে (২ বছর ) থাকার ও খাওয়ার ব্যবস্হা করা যেতো; ৪০ লাখ কর্মীর জন্য বেকার-ভাতার ফান্ড শুরু করা যেতো।

শেখ হাসিনা জাতির টাকাগুলো পানিতে ফেলছেন; অর্ধেক টাকা কন্ট্রাক্টটর ও ইন্জিনিয়রেরা ডাকাতি করছে, বাকী টাকা দিয়ে সাদা হাতী বানাবে যা মেরামত করতে প্রতি বছর হাজার কোটী খরচ হবে; এদিকে জাতির দরিদ্র ও এতিম সন্তান গুলো রাস্তায় ঘুমাবে, প্রেগনেন্ট মহিলা রাস্তায় ঘুমাবে, মাসে একবার গোসল করতে পারবে না, রাস্তার পাশে প্রাকৃতিক কাজ সারবে; এই হলো বুদ্ধিমতীর কাজ!


মন্তব্য ৫৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২১ রাত ৩:৩০

কামাল১৮ বলেছেন: সরকারের অনেক অকাজের মধ্যে এটা ছিল সবচেয়ে বড় অকাজ এবং সাথে সাথে এহাম্মকি কাজ।এটা সরকার করেছিল কেবল মাত্র হেফাজতিদের সমর্থন পাবার জন্য।

১০ ই জুন, ২০২১ ভোর ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



হেফাজতের জন্য দরকার আফগানিস্তান, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনে চাকুরী; শেখ হাসিনা করে দিচ্ছেন মসজিদ; শেখের ঘরে অশেখের জন্ম।

২| ১০ ই জুন, ২০২১ ভোর ৬:৫৪

নজসু বলেছেন:



বাংলাদেশে চাকুরীর অভাব- চাকুরী প্রার্থীর অভাব নেই।
বাংলাদেশে অনেক মসজিদ- কিন্তু মুসল্লীর অভাব।
এটা সত্য।
আমি ভাবলাম যে, মসজিদে যেন মুসল্লী বাড়ে আপনি সেটা নিয়ে আলোচনা করবেন।
কিন্তু পুরো লেখা পাঠে বুঝতে পারলাম সরকার মসজিদ বানিয়ে সে টাকা জলে ফেলছে।

শ্রদ্ধেয়, আপনি আপনার একটা গ্রামের উদাহরণ দিয়ে সারা বাংলাদেশের মুসল্লীর সার্বিক পরিস্থিতি বিবেচনা করেছেন।
আমি গ্রামেই থাকি। আমার গ্রামের মসজিদটিতে মুসল্লীর স্থান সংকুলান হয়না। নামাজের সময় অনেক মুসল্লীকে মসজিদের বাহিরে নামাজের জন্য দাঁড়াতে হয়। আপনি আমার গ্রামের অবিবাসী হলে তখন বিষয়টি কিভাবে উপস্থাপন করতেন?

প্রিয় শ্রদ্ধেয়, কন্ট্রাক্টটর আর ইঞ্জিনিয়ররা শুধু মসজিদের টাকা বেহাত করছে না। তারা সব প্রকল্পের টাকাই নিজেদের করে নিচ্ছে।

একজন মুসলিম হিসেবে মসজিদ নির্মাণের বিরোধিতা না করে (পোষ্ট পড়ে আমি এটাই বুঝেছি) যারা টাকা মেরে দিচ্ছে তারা যেন সঠিকভাবে টাকাটা কাজে লাগায় সেটা বলা ভালো ছিলো বলে আমার মনে হয়।

শ্রদ্ধেয়, আমার মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু কি মসজিদ নির্মাণের টাকা জলে ফেলছেন? আপনি কি আরও কোন খাত জানেন যেখানে সরকারী অর্থ জলে ফেলা হয়েছে কিংবা হচ্ছে কিংবা পরিকল্পনা আছে ফেলা হবে।

অনেক কাজ আছে । আমি জানি। আপনি জানেন। সবাই জানেন।

আপনি কিছু স্বপ্নগুলোর কথা উল্লেখ করেছেন- বাচ্চারা স্কুলে যাবে। বেকার চাকুরী পাবে। টোকাই খাবার পাবে ইত্যাদি ইত্যাদি। এই স্বপ্নগুলো সত্যি সুন্দর।

আপনি নিরপেক্ষ হলে শুধু মসজিদের টাকা দিয়ে স্বপ্ন দেখবেন কেন? অন্যান্য যে প্রকল্পের টাকা জলে যাচ্ছে সেসব টাকা দিয়ে কেন স্বপ্ন দেখলেন না? কেন সেগুলোর উল্লেখ করলেন না?

আমার জিজ্ঞাসাগুলো শুধু তুলে ধরলাম। ভুল হলে ক্ষমা করবেন।

১০ ই জুন, ২০২১ সকাল ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:



আপনি পড়ালেখা করেছেন, হয়তো চাকুরী করছেন, বা করবেন; আপনার মতো ৪ লাখ ছেলেমেয়ে প্রতিদিন ঢাকা শহরের রাস্তায় ঘুমায়, ওদের পড়ালেখা নেই, কিছু নেই; টাকা ওদের জন্য খরচ করতে হবে। আপনার গ্রামের মানুষের নামাজের জন্য যায়গা সাংকুলান না হলে, তাদের আয় থেকে তারা ব্য্যবস্হা করবে, এটাই নিয়ম।

মানুষের জীবন প্রথম, তারপর প্রার্থনা।

৩| ১০ ই জুন, ২০২১ সকাল ৮:৩৪

নূর রহমান বলেছেন: ভাই, সঠিক তথ্য না জেনেই পোস্ট করে বসে আছেন। এই মসজিদের প্রোজেক্ট হচ্ছে সৌদির অর্থায়নে।

১০ ই জুন, ২০২১ বিকাল ৩:১৭

চাঁদগাজী বলেছেন:



সৌদী আপনাকে দিলে আপনিও এই টাকায় আপনি মসজিদ করতেন না, প্রথমে ঘরের জন্য দরকারী বাজার করতেন

১০ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:




এগুলো জাতির টাকায় হচ্ছে; আপনার ধারণা ভুল।

৪| ১০ ই জুন, ২০২১ সকাল ৯:৩১

শাহ আজিজ বলেছেন: এটা সৌদি আরবের প্রজেক্ট । এসব টাকার সঙ্গে লিখিত চুক্তি থাকে যা পালন করতে হয় । ৭৬ সালে সম্ভবত কুয়েত আমাদের প্রচুর ফান্ড দেয় শুধু বিল্ডিং বানানোর জন্য । জিয়া সরকার এই টাকায় কারখানা বানাতে চেয়েছিল কিন্তু আরবরা ফান্ড বন্ধ করে দেওয়ার হুমকি দেয় । আমাদের ব্যাসিক অনেক কিছুরই অভাব আছে যা এই শর্ত যুক্ত টাকায় করা সম্ভব না । অথচ এর প্রয়োজন ছিল সর্বাধিক ।

১০ ই জুন, ২০২১ বিকাল ৩:১৮

চাঁদগাজী বলেছেন:



সৌদী থেকে ভিক্ষা যদি নিয়েছে, অপ্রয়োজনীয় কাজে ভিক্ষা করছে শেখ হাসিনা। মসজিদের অভাব নেই, কারো থেকে ভিক্ষা নিয়ে মসজিদ করার কোন দরকার নেই।

১০ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:




সৌদী নয়, এটা জাতির নিজের টাকায় হচ্ছে।

৫| ১০ ই জুন, ২০২১ সকাল ৯:৩২

কল্পদ্রুম বলেছেন: মসজিদ অনেক থাকতে পারে। কিন্তু সরকার বানাচ্ছে মডেল মসজিদ। যেমন মডেল ক্লিনিক, মডেল স্কুল, মডেল থানা। এক্ষেত্রে মডেলিং একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সরকারের বিবেচনায়।

১০ ই জুন, ২০২১ বিকাল ৩:১৯

চাঁদগাজী বলেছেন:



মডেল মসজিদ বলতে কিছু নেই, আমাদের দেশে যখন ১টা স্কুল ছিলো না, তখনো মসজিদ ছিলো।

৬| ১০ ই জুন, ২০২১ সকাল ৯:৩৫

কল্পদ্রুম বলেছেন: ডয়চে ভেলের রিপোর্টে প্রকল্প পরিচালকের বক্তব্য দিয়েছে দেখলাম। পুরোটা বাংলাদেশের অর্থায়নে হচ্ছে।

১০ ই জুন, ২০২১ বিকাল ৩:২০

চাঁদগাজী বলেছেন:




মসজিদ, মন্দির করা সরকারের কাজ নয়।

৭| ১০ ই জুন, ২০২১ সকাল ১০:০৮

স্প্যানকড বলেছেন: মুমিন এর অভাব ! মসজিদ চিপাচাপায় ঠাসা ! সোয়াব ও হইল টাকা ও আইল তাই করা হয়তো ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

১০ ই জুন, ২০২১ বিকাল ৩:২১

চাঁদগাজী বলেছেন:



বেকারত্ব কমানোই সবচেয়ে বড় এবাদত।

৮| ১০ ই জুন, ২০২১ সকাল ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই মডেল মসজিদ করতে ব্যয় হচ্ছে আট হাজার ৭২২ কোটি টাকা।
শুরুতে এই প্রকল্পে সৌদি সরকারের অর্থায়নের কথা থাকলেও
পরে তারা করেনি। এখন পুরো প্রকল্পটিই সরকারের অর্থে
বাস্তবায়ন করা হচ্ছে।
এগিয়ে যাচ্ছে দেশ; স্বনির্ভর হচ্ছে বাংলাদেশ!
ভাবতেই ভালো লাগছে।

১০ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে মানুষের চেয়ে মসজিদ অনেক অনেক বেশী।

৯| ১০ ই জুন, ২০২১ দুপুর ১২:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: গণতান্ত্রিক সরকারকে জনগণের মন বুঝে চলতে হয়। সেজন্য সরকার সব প্রকারের জনগণের জন্যেই কিছু না কিছু খরচ করে। যেন কোন প্রকারের জনগণ সরকারের বিরুদ্ধে মোচড় না দেয়।

১০ ই জুন, ২০২১ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:




জনগণের দরকার চাকুরী, টোকঐদের জন্য দরকার থাকার যায়গা ও পড়ালেখার খরচ; সব মানুষের জন্য দরকার টিকা।

১০| ১০ ই জুন, ২০২১ দুপুর ১:০৩

ফড়িং-অনু বলেছেন: সব অসৎ, অসৎ দেশ আমার। মানুষ যখন ধর্ম লালন করে ভিতরে ভিতরে একটা জানেয়ার থাকে। কেউ প্রকাশ করে আর কেউ করে না। আর এই জানোয়ার যখন রাজনীতিতে আসে তখন হাইওয়ান হয়ে যায়।

সুন্দর লিখা। সম্পূর্ন সহমত জ্ঞাপন করলাম

১০ ই জুন, ২০২১ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন:



১৯৭২ সাল থেকে দেশকে ভিক্ষা করা শিখায়েছে শেখ সাহেব, উনার মেয়ে ৫০ বছর পরও জাতিকে ভিক্ষুক করে রেখেছে।

১১| ১০ ই জুন, ২০২১ দুপুর ১:০৪

শূন্য সারমর্ম বলেছেন: মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো।

১০ ই জুন, ২০২১ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে প্রয়োজনের চেয়ে মসজিদ অনেক বেশী।

১২| ১০ ই জুন, ২০২১ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: মসজিদ আমাদের দরকার নাই। আমাদের এলাকায় একসাথে ৫/৬ টা মসজিদ আযান দেয়। খুব বিরক্ত লাগে।
শুক্রবার ছাড়া মসজিদ খালি পড়ে থাকে।
প্রতিটা এলাকায় দরকার লাইব্রেরী। অথচ ৫০ টা এলাকা ঘুরলে একটা লাইবেরি পাওয়া যাবে না।

১০ ই জুন, ২০২১ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরাই পড়ে না, লাইব্রেরীতে বই পড়ে থাকবে।

১৩| ১০ ই জুন, ২০২১ দুপুর ২:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ তৈরি করছে সরকার; এগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়ায় সরকারী টাকায় মসজিদ করতে হয়েছে কখনো? দানের টাকায় মসজিদ হয়ে আসছে সব সময়; এখন আবার, সৌদী, ইরানী, কুয়েত ও কাতারের টাকায় গ্রামে গ্রামে মসজিদ হচ্ছে। এই অবস্হায় সরকার ৮ হাজার ৭২২ কোটী টাকা ব্যয় করা কি সঠিক কাজ?

মনে হয় সরকারের টাকা রাখার যায়গা নাই স্যারজী। শুরছিলাম কারে কারে যানি ধার দিয়া বেরাইতাছে। এইবারেরটা অন্ততো দেশে রইলো।

১০ ই জুন, ২০২১ বিকাল ৩:২৯

চাঁদগাজী বলেছেন:



শ্রীলংকাকে ধার না দিয়ে ধার দেয়ার দরকার ছিলো বেকারদের; মসজিদ সরকারে করার কোন দরকার ছিলো না।

১৪| ১০ ই জুন, ২০২১ বিকাল ৩:১৪

হাবিব বলেছেন: নতুন নতুন প্রকল্প আসবে আর আমলাদের পকেট ভারী হবে। লাভ তো আরো আছে। এগুলো একেকটা উন্নয়ন। ভোটের সব নির্বাচনী প্রচারনায় খুব কাজে দিবে।

১০ ই জুন, ২০২১ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:



আমলারা শেখ হাসিনাকে বেগম জিয়ার সমান বেকুবে পরিণত করেছে।

১৫| ১০ ই জুন, ২০২১ বিকাল ৩:৩১

আখেনাটেন বলেছেন: লোকরঞ্জনবাদী সরকারগুলোর কাজই হচ্ছে নিজেদের স্তরিভূত ব্যর্থতাগুলো ঢেকে দিতে জনগণের সামনে মূলা রাখা। আর এর মূল হাতিয়ার হচ্ছে ধর্ম। তাই ধর্মকেই বেছে নেওয়া হয়েছে...নিজেদের অস্তিত্বের জন্যই তাদের নানামুখি 'মডেল' এর আশ্রয় নিতে হয়। এ আবার নতুন কী? জনগণ যা খেতে চায়, তাদেরকে তাই খাওয়ানো হচ্ছে...আর গাধাগুলোর এই মূলাতেই আনন্দ উপচে পড়ছে...।

১০ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:




পাকিস্তানকে সৌদীরা সব সময় টাকা দিয়েছে মসজিদ, মক্তব ও মাদ্রাসা করতে; স্কুল করতে টাকা দেয়নি; ফলাফল, পাকিস্তান এখন জংগীস্তান।

শেখ হাসিনা নিজেই ভিক্ষুক, মানুষকে ভিক্ষুক করে রেখেছে ও সৌদীতে দাস হিসেবে বিক্রয় করছে।

১৬| ১০ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বটবৃক্ষ দেশে মসজিদ নির্মিত হলে আপনার জলে কেন বুঝলাম
কিন্তু যখন মন্দির নির্মাণ হয় তখনতো আপনার মুখে কুলুপ আটা থাকে কেন?
প্রতি উপজেলায় মডেল মন্দির স্থাপন করছে সরকার’ তা কি জানেন?
তাছাড়া যশোরের আট উপজেলায় ৩৩টি মন্দিরের প্রত্যেকটিতে ১০ লাখ টাকা
সংস্কার ও উন্নয়নের অনুদান দিয়েছে।
বাংলাদেশ অসাম্প্রদায়িকতার দেশ। এ দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ
করছেন এবং সবাই সমান অধিকার নিয়েই বসবাস করাবে।

১০ ই জুন, ২০২১ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে মসজিদের অভাব নেই। বাচ্চারা, মায়েরা রাস্তায় ঘুমাচ্ছে, রাস্তায় বার্থরুম করছে, আপনি এসব বুঝবেন না।

মাইনোরিটিদের সাহায্য করার দরকার; তবে, মন্দিরের জন্য টাকা খরচ করা অন্যায় হয়েছে।

১৭| ১০ ই জুন, ২০২১ বিকাল ৪:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেনঃ বাচ্চারা, মায়েরা রাস্তায় ঘুমাচ্ছে, রাস্তায় বার্থরুম করছে।
মন্দিরের জন্য টাকা খরচ করা অন্যায় হয়েছে


মানুষ ধর্ম কর্ম বাদ দিয়ে শুধু ঘরে শুধু টয়লেট করুক !!
এই প্রজেক্টটা আপনি নিতে পারেন !! সবাই সাবাসী দিবে
আপনাকে!! বুড়া বয়সের ভীমরতি!

১০ ই জুন, ২০২১ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:



ধর্ম হচ্ছে অপ্রয়োজনীয় আড্ডা, প্রয়োজনীয় কাজ হলো মানুষের অধিকার রক্ষা করা।

১৮| ১০ ই জুন, ২০২১ বিকাল ৪:১৯

নতুন বলেছেন: সবার আগে কোন শিশু যেন রাস্তায় না থাকে সেটা নিয়ে কাজ করুক।
হাসপাতালে চিকিতসার খরচের পেছনে খরচ করুক।

প্রতিটা গ্রামেই মসজিদ আছে এখানে কোটি কোটি টাকা খরচা না করে আরো গুরুত্বপূর্ন কাজে খরচা করা সম্ভব।

১০ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহবে মানুষের ও জাতির প্রয়োজনীয় দিক বুঝতেন না, শেখ হাসিনাও একই সমস্যায় ভুগছে আজীবন।

১৯| ১০ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৯

বঙ্গদুলাল বলেছেন: এ সমস্ত প্রজেক্ট তৃতীয় বিশ্বের দেশগুলোর নোংরা রাজনীতির প্রতিচ্ছবি।আমরা যখন ছোট ছিলাম; বিএনপি, জামাত গ্রামের অশিক্ষিত,সাধারণ মানুষ জনের মাঝে প্রচার করত-আওয়ামী লীগ ক্ষমতায় এলে মসজিদ,মাদরাসা উঠে যাবে।আওয়ামী লীগ তাই রিভার্স খেলে এসব শো-অফ প্রজেক্ট খোলে বেহেশতের টিকেট দিচ্ছে।এভাবেই চলবে।এদেশে রাজনীতি আছে?সবাইকে নিয়ে ভাবার মতো ব্যক্তিত্ব আছে?

১০ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনা জাতিকে পেছনে নিয়ে যাচ্ছেন।

২০| ১০ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৯

শূন্য সারমর্ম বলেছেন: পপুলিজমের বাইরে মার্কেলই যেতে পারে; বাকিরা আটকে যায়।৩য় বিশ্বে এর বিরুদ্ধে যেতে আন্তর্জাতিক মানের ব্যাক্তিত্ব থাকতে হয়।

১০ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


জিয়ার ভুলের জন্য মরগীরাও দেশ চালালো।

২১| ১০ ই জুন, ২০২১ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা চোখে হয়তো মসজিদ খুব দরকারী।
তিনি চোখে বেকারদের দেখেন না। টোকাইদের দেখেন না।

১১ ই জুন, ২০২১ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:




উনি হয়তো অনেক কিছু দেখেন, কঠিনগুলো প্রসেস করার মতো প্রসেসর উনার নেই।

২২| ১১ ই জুন, ২০২১ রাত ১২:১৪

কাওসার চৌধুরী বলেছেন:




সৌদি সরকার কয়েক বছর আগে এরকম একটি ঘোষণা দিয়েছিল। পরে সৌদি রাজপরিবারে পরিবর্তন আসায় সেই প্রজেক্ট বাতিল হয় যায়। কিন্তু এরই মধ্যে সরকার সৌদি আশ্বাসকে আমলে নিয়ে দেশের বিভন্ন এলাকায় মসজিদের স্থান নির্বাচিত করে। পরে প্রজেক্ট বাতিল হওয়ায় সরকার সিদ্ধান্ত নেয় মসজিদগুলো নিজ খরছে তৈরী করবে। সরকারের উদ্দেশ্য কি বলা মুশকিল। তবে, শুনলাম জঙ্গিবাদের বিরুদ্ধে নিয়মিত আলোচনা হবে এসব মসজিদে, এছাড়া লাইব্রেরি থাকবে, ইসলামী বিভিন্ন আলোচনার আয়োজন নিয়মিত হবে, ইমাম থাকবেন সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত।

বাস্তবতা হচ্ছে এদেশে প্রয়োজনের তুলনায় মসজিদের আধিক্য আছে; যা আপনি পোস্টে বলেছেন। এদেশের ধার্মিকদের একটি বড় অংশ যখন দেখবে সরকার হাজার হাজার কোটি টাকা খরছ করে মসজিদ বানাচ্ছে তখন সরকারকে ইসলামের হেফাজতকারী হিসাবে ধরে নেবে! এটাই সরকার চায়। আমি মনে করি, এই আট হাজার কোটি টাকায় সরকার যদি কমিউনিটি ক্লাব/সেন্টার বানিয়ে দিতো তাহলে সব ধর্ম, সব মতের মানুষ একটি প্লাটফর্মে একত্রিত হওয়ার সুযোগ পেতেন। এতে জাতীয় সংহতি বাড়তো। মানুষে মানুষে সম্পর্ক আরো গাঢ় হতো।

১১ ই জুন, ২০২১ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:



মসজিদ ভিক্ষা নেয়ার কি দরকার ছিলো, দেশে মসজিদ বেশী আছে। সোদী ও ইরান যাদের মসজিদ করে দিয়েছে, সেখানে খারাপ লোকেরা ঝরো হয়েছে; পাকিস্তান, আফগানিস্তান ও ইন্দোনেশিয়া উহার উদাহরণ।

২৩| ১১ ই জুন, ২০২১ সকাল ৯:১২

সাসুম বলেছেন: এইসব নাস্তেক নাসারা দের লেখালিখিতে কি আর মোমিন মোসলমান দের জন্য মসজিদ বানানো বন্ধ হবে?? দেশের প্রতিটি কর্নারে একটা করে এসি চারতলা মসজিদ তৈরি করতে হবে নাইলে এই দেশের ক্ষমতায় কাউকে থাকতে দেয়া হবেনা।

ইনোভেশান এবং গবেষণা ছাড়া বর্তমান দুনিয়ায় টিকে থাকা অসম্ভব। আম্রিকা গত বছর গবেষণা সেক্টরে খরচ করেছে ৫৭২ বিলিয়ন ডলার বা জিডিপির ৬%। ইউনেস্কোর ডাটা অনুসারে গবেষণা ও উন্নয়ন খাতে নেপাল দেয় তার জিডিপির ০.৩০%, পাকিস্তান দেয় তার জিডিপির ০.২৪%, ভারত দেয় তার জিডিপির ০.৬৫%, চীন দেয় তার জিডিপির ২.১৯%, জাপান দেয় তার জিডিপির ৩.২৬% কোরিয়া দেয় তার জিডিপির ৪.৮১%, ইসরাইল দেয় তার জিডিপির ৪.৯৫% বরাদ্দ দেয়।
বাংলাদেশ? এই তালিকায় নেই। কারন ১ মিলিয়ন ডলার এর নীচে খরচ করা কোন রাস্ট্রকে এই তালিকায় রাখা হয় নি। আর বাকি একটা দেশ যারা এই তালিকায় নেই সেটা হল আফগানিস্তান।

তো, এই মরার দেশে জ্ঞান বিজ্ঞান শিক্ষা নাই যেই দেশে সেই দেশে মসজিদ বানাবে না তো কি রিসার্স সেন্টার বানাবে??

১১ ই জুন, ২০২১ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার প্রশাসনে জামাত-হেফাজতরা আছে, ওরা উনার মাথায় কুবুদ্ধি দিচ্ছে।

২৪| ১১ ই জুন, ২০২১ সকাল ১০:০০

ইমরান আশফাক বলেছেন: সাহাবীদের যুগে মসজিদগুলি ছিল কাঁচা কিন্তু ঈমান ছিল পাকা। এখন মসজিদগুলি হয়েছে পাকা কিন্তু আমাদের ঈমান হয়ে গেছে কাঁচা।

১১ ই জুন, ২০২১ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



আমাদের জাতি বেকারত্বে, টোকাই সমস্যা ও চিকিৎসার অভাবে ভুগছে; সেই অবস্হায় এই বিপুল পরিমাণ টাকা মসজিদের জন্য বরাদ্দ করা জাতির বিপক্ষে ক্রাইমের সমান।

২৫| ১১ ই জুন, ২০২১ সকাল ১১:১৬

নতুন বলেছেন: এর পেছনে রাজনিতি আছে ভাই।

৫৬০ টা মসজিদ কমিটি, ইমাম, মোয়াজ্জিন এখন সরকারী দলের পক্ষে থাকবে এটা করতে পারলে প্রতি এলাকায় ধর্মীয় ক্ষেত্রে আয়ামী রাজনিতির প্রভাব আরো একটু পক্ত হবে।

১১ ই জুন, ২০২১ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:


১ লাখ বেকারের চাকুরী সৃষ্টি করা সম্ভব হতো এই টাকায়; শেখ হাসিনা অপরাধ করেছেন।

২৬| ১১ ই জুন, ২০২১ দুপুর ১২:২০

নতুন বলেছেন: কিন্তু ৮ হাজার ৭২২ কোটি টাকা দিয়ে পথ শিশুদের পেছনে বা হাসপাতালের উন্নয়ন বা দরিদ্রদের বিনামূল্যে চিকিতসার পেছনে খরচ করলে তেমন রাজনিতিক ফয়দা হবেনা।

সবাই তাদের ফয়দা খোজে।

১১ ই জুন, ২০২১ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা রাজনৈতিক ফায়দা লুটার জন্য জাতির ক্ষতি করছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.