![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি নামে ডাকবো তোমায়?
চন্দ্রা,চন্দ্রিমা না চন্দ্রকথা?
চন্দ্রিমা রাত যুবতী বেশে হয় চন্দ্রকথা।
আর চন্দ্রা?
সে তো,এক টুকরো স্বপ্নের মাঝে জেগে ওঠা এক টুকরো ভালোবাসা।
চন্দ্ররুপে জ্যোৎস্নার যোগসূত্রে পৃথিবী আলোকিত,
তোমাতে উত্থিত আলোয় আমি দ্বিপ্তীমিত।
আর জ্যোৎস্না?
সে তো, তোমার আমার মাঝে সৃষ্ট ভালোবাসার মিলন কেন্দ্র।
চন্দ্র এক,পৃথিবী এক,
দুই দূরত্ব এক হয় পূর্ণিমাতে মিশে।
শুধু অদৃশ্য স্বপ্নগুলো থেকে যায় যার যার কাছে।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১০
চন্দনপাল০২৩ বলেছেন: উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ নিলু আপু,আর্শিবাদ করবেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬
নিলু বলেছেন: লিখে যান