নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অচেনা পাপ

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২৪



আমরিকার ভার্জিনিয়া রাজ্যে একজন মৃত্যুপথযাত্রী ১৭ বছরের ক্যান্সার রোগীকে, হাসপাতেলের ১ নার্স একজন পতিতার সাথে থাকার ব্যবস্হা করে দিয়েছিলেন। তরুণের মৃত্যুর পর, তরুণের মাতাপিতা নার্সটির বিরুদ্ধে এইমর্মে মামলা করে যে, নার্সটি তাদের ছেলেকে পাপের পথে নিয়ে, তার বেহেশতে যাবার পথ বন্ধ করে দিয়েছে। মামলার রায়ে নার্সকে নির্দোষ ঘোষণা করা হয়; এখানে আমি সেই কাহিনীটি ছোট আকারে লিখেছি:

মিশেল নামে এক বিবাহিত নার্স ভার্জিনিয়ার এক হাসপাতালের ক্যান্সার বিভাগে চাকুরী করতেন; তিনি রাতের বেলায় কাজ করতেন। এক সন্ধ্যায় তিনি ৯ টার দিকে কাজে এলেন; দেখেন, নার্সিং স্টেশনে কেহ নেই, সবাই রুমে রুমে কাজে ব্যস্ত। ভিজিটরেরা চলে গেছে, ভিজিটর রুমে টিভি চলছে; নতুন রোগী এনড্রু টিভি দেখছে একা; মিশেল এনড্রুকে হ্যালো বলে, নার্সিং স্টেশনে খাবারের ব্যাগটা রেখে রোগীদের রুমের দিকে গেলো, কোন ইমারজেন্সী আছে কিনা দেখার জন্য। এই সময় ২ জন না্র্স থাকার কথা; দেখলো, একরুমে ন্যান্সী ১ জন রোগীকে খাওয়ায়ে দিচ্ছে; অন্য আরেক রুমে আরেক রোগীর গা মুছিয়ে দিচ্ছে সুজান। সে নার্সিং রুমে ঢূকলো কাপড় বদলায়ে তৈরি হতে।

কাপড় বদলানো সময়, সামনের আয়নায় এনড্রু'র প্রতিবিম্ব দেখলো মিশেল; এনড্রু পেছন থেকে তাকে দেখছে; সে পেছনে না তাকিয়ে কাপড় বদলালো; এনড্রু সরে গেছে; সে বেরিয়ে আসলো; এনড্রু নিজের রুমে চলে গেছে। মিশেল, নার্সিং লগে রোগীদের রিপোর্টে চোখ বুলিয়ে নিলো ২ মিনিটে।

ছোট শহরের এই ছোট হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য মাত্র ১২টা সিট, এখন ৭ জন রোগী আছে। এনড্রু এসেছে ৪ দিন হলো; তার ব্রেনে ক্যান্সার টিউমার; ৬ মাস আগে একবার সার্জারী করে সরানো হয়েছিল; আবার ফিরে এসেছে; সার্জারি হবে তিন দিন পর, শক্তিশালী ব্যাথার ঔষধ দিয়ে রাখা হয়েছে; সে অনেকটা ঘোরের মাঝে থাকে।

ন্যান্সীর ডিউটি শেষ, চলে গেলো রাত সাড়ে ৯ টায়; মিশেল রোগীদের দেখার জন্য বের হলো; সবার রুম ঘুরে, শেষে এনড্রু'র রুমে এলো; রুমের ভেতরে লাইট নেভানো, বাইরের আলোয় সব দেখা যায়, এনড্রু শুয়ে আছে, ঘুমায়নি। মিশেল কাছে গিয়ে দাঁড়ালো, এনড্রু উঠে বসলো।
-এনড্রু কেমন আছো, ব্যাথা আছে?
-সামান্য, সুজান ওষধ দিয়েছে ঘন্টা খানেক আগে!
-ভালো, তোমার ভিজিটরদের মাঝে কোন মেয়ে দেখলাম না, তোমার গার্লফ্রেন্ড আছে?
না, গার্লফ্রেন্ড নেই; আমাদের পরিবারটা বেশ ধর্মীয় ধরণের; ক্লাশের একটা মেয়ের সাথে পরিচয় আছে; ক্যান্সার শুনে সে ভয় পেয়েছে।
-স্বাভাবিক, ক্যান্সার সম্পর্কে অনেক মানুষের ভুল ধারণা আছে। তুমি কোন মেয়ের সাথে ঘুমায়েছিলে কখনো?
-না, মা বলেছে পাপ হবে। এনড্রু বেড থেকে উঠে দাঁড়ালো, জানালার কাছে গিয়ে দাঁড়ালো, মিশলকে প্রশ্ন করলো,
-মিশেল, আমি বাঁচবো?
-এটা কি একটা প্রশ্ন হলো? তুমি শত বছর বাঁচবে; সার্জারীটা হয়ে গেলে তুমি মুক্ত।

এনড্রু দু'হাত বাড়িয়ে মিশেলকে বুকে টেনে নেয়ার জন্য সামনে এলো, কাছে এসে থেমে গেলো। মিশেল বললো,
-এনড্রু, যদি কোন মেয়ে তোমাকে দেখতে আসে, তুমি খুশী হবে?
-আমাকে দেখতে আসার মতো কোন মেয়ে তো নেই; কেহ এলে অনেক খুশী হবো, মনে হয়।
-আগামীকাল রাতে একটা মেয়ে আসবে তোমাকে দেখতে, কাউকে বলো না; মেয়েটাকে তোমার সাথে রাতে এখানে থাকার জন্য অনুরোধ করিও; আমি সুজানকে বলে যাবো; কালকে আমার ছুটি।

এনড্রুর কাছে দিনটা অনেক লম্বা মনে হলো; সন্ধ্যায় মা-বাবা আসলো, খাবার এনেছে; কিন্তু এনড্রু মনে মনে কোন এক অজানা ভিজিটরের জন্য উৎগ্রীব। মা বললো,
-এনড্রু, তোমার খারাপ লাগছে?
-না, আমি আজকে অনেক ভালো।

আটটার মাঝে সব ভিজিটর চলে গেলো, এনড্রু অজানা কোন ভিজিটরের জন্য টিভি রুমে বসে রলো। সাড়ে ৮ টার দিকে সুজান টিভি রুমে ঢুকলো, বললো,
-এনড্রু, তোমাকে দেখার জন্য একটা মেয়ে এসেছে, নাম জেনি, সে তোমার রুমে গেছে।

এনড্রু জীবনে এতো সুন্দর কোন মেয়ের সাথে কথাও বলেনি, সে কিছুটা অপ্রস্তুত; মেয়েটা এনড্রুকে বুকে টেনে নিলো; তারপর বললো,
-এনড্রু, তুমি শীগ্রই ভালো হয়ে যাবে, তুমি খুবই সুন্দর।

মেয়েটি একটি ব্যাগ থেকে ছোট একটা চীজ-কেক ও একটি ফ্লাক্স বের করে, ২টি কাপে কফি ঢাললো। এনড্রু খুবই খুশী হয়ে বললো,
-তুমি কি করে জানো, আমি চীজ-কেক পছন্দ করি?
-মিশেল বলেছে।

মেয়েটি নিজেই রুমের দরজা বন্ধ করে দিলো, জানালা দিয়ে আলো এসেছে; ২জনে বসে কফির সাথে চীজ-কেক খেলো; মেয়েটি নিজের জীবনের গল্প করলো, শেষে বললো,
-রাতে আমি তোমার সাথে থাকবো, তুমি যেন নিজকে একা না ভাবো।
-তোমাকে সারারাত থাকতে দিবে?
-মিশেল সেই ব্যবস্হা করেছে।



মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩৪

নতুন বলেছেন: ১৮ বছরের নিচে হলে তো আইনী সমস্যা হবার কথা।

আদালত পাপের জন্য চিন্তা করে সাজা দেবেনা যদি না কোন আইন ভেঙ্গে থাকে।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪১

চাঁদগাজী বলেছেন:



ভার্জিনিয়া, দক্ষিণের কয়েকটি রাজ্য ও ইউটা'তে কিছু অলিখিত ধর্মীয় নিয়মকানুন আছে। ১৮ বছরের নীচের কাউকে পতিতার সাথে থাকতে দিলে, শাস্তি হওয়ার সম্ভাবনা; কিন্তু এই মামলাটিতে নার্স বুঝাতে সক্ষম হয়েছিলো যে, ইহা জীবনের অংশ।

২| ২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: মর্মস্পর্শী!

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা বুঝতে পেরেছিলো যে, ইহা মানব জীবনের কষ্টকর সময়ের জন্য একটা রিমেডি, অমানবিক কিছু নয়।

৩| ২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: না এটা পাপ নয়।
সেবিকা মহৎ হৃদয়ের অধিকারী।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:



আমিও আপনার মতো ভেবেছি সব সময়।

৪| ২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫৭

শেরজা তপন বলেছেন: মৃত্যপযাত্রী ক্যান্সারের এক রোগীকে ডাক্তার কতৃক পতিতার সাথে থাকতে দেয়া নিয়ে -ভারতীয় একটা সিনেমার ক্লিপ ও আছে।

নার্স এর কান্ডটা আমারও ভাল লেগেছে। অবশ্যই তাঁর বেকসুর খালাস পাওয়া উচিত- তবে আমাদের দেশে তেমনটা কখনোই হোত না।
আপনার সাহিত্যচর্চা বেশ এগোচ্ছে।

২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:০৭

চাঁদগাজী বলেছেন:



ভারতীয় মুভিটা কখনকার? ওরা কাহিনী সংগ্রহ করে থাকতে পারে; ঘটনাটি ৯০ দশকের শুরুর দিকের।

৫| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২০

শূন্য সারমর্ম বলেছেন: জেনির বয়স কত ছিলো?

২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



মনে পড়ছে না, তবে প্রাপ্ত বয়স্ক ছিলো।

৬| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২৩

জুন বলেছেন: মনটা খুব খারাপ হয়ে গেল চাদগাজী

২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার লোকজন বিচিত্র।

৭| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৫

রক্তহীন বলেছেন: কঠিন...

২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


বিভিন্ন কালচারের মানুষ জীবনকে বিবিধভাবে দেখেন।

৮| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ২:১১

রানার ব্লগ বলেছেন: একজন মৃত্যু পথযাত্রী কে জীবনের একটা অংশের সাথে পরিচয় করিয়ে দিয়েছে এটা পাপ নয়।

২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


বিচার ব্যবস্হা সেটাই বলেছে।

৯| ২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: আহ!
জীবন কখনো কখনো খুব নির্মম

২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



ঢাকা শহর ক্যান্সারের রাজধানী, ওখানে কি হচ্ছে?

১০| ২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নার্সের মাধ্যমে এন্ড্রু জীবনের নতুন একটি অধ্যায়ের সাথে পরিচিত হয়েছে। এতে এনড্রুর ভিতর বেঁচে থাকার তীব্র ইচ্ছা জাগবে।

২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


যথাসম্ভব।

১১| ২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪০

গরল বলেছেন: সেক্স একটা অধিকারের সমতুল্য গণ্য করা হয় অনেক দেশে, বাধা দেওয়fটাই বড়ংচ ক্রাইম।

২০ শে আগস্ট, ২০২১ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:



মানুষের মন ও স্বপ্ন একটি বিশাল ভাবনার বিষয়।

১২| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ৮:০১

শেরজা তপন বলেছেন: ২০০৩- মুন্না ভাই এম বি বি এস!
এমন হবার সম্ভাবনা বেশী- সম্ভবত সেই ঘটনার ভারতীয় চিত্রায়ন।

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৫

চাঁদগাজী বলেছেন:



হতে পারে, ওরা বিশ্বের কোথায় কি হচ্ছে, সবই জানে।

১৩| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:১০

হাবিব বলেছেন: পেঁচার আগমণ ভালো লাগছে।

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


করোনা মরোনা নিয়ে ক্লান্ত।

১৪| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫৬

বিটপি বলেছেন: যাক, মরার আগে ছেলেটা সেক্স করে যেতে পারল। মানবতার ধর্মে মনে হয় সেক্স এর চেয়ে বড় আর কোন ইবাদত নেই। মানব ধর্মের অনুসারীরা সব ধর্মেই সেক্স খুঁজে বেড়ায়। ছাগল যেমন কাঁঠালপাতার গন্ধে সুখ খুঁজে পায়, মানববাদীরা তেমন যৌনসুখের মধ্যেই সাফল্য দেখে।

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনি বেকুব ধরণের লোক।

১৫| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: গল্পটা মানবের মনোদৈহিক আবেগ অনুভূতি নিয়ে লেখা। তবে তার চেয়ে বড় কথা, গল্পটা পরিমিত শব্দে খুব সুন্দর করে আপনি লিখেছেন। + +

২৭ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ।

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩০

মিরোরডডল বলেছেন:

ভালো লাগলো জেনে যে একজন মৃত্যুপথযাত্রী কিছুটা ভালো সময় পেয়েছে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



জীবনের বড় একটা দিক মিস করেনি ছেলেটা।

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩৫

জ্যাকেল বলেছেন: গল্পটা মানবিক। সুন্দর লিখেছহেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


ইহা মানবিক; তবে, ইহা গল্প নয়, একটি আমেরিকান ঘটনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.