![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও কারিগর,দিনোবন্ধু, দিনের মালিক তুমি,
হৃদমাঝারে আছো মিশে সকাল, সন্ধ্যা, রাত্রি।
হিন্দু ঘরে তুমি হরি,
মুসল্লিতে আল্লাহ,
বৌদ্ধ ঘরে বুদ্ধ বেশে,
থাকো সারাবেলা।
দাড়ি দেখে বলে মুসলিম,
টিকির নাম হিন্দু,
ক্রুশ পড়লে হয় খ্রিষ্ট,
সবাই তোমার নমস্তু।
সবারই আছে হাত পা,
সবাই মাটির সৃষ্ট,
সবারই আছে সুখ- দুঃখ,
তবে কেনো ভিন্ন?
ও কারিগর, ছদ্দবেশি,লুকিয়ে থাকো তুমি,
সবার ঘরে খেলা করো নিত্য দিবানিশি।
তবে এ কেমন লীলা,খেলছো মোদের নিয়ে?
তুমি এক,তুমি অদ্বিতীয়, তুমি সর্বশ্রেষ্ঠ।
আমরা সবাই সাধু ভক্ত,
সবাই তোমার নত,
আমরা সবাই তোমার পূজারি,
তবে কেন এতো ভিন্ন?
ও কারিগর, মুখোশ ধারি,সবাই তোমার দাসি,
সারাবেলা সবাই করে তোমার স্তুতি,
আমি বড় অভাগা,পড়েছি এক বিপদে,
কি নামে ডাকলে তোমায় সারা দিবে আমাতে?
ও কারিগর, দয়ার সাগর,তুমি দয়ার মালিক,
ভবো নদী করো পার,একটাই আকুতি।
©somewhere in net ltd.