![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন তুমি আসো নি,
পুকুরের পারের ঐ কৃষ্ণচূড়া গাছটি ছায়া মেলেছিলো,
আর ফুলগুলো একটা একটা করে ছায়ার বিছানা সাজিয়েছিলো।
সেই বিছানায় আমি একা বসে ছিলাম,
হাতে ছিলো একটি গোলাপ।
তুমি বলতে,আমি নাকি বখাটের বেশে থাকি,
সেদিন আমি নীল শার্ট আর জিন্স পড়েছিলাম,
চুলগুলোও অগোছালো ছিলা না,
সাথে ছিলো একটি গিটার,
সপ্তসুরের মায়াজালে তোমাকে বাঁধতে চেয়েছিলাম।
সেদিন তুমি আসো নি,
বহুরুপী প্রেমের জালে ফেঁসেছে সবাই,
সাথে আমিও পড়েছি সেই মায়ার অন্ধকারে।
এখনো মাঝে মাঝে বসে থাকি সেই কৃষ্ণচূড়া গাছটির নিচে,
এখন আর সেই নীল শার্ট আর জিন্স পড়ি না,
আগের মতো সেই বখাটের বেশে আর থাকি না,
সাথে থাকে সেই গিটারটি,
তোমাকে একবার শুধু সপ্তসুরে জড়াতে চাই,
সপ্তসুরের মায়ায় তোমাকে সাজাতে চাই।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬
চন্দনপাল০২৩ বলেছেন: ধন্যবাদ মামুন ইসলাম ভাই
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা