নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দনপাল০২৩

চন্দনপাল০২৩ › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির খামে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৭

স্বপ্নলোকের ভিড়ে আর দু'একটি ইচ্ছের মাঝে,
ইচ্ছে করে আবার ফিরে যেতে সেই দিনটিতে,
মাটির উপর বসে কাঠি দিয়ে দাগ কেটে নকশা আঁকাতে,
একটি ঘর,একটি দরজা আর একটি জানালা,
আশ-পাশ থাকবে স্বপ্নদিয়ে ঘেরা নকশা।

ইচ্ছে করে ভরদুপুরে গাছের ডালে বসি,
পাকা আমের মিষ্টি গন্ধ,
খুঁজে খুঁজে সেই পাকা আমটিই পাড়ি।

গাছের ডালে বাবুই পাখির বাসা,
ছোট্ট ঘরে ঘাপটি মেরে বসে থাকে দু'টি ছানা,
কিচির-মিচির আওয়াজ,
মা বাবুই যত্ন করে মুখে তুলে দেয় খাবার।
আর মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে,
ছোট্ট ছানাদের নিয়ে উড়াল দেয়,
এক ডাল থেকে অন্য ডাল।

বিকেল হলেই শুরু হয় কলোরব,
দলছুট বন্ধুদের সাথে মেতে উঠি,
এপাড়া থেকে ঐ পাড়া অথবা মাঠে,
লাল,নীল ঘুড়ি উড়ানোর মেলা,
কখনো বা ক্রিকেট-ফুটবলের আসরে।

মন চাই আর একবার ফিরে যেতে,
নিরন্তর ছুটে চলার সেই পথের বাঁকে।
যে দিনটি এখন পড়ে আছে শুধু স্মৃতির খামে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৯

এ কে এম রেজাউল করিম বলেছেন:
খুব ভালো লাগল হারানো দিনের কথা মালার কবিতা ।
কবির প্রতি সুভেচ্ছ ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০০

নিলু বলেছেন: লিখে যান

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৬

চন্দনপাল০২৩ বলেছেন: ধন্যবাদ রেজাউল করিম ভাই

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৮

চন্দনপাল০২৩ বলেছেন: উৎসাহ যোগানোর জন্য ধন্যবাদ নিলু আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.