![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে তুমি?কি আছে তোমার মাঝে?
তোমার শ্যামবর্ণ, নাগিনী চোখ।
ভেজা চুলে অদেখা কি এক মায়া লুকোচুরি খেলে!
নীল শাড়িতে লুকানো দেহ,
ঠিক যেনো স্বর্গের অপ্সরী।
অদৃশ্য রুপে প্রতিনিয়ত মায়ায় খেলা করো।
কে তুমি?কি আছে তোমার ঐ রুপের মাঝে?
যত জল্পনা কল্পনা সব তোমায় ঘিরে,
তুমি রুপবতী,মায়াবিনী
স্রোতশ্বিনীর মায়া জালে করেছো আচ্ছাদন।
সমস্ত কবি,সাহিত্যিক, জার্নালিস্ট,
সবাই তোমার ঘোরে বিভোর।
শেষ পর্যন্ত রবি ঠাকুর,
সারাটা জীবন পার করলো তোমায় নিয়ে লিখে।
তুমি কে?কি আছে তোমার ঐ মায়ার মাঝে?
চারপাশ জুড়ে শুধু তোমার ছায়া নৃত্য করে।
নৃত্যের তালে সবাই শুধু তোমাতে মগ্ন থাকে।
তুমি অবিনাশী,তুমি নশ্বর,
যুগে যুগে তোমার রুপ বদলায়,
আমৃত্যু বেঁচে থাকো তুমি পৃথিবীর মায়াজালে।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪২
এনামুল রেজা বলেছেন: সুন্দর কবিতা। ভাললাগা।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫০
চন্দনপাল০২৩ বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু আপনার সুচিন্তিত মতামতের জন্য।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫২
চন্দনপাল০২৩ বলেছেন: ধন্যবাদ এনামুল রেজা ভাই
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১১
নিলু বলেছেন: ভালো
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২
চন্দনপাল০২৩ বলেছেন: অসংখ্য ধন্যবাদ নিলু আপু
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: তুমি অবিনাশী,তুমি নশ্বর,
যুগে যুগে তোমার রুপ বদলায়,
আমৃত্যু বেঁচে থাকো তুমি পৃথিবীর মায়াজালে।
কবিতায় ভাললাগা +