![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
করোনা ও টিকা নিয়ে দেশের মিডিয়ায় কোন সংবাদ দেখছি না, দেশে কি করোনা আছে? দেখছেন, আমাদের সরকারের লোকেরা কেমন জ্ঞানী, তারা জানতো যে, করোনা নিজের থেকেই চলে যাবে! বেকুব ইসরায়েল, আমেরিকা, জার্মানী, বিলিয়ন বিলিয়ন ডলারের টিকা দিয়ে অকারণ হৈ চৈ করে ২ বছর কাটালো। গতকাল, আমার ঘনিষ্ট ১ জনের জন্য বুষ্টারের তথ্য যোগাড় করলাম, উনার বয়স ৬৩ বছর, ২ জায়গায় গিয়ে ফেরত এসেছেন, টিকা পাননি; ৬৫ বছরের নীচের লোকদের বুষ্টার দেয়া হচ্ছে না; উনার জন্য আমি ১ এক যায়গা বের করেছি, সেখানে উনাকে দেয়া হবে, উনার পেশার কারণে।
আমারও বুষ্টার নেয়া দরকার; আমি ওয়াক-ইন হিসেবে নিতে পারবো; সেপ্টেবরের ২৩ তারিখ থেকে আমেরিকায় বুষ্টার ডোজ দেয়া শুরু হয়েছে।
ঢাকা থেকে যেসব পরিবার গ্রামে চলে গিয়েছিলো, তারা কি ফেরার শুরু করেছে? সম্ভবত: ঢাকায় এখন ফুটপাতের ব্যবসা আগের থেকে বেড়ে যাবে! দেশে নতুন করে কি চাকুরী হচ্ছে?
শেখ হাসিনা, প্রেসিডেন্ট কিংবা প্রশাসন থেকে দেশের প্রকৃত অবস্হা জানার কোন উপায় নেই; এরা অপ্রয়োজনীয় বিয়ষয়ে বড় বড় কথা বলতে থাকে, আসল দরকারী বিষয়গুলো কখনো সামনে আসে না। শেখ জাসিনা প্রতিদিন ঢাকায় কিসব বড় বড় ফাইন্যান্সিয়াল মিটিং'এর উদ্ভোধন করছেন "ভার্চুয়েলী"; করোনা না থাকলে উনি "ভার্চুয়াল" পদ্ধতিতে এসব করছেন কেন?
মিডিয়া, ফেইসবুক, এমন কি ব্লগ থেকেও দেশের অবস্হা বুঝা যায় না; ব্লগে আজ ২দিন দেখছি "হ্যান্ডসাম" পুরুষদের ছবি দিচ্ছেন এক কবি; আরেক কবি দেন সুন্দরী মেয়েদের ছবি; ব্লগিংকে সহজ করার চেষ্টা চলছে, মনে হয়। গত ১ মাসে ব্লগে দেশের করোনা ও করোনাকালীন অর্থনীতি নিয়ে কোন পোষ্ট আসেনি। ফেইসবুক, ব্লগ ও মিডিয়া দেখলে মনে হয়, বাংলাদেশে করোনা নেই, যত সমস্যা শুধু আমেরিকা ও ইউরোপে!
২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
ওরা আসলেই চালাক; অনেক মানুষকে প্রাণ দিতে হচ্ছে, আরো অনেকের প্রাণ যাবে।
২| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: বাজারে প্রচুর ভিড়, রেস্টুরেন্ট গুলোতে বসার জায়গা নেই। লোকজন ঘুরে বেড়াচ্ছে।
গ্রামের লোকজন ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত। আগামী মাসে তফসিল ঘোষনা হবে। কোনো কোনো প্রার্থী কোটি টাকা নিয়ে বসে আছে 'নৌকা' প্রতীক পাওয়ার জন্য।
২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৩:০৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা মানুষদের নৌকায় তুলে দিয়ে বংগোপসাগরে ছাড়ছে, মাছ ধরুক।
৩| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: আপনি জেনারেল, আমিও জেনারেল।
কবে জেনারেল মুক্ত হবো বলতে পারেন? আমার কিন্তু বাঁধ বেঙ্গে যাচ্ছে।
২৯ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:৪৬
চাঁদগাজী বলেছেন:
পদাতিক চোধুরীর মতো মন্তব্য করতে হবে; স্প্যাংকড'এর মতো কবিটা লিখতে হবে
৪| ২৯ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজ ৭৮ লক্ষ টিকা দেয়া হয়েছে
..........................................................................
১ম নভেম্বর থেকে ১২ টু ১৮ বয়সীদের টিকা প্রদানের ব্যবস্হা হয়েছে ।
২৯ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:৪৫
চাঁদগাজী বলেছেন:
যদি ১৬কোটীকে দিতে হয়, কত সময় লাগবে? টিকা কিভাবে পাচ্ছে সরকার?
৫| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: জাদিদ ভাই মনে হয় আমাদের 'জেনারেল' করে দিয়ে ভুলে গেছেন।
৩০ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:০২
চাঁদগাজী বলেছেন:
সামু যে আছে,সেটা মনে থাকলে, সমস্যার সমাধান হবে একদিন।
৩০ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:০৪
চাঁদগাজী বলেছেন:
সামুতে সবাই গার্বেজ এনে ঢালছে। গেছো দাদা এক সয় কলিকাতার লেখকদের র্ম্য নকল করে এখানে দিতেন; এখন মনে হয় বিজেপি'তে ভর্তি হয়েছে, দুনিয়ার গার্বেজ এনে সামুতে ঢালছে।
৬| ৩০ শে অক্টোবর, ২০২১ ভোর ৫:১৫
হাসান কালবৈশাখী বলেছেন: কবে ফিরবেন?
জাদিদ ভাই একটা বড় সমস্যায় আছে। কিছুদিন আগে ওনার ফাদার মারা গেছেন।
আশাকরি শিঘ্রই সব সমস্যার সমাধান হবে।
৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৮
চাঁদগাজী বলেছেন:
উনার পরিবারের জন্য সমবেদনা রলো, খুবই কষ্টকর সময়। উনার পিতার পরলোকগমণ নিয়ে কোন পোষ্ট দেখলাম না।
আমাকে জেনারেল রাখলেই ভালো; ব্লগে যেই পরিমাণ গার্বেজ আসে আজকাল, সেগুলোতে কমেন্ট করা কঠিন ব্যাপার; এভাবেই ভালো আছি।
৭| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি জানি জাদিদ ভাইয়ের বাবা মারা গেছেন। বাবা মারা গেলে কেমন কষ্ট হয় তা আমি জানি। গত বছর ডিসেম্বরে আমার বাবা মারা গেছেন। জাদিদ ভাইয়ের কষ্ট আমার অনুভব করতে পারছি।
৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
উনার পরিবারের জন্য সমবেদনা রলো।
৮| ৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: আমার ইচ্ছা ছিলো জাদিদ ভাইয়ের সাথে দেখা করে তাকে শ্বান্তনা দিবো। কারন আমি জানি বাবা মারা গেলে কেমন লাগে।
৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৪
চাঁদগাজী বলেছেন:
সম্ভব হলে করেন।
আমি ৪র্থ শ্রেণীতে পড়ার সময় বাবার মৃত্যু হয়, আমিও বাবার অভাব অনুধাবণ করেছি। সামুতে "হ্যান্ডসাম" মানুষ ও "মেয়েদের পছন্দের পুরুষ"এর পোষ্ট আসলো, কিন্তু এডমিনের পরিবারের কষ্টের উপর পোষ্ট এলো না। আমি দিলে সামনের পাতায় যাবে না, কেহ দেখবে না, তাই দিইনি।
৯| ৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনি যদি উনার পিতার সম্পর্কে কিছু জানেন, পোষ্ট দিতে পারেন।
১০| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: না আমি তার পিতা সম্পর্কে কিছুই জানি না। তবে শ্রদ্ধা জানিয়ে একটা পোষ্ট দেওয়া যেতে পারে। তবে জাদিদ ভাই এঁর অনুমতি আগে নেওয়া দরকার।
০১ লা নভেম্বর, ২০২১ ভোর ৪:০৫
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে।
আমি দিতাম; কিন্তু উহাতে ধর্মীয় কথাবার্তা যোগ না করলে খারাপ দেখায়, আমি ধর্মীয় কথাবার্তা লিখতে স্বাচ্চন্দ বোধ করি না।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৩
শূন্য সারমর্ম বলেছেন:
উপমহাদেশের মানুষ সবসময় নিজেকে চালাক মনে করে ; প্রেসিডেন্ট থেকে রিকশাচালক পর্যন্ত।