![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনা,
স্মৃতির পাতাগুলো আমার কাছে এখন ছুটি চাইছে,
কি করবো বুঝছি না?
অনেকদিনই তো হলো .....
ভেতরে সাদা কাগজগুলো এখন রক্তবর্ণ রুপ নিয়েছে।
তুমি বলেছিলে না.....
"নিজেকে যখন একা লাগবে
তখন ঐ আয়নাটার সামনে এসে দাঁড়াবে,
ভেতরে যাকে দেখতে পাবে, ভেবে নিও আমি তাঁর মাঝেই আছি।"
মজার বিষয় হলো কি জানো?
ইদানিং চোখে একটু ঝাপসা দেখছি।
আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিচ্ছবি খুঁজে পেতেই এখন কষ্ট হয়,
আর তোমার কথা না হয় বাদই দিলাম।
একটা প্রশ্ন করেছিলাম তোমায়....
"পৃথিবীতে মানুষ সবথেকে কা কে বেশি ভালোবাসে?"
তুমি বলেছিলে,"ভালোবাসার মানুষ কে।"
আমি বলেছিলাম, "না,
মানুষ নিজেকে সবথেকে বেশি ভালোবাসে।"
এখন, যেদিকে যাই স্বার্থপরের মতো শুধু নিজের প্রতিচ্ছবিটাই হাতড়ে বেরাই।
অনেক ধরার চেষ্টা করি,
কিন্তু এখনো তার সন্ধান পেলাম না।
কেমন করে পাবো বলো?
আমার মাঝেই যে আমি তাকে হারিয়ে ফেলেছি।
কল্পনা,
আর একটি বার এদিকটা ঘুরে যাবার সময় হবে তোমার?
ওরা বড্ড বেশি ছটফট করছে,
অনেকদিন ধরে মলাটবদ্ধ খাতায় ঘুমিয়ে আছে।
এখন ওরা উড়তে চাই,
বিশাল আকাশে মুক্ত বিহঙ্গের মতো,
এখন শুধু তোমার একটি সাইনের অপেক্ষা।
তুমি জানো কল্পনা?
ওদেরকে অনেক আটকে রাখার চেষ্টা করলাম।
ওদের একটাই কথা,
আমার সাথে সন্ধি করবে না।
আমি নাকি অনেক ব্যাকডেটেড,
আধুনিকার লেশমাত্র আমার মাঝে নেই।
আমিও ওদেরকে বলে দিয়েছি,
"আমার কল্পনা এমনি পছন্দ করে।
আধুনিকার নামে যদি পেছনের স্মৃতিগুলো ভুলে যেতে হয়,
তাহলে এমন আধুনিকতা আমার দরকার নেই।"
ওরা ওদের মতোই থাক,
আমি না হয় পৃথিবী থেকে দূরেই থাকলাম।
কল্পনা, আর একটি কথা.....
সময় পেলে একবার এদিকটা এসে ঘুরে যেয়ো,
ওরা সবাই এখন তোমার অপেক্ষায়,
তোমার একটি সাইনের খুব প্রয়োজন।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪১
চন্দনপাল০২৩ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো ।+++
৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪১
চন্দনপাল০২৩ বলেছেন: মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ#কলমের কালি শেষ
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
মোটামুটি লাগলো। চালিয়ে যান.....