![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তোর বসার চেয়ারের পাশে একটু জায়গা করে দিস,
তোর ধোঁয়া ওঠা চায়ের কাপের ঘ্রান নিবো।
বন্ধু তোর অবুঝ মনের মাঝে একটু জায়গা দিস,
সুখ সাগরে নৌকো ভাসিয়ে বইঠা বাইব।
বন্ধু তোর চলার পথের ডান পাশে একটু জায়গা রাখিস,
তোর ডান হাতটি ধরে এ পথ পাড়ি দেবো।
বন্ধু তোর দুঃখ বিলাসী কবিতাগুলো আমায় দিয়ে দিস,
সেই কবিতার অংশ হবো।
বন্ধু তোর শাড়ির আঁচলে একটু জায়গা রাখিস,
আমার সুখগুলো জমা দেবো।
বন্ধু তোর লুকিয়ে রাখা ভালোবাসা আমার কাছে দিস,
যত্ন করে তুলে রাখব।
©somewhere in net ltd.