নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দনপাল০২৩

চন্দনপাল০২৩ › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক প্রেমিকাদের জন্য দিবস

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩

বোধশক্তি হওয়ার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত কত কি দেখলাম।আজ ২০১৪ সালের শেষ দিন।সামনের দিনগুলোতে বা বছরগুলোতে আমাদের জন্য কি অপেক্ষা করছে বা নতুন আর কি কি দেখতে হতে পারে, আসুন একপলকে তা জেনে নেই।

১।অলিতে গলিতে স্টল খোলা হবে।স্টলগুলোর উপরে ব্যনারে বড় করে লিখা থাকবে
"এখানে বিভিন্ন উৎসব বা দিবস যেমন : 31st night,Valentine Day,জন্মদিন, ইত্যাদি উপলক্ষ্যে গার্লফ্রেন্ড- বয়ফ্রেন্ড ভাড়া পাওয়া যায়।"
যেসব ছেলেদের গার্লফ্রেন্ড আর যেসব মেয়েদের বয়ফ্রেন্ড নেই তারা এই দিনগুলোতে সূলভ মূল্যে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড ভাড়া নিতে পাড়বেন।
(বি: দ্র: প্রতি ঘন্টার জন্য নির্দিষ্ট পরিমান চার্জ প্রযোজ্য, অতিরিক্ত সময়ের জন্য অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে।)

২। গার্লফ্রেন্ড দিবস চালু করতে হবে।ঐ দিন তারা(গার্লফ্রেন্ডরা)সবকিছু উজার করে দিবে।
(বি: দ্র: কি দিবে,কাকে দিবে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার।)

৩।গার্লফ্রেন্ড দিবস চালু হলে অবিলম্বে বয়ফ্রেন্ড দিবস চালু করতে হবে।ঐ দিন তারা(বয়ফ্রেন্ডরা) সবকিছু নিজের মতো করে লুফে নিবে।
(বি: দ্র: কি লুফে নিবে,কার কাছে থেকে নিবে এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।)

৪।প্রেমে ছ্যাকা খাওয়া পাবলিকদের জন্য "ছ্যাকা দিবস" পালন করতে হবে।
ঐ দিন তারা(ছ্যাকা পাবলিক) প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করবে এবং সবাই কালো ব্যাচ ধারন করবে।
তারপর এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠনের মধ্যদিয়ে দিবসটি উৎযাপিত হবে।

৫।প্রেমিক প্রেমিকাদের জাতীয় খাবার বাদাম করতে হবে।বাদাম ব্যবসায়ীরা সাবধান "আপনার একটি সামান্য ভূলে ভেঙে যেতে পারে অবুঝ একটি প্রেমের বন্ধন।" তাই আপনারা অবশ্যই ভালো বাদাম বিক্রি করবেন যাতে প্রেমিক তার প্রেমিকাকে ভালো এবং সুস্থ দেহের বাদাম উপহার দিতে পারে।

এছাড়া আরও অনেক দিবস যেমন, 'ঝগড়া দিবস' মেয়েদের জন্য 'পার্লার দিবস' এবং নাম না বলা আরও অনেক দিবস পালন করা যেতে পারে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

শাহরীয়ার সুজন বলেছেন: ১নং টা পতিতালয়ে গিয়ে পতিতা ভাড়া কররা মতো হয়ে গেলোনা। ২ এবং ৩নং এর ব্যাপারেও একি কথা। আপনার উর্বর মস্তিষ্ক থেকে ভালো আইডিয়াই বের হয়েছে দেখি!

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: লাইক দিলাম, মন্তব্য নি:প্রয়োজন।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫০

নিলু বলেছেন: কি জানি কি হচ্ছে বুঝতে পারছিনা , আমার মনে হয় আমরা কেউ কেউ থার্টি ফাস্ট নিয়ে বেশ হতাশ কিংবা নিজেদের প্রগতিশীল প্রমান করতে চাচ্ছি

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

চন্দনপাল০২৩ বলেছেন: হুম আপনি ঠিক ধরেছেন।তবে দিন বদলাচ্ছে,সিস্টেম পরিবর্তনের দরকার।হইতো এই রকম হতে আর বেশি সময় লাগবে না।যাই হোক নিজের মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ@শাহরিয়ার সুজন ভাই

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪১

চন্দনপাল০২৩ বলেছেন: অসংখ্য ধন্যবাদ@ইমতিয়াজ ভাই

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

চন্দনপাল০২৩ বলেছেন: আমি কোনভাবেই একটা জিনিস বুঝি না,বর্তমানে আমার বয়সী ছেলে মেয়েরা একটা উছিলা পাইলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এতো মাতামাতি কেন করে?বলতে পারেন নিলু আপু? যাই হোক মন্তব্য করার জন্য ধন্যবাদ @নিলু আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.