![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে তোর জন্মদিন।বুঝছি না, কি উইশ করবো তোকে?তুই তো জানিস সবসময় আমার হাতের অবস্থা খারাপ থাকে,দামি কিছু দেবার মতো সামর্থ্য আমার নেই,তবুও যদি তোর আশেপাশে থাকতাম,তাহলে তোকে নিয়ে সারাদিন ঘুড়তাম,অনেক মজা করতাম আর দিনশেষে ঘরে ফেরার আগে কোন এক চা স্টলে বসে পাঁচটাকার একটা কেক কিনে তোর জন্মদিন পালন করতাম।
ছোট বেলাই নিজে নিজে তুই যেমন করতি।
বন্ধুত্ত্বের শুরু থেকে আজ পর্যন্ত যতো কথা হয়েছে,তোর একটি কথাই সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি,
"তোর সাথে এতোদিন আমার বন্ধুত্ত্ব থাকার কথা না,কিন্তু কেনো এই অস্বাভাবিক ঘটনা ঘটছে?"
হ্যা,আমিও বলবো কেনো ঘটছে এই অস্বাভাবিক ঘটনা?
পৃথিবীতে যত অদৃশ্য অলৌকিক বা অস্বাভাবিক ঘটনা আছে,এটা হয়তো তার মধ্যে একটি,যা কেউ জানে না,কেউ শোনে নি,কেউ কখনো দেখেনি।শুধু তুই আর আমি জানি,মুখে কিছু বলতে পারি না,শুধু ভালোবাসা দিয়ে অনুভব করতে পারি।
আমি আবার একটু কল্পবিলাসী।ঘুমাতে গেলে মাঝে মাঝে কল্পনার জগতে চলে যায় "ইস তুই আর আমি যদি সারাজীবন এমন বন্ধু থাকতে পারতাম!"
কল্পনাগুলো শুধু কল্পনাতেই মানাই।বাস্তবতার সাথে এর কোন সম্পর্ক নেই।
জানি, তোর আর আমার মাঝে একদিন দূরত্ব সৃষ্টি হবে,নিজেদের প্রয়োজনে যে যার মতো আলাদা হয়ে যাবো,সাথে আমাদের গতিপথও ভিন্ন হবে,ঠিক মহাকাশ থেকে হঠাৎ করে ছিটকে পড়া কোন এক সাথীহারা গ্রহের মতো।আবার নিজেদের প্রয়োজনে নতুন বন্ধু খুঁজে নিবো,আবার নতুন করে সবকিছু শুরু হবে।
এই কথাগুলো আজ আমি না লিখলেও পারতাম,কেনো লিখলাম জানি না। প্রশ্ন করলে এর কোন উত্তর আমার কাছে নেই। হয়তো মনের মধ্যে জমা এক টুকরো ভালোবাসা থেকে।
একটা রিকুয়েস্ট থাকবে তোর কাছে,প্লিজ এই লিখাটি তোর টাইমলাইনে সেভ রাখিস।
যেদিন আমি থাকবো না, হঠাৎ কোনদিন ফেসবুক লগইন করে যদি আমার এই লিখাটি তোর চোখে পড়ে তাহলে ভেবে নিস "আমিও একদিন তোর বন্ধু ছিলাম।"
"HAPPY BIRTHDAY TO U"
২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৫
চন্দনপাল০২৩ বলেছেন: ধন্যবাদ, আমি অথবা অন্য কেউ
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭
আমি অথবা অন্য কেউ বলেছেন: শুভ জন্মদিন সেই তুইকে