নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দনপাল০২৩

চন্দনপাল০২৩ › বিস্তারিত পোস্টঃ

শূন্যস্থান

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:১১

অদ্ভুত অনুভূতিগুলো প্রতিনিয়ত করছে তারা,
রাতজাগা নিশাচর প্রাণীর মতো জেগে থাকি।
হিসেবের খাতা নিয়ে বসলে দেখি
সবকিছুই ঠিক,
কিন্তু কোথায় যেনো একটু শূন্যস্থান।
অনেক বড় বড় গণিতবিদ, পদার্থবিদ দেখালাম,
কোন সমাধান পেলাম না।
অনেক গবেষনা হলো,
বড় বড় নামকরা পৃথিবীর শ্রেষ্ঠ গবেষক,
সবাই নিশ্চুপ।

কিন্তু আমি তো জানি,
কি সেই শূন্যস্থানের উত্তর।
অথচ দেখো, ওদের মতো আমিও নিশ্চুপ,
ব্যর্থ আমি সেই শূন্যস্থানের উত্তর পূরণে,
কি অদ্ভুত এক উত্তরের মায়াজালে আমরা ঘুরছি!

এখন সবাই যে যার মতো নিজেকে গুটিয়ে নিয়েছে,
শুধু আমিই বসে আছি একা,
সেই হিসেবের খাতাটা নিয়ে।
এই বুঝি এলো ডাকযোগে,
যে শুন্যস্থানের উত্তর শুধু তোমার কাছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.