![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর সাথে পরিচয় কবে,
তার দিন তারিখ আমার জানা নেই।
তবে মনে আছে ল্যাব এইডের সেই ব্রিজটার নিচে প্রথম দেখা।
অবাক দৃষ্টিতে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে ছিলি।
আমিও দেখছিলাম তোর শ্যামবর্ণ চেহারায় লুকানো মায়া।
হঠাৎ মনের অজান্তে দু'জন ঠিকানাহীন পথ চলতে শুরু করলাম।
ভালো বন্ধু হলাম,
একে অপরকে বুঝতে শিখলাম।
সেই চলার পর থেকে আজ এই পর্যন্ত।
আমি তোকে চিনি না,
তোর সম্পর্কে তেমন কিছু জানিও না,
কি তোর পরিচয়?কি স্ট্যাটাস?
তবুও মনে হয় তুই আমার জন্ম জন্মান্তরের চেনা।
হয়তো জন্মান্তরের বিবর্তনে আবার আমরা এক হয়েছি।
তোকে আমি ভালোবাসি না,
তোর প্রেমের জালেও আমি ফাঁসি নাই,
তবুও তোর প্রতি এক অদ্ভুত অনুভুতি অনুভব করি,
নাম না জানা অনুভুতি।
যে অনুভুতির মায়ায় আজকের দিনটি।
আজ পৃথিবীর বিশেষ কোন দিন নয়,
নয় তোর-আমার জন্ম বার্ষিকী।
কিন্তু বিশেষ একটা দিন,
ভোলা মনে ভুলবো ভুলবো করে তারিখটা মস্তিষ্কে বিধে গেছে।
তাই আজকে এই লিখাটি তোকে উৎসর্গ করলাম।
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪২
চন্দনপাল০২৩ বলেছেন: ধন্যবাদ নিলু আপু
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩১
নিলু বলেছেন: ভালো